West Bengal News Live: ফের পিছোল RG কর মামলার শুনানি, সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণ শুভেন্দুর

RG Kar News Live: জেলা থেকে শহর, সব খবরের টাটকা আপডেট জানতে চোখ রাখুন। সঙ্গে আর জি কর মামলার শুনানি নিয়েও সমস্ত আপডেট।

ABP Ananda Last Updated: 06 Nov 2024 11:26 PM
West Bengal News Live: মিনাখাঁর আমতলা বাজারে আগুন, পুড়ে ছাই দোকান

মিনাখাঁর আমতলা বাজারে আগুন। পুড়ে ছাই দোকান। মুদিখানার দোকানে বেআইনিভাবে বিক্রি করা পেট্রোল, ডিজেল থেকেই আগুন বলে অনুমান। শর্ট সার্কিট থেকে দুর্ঘটনার আশঙ্কা। 

WB News Live: 'তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নেই, এখন আমি নিরপেক্ষ'

সকালে তৃণমূল প্রার্থীর প্রচারে, রাতে শাসক নেতাদের সঙ্গে বৈঠক। উপনির্বাচনে বিজেপির প্রচারে নেই, তৃণমূল প্রার্থীর পাশে জন বার্লা। মাদারিহাটের তৃণমূল প্রার্থীর সঙ্গে খোশমেজাজে প্রাক্তন বিজেপি সাংসদ। জলপাইগুড়ির বিন্নাগুড়ি বাজারে মাদারিহাটের তৃণমূল প্রার্থীর সঙ্গে বার্লা। গয়েরকাটা চা বাগানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গেও বৈঠক। বাড়িতে শাসক নেতাদের সঙ্গে বৈঠকের পরদিনই তৃণমূল প্রার্থীর পাশে বার্লা। 'তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নেই, এখন আমি নিরপেক্ষ', তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের পর দাবি প্রাক্তন বিজেপি সাংসদের।

West Bengal Live: বিজেপি ছেড়ে তৃণমূলের পথে প্রাক্তন সাংসদ জন বার্লা?

বিজেপি ছেড়ে তৃণমূলের পথে প্রাক্তন সাংসদ জন বার্লা? জল্পনা বাড়িয়ে একের পর এক তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক। সোমবারের পর বুধবার, দফায় দফায় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বার্লা।

West Bengal Live Update: সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু

সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু। 'সন্দেশখালির পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ। একজন মহিলাকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন ফিরহাদ হাকিম। শুধু একজন নন, পুরো সম্প্রদায়কেই অপমান করেছেন মমতা-মন্ত্রিসভার মন্ত্রী,' প্রধানমন্ত্রীকেও অসম্মান করার অভিযোগে ট্যুইট শুভেন্দু অধিকারীর।

West Bengal Live News: খুন রেশন ডিলার, পলাতক অভিযুক্ত ২ গ্রাহক

রেশন নিয়ে বচসা, ডিলারকে পিটিয়ে খুন! উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে খুন রেশন ডিলার। '২দিন পরে রেশন নিতে বলায় ডিলারকে বেধড়ক মার,' অভিযোগ নিহত রেশন ডিলারের পরিবারের। খুন রেশন ডিলার, পলাতক অভিযুক্ত ২ গ্রাহক।

West Bengal News Live: FIR প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রধান শিক্ষকদের সংগঠনের

শিক্ষা পোর্টাল হ্যাক করে অন্যের অ্যাকাউন্টে টাকা, সন্দেহ শিক্ষকদের একাংশের। DI-এর করা FIR-এ থ্রেট কালচার দেখছে প্রধান শিক্ষকদের সংগঠন। FIR প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রধান শিক্ষকদের সংগঠনের।

West Bengal News Live: পূর্ব মেদিনীপুরের ৪টি স্কুলে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ, FIR দায়ের

মহিষাদলের নাটশাল হাইস্কুল, তমলুকের ব্যবত্তারহাট হাইস্কুল। চন্ডীপুরের দিবাকরপুর হাইস্কুল, চন্ডীপুরের মুরাপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ। পূর্ব মেদিনীপুরের ৪টি স্কুলে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ, FIR দায়ের। পূর্ব মেদিনীপুর ছাড়াও মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় অন্যের অ্যাকাউন্টে টাকা! অক্টোবরের শেষের দিকে একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাবের টাকা ট্রান্সফার।

West Bengal News Live: অন্যের অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা!

অন্যের অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা! ৪ প্রধান শিক্ষকের বিরুদ্ধে FIR। পূর্ব মেদিনীপুরের ৪ প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা স্কুল পরিদর্শকের FIR। ৪ স্কুলের ৬৪ পড়ুয়ার জন্য বরাদ্দ ট্যাবের ১০ হাজার কীভাবে অন্যের অ্যাকাউন্টে? ৬ লক্ষ ৪০ হাজার টাকা জালিয়াতির অভিযোগে জেলা স্কুল পরিদর্শকের FIR।

Jagadhatri Puja Live: জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RG Kar Live Update: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে মেল জুনিয়র ডাক্তারদের

'নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স এবং শক্তি টিম তৈরি করে কলেজ চত্বরে টহল দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও কলেজ চত্বরেই তাদের টহল দিতে দেখা যায়নি। হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এসওপি বার বার চাওয়া সত্ত্বেও এখনও পাওয়া যায়নি। নিরাপত্তা নিয়ে রাজ্যস্তরে টাস্ক ফোর্স গঠন করা হলেও এখনও পর্যন্ত তার কোনও বৈঠক হয়নি। ডিজিটাল বেড ভ্যাকেন্সি এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে নির্দিষ্ট পরামর্শ দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু এবিষয়ে এখন তাঁদের সঙ্গে স্বাস্থ্য দফতরের তরফে কোনও যোগাযোগ করা হয়নি। কলেজে কলেজে ছাত্র প্রতিনিধিদের নিয়ে গ্রিভান্স রিড্রেসাল সেলগুলি এখনও তৈরি হয়নি,' গত ২১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে মেল জুনিয়র ডাক্তারদের।

West Bengal Live: মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের

'নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স এবং শক্তি টিম তৈরি করে কলেজ চত্বরে টহল দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও কলেজ চত্বরেই তাদের টহল দিতে দেখা যায়নি,' ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের।

West Bengal News Live: ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের

ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেও যে কাজগুলি হয়নি সেগুলিকে উল্লেখ করে চিঠি।

West Bengal News Live: পরপর ২দিন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি

৩৪ নম্বর মামলা হিসেবে আজ শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে। পরপর ২দিন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। কালকের বদলে প্রথমে আজ সকাল, তারপরে দুপুরে শুনানির কথা ছিল।

RG Kar News Live: আর জি কর-মামলা প্রসঙ্গে কী জানালেন প্রধান বিচারপতি?

'CBI তদন্তে কী পেল, কাল স্টেটাস রিপোর্ট দেখব', আর জি কর-মামলা প্রসঙ্গে জানালেন প্রধান বিচারপতি।

RG Kar News Live: আজ নয়, কাল সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি

সুপ্রিম কোর্টে ফের পিছোল আর জি কর মামলার শুনানি। আজ নয়, কাল সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি।

প্রেক্ষাপট

কলকাতা: আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। কাল না হওয়ায় আজ প্রথম মামলা হিসেবে শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। মুখ বন্ধ খামে স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা সিবিআইয়ের।

কোন আইনে, কী পদ্ধতিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ? কী ভাবে বেতন, কত অর্থ বরাদ্দ? আর জি কর মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্টে ৬ দফা প্রশ্নের জবাব দেওয়ার কথা রাজ্যের।

সঞ্জয়ের পরে আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি! মালদায় বধূকে ধর্ষণ, মামলা তুলতে হামলা! পুলিশের বিরুদ্ধেও থানায় বসিয়ে রাখার অভিযোগ!

নামেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম। টানা আন্দোলনের পরেও হয়রানি। এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিক্যাল ঘুরে এসএসকেএমে আনার পরে মৃত্যু। বাঁচানো গেল না মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও।


জলসায় মত্ত পুলিশ, ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ নিতে বীরভূমে পুলিশের বিরুদ্ধেই টালবাহানার অভিযোগ! প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ।

দিকে দিকে নারী নির্যাতন। তারাপীঠে ব্ল্যাকমেল করে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ নাবালক। তুফানগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত শিক্ষক। নরেন্দ্রপুরেও নির্যাতন। দিকে দিকে নারী নির্যাতন!

কালীপুজোর বিসর্জনের সময় মত্তদের তাণ্ডব, প্রতিবাদ করায় বাঁকুড়ায় বধূর শ্লীলতাহানি, ধর্ষণের হুমকি, স্বামীকে মারের অভিযোগ। অভিযুক্ত তৃণমূলকর্মী, এখনও অধরা! প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি?


বিসর্জনের সময় গন্ডগোল, সালিশির নামে বনগাঁয় স্বামী-সহ তৃণমূল কাউন্সিলরের তাণ্ডব।


পুজো কাটতেই জেলায় জেলায় ডেঙ্গির দাপট। ৩০ অক্টোবর পর্যন্ত আক্রান্ত ১৭ হাজার পার! সবচেয়ে বেশি আক্রান্ত মুর্শিদাবাদে। ৭ নম্বরে কলকাতা। আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি

মার্কিন মসনদের দৌড়ে ট্রাম্প-কমলার জোর টক্কর। রিপাবলিকানদের দখলে টেক্সাস, ফ্লোরিডা। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া দখল ডেমোক্র্যাটদের। দৌড়ে এগিয়ে ট্রাম্প। 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.