West Bengal News Live: প্রাথমিকে সিমেস্টার থেকে পরিবহণ-আলু রফতানি, মমতার ভর্ৎসনার মুখে রাজ্যের চার মন্ত্রী

West Bengal News Update: জেলা থেকে শহর, সব খবরের টাটকা আপডেট জানতে চোখ রাখুন এবিপি আনন্দ চ্যানেল ও এবিপি লাইভের সমস্ত প্ল্যাটফর্মে।

ABP Ananda Last Updated: 02 Jan 2025 11:49 PM
West Bengal News Live Update: প্রাথমিকে সিমেস্টার থেকে পরিবহণ-আলু রফতানি, মমতার ভর্ৎসনার মুখে রাজ্যের চার মন্ত্রী

প্রাথমিকে সিমেস্টার থেকে পরিবহণ-আলু রফতানি। মমতার ভর্ৎসনার মুখে রাজ্যের চার মন্ত্রী। 

WB News Live Update: নিজের নির্বাচনী কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সেবাশ্রয়ের সূচনা করলেন অভিষেক

নিজের নির্বাচনী কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সেবাশ্রয়ের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঁচাত্তর দিন ধরে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের ৩০০টি মেডিক্যাল ক্যাম্প হবে। কিডনি, স্ট্রোক, থেকে ম্যালেরিয়া-ডেঙ্গুর বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে রেফারেল পরিষেবা, যাবতীয় সুযোগ সুবিধা থাকবে সাধারণ মানুষের জন্য।

West Bengal News Live Update: হাসনাবাদ হয়ে নদীপথে বাংলাদেশ যাওয়ার আগে গ্রেফতার ২

হাসনাবাদ হয়ে নদীপথে বাংলাদেশ যাওয়ার আগে গ্রেফতার ২। ১ বাংলাদেশি তরুণী সহ ২ জনকে গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ। ১ বাংলাদেশি তরুণী সহ গ্রেফতার বারাসাতের মোস্তাফা মণ্ডল।
ধৃত মোস্তাফার ৩ দিনের পুলিশি হেফাজত ও বাংলাদেশি তরুণীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।

Bangladesh News Live Update: চট্টগ্রামের কাঠগড় এলাকায় হিন্দু যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ

বিদ্বেষের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। চট্টগ্রামের কাঠগড় এলাকায় হিন্দু যুবক প্রান্ত তালুকদারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর। মারধরের অভিযোগ উঠল ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে। ওই যুবকের বাড়িতে ৪০ থেকে ৫০ জন মৌলবাদী আক্রমণ চালায় বলে অভিযোগ। 'হিন্দু নির্যাতনের প্রতিবাদে লেখালেখি করায় এই আক্রমণ'। অভিযোগ, দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্তর। দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত এক্স হ্যান্ডলে হামলার ছবি পোস্ট করেছেন। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে।
CC ক্যামেরায় ধরা পড়েছে হিন্দু যুবককে তুলে নিয়ে যাওয়ার ছবি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা কাপড় জড়িয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সংবাদপত্র ‘সমকাল’ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। রাতে ওই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

West Bengal News Live Update: 'ডিস্ট্রিবিউটার যদি চুরি করে থাকেন, তাহলে মন্ত্রী কীভাবে যুক্ত হলেন?' জ্যোতিপ্রিয়র-জামিন মামলায় মন্তব্য বিচারকের

তদন্তের দেড় বছরের মধ্যে রেশন দুর্নীতি নিয়েই প্রশ্ন তুললেন বিচারক। 'নদিয়ার যে এফআইআরের থেকে তদন্ত শুরু করেছিলেন সেটা একটা চুরির মামলা ছিল', জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলায় মন্তব্য বিচারকের। 'সেটা চুরি নয় দুর্নীতি কেন বলছেন?' 'যদি দুর্নীতি হয় তাহলে আজ পর্যন্ত কোনও সরকারি অফিসারকে কেন অভিযুক্ত করেননি ? যাঁদের সিল পাওয়া গিয়েছিল'।
'কেউ আপনাদের কী এসে বলেছে শর্ট সাপ্লাই হয়েছে?' 'ডিস্ট্রিবিউটার যদি চুরি করে থাকেন, তাহলে মন্ত্রী কীভাবে যুক্ত হলেন?' 'মেনে নিলাম তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কোম্পানিতে টাকা ঢুকেছে এবং সেই টাকা বাকিবুরের থেকে এসেছে।' 'উনি দুর্নীতিগ্রস্ত হতে পারেন, এটা অন্য দুর্নীতির টাকা হতে পারে'। 'রেশন দুর্নীতির টাকা কীভাবে পেলেন? এই ভাবনা কোথা থেকে এল?'
'আপনারা রুটে গিয়ে তদন্ত করুন, গঙ্গাসাগর নয়, গঙ্গোত্রীতে শুরু করুন'। 'রেশনে দুর্নীতি হলে সেটার শুরু কোথায়?', প্রশ্ন বিচারকের। 'চুরির তদন্ত করতে গিয়ে এই দুর্নীতির তথ্য সামনে এসেছে', বিচারকের একাধিক প্রশ্নের উত্তরে জবাব ইডির আইনজীবীর। 'লাইসেন্সবিহীন দোকান থেকে NPG-এর একাধিক বস্তা পাওয়া গিয়েছে'। 'অথচ বস্তা চুরির কোনও অভিযোগ হয়নি'। 'জ্যোতিপ্রিয় যখন মাথায় ছিলেন, তখন ওঁর নির্দেশে গোটা চেন কাজ করছিল'। '১০০ টি এফআইআর হয়েছে'। 'কিন্তু সরকার আমাদের সেই তথ্য দেয়নি'। বিচারকের একাধিক প্রশ্নের উত্তরে জবাব ইডির আইনজীবীর

WB News Live Update: দিনহাটায় দিল্লি পুলিশের অভিযান, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে তল্লাশি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

দিনহাটায় দিল্লি পুলিশের অভিযান, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে তল্লাশি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। 'ওরা কে, বাংলায় কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। কেন পুলিশ তাদের অনুমোদন দিয়েছে ? আমাদের কাছে কোনও তথ্য পাঠায়নি। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে, তার ভেরিফেকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ডিজিকে কেন জানানো হয়নি, বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছো, দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছো, রাজ্যকে রসাতলে পাঠাচ্ছো।' কোচবিহারের ডিএম, এসপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live Update: মালদায় খুন তৃণমূল নেতা, ফিরহাদ হাকিমের সামনেই ডিএম-এসপি সরানোর দাবি তৃণমূলকর্মীদের

মালদায় খুন তৃণমূল নেতা, ফিরহাদ হাকিমের সামনেই ডিএম-এসপি সরানোর দাবি তৃণমূলকর্মীদের।

WB News Live Update: আন্তঃরাজ্য জাল নোট চক্রের পর্দাফাঁস, রাজ্য পুলিশের এসটিএফের হাতে ধৃত ১

আন্তঃরাজ্য জাল নোট চক্রের পর্দাফাঁস। রাজ্য পুলিশের এসটিএফের হাতে ধৃত ১, উদ্ধার ৯২ হাজার টাকার জাল নোট। ধৃতের নাম শেখ মুন্না, বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। হাওড়া স্টেশন থেকে শেখ মুন্নাকে গ্রেফতার করল এসটিএফ।

West Bengal News Live Update: চোরাপথে বাংলাদেশে ফেরার পথে গাইঘাটায় গ্রেফতার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী

চোরাপথে বাংলাদেশে ফেরার পথে গাইঘাটায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। তিনজনকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃত রুনা খাতুন ও হাসিনা বেগম বাংলাদেশের নড়াইলের বাসিন্দা। ধৃতরা ৬ মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ধৃতরা কাজ করছিলেন মুম্বইয়ে, চোরাপথে বাংলাদেশে ফেরার জন্য এসেছিল গাইঘাটার কাহনকিয়ায়। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ।

Bangladesh News Live Update: সন্ন্যাসীর জায়গা কি জেলের ভিতর, প্রশ্ন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের

জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ চট্টগ্রামে আদালতে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের সাজা যাবজ্জীবন, জানাল চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীর জামিন-আবেদন খারিজ। সন্ন্যাসীর জায়গা কি জেলের ভিতর, প্রশ্ন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের।

প্রেক্ষাপট

কলকাতা : মালদায় তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন। বাড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার।সকাল ১০টা নাগাদ পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের পাইপ কারখানায় যাচ্ছিলেন দুলাল সরকার। স্থানীয়দের দাবি, দুটি বাইকে চড়ে, মুখ ঢেকে, চার দুষ্কৃতী আসে। মালদা সহ-সভাপতিকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চলে। ২টি গুলি লাগে নেতার মাথায়, একটি লেগেছে পিঠে, হাসপাতালে আনার আগেই মৃত্যু।


দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত এক্স হ্যান্ডলে হামলার ছবি পোস্ট করেছেন। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে। CC ক্যামেরায় ধরা পড়েছে হিন্দু যুবককে তুলে নিয়ে যাওয়ার ছবি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা কাপড় জড়িয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সংবাদপত্র ‘সমকাল’ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
রাতে ওই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে


বিদ্বেষের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। চট্টগ্রামের কাঠগড় এলাকায় হিন্দু যুবক প্রান্ত তালুকদারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর। মারধরের অভিযোগ উঠল ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে। ওই যুবকের বাড়িতে ৪০ থেকে ৫০ জন মৌলবাদী আক্রমণ চালায় বলে অভিযোগ। 'হিন্দু নির্যাতনের প্রতিবাদে লেখালেখি করায় এই আক্রমণ', অভিযোগ, দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্তর।


চেন্নাইয়ের ডিজিটাল-অ্যারেস্ট মামলায় এবার কলকাতায় হানা দিল ED। সল্টলেক, বাগুইআটি, শেক্সপিয়র সরণি থানা এলাকা-সহ শহরের ৫টি জায়গায় চলছে তল্লাশি। 'ED অফিসার, মুম্বই পুলিশ বা টেলিকমিউনিকেশন অফিসার সেজে প্রতারণা। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে', তদন্তে নেমেছিল ED চেন্নাই জোন। সেই সূত্র ধরেই আজ কলকাতার ৫টি জায়গায় তল্লাশি চলছে। সল্টলেকের PNB আইল্যান্ডের কাছে একটি আবাসনে ব্যবসায়ী সদানন্দ ঝা-র খোঁজে যায় ED-র টিম। তাঁকে না পেয়ে এক যুবককে নিয়ে যাওয়া হয়েছে বাগুইআটির রঘুনাথপুরে সদানন্দর এক পরিচিতর বাড়িতে।


তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ঘিরে মালদায় চূড়ান্ত বিশৃঙ্খলা। কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি হুড়োহুড়িতে ভেঙে পড়ল ইটের দেওয়াল, ৭জন আহত। হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় দেড় হাজার কম্বল বিলির আয়োজন তৃণমূলের।কম্বল বিলির সময় চূড়ান্ত বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে ৫ মহিলা-সহ আহত ৭। ভিড় মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ, এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.