West Bengal News Live: বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত! রাত পেরোলেই সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুদের
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
মৌলবাদের নাগপাশে বাংলাদেশ। নানা ঘটনায় দু'দেশের সীমান্ত এলাকায় বাড়ছে উত্তাপ। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি ও হিন্দুদের
ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে সোমবার পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন বিরোধী দলনেতা। হিলি সীমান্ত পরিদর্শন করে অনুপ্রবেশ ইস্যুতে ফের সুর সড়ালেন সুকান্ত মজুমদার।
ত্রাসের দেশ বাংলাদেশ, হিন্দুদের উপর লাগাতার হামলা!বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখেও বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত!বাংলাদেশে জেল থেকে সন্ত্রাসবাদীদের মুক্তি, সন্ন্যাসীদের গ্রেফতার!
ওপার বাংলায় নিপীড়িত হিন্দুরা। এপার বাংলায় জোরদার হচ্ছে প্রতিবাদ। আজ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল ও সভা করল বিভিন্ন হিন্দু সংগঠন। কোথাও সামিল হল বিজেপিও। দিল্লিতে প্রতিবাদ করুন। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
ভারতীয়-হিন্দু জানলেই বাংলাদেশে হামলা, পুলিশেরও হেনস্থা! ভারতীয়-হিন্দু পরিচয় জেনেই হামলা, ঢাকায় আক্রান্ত বেলঘরিয়ার যুবক! বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে সাহায্যের বদলে হেনস্থার অভিযোগ!
হাতি দেখতে আসাই কাল হল। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে হাতির আক্রমণে মৃত্যু হল ১৪ বছরের কিশোরের। ৮ ঘণ্টা পর হাতিগেরিয়া জঙ্গল থেকে উদ্ধার হল অষ্টম শ্রেণির ছাত্রের দেহ। বৃহস্পতিবার ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়াড়িতে ঢোকে ৬০-৬৫টি হাতির দল।কয়েকদিন ধরে তারা দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল হাতি দেখতে জঙ্গলে ঢোকে ১৪ বছরের দেবব্রত মাহাতো। তারপর থেকে তার খোঁজ মিলছিল না। রাত ১১টা নাগাদ জঙ্গল থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। গতকাল রাতে তেলিপুকুর এলাকায় ৩টি বাড়িতে ভাঙচুর ও ধান খেত তছনছ করে হাতির দল। আতঙ্কিত গ্রামবাসীরা।
বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ অব্যাহত। এবার ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়ে আক্রান্ত হলেন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। অভিযোগ, হিনদু বলায় তাঁকে ব্যাপক মারধর করা হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন এই যুবক। অন্যদিকে, বাংলাদেশের গোপালগঞ্জে গিয়ে আক্রান্ত হয়েছেন মতুয়া সম্প্রদায়ের এক প্রতিনিধি।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে চরম ক্ষোভের আবহেই এবার বাংলাদেশে আরও ৪ জনকে গ্রেফতার করা হল। এদিকে ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল বহু ইসকন ভক্তকে। ভারতে আসতেই দেওয়া হল না ইসকনের সদস্যদের। যা নিয়ে নতুন করে তৈরি হল অপ্রীতিকর পরিস্থিতি।
পথ দুর্ঘটনায় স্থানীয় যুবকের মর্মান্তিক মৃত্যু ! এরপরই এলাকায় আন্ডারপাসের দাবিতে ১৯ নং জাতীয় সড়কে শববাহী গাড়িতে দেহ রেখে বিক্ষোভ ও অবরোধে সামিল হন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানার আমড়া এলাকায়।
শুধুমাত্র একের পর এক ইসকনের সন্ন্যাসীদের গ্রেফতার করাই নয়, ভারতে আসার পথে এবার সীমান্তে আটকে দেওয়া হল ইসকনের ভক্তদেরও। বেনাপোল সীমান্তে দুদিনে ৮৩ জন ইসকন ভক্তকে আটকে দেওয়া হয়েছে।
বাংলাদেশে হিন্দুদের ওপর বেলাগাম হিংসা, প্রতিবাদে অসমে বিক্ষোভ। অসমের করিমগঞ্জ সীমান্তে 'বাংলাদেশ চলো' অভিযান। অসমের করিমগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ । হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ ও চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ
হিন্দুদের উপর লাগাতার হামলা, ভারতে আসতেও বাধা! ভারতে আসার পথে বাংলাদেশেই আটকানো হল সন্ন্যাসী ও ভক্তদের!
জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার পেট্রোপোল সীমান্তে ভিড়। দেশে পরিজনদের কাছে ফিরতে চাইছেন বাংলাদেশিরা। প্রিয়জনরা কীভাবে আছেন, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে। তাই কেউ দেশে ফিরছেন, আবার কেউ প্রিয়জনদের খোঁজ নিতে বাংলাদেশে যাচ্ছেন। সীমান্ত সিল করে দেওয়া হতে পারে, এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশি নাগরিকরা।
'সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতেই আরও ৩জন গ্রেফতার। বাংলাদেশে সন্ন্যাসী গ্রেফতার, ইসকনের অফিস ভাঙচুর'। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের সচিবও গ্রেফতার, দাবি কলকাতা ইসকনের। শান্তিতে নোবেল প্রাপকের দেশে হিন্দু-সহ সংখ্যালঘুরাই আক্রান্ত!
মহেশতলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লুঠের কিনারা করল পুলিশ। এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করল CID। স্পেশাল অপারেশন গ্রুপ ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার উস্তি ও হাওড়ার উলুবেড়িয়া থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া ৭৫ লক্ষ নগদ ও কয়েক কোটির গয়না। পুলিশ সূত্রে খবর, ধৃত আরিফ হোসেন মহেশতলার SBI শাখার চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মী, ২ মাস আগে তার কাজ চলে যায়। এই ঘটনায় প্রাক্তন
অস্থায়ী কর্মী, তার স্ত্রী ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
কট্টরপন্থীদের আক্রমণের মধ্যেই ইউনূস সরকারের ধরপাকড়। বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতার!
হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা! রেহাই নেই মহিলা সাংবাদিকেরও! প্রাণ হাতে করে বেলঘরিয়া ফিরলেন আক্রান্ত ভারতীয়।
প্রেক্ষাপট
কলকাতা: হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা! রেহাই নেই মহিলা সাংবাদিকেরও! প্রাণ হাতে করে বেলঘরিয়া ফিরলেন আক্রান্ত ভারতীয়।কট্টরপন্থীদের আক্রমণের মধ্যেই ইউনূস সরকারের ধরপাকড়। বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতার! পটিয়ায় মন্দিরে হামলা। কিশোরগঞ্জের সঙ্ঘেও তাণ্ডব। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের দাসের পরে সচিবও গ্রেফতার। জেলে দেখা করতে যেতেই ৩ সন্ন্যাসীকে গ্রেফতারের অভিযোগ!বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, প্রতিবাদে কলকাতা থেকে দুর্গাপুর-আসানসোলে বিক্ষোভ। হরিয়ানার পরে এবার দিল্লি। ইন্ডিয়া জোটকে পাশে সরিয়ে ফের একলা চলোর ডাক আম আদমি পার্টির। কারও সঙ্গে নয়, একাই লড়ব, জানিয়ে দিলেন কেজরিওয়াল।
আরও পড়ুন, সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -