West Bengal News Live Update: বিবাদী বাগের বহুতল থেকে ঝাঁপ, মৃত্যু ব্যক্তির; উপর থেকে পড়ে যাওয়ার অভিঘাতে ফুটপাথে ফাটল

West Bengal News: সারাদিনে রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ খবর জেনে নিন এক নজরে

ABP Ananda Last Updated: 23 Dec 2024 02:52 PM
West Bengal News Live Update: বিবাদী বাগের বহুতল থেকে ঝাঁপ, মৃত্যু ব্যক্তির; উপর থেকে পড়ে যাওয়ার অভিঘাতে ফুটপাথে ফাটল

বিবাদী বাগের বহুতল থেকে ঝাঁপ, মৃত্যু। নেতাজি সুভাষচন্দ্র রোডে ঝাঁপ এক ব্যক্তির। উপর থেকে পড়ে যাওয়ার অভিঘাতে ফুটপাথে ফাটল। খবর পেয়ে ঘটনাস্থলে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। দুর্ঘটনা, নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Update: ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, বেপরোয়া গতির বলি যুবক

কলকাতায় ফের গতির বলি যুবক। গতকাল মা উড়ালপুলে ২ জনের মৃ্ত্যুর পর, আজ দুর্ঘটনায় মৃত্যু যুবকের। শেষ রাতে ফুলবাগান থানা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা।
বেপরোয়া গতির বলি যুবক। ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন বাইক চালক। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন যুবক। হাসপাতালে নিয়ে গেলে বাইক চালককে মৃত বলে ঘোষণা করা হয়। যুবকের মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।

West Bengal News Live Update: ধৃত সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উদ্ধার হাতে লেখা বেশ কিছু নোট, নাশকতামূলক কাজের নির্দেশ ?

কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে। রবিবার, দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিং থেকে সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। বেঙ্গল STF সূত্রের খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, ৫০ হাজার টাকা  এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। সূত্রের খবর, ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল শ্রীনগরের বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি। ৫৮ বছরের এই জঙ্গি তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি, একাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল। হাতে লেখা নোটে কী ছিল? নাশকতামূলক কাজের নির্দেশ? নাকি কীভাবে গোটা পরিকল্পনা সাজানো হবে, তার ছক? বাজেয়াপ্ত করা হাতে লেখা নোট ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বেঙ্গল STF।

WB News Live Update: শীতের মরশুমেও উত্তর ২৪ পরগনা জেলায় শহরাঞ্চলে ডেঙ্গির দাপট

শীতের মরশুমেও উত্তর ২৪ পরগনা জেলায় শহরাঞ্চলে ডেঙ্গির দাপট। ১২ ডিসেম্বর পর্যন্ত শহরাঞ্চলে আক্রান্ত পৌনে দু'হাজার। গ্রামাঞ্চলে ১২টি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯৯৭। উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলার পরিসংখ্যানে উদ্বেগের চিহ্ন। বিধাননগর পুর-এলাকায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এখানে মোট ৩৭০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে নৈহাটি পুরসভা, আক্রান্তের সংখ্যা ২৫২। নৈহাটির পাশে ভাটপাড়া পুরসভা এলাকায় দেড়শো জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দুই পুরসভারই দাবি, ডেঙ্গি মোকাবিলায় কাজ চলছে।

West Bengal News Live Update: বাইক আটকে মদ খাওয়ার টাকা দাবি, না দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ নদিয়ার ভীমপুরে

বাইক আটকে মদ খাওয়ার টাকা দাবি, না দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। অভিযোগ নদিয়ার ভীমপুরের স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীর বাবাকে পেটানোয় অভিযুক্ত তৃণমূল কর্মীরা। অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আহত তৃণমূল কর্মী ও বিজেপি কর্মীর বাবাকে আসাননগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কর্মীকে মারধরের ভিডিও ভাইরাল। দু’পক্ষই ভীমপুর থানায় অভিযোগ দায়ের করেছে।

WB News Live Update: অম্বেডকর নিয়ে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদে হাওড়াতেও তৃণমূলের মিছিল

অম্বেডকর নিয়ে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদে হাওড়াতেও তৃণমূলের মিছিল। নেতৃত্বে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়। এদিন শিবপুর ট্রাম ডিপো থেকে শুরু করে হাওড়া ময়দান পর্যন্ত যায় মিছিল। বিতর্কিত মন্তব্যের জেরে অবিলম্বে অমিত শাহর পদত্যাগ দাবি করেন তিনি।

West Bengal News Live Update: চারদিন ধরে চেষ্টা চালিয়ে গেলেও যমুনা রীতিমতো নাস্তানাবুদ করছে বন দফতরের কর্মীদের

ওড়িশার সিমলিাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনও বাগে আসেনি। চারদিন ধরে চেষ্টা চালিয়ে গেলেও যমুনা রীতিমতো নাস্তানাবুদ করছে বন দফতরের কর্মীদের।
টোপ ফেললেও সেই ফাঁদে পা দেয়নি যমুনা। সকালে তার অবস্থান পুরুলিয়ার বান্দোয়ানে কুইলাপাল বিটে কেশরার জঙ্গলে। গতকাল বান্দোয়ানের কায়রো পাহাড়ে ছিল পলাতক বাঘিনী। আজ যমুনা হাঁটা দিয়েছে চিরুডির জঙ্গলের দিকে। বন দফতর সূত্রে খবর, গতকাল ঘাটশিলার দিকে রওনা দিয়েও ফের বান্দোয়ানে ফিরে আসে যমুনা।

