রঞ্জিত হালদার, প্রদ্যোৎ সরকার, কলকাতা :পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশ নিয়ে বেনজির অশান্তির সাক্ষী থেকেছে বাংলা। ১৫ জুন ছিল মনোনয়ন পেশের শেষ দিন। এবার জেলা জেলা থেকে আসছে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ। 


বোমা-বন্দুক আর লেঠেল বাহিনী! এই ৩ ব্যারিকেড ব্যবহার করেই মনোনয়নপত্র পেশের সময় বিরোধীদের রুখবার অভিযোগ উঠেছিল। এবার পালা মনোনয়ন প্রত্যাহারের।  ফের বিরোধীদের দমিয়ে দিতে চাপ সৃষ্টির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।


  মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপ দেওয়া অভিযোগ 


বারুইপুরে মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপ দেওয়া অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। রাজি না হওয়ায় প্রার্থীর স্বামীকে বাইক থেকে নামিয়ে, মাঠে নিয়ে গিয়ে বাঁশ, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 

বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়েছেন কনকি হালদার। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্য়াহারে রাজি হননি ওই মহিলা প্রার্থী। তার জেরেই গতকাল তাঁর স্বামী প্রশান্ত হালদারকে তৃণমূলের ৪ দুষকৃতী বেধড়ক মারধর করে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।  


সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে 'মারধর'

অন্যদিকে আবার, নদিয়ার চাপড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম প্রার্থীর পরিবারের ৫ জন হাসপাতালে ভর্তি। পরিবারের দাবি, ঘটনার পর থেকেই নিখোঁজ চাপড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সাহাজুদ্দিন শেখ। অভিযোগ, গতকাল এক সিপিএম কর্মীকে মারধরের প্রতিবাদ করায়, তৃণমূলের রোষের মুখে পড়ে বাম প্রার্থীর পরিবার। রাতে তৃণমূলের দুষকৃতীরা সিপিএম প্রার্থীর বাড়িতে চড়াও হয়ে মারধর করে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে হুমকি


এছাড়াও ঘটেছে আরও ঘটনা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর এবং কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় সিপিএম এবং আইএসএফ কর্মীরা চাঞ্চল্যকর অভিযোগ করছেন। তাঁদের দাবি, গভীর রাতে বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে তৃণমূল!                        


এদিকে পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গায় শুরু হল পুলিশের রুট মার্চ।  রাজারহাটের বিষ্ণুপুর ২ নম্বর ব্লকে সকাল সকাল রুট মার্চ। র‍্যাফ  নিয়ে রুট মার্চ করে রাজারহাট থানার পুলিশ। গ্রামে গ্রামে সকাল-বিকেল দু’ দফায় রুট মার্চ চলবে বলে পুলিশ জানিয়েছে।