West Bengal News Live : কসবাকাণ্ডে বিহার-যোগের তোলপাড়ের মধ্যেই ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে উত্তরপ্রদেশ যোগ?
WB News Live : রাজ্যের প্রতি প্রান্তের খবরের আপডেট দেখুন এখানে এক ঝলকে
ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা। ফের চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহীর। ১০০ ডায়ালে ফোন করে সাহায্য় চাইলেও পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ।
কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দুর্গাপুরে একটি আম বাগানের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম ঋত্বিক মুন্সি। বয়স ২৪। যার বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বেড়পাড়া এলাকায়। ওই যুবক কলকাতার একটি হোটেলে কাজ করতেন।
পারিবারিক জমি বিবাদের জেরে খুন হলেন ব্যক্তি। খড়গপুর এক নম্বর ব্লকের হরিয়াতারা অঞ্চলের পোড়াডিহা গ্রামের নেতাজি চকে শনিবার রাত আটটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর মাহাতো। তার বাড়ি খড়গপুর ১ নম্বর ব্লকের করিয়াশোল গ্রামে।
জমি বিবাদেই কি কসবায় কাউন্সিলরের উপর হামলা? ২ হাজার স্কোয়ার ফুট জায়গা দখলের অভিযোগ। জমি দখল করেছিল, তাই হামলা, দাবি গুলজারের। সুশান্ত ঘোষের ঘনিষ্ঠের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ।
শহরে ফের আক্রান্ত পুলিশ! রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ! গতকাল রাতে মালঞ্চ মোড়ের কাছে দুই গোষ্ঠীর সংঘর্ষ। দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসিকে মারধরের অভিযোগ। আহত পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় SSKM-এ। পুলিশ কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে গ্রেফতার ৩।
এবার খাস কলকাতায় ভরা বাজারে সোনার দোকানে লুঠের চেষ্টা! মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, বাধা দিলে মালিকের গলায় কোপ। লুঠে বাধা দিলে সোনার দোকানের মালিকের ওপর হামলা, পাকড়াও ২ দুষ্কৃতী।
বিধায়কের গাড়ির বেপরোয়া গতি। হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রালের অফিসের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারায়, গাড়ি চালক-সহ ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। গতকাল রাত ১টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। পুলিশ সূত্রে খবর, বিধায়কের গাড়ি চালক মহম্মদ মোস্তাক খান তাঁর আত্মীয়দের নিয়ে হাওড়ার বাঁকড়া থেকে ফিরছিলেন। শিবপুরের ফোরশোর রোডে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি। বিধায়কের গাড়ি চালক বছর ২৫-এর মোস্তাক ও তাঁর এক আত্মীয়ের মৃত্যু হয়।
গোপনাঙ্গ কেটে খুন সন্দেহে আটক ৭ জন। আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্ত জয়গাও-তে এমন রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য । শরীরের গলায় আঘাতসহ গোপানাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে রাখা হয়েছে বলে পুলিশসূত্রে খবর। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জয়গাও থানার পুলিশ।
গঙ্গাসাগরের ভয়াবহ ভাঙন রুখতে রাজ্য সরকার আইআইটি মাদ্রাজ ও নেদারল্যান্ডের প্রযুক্তিগত সহায়তা নেবে। আসন্ন সাগরমেলার জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। এজন্য সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক।
পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল শাসক-নেতার? সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। স্বাধীনতার পর কখনও দেখেছেন, ঘরের ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে? 'কোনও পরীক্ষা না দিয়েই আজ তাঁরা চাকরি পেয়েছে' ভাঙড়ে দলীয় সভায় মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। সরকারি জায়গায় পোড়া পার্টি অফিস দেড়মাসের মধ্যে পাকা করার চ্যালেঞ্জ।
মালদায় ট্যাব-প্রতারণা কাণ্ডে পুলিশের জালে আরও একজন। কোচবিহারের দিনহাটা থেকে মনোজিৎ বর্মন নামে একজনকে গ্রেফতার করেছে মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা তছরুপের অভিযোগ রয়েছে।
ডিয়ার লটারিকাণ্ডে ED-র ম্যারাথন তল্লাশি! একযোগে কলকাতা-চেন্নাইয়ে তল্লাশি, প্রায় ৯ কোটি বাজেয়াপ্ত! প্রায় ৩দিন ধরে লেক মার্কেটের আবাসনে ED-র তল্লাশির ! শুধু কলকাতা থেকেই প্রায় সাড়ে ৩ কোটির হদিশ! কলকাতা-চেন্নাইয়ের ২০ জায়গায় তল্লাশি, প্রায় ৯ কোটি বাজেয়াপ্ত! লেক মার্কেট-সহ কলকাতার ৩ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান।
কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা, মেয়রের নিশানায় পুলিশ। 'এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও', পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। 'মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কীভাবে অস্ত্র ঢুকছে?' 'মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে, তাহলে ধরার ব্যবস্থা করতে হবে' 'এটা আমার কাজ নয়, পুলিশকে আটকাতে হবে' 'উত্তরপ্রদেশ, বিহার, গুজরাতের কালচার বাংলায় চলবে না'
লটারির মাধ্য়মে বিপুল অঙ্কের কালো টাকা সাদা হয়েছে, এই অভিযোগের ম্যারাথন তল্লাশিতে নেমেছে ইডি। লাগাতার ৩ দিন ধরে চলছে তল্লাশি। ED সূত্রে দাবি, ম্য়ারাথন তল্লাশিতে প্রায় ৯ কোটি নগদের হদিশ মিলেছে। লটারি কেলেঙ্কারিতে বিপুল টাকা উদ্ধার ও প্রভাবশালী-যোগের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
উত্তর ২৪ পরগনার সোদপুর মোড়ের নামকরণ করতে হবে তিলোত্তমা মোড়। এই দাবিকে সামনে রেখে আগামী এক মাস ধরে এক লক্ষ সই সংগ্রহ করবে সিপিএমের ছাত্র সংগঠন SFI। আর এই সই সংগ্রহ অভিযানে প্রথম সইটি করলেন নিহত চিকিৎসকের মা এবং বাবা। রবিবার আর জি কর-কাণ্ডের ১০০ দিন পূর্ণ হচ্ছে। তার আগে এদিন নিহত চিকিৎসকের বাড়িতে যান SFI-এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্যরা। তাঁরা দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায়, বর্ধমানের গলসি থেকে অভিযুক্ত মাস্টারমাইন্ড আফরোজ খান ওরফে গুলজারকে ধরল পুলিশ। সূত্রের দাবি, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের পরিচিত এক ব্যবসায়ীর ঘনিষ্ঠ এই গুলজার।
প্রেক্ষাপট
বিহার থেকে শ্যুটার এনে কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলা। সুশান্তরই পরিচিত ব্যবসায়ীর কালিন্দীর ফ্ল্যাটে ডেরা। মূল চক্রীকে গ্রেফতারের পরে দাবি পুলিশের।
কসবায় টার্গেট মিস, পরে গলসিতে গ্রেফতার। ধৃত গুলজার সুশান্তর এলাকা পঞ্চান্নগ্রামেরই বাসিন্দা। একমাস আগে বিহার থেকে ২ দুষ্কৃতীকে এনে হামলার ছক!
কসবায় হামলা, শ্যুটার, ট্যাক্সি চালকের পর মূলচক্রীও গ্রেফতার। হাওড়া থেকে বাইকে চেপে পালানোর সময় গলসিতে পাকড়াও। এখনও ফেরার আরও ৩। কেন সুশান্তর উপরে হামলা? কে দিয়েছিল সুপারি? এখনও পরেও ধোঁয়াশা।
কসবায় শপিং মলের কাছেই শ্যুটারদের হামলা। ক্রমশ জনবিচ্ছিন্ন হওয়ার অভিযোগে দলেরই একাংশকে নিশানা সুশান্তর।
কাউন্সিলরের ওপর হামলা। খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতে গেলেন মেয়র, ডেপুটি মেয়র। বারবার সেই কসবা। গুলি-বোমা। অল্পের জন্য খোদ জনপ্রতিনিধির রক্ষা। নিরাপত্তা বাড়াল সুশান্তর।
কসবাকাণ্ডে বিহার-যোগের তোলপাড়ের মধ্যেই ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে উত্তরপ্রদেশ যোগ? বালিয়া পালিয়ে যাওয়ার আগেই নৈহাটি থেকে আরেকজন গ্রেফতার।
৮এ। বক্সিরহাটে গুলিকাণ্ডে নাটকীয় মোড়। বদলা নিতেই বিজেপি কর্মীদের নামে মিথ্যে অভিযোগ, তৃণমূল নেতার ভাগ্নে-সহ ২জনকে গ্রেফতার করে জানাল পুলিশ।
কোচবিহারে 'সাজানো' গুলি!
উত্তর ব্যারাকপুরের উপ পুরপ্রধানের রহস্যমৃত্যু। একদিন নিখোঁজ থাকার নোয়াপাড়ার ভাড়া বাড়ির ছাদে ঝুলন্ত দেহ। ব্ল্যাকমেলের চাপে আত্মঘাতী, দাবি পরিবারের।
টানা ৩ দিন। লটারিকাণ্ডে ইডির ম্যারাথান তল্লাশি। একযোগে কলকাতা-চেন্নাইয়ে হানা। বাজেয়াপ্ত প্রায় ৯ কোটি টাকা। লটারির মাধ্যমে কালো টাকা সাদা? হিসেব কষছে এজেন্সি।
জেলায় জেলায় তরুণের স্বপ্ন গায়েব। গোয়ালপোখরের টাকা পড়ল কেরলে। আরামবাগের টাকা বিহারের অ্যাকাউন্টে। মালদা-কালিম্পং থেকে ২জন গ্রেফতার।বাংলার টাকা বিহার, কেরলে!
কেষ্টর নেতৃত্বেই চলবে বীরভূম তৃণমূলের কোর কমিটি। অভিষেকের বার্তার পরে এক বৈঠকে সিদ্ধান্ত। একসঙ্গে কাজ করার বার্তা। ১৫ ডিসেম্বর ফের বৈঠক।
আজ আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। ফের পথে নাগরিক সমাজ। বিচারের দাবিতে জ্বলল মোমবাতি।উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন। পুড়ে ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু, দগ্ধ আরও ৫০। আমদাবাদে বহুতলে আগুন, মৃত ১, ২২ জন আহত।
মাঝ নভেম্বরেও শীতের অপেক্ষায় কলকাতা। কাশ্মীরে তুষারপাত। কুপওয়ারা থেকে বান্দিপোরার সীমান্তবর্তী গুরেজ থেকে গুলমার্গ, সোনমার্গ ঢাকল বরফে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -