West Bengal News LIVE Updates: 'সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন'', জামিন চেয়ে ভর্ৎসিত পার্থ
West Bengal News LIVE: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখুন...
LIVE
Background
'আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না, সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন', পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। 'বাকিরা এবং আপনি সমান নয়, অন্যদের সঙ্গে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত', অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ অনেকেই জামিন পেয়েছেন, আমি কেন পাব না? সুপ্রিম কোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর।
West Bengal News LIVE Updates: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২ সপ্তাহেই CID-তে রদবদল
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২ সপ্তাহেই CID-তে রদবদল। সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। গোয়েন্দা প্রধান রাজশেখরণকে পাঠানো হল অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরণকে। দময়ন্তী সেনকে পাঠানো হল এডিজি (পলিসি) পদে। নতুন গোয়েন্দাপ্রধান কে? এখনও আসেনি নির্দেশিকা। সিআইডি-র অন্যান্য পদেও রদবদলের সম্ভাবনা।
Partha Chatterjee Bail Plea: জামিন চাইতেই সুপ্রিম কোর্টে ধমক খেলেন পার্থ
'আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না, সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন', পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। 'বাকিরা এবং আপনি সমান নয়, অন্যদের সঙ্গে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত', অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ অনেকেই জামিন পেয়েছেন, আমি কেন পাব না? সুপ্রিম কোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। 'এরা সবাই আপনার সঙ্গেই কাজ করেছে, আপনি মন্ত্রী ছিলেন', তাই আপনার সঙ্গে অন্যদের অবস্থান সমান নয়, মন্তব্য বিচারপতি সূর্য কান্তর। 'অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন যে তিনি নিজের এবং নিজের মায়ের নিরাপত্তার কথা ভেবে মুখ খুলতে পারেননি। নগদ পঞ্চাশ কোটি টাকা এবং গয়না নিয়ে যা বলার সেটা পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন', এই সম্পত্তি তাঁর নয় বলে দাবি করেছেন অর্পিতা, আদালতে সওয়াল ইডি-র।
WB News LIVE Updates: জীবনতলার মাখালতলা অটো স্ট্যান্ড থেকে ২কোটি টাকার হেরোইন উদ্ধার
জীবনতলার মাখালতলা অটো স্ট্যান্ড থেকে ২কোটি টাকার হেরোইন উদ্ধার করল জীবনতলা থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার নারায়নপুর GPর মাখালতলা অটো স্ট্যান্ড থেকে গোপন সূত্রে খবর পেয়ে ২কেজি নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইন উদ্ধার করে ঘুটিয়ারী শরীফ পুলিশ ফাঁড়ির পুলিশ। যাঁর আনুমানিক বাজার মূল্য ২কোটি টাকা।আব্দুল কাদের নামে এক যুবক যাঁর বাড়ি মঙ্গলকোট থানা এলাকায়।নদীয়া থেকে গতকাল বিকালে ঘুটিয়ারী শরীফ এলাকায় এই হেরোইন দিতে এসেছিল।গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হবে এবং ৭দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।
West Bengal News LIVE Updates: সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দাপ্রধানকে, দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরনকে
সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দাপ্রধানকে। গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে পাঠানো হল এপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি(ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরনকে। নতুন গোয়েন্দাপ্রধান কে? এখনও আসেনি নির্দেশিকা
Bangladesh News LIVE Updates: জেলমুক্ত খালেদার বাড়িতে পাক হাই কমিশনার
বাংলাদেশে ভারত-বিদ্বেষে পাক-উস্কানি? মৌলবাদীদের তাণ্ডবের নেপথ্যে পাক-যোগ? জেলমুক্ত খালেদার বাড়িতে পাক হাই কমিশনার। খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মাহরুফ