Bangladesh News Live Update: এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা

এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা । কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্থা। আবদুল হাই কানুকে গলায় জুতোর মালা পরানোর অভিযোগ। রবিবার চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি । অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।


 

West Bengal News Live Update: প্রতিদিনই অবস্থান বদলাচ্ছে যমুনা, এই মূহুর্তে বান্দোয়ানের চিরুডি এলাকায় রয়েছে বাঘিনী

প্রতিদিনই অবস্থান বদলাচ্ছে বাঘিনী যমুনা। গতকাল ঘাটশিলার দিকে অগ্রসর হয়েও আবার একই এলাকায় ফিরে এসেছে সে। এই মূহুর্তে বাঘিনীটি রয়েছে বান্দোয়ানের চিরুডি এলাকায়। সেতু পেরিয়ে বাঘিনী ডানদিকে হাঁটতে শুরু করলে বাঁকুড়়ার দিয়ে যাওয়ার সম্ভাবনা। বাঘিনী যদি সোজা সামনের গিকে হাঁটে তাহলে পুরুলিয়ার দিকে যাওয়ার সম্ভাবনা। বাঘিনীকে খুঁজতে হিমশিম খাচ্ছেন বন দফতরের কর্মীরা। এর আগে কাঁকড়াঝোড়ে বাঘ খুঁজতে নামে আধাসেনাও। আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গলমহলের বাসিন্দাদের।

WB News Live Update: জলপথে বাংলাদেশে যাওয়ার ছক ছিল ধৃত জাভেদের, সন্দেহ তদন্তকারীদের

সীমান্ত লাগোয়া ক্যানিংয়ে জামাইবাবুর বাড়িতে আশ্রয়। জলপথে বাংলাদেশে যাওয়ার ছক ছিল ধৃত জাভেদের, সন্দেহ তদন্তকারীদের। আগে এসেছিল কলকাতায়, ঘুরে গিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও।

West Bengal News Live Update: ক্যানিংয়ে ধরা পড়ল কাশ্মীর থেকে আসা সন্দেহভাজন এক জঙ্গি !

বাংলাই কি তবে জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে? অসম পুলিশ মুর্শিদাবাদ থেকে আনসারুল্লা বাংলা টিমের দুই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করার পর, এবার বাংলা থেকে জালে কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি। ক্যানিংয়ে ধরা পড়ল কাশ্মীর থেকে আসা সন্দেহভাজন এক জঙ্গি! কাশ্মীর থেকে ক্যানিং, দূরত্বটা প্রায় ২ হাজার ৩০০ কিলোমিটার। সেখান থেকে এসেই এবার সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। 

WB News Live Update: বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার

বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। বিজেপি নেতা বলেই পুলিশের হানা, পার্থ ভৌমিক ও সোমনাথ শ্যামকে নিশানা করে অভিযোগ অর্জুন সিংয়ের। পুরসভার চুক্তি না মানার কারণেই অভিযান চালিয়েছে পুলিশ, পাল্টা বক্তব্য সোমনাথ শ্যামের।

West Bengal News Live Update: ৮ দিন পার, এখনও অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর

৮ দিন পার, এখনও অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর। আক্রান্ত প্রোমোটারকেই নিশানা সব্যসাচীর।

প্রেক্ষাপট

কলকাতা : বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু হতেই কাটমানি নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেল অশোকনগরের তৃণমূল বিধায়ককে। ইট-বালি-সিমেন্টের সিন্ডিকেটরাজ নিয়েও দিলেন বার্তা। আবাস যোজনা নিয়ে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। সেই কারণেই মুখরক্ষার চেষ্টা তৃণমূল বিধায়কের? কটাক্ষ করেছে বিজেপি।


মহম্মদ শাদ রাডি থেকে শাব শেখ। বাংলাদেশ থেকে এদেশে এসে নাম বদলে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তৈরি করে ফেলেছিল ধৃত জঙ্গি! ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল নাশকতার জাল! গোয়েন্দা সূত্রে খবর, আনসারুল্লা বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য় বাড়ানোর কাজ চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে। 


এবার বেহালার ঠাকুরপুকুরে নতুন শাখা খুলল সমতা কো-অপারেটিভ ডেভলপমেন্ট ব্যাঙ্ক। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাঙ্কিং সেক্টরের কর্তাব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী, প্রাক্তন জাতীয় ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্টরা।


জেলা কমিটি নির্বাচন নিয়ে মতবিরোধের জেরে কমিটি থেকেই পদত্যাগ করলেন ১৮ জন। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রকাশ্যে সিপিএমের অন্দরের দ্বন্দ্ব। দলবাজি করে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন সদস্যদের একাংশ।


পাহাড়ে ফের পৃথক গোর্খা ল্যান্ডের দাবি, নতুন দল গঠন। হামরো পার্টি ভেঙে নতুন দল গঠনের ঘোষণা অজয় এডওয়ার্ডের । দার্জিলিঙে নতুন রাজনৈতিক দল দ্য ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট


এখনও বাগে আসেনি বাঘিনী। ওড়িশার সিমলিপাল জঙ্গল থেকে পালিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলমহলে। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় মিলেছে বাঘিনী যমুনার খোঁজ। তাকে ধরতে হিমশিম খাচ্ছেন বন দফতরের কর্মীরা। কাঁকড়াঝোড়ে বাঘ খুঁজতে নামে আধা সেনাও। স্নিফার ডগ নিয়ে চলে তল্লাশি। আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গলমহলের বাসিন্দাদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.