West Bengal News Live: নেত্রীর বার্তার পরেও 'মতবিরোধ', রাজীব বন্দ্যোপাধ্যায়ের সামনেই অখিল-উত্তমের বচসা
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
সমবায় ভোটের প্রার্থী নিয়েও বিধায়ক বনাম বিধায়ক ! ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা নেত্রীর, তারপরেও 'মতবিরোধ'! নেত্রীর নির্দেশে ১০৮টি পদে প্রার্থী নিয়ে কোলাঘাটে তৃণমূলের বৈঠক। 'রাজীব বন্দ্যোপাধ্যায়ের সামনেই অখিল-উত্তমের বচসা'। 'প্রার্থী মনোনয়ন নিয়ে তৃণমূলের ২ বিধায়কের বাদানুবাদ'। নন্দীগ্রামের পর কাঁথি সমবায় ভোট, শাসক শিবিরে বেনজির তৎপরতা। 'এক ঘণ্টায় ১০৮জন প্রার্থী চূড়ান্ত, তাই আনন্দে চেঁচামেচি'। সমবায় ভোটের প্রার্থী নিয়েও মতবিরোধে দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা হুমায়ুনের, পাল্টা মুর্শিদাবাদেই রামমন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান হুমায়ুন। পাল্টা মুর্শিদাবাদেই রামমন্দির তৈরির ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার। 'ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রামমন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি'। 'অযোধ্যার মতো মুর্শিদাবাদে রামমন্দির বানাব, জানুয়ারি থেকে কাজ শুরু'। ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজের।
সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে শীত ? ৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি। সপ্তাহের শেষে কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রিতে।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে। ঘূর্ণাবর্ত সরে গেলে কাল থেকে ধীরে ধীরে শীত পড়ার সম্ভাবনা। দার্জিলিং-সহ বাংলার ৮ জেলায় ঘন কুয়াশার সতর্কতা।
বাংলাদেশে লাগাতার হিন্দু-নিপীড়ন, পেট্রাপোলের পর এবার ঘোজাডাঙাতেও বিক্ষোভ শুভেন্দুর। বাংলাদেশকে ফের হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার। 'বাংলাদেশের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর বাংলাদেশ নির্ভর করে'। 'হাসিমারায় ৪০টি যুদ্ধবিমান রাখা আছে, দুটো পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে'। 'আমরা বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে'। 'কী ভাবে শায়েস্তা করতে হয়, আমরা জানি'। 'আমাদের প্রধানমন্ত্রী ৩৭০ ধারা উপড়ে ফেলে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন'।
'৫০০ বছরের অযোধ্যা-বিবাদ মিটিয়ে রামমন্দির তৈরি করেছেন'। 'চিনের সঙ্গেও সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে'। 'বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি'। '৭১ সালে ১৭ হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়ে বাংলাদেশের জন্ম দিয়েছেন'। ট্রেলার দেখালাম, বাংলাদেশ না শুধরালে এবার পুরো সিনেমা দেখাব, হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
বিচারের দাবিতে ৪ মাস পার, সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ৩ মাস পরে ফের শুনানি। নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার স্টেটাস রিপোর্ট পেশ।
সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট পেশ করল CBI। 'আর্থিক দুর্নীতির তদন্তে চার্জশিট পেশ করা হয়েছে'। 'সরকারি পদে থাকা ২জনের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুতে রাজ্যের অনুমোদন চেয়েও মেলেনি'। '২৭ নভেম্বর আবেদন করা হয়েছে, এখনও অনুমতি দেয়নি রাজ্য সরকার'। প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ CBI-এর আইনজীবীর। অনুমোদনের বিষয়টি দেখুন, রাজ্যকে বললেন দেশের প্রধান বিচারপতি। কোনও আবেদনই করেনি CBI, পাল্টা দাবি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের।
তদন্তের ৩ দিক, শুনানিতে বললেন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা। 'ভয়াবহ ধর্ষণ-খুন, প্রমাণ লোপাট ও হাসপাতালে দুর্নীতির তদন্ত চলছে'। '৫১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে'। 'আর জি কর মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করব'। সুপ্রিম কোর্টে বললেন CBI-এর আইনজীবী তুষার মেহতা। প্রায় ৩ মাস পরে সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ১৭ মার্চ শুনানি । 'অপরাধে যদি আর কারও ভূমিকা থাকে, তাকেও খুঁজে বের করুক সিবিআই'। সুপ্রিম কোর্টে সওয়াল নিহত চিকিৎসকের পরিবারের। 'সিবিআই যথাযথ তদন্ত করছে, পরিবারের সঙ্গে যোগাযোগে আছে'। তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে জানালেন CBI-এর আইনজীবী। নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনায় কলকাতার প্রাক্তন সিপির বিরুদ্ধে মামলা প্রত্যাহার।
'পায়ের তলায় মাটি নেই কংগ্রেসের, মমতাই সর্বভারতীয় মুখ'। ইন্ডিয়া জোটে মমতার হয়ে নেতাদের সওয়ালের মধ্যেই দাবি মদনের।
বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না 'জয় বাংলা'। বঙ্গবন্ধুর 'জয় বাংলা' স্লোগানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। হাইকোর্টের ২০২০ সালের নির্দেশিকায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত স্থগিতাদেশ ।
ইতিহাস ভুলে ভারত এখন বাংলাদেশের শত্রু, পাকিস্তান বন্ধু ! বাংলাদেশে মৌলবাদের দাপট, পাশে দাঁড়িয়ে ভারতকে পাক-হুঁঁশিয়ারি। 'বাংলাদেশের ভাইদের বলছি, পাকিস্তানের পরমাণু বোমাও তোমাদের'। 'কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব'। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুমকি পাক কট্টরপন্থী নেতার ।
বাংলাদেশের মৌলবাদীদের লাগাতার যুদ্ধজিগির। ৪ দিনে কলকাতা দখল, বাংলা-বিহার-ওড়িশার দাবির পর এবার সেভেন সিস্টার্স-ও দখলের স্বপ্ন বাংলাদেশের। ত্রিপুরা, অসম, মিজোরাম নাকি দখল করবে বাংলাদেশ ! 'সম্পূর্ণ পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে'। অলীক স্বপ্ন দেখা বাংলাদেশের মৌলবাদীর উস্কানিমূলক বক্তব্য ভাইরাল।
প্রেক্ষাপট
কলকাতা : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আর জি কর মামলার স্টেটাস রিপোর্ট পেশ। মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই।
বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সাহায্য চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজ বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা। চিন্ময়ের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে, মুখে কালো কাপড় বেঁধে সোশাল মিডিয়ায় ছবি পোস্টের আর্জি। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী হিন্দুদের কাছে আর্জি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। কাল মন্দিরে মন্দিরে চিন্ময় দাসের মুক্তি চেয়ে গীতা পাঠের আহ্বান।
নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩। ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। কলকাতা থেকে কৃষ্ণনগরগামী লরির পিছনে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের ৩ যাত্রীর। শান্তিপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।
কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। প্রতারণা চক্র চালানোর অভিযোগে ধৃত ১৯। বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। কল সেন্টারটিও সিল করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, নর্টন অ্যান্টি ভাইরাস এবং অন্যান্য সংস্থার কর্মচারী হিসাবে নিজেদের পরিচয় দিত ধৃতরা। বিদেশিদের কম্পিউটার ল্যাপটপে সফ্টওয়্যার ইনস্টল বা আপডেট করার অছিলায় প্রতারণা করা হত ।
কেউ বলছে ক্যানসার, কেউ বলছে জঙ্গি সংগঠন, আবার কেউ কেউ অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে কট্টরপন্থী মৌলবাদীরা। এই প্রেক্ষাপটে এবার ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে, ইউনূস সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মিশন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসকন।
বিএনপি নেতাদের হুমকি, পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর সওয়াল করে বিএনপির নিশানায় মমতা। 'কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেব। আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব? এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানোই আমাদের নীতি। আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটাই অনুরোধ, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -