West Bengal News Live Update : 'আমি কোন দৌড়ে নেই, আমি লড়াইতে আছি' : দিলীপ ঘোষ

West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এক নজরে

ABP Ananda Last Updated: 18 Mar 2025 11:41 PM
WB News Live: 'আমি কোন দৌড়ে নেই, আমি লড়াইতে আছি' : দিলীপ ঘোষ

কে হবেন বিজেপির রাজ্য সভাপতি ? 'আমি কোন দৌড়ে নেই, আমি লড়াইতে আছি'। 'এখানে পরিবর্তন করতে হবে, সেই লড়াইতে আছি', বললেন দিলীপ ঘোষ। 'পার্টি যে কাজ দিয়েছে সেটাই করছি, লড়তে বলেছে, লড়েছি, জিতেছি, আমি কোনও দৌড়ে ছিলাম না'। 'যে কোনও কর্মীকে দাঁড় করিয়ে দিন, সেই ফিটেস্ট'। 'আমাদের পুরো পার্টি লড়াই করে, একজন লড়াই করে না'। 'ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ নয়'। 'পার্টির কোনও পদে নেই আমি, পদাধিকারী নই, সদস্য'। 'পার্টি যেখানে ডাকে, যেখানে যেতে বলে, সেখানে আমি যাই' 'মুখ দেখিয়ে বেড়াই না, ধর্না দিই না'। 'কারও বাড়ির সামনে হাতজোড় করে দাঁড়াই না, পেটের জন্য আমি রাজনীতি করি না'। দলীয় বৈঠকে গরহাজিরা নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

Suvendu Adhikari News Live: 'বিজেপির প্রার্থীকে দিয়ে ভবানীপুরে হারাব মুখ্যমন্ত্রীকে', হুঙ্কার শুভেন্দুর

'বিজেপির প্রার্থীকে দিয়ে ভবানীপুরে হারাব মুখ্যমন্ত্রীকে'। নন্দীগ্রামের মতোই ভবানীপুরে মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর

WB News Live: তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল ? সুশান্ত-লিপিকা সংঘাত, 'নির্জলা' রাজডাঙার ৬০টি পরিবার !

তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল ? সুশান্ত-লিপিকা সংঘাত, 'নির্জলা' রাজডাঙার ৬০টি পরিবার ! অবশেষে এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললেন কাউন্সিলর। এলাকায় বসবে ৪টি জলের কল, আশ্বাস তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার।

West Bengal News Live Update: যাদবপুরকাণ্ডে আরও এক ছাত্র গ্রেফতার

যাদবপুরকাণ্ডে আরও এক ছাত্র গ্রেফতার । শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন, গ্রেফতার সৌপ্তিক চন্দ্র। যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌপ্তিক চন্দ্র।

Suvendu Adhikari News Live: 'রামনবমীতে এত মিছিল হবে, গোটা রাজ্যের পুলিশ-সিভিক দিয়েও আটকাতে পারবেন না' : শুভেন্দু

'রামনবমীতে এত মিছিল হবে, গোটা রাজ্যের পুলিশ-সিভিক দিয়েও আটকাতে পারবেন না'। রামনবমী নিয়ে এবার হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 'হাওড়ায় শ্যামপুরে ৭ এপ্রিল মিছিল করব, ক্ষমতা থাকে আটকান'। 'প্রোটোকল মেনে গতবারের অনুমতির কাগজ পুলিশকে দেবেন, রামনবমী কমিটির কাছে আবেদন'। 'নতুন করে পুলিশের দেওয়া কিছু ফিল আপ করবেন না'। 'মহাকুম্ভে ৬৬ কোটি মানুষ স্নান করেছেন'। 'সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন'। রামনবমী পালন নিয়ে হুঁশিয়ারির সুরে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। 

TMC News Live Update: তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবীরের

তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবীরের। নিজের অবস্থান থেকে সরে সুর নরম ভরতপুরের তৃণমূল বিধায়কের। 'তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন, ওঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে'। 'ক্ষোভ থাকলেও প্রকাশ্যে এই ধরনের কথা বলা যায় না'। হুমায়ুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। দলের শৃঙ্খলা মেনেই চলব, শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর মন্তব্য হুমায়ুনের। 'দল নয়, আগে জাতি সত্তা', আগের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক।

Job Seekers Rally Live Update: ফের নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা, ভিক্টোরিয়া হাউস থেকে হাইকোর্ট পর্যন্ত মিছিল

ফের নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা । ভিক্টোরিয়া হাউস থেকে হাইকোর্ট পর্যন্ত মিছিল । কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরিপ্রার্থীর মিছিল। মামলার দ্রুত বিচার চেয়ে মিছিল চাকরিপ্রার্থীদের।

প্রেক্ষাপট

কলকাতা : কোচবিহারের মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা । সীমান্ত চুক্তি অমান্য করে মেখলিগঞ্জ সীমান্তে বাংলাদেশের দিকে ওয়াচ টাওয়ার তৈরি করছিল বিজিবি। তখনই বাধা দেয় বিএসএফ। বিএসএফের কথা অমান্য করেই ওয়াচ টাওয়ার তৈরি করতে থাকে বিজিবি। এরপরই বিএসএফ ও গ্রামবাসীরা মিলে এলাকায় কাঁটাতারের বেড়া দেন। তাতে বাধা দেয় বিজিবি ও বাংলাদেশীরা, এলাকায় উত্তেজনা তৈরি হয়। কার্যত চাপের মুখে ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ বন্ধ রাখে বিজিবি ।


বিধানসভায় ফের ধর্ম-সংঘাতে তৃণমূল-বিজেপি। বিধানসভা থেকে ফের ওয়াকআউট বিজেপির । বিধানসভায় বিজেপির বিক্ষোভ, তুমুল হট্টগোল । দোলে ইন্টারনেট বন্ধ রেখে বিভিন্ন জায়গায় অসামাজিক কাজ করানোর অভিযোগ। অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব জমা দেন বিজেপি বিধায়করা। মুলতবি প্রস্তাব পাঠের অনুমতি দেন অধ্যক্ষ। বিধানসভায় আলোচনার পাশাপাশি সরকারের বিবৃতি দাবি বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের । অধ্যক্ষ সরকারের বিবৃতির দাবি খারিজ করলে বিজেপির ওয়াকআউট।


শিয়ালদার পর এবার বউবাজার, ফের কলকাতায় অস্ত্র উদ্ধার। বউবাজার থানা এলাকার নির্মলচন্দ্র স্ট্রিটে অস্ত্র-সহ ধৃত দুষ্কৃতী। ধৃত দুষ্কৃতীর নাম শেখ শাহনওয়াজ ওরফে সমীর। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ওয়ান শটার, এক রাউন্ড কার্তুজ ও ছুরি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু ।


জলপাইগুড়ির রাজগঞ্জে ফের ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূলের। কেউ এরাজ্যেরই দুটি বুথের ভোটার, কেউ একই সঙ্গে বাংলা ও বিহারের ভোটার ! বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার তালিকাতে ভূতুড়ে ভোটারের খোঁজ, দাবি রাজগঞ্জের ব্লক তৃণমূল সভাপতির । একটি বুথেই ভোটার তালিকায় ৩৪ জন মৃত ব্যক্তির নাম, দাবি তৃণমূলের। এজন্য বুথ লেভেল অফিসারদের একাংশকেই কাঠগড়ায় তুলেছে শাসক শিবির।


তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরা হুমায়ুন কবীরের। দলের শৃঙ্খলা মেনেই চলব, শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর মন্তব্য হুমায়ুন। 'দল নয়, আগে জাতি সত্তা', আগের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.