মনোনয়নের পরেও কোচবিহারে উত্তেজনা

মনোনয়নের পরেও কোচবিহারে উত্তেজনা। দিনহাটার সাহেবগঞ্জে মুখোমুখি তৃণমূল-বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ। বিজেপি প্রার্থীদের স্ক্রুটিনিতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। 

সুপ্রিম কোর্টে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন

হাইকোর্টের প্রধান বিচারপতির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। আজই শেষ হচ্ছে হাইকোর্টের ৪৮ ঘণ্টার ডেডলাইন। সময়সীমা শেষের আগেই সুপ্রিম কোর্টে ই-ফাইলিং রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের। সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, সর্বোচ্চ আদালতে দাবি রাজ্যের। পঞ্চায়েত ভোটে কোন কোন এলাকা স্পর্শকাতর, এখনও চিহ্নিত করেনি কমিশন। তবে কোন জেলায় কতগুলি বুথ স্পর্শকাতর, প্রতিটি জেলা প্রশাসনের কাছে তা জানতে চাওয়া হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করানোয় কেন অনীহা রাজ্যের? 

রাজীব সিন্হাকে তলব করলেন রাজ্যপাল

জরুরি ভিত্তিতে আলোচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে তলব করলেন রাজ্যপাল। গতকাল সন্ত্রাস-বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। হিংসা রুখতে কড়া পদক্ষেপের বার্তা দেন তিনি। এরপরই আজ দুপুর ২টোয় রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।  

রাজভবনের দ্বারস্থ বিজেপি

ভোটের আগেই সন্ত্রাস। রাজভবনের দ্বারস্থ হল বিজেপি। রাজ্যপালকে ভোট-হিংসার কথা জানিয়েছি। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই, জানিয়েছেন রাজ্যপাল। ভোটে অশান্তি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। গতকাল ভাঙড়ে গিয়ে রাজ্যপাল বুঝেছেন আদতে কী ঘটেছে, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রাজ্য নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রীর কাঠের পুতুল। সুপ্রিম কোর্টে গিয়েও থাপ্পড় খাবে রাজ্য, বাহিনী-নির্দেশে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ-মামলা নিয়ে আক্রমণ সুকান্তর।

ভাঙড় নিয়ে প্রশাসনের অন্দরে সমন্বয়ের অভাব?

মনোনয়ন পর্বে ভাঙড়ে হিংসা নিয়ে পুলিশ ৬টি এফআইআর দায়ের করেছে। অথচ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার দাবি, ভাঙড় নিয়ে এখনও কোনও রিপোর্ট মেলেনি। ভাঙড় কাণ্ডে প্রশাসনের অন্দরে সমন্বয়ের অভাব? উঠছে প্রশ্ন। ই-ফাইলিং নিয়েও কমিশনের ভূমিকা এদিন স্পষ্ট করলেন না রাজ্য নির্বাচন কমিশনার। 

আরও পড়ুন : 

সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে 'মারধর', বিজেপি প্রার্থীর স্বামীকে মার ! দিকে দিকে এবার প্রত্যাহার-সন্ত্রাস