West Bengal News Live: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার স্টেটাস রিপোর্ট পেশ
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আর জি কর মামলার স্টেটাস রিপোর্ট পেশ। মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই
চিকিৎসা করাতে কলকাতায় আসতে হয়, আবার ভারতকেই চোখরাঙান রিজভি। সেই প্রসঙ্গ তুলে এবার রিজভিকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ফের বাতুলতা বিএনপি নেতা রিজভির। বাংলা-বিহার-ওড়িশা দাবি, ভারতীয় শাড়ি পোড়ানোর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা। 'মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে আমরা কি আমলকি খাব?', এবার মন্তব্য বিএনপি নেতা রিজভির
ইতিহাস ভুলে ভারত এখন বাংলাদেশের শত্রু, পাকিস্তান বন্ধু! বাংলাদেশে মৌলবাদের দাপট, পাশে দাঁড়িয়ে ভারতকে পাক-হুঁঁশিয়ারি
বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে ফের পথে ইস্টবেঙ্গল সমর্থকরা। কেষ্টপুরে বিক্ষোভ।
বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সাহায্য চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আজ বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা। চিন্ময়ের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে, মুখে কালো কাপড় বেঁধে সোশাল মিডিয়ায় ছবি পোস্টের আর্জি। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী হিন্দুদের কাছে আর্জি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। কাল মন্দিরে মন্দিরে চিন্ময় দাসের মুক্তি চেয়ে গীতা পাঠের আহ্বান
বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়নের প্রতিবাদে এবার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে শুভেন্দু অধিকারী। পেট্রাপোলের পর এবার ঘোজাডাঙায় বিক্ষোভ কর্মসূচি।
নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩। ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। কলকাতা থেকে কৃষ্ণনগরগামী লরির পিছনে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের ৩ যাত্রীর। শান্তিপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।
কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। প্রতারণা চক্র চালানোর অভিযোগে ধৃত ১৯। বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। কল সেন্টারটিও সিল করে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নর্টন অ্যান্টি ভাইরাস এবং অন্যান্য সংস্থার কর্মচারী হিসাবে নিজেদের পরিচয় দিত ধৃতরা। বিদেশিদের কম্পিউটার ল্যাপটপে সফ্টওয়্যার ইনস্টল বা আপডেট করার অছিলায় প্রতারণা করা হত ।
কেউ বলছে ক্যানসার, কেউ বলছে জঙ্গি সংগঠন, আবার কেউ কেউ অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে কট্টরপন্থী মৌলবাদীরা। এই প্রেক্ষাপটে এবার ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে, ইউনূস সরকারকে চিঠি দিল রামকৃষ্ণ মিশন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসকন।
ইতিহাস ভুলে ভারত এখন বাংলাদেশের শত্রু, পাকিস্তান বন্ধু! বাংলাদেশে মৌলবাদের দাপট, পাশে দাঁড়িয়ে ভারতকে পাক-হুঁঁশিয়ারি। 'বাংলাদেশের ভাইদের বলছি, পাকিস্তানের পরমাণু বোমাও তোমাদের। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব', বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুমকি পাক কট্টরপন্থী নেতার ।
বিএনপি নেতাদের হুমকি, পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর সওয়াল করে বিএনপির নিশানায় মমতা। 'কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেব। আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব? এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানোই আমাদের নীতি। আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটাই অনুরোধ, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, ঢাকায় গিয়ে কড়া বার্তা ভারতের। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ জানাল ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় ইউনূস সরকারকে বার্তা ভারতের।
ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন BNP-র শীর্ষ নেতা রুহুল কবীর রিজভি। কিনতু, তাঁর কথা কানে তুলছেন না তাঁর নিজের দেশের নাগরিকরাই। সোমবারও নিউ মার্কেটে দেখা গেল, চুটিয়ে ভারতের জিনিস কিনছেন বাংলাদেশ থেকে আসা লোকজন। রিজভির মন্তব্য় প্রসঙ্গে তাঁদের সাফ কথা, ওরা কেনাকাটা করতে তাইল্য়ান্ড, সিঙ্গাপুরে যান, আমরা আসব ভারতেই।
বিচারের দাবিতে ৪ মাস পার, আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলা। নতুন প্রধান বিচারপতির বেঞ্চে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলার প্রথম শুনানি।
এবার মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ' তৈরি করতে চান তৃণমূলের হুমায়ুন কবীর। ভিত্তিপ্রস্তর স্থাপনে চান মুখ্যমন্ত্রীকে।
বিএনপি নেতাদের কলকাতা দখলের আজব হুমকি, জবাব মমতার। তিনি বলেন, কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেব। আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব?
প্রেক্ষাপট
কলকাতা: সম্পর্ক নষ্ট হোক চাই না, কিন্তু বন্ধ হোক সংখ্যালঘু নিপীড়ন। ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে কড়া বার্তা ভারতের। ইন্দো-বাংলাদেশ বৈঠকের মধ্যেই বিএনপি নেতাদের যুদ্ধের জিগির! বিএনপি নেতাদের কলকাতা দখলের আজব হুমকি, জবাব মমতার।এবার মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ' তৈরি করতে চান তৃণমূলের হুমায়ুন কবীর। ভিত্তিপ্রস্তর স্থাপনে চান মুখ্যমন্ত্রীকে।বিচারের দাবিতে ৪ মাস পার, আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলা। আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের ৪ মাস। সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম আর জি কর-শুনানি। কালীঘাটের কাকুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে প্রশ্নের মুখে সিবিআই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -