West Bengal News LIVE Updates: 'বিশ্বাসই করতে পারছিলাম না', কলকাতায় এসে আর জি কর-কাণ্ডে মুখ খুললেন বিদ্যা বালন
West Bengal Kolkata District News Live Updates: রাজ্যের সব খবরের লাইভ আপডেটস দেখতে চোখ রাখুন...
কলকাতায় এসে আর জি কর-কাণ্ডে মুখ খুললেন বিদ্যা বালন। 'এটা তো মায়ের শহর, এখানে তো মহিলাদের সম্মান করা হয়। সেখানেই এই ঘটনা, আমি বিশ্বাসই করতে পারছিলাম না।' ভুলভুলাইয়া থ্রি-র প্রচারে এসে মন্তব্য বিদ্যা বালনের।
ঘুঁটে পোড়ে গোবর হাসে। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কটাক্ষ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।
আবাসে বঞ্চনার অভিযোগ, পুরুলিয়ার পঞ্চায়েত অফিসে তালা! আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন, কিন্তু না পাওয়ার অভিযোগ। পঞ্চায়েতের তৈরি তালিকায় নাম না থাকায় বিক্ষোভ, দরজায় তালা! প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে পঞ্চায়েত অফিসের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ।
'ভোটের সময় বাঙালি-অবাঙালি করবেন না'। বিভাজনের রাজনীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। কালীপুজোর উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ
বাড়ি তৈরি নিয়ে বিবাদের প্রেক্ষিতে টাকা নেওয়ার অভিযোগ কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে। দোতলা বাড়ি তৈরি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলার সুযোগে ১ লক্ষ টাকা দাবি। টাকা দিতে না পারায় মারধর, লকআপে ঢুকিয়ে দেওয়ার হুমকির অভিযোগ কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে। চাপে পড়ে ১০ হাজার টাকা দিতে হয়, অভিযোগ কীর্ণাহারের ব্রাহ্মণপাড়ার বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষের। 'দিদিকে বলো'-তে ফোন করে জানাতে টাকা ফেরতের আশ্বাস বোলপুরের বিডিও-র। এই অভিযোগ সামনে আসার দু'দিনের মাথায় ফের টাকা নেওয়ার অভিযোগ। কীর্ণাহার থানার ওসি-র নির্দেশে বিনা নোটিসে থানায় তুলে নিয়ে গিয়ে ৫০০০ টাকা চাওয়ার অভিযোগ। ২০০০ টাকা দিয়ে মেলে ছাড়, দাবি কীর্ণাহার থানার জয়ন্তিপুর কলোনির বাসিন্দা ছবি দাসের। বীরভূমের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের রবীন্দ্রনাথ ঘোষ ও ছবি দাসের। এই মুহূর্তে কিছু বলব না, ফোন করলে প্রতিক্রিয়া কীর্ণাহার থানার ওসি আসরাফুল শেখের।
দীর্ঘদিন নিয়োগ নেই, চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট, খবর সূত্রের। 'এখনও পুরনো পরীক্ষারই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি'। তাই এবছর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নেই, খবর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের।
এবার মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের। ৮ দফা দাবি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সঙ্গে সংঘাতের মাঝেই এবার মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের। 'থ্রেট কালচারের অভিযোগ নিয়ে একতরফা ভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না'। 'জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পাশাপাশি টাস্ক ফোর্সে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও রাখতে হবে'। 'আন্দোলনের নামে টাকা তুলছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট, অভিযোগ খতিয়ে দেখতে অডিট করতে হবে'। 'আর জি কর মেডিক্যালের চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে'। '২০২১-এ রামপুরহাট মেডিক্যালে জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনারও তদন্ত করতে হবে'। 'জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের জন্য অফিস ঘর বরাদ্দ করতে হবে'। ৮ দফা দাবি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের।
এবার দলে শুদ্ধিকরণের বার্তা তৃণমূলের সাংসদ-বিধায়কের। যারা পরিষেবার বিনিময়ে মানুষের থেকে টাকা চাইছে, তাদের জুতোপেটার দাওয়াই সায়নী ঘোষের। 'যারা নিজেদের আখের গোছাতে তৃণমূল করছে, তাদের জায়গা দলে নেই'। ভাঙড়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে বার্তা যাদবপুরের সাংসদের। আবাস প্রকল্পে বাড়ির জন্য যদি কেউ টাকা চায় থাপ্পড় কষাবেন, দাওয়াই তৃণমূল বিধায়ক সওকত মোল্লার।
'ছেলেগুলো ভাল ছিল, ছেলেগুলোকে বিভ্রান্ত করে দিল সিপিএম'। 'এমন বিভ্রান্ত করল যে মানুষ ওদের ওপর ক্ষেপে গেছে'। 'ডাক্তার তো মানুষের সেবা করবে, হাসপাতালে গ্রামের মানুষ যায় চিকিৎসা পেতে'। ফের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
আর জি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভসকাণ্ডের পর এবার এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারি। প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভাঙল মরচে ধরা কাঁচি ! ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। প্রশ্নের মুখে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী সুরক্ষা।
প্রেক্ষাপট
কলকাতা : আর জি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভসকাণ্ডের পর এবার এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারি। প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভাঙল মরচে ধরা কাঁচি! ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। প্রশ্নের মুখে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী সুরক্ষা।
এবার কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। পুলিশ সুপারের কাছে সরাসরি অভিযোগ কীর্ণাহারের দুই পরিবারের। বাড়ি করার জন্য একজনের থেকে ১ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। অপরজনকে থানায় তুলে নিয়ে গিয়ে ৫ হাজার টাকা দাবি। কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে বীরভূমের SP-র কাছে অভিযোগ দুই পরিবারের। এই নিয়ে মন্তব্য করতে চাননি কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ।
যৌন হেনস্থায় অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে পুলিশের তলব। অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করল বরানগর থানার পুলিশ। মহিলা সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে শ্লীলতাহানির ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আজই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিযুক্ত সিপিএম নেতাকে।
বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলার তদন্ত ভাটপাড়া থানায় NIA। প্রিয়াঙ্গুর গাড়ি খতিয়ে দেখেন জাতীয় তদন্তকারী দলের আধিকারিকরা। ২৮ অগাস্ট বিজেপির ডাকা বন্ধ চলাকালীন প্রিয়াঙ্গুর গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ভিডিও পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি। ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অমিত শাহর সামনে নাম না করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। ভোটের সময় হুমায়ুনের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা হুঁশিয়ারি। কেটে ভাগীরথীতে ফেলব না, তোমাদের জমিতেই ফেলব, হুঙ্কার মিঠুনের। আরেকবার জন্ম নিতে হবে, মিঠুনকে পাল্টা কটাক্ষ হুমায়ুনের।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -