West Bengal News Live: মালদার TMC নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতাই ! দুলাল সরকার হত্যাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৭
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
মালদায় দাপুটে তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাই গ্রেফতার! জেলা সহ সভাপতি খুনে শহর সভাপতি গ্রেফতার, মাস্টারমাইন্ড কে? নেপথ্যে বড় মাথা, একসুর অভিযুক্ত থেকে নিহত নেতার পরিবার!
বিজেপি নেতার বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তলবে হাজিরা দিলেন না অর্জুন সিংহ। অন্যদিকে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির মামলায় সিআইডি দফতরে হাজিরা এড়ালেন পবন সিংহ। বিজেপি বলেই হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলেছেন অর্জুন-পবন।
চাপড়ায় পিকনিক থেকে ফেরার পথে ট্রাক্টরে ধাক্কা,দুর্ঘটনায় তৃণমূল নেতার পকেট থেকে বেরিয়ে পড়ল আগ্নেয়াস্ত্র, গুলি
মালদায় তৃণমূল নেতা খুন হতেই নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে গতবছর সেপ্টেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। নিরাপত্তাও তুলে নেওয়া হয়। নিরাপত্তারক্ষী ফেরানোর আবেদন করে পুলিশ সুপারকে ইমেল করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা।
মালদার তৃণমূল নেতা খুনে গ্রেফতার হলেন তৃণমূল নেতাই। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি-সহ ২ জন। দুলাল সরকার খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। দুলাল সরকারের প্রতিপত্তি বাড়ায় দলের একাংশের চক্ষুশূল হয়েছিলেন,
দাবি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। রাজনীতি নেই, অর্থনৈতিক কারণে খুন, পাল্টা দাবি বিজেপির।
BSF-BGB মুখোমুখি সংঘাতের পর থমথমে মালদার বৈষ্ণবনগর সীমান্ত। BSF-এর কড়া নজরদারিতে চলছে কাঁটাতার দেওয়ার কাজ। BSF-কে সমর্থন করতে সীমান্তের এপারের গ্রামবাসীদের জমায়েত, স্লোগান।
ফ্যান পেজ থেকে 'হুমকি', থানায় সস্ত্রীক শিবপ্রসাদ। ফিল্ম রিলিজ না করার জন্য হুমকি দেওয়ার অভিযোগ
বিএসএফ জওয়ানদের থেকে হাতিয়ার কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশের পাচারকারীদের। হামলার আশঙ্কায় কাঁটাতারের এপারে ভারতীয়রা, কড়া নজরদারি বিএসএফের। ত্রিপুরার কৈলাশহরে বিএসএফের হাতিয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করে পাচারকারীরা
তোলাবাজির অভিযোগ, বেলেঘাটার তৃণমূল নেতা গ্রেফতার। উধাও বিধাননগরের সমরেশ, বেলেঘাটায় গ্রেফতার সুশান্ত। তৃণমূল নেতা সুশান্ত সাহা ওরফে হাবু গ্রেফতার। তোলাবাজি, জোর করে আটকে রাখার অভিযোগ। জোর করে আটকে রাখা, গাড়ি কেড়ে নেওয়ারও অভিযোগ। তৃণমূল নেতা সুশান্ত সাহাকে গ্রেফতার করল পুলিশ।
কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়ল না বাংলাদেশ! চোরাচালানকারী, অনুপ্রবেশকারীদের আড়াল, হিন্দু মৎস্যজীবীদের মার! ভারতীয়-হিন্দু শুনেই পিছমোড়া করে মৎস্যজীবীদের মার! মুখে কাপড় গুঁজে, গলায় বুট, লাঠি দিয়ে বেধড়ক মার! নিরীহ মৎস্যজীবীদের মাথায় বন্দুক ঠেকিয়ে বাংলাদেশের অত্যাচার! জল চাইলেও মারধর, কাকদ্বীপে ফিরে বিস্ফোরক অভিযোগ মৎস্যজীবীদের। হাত-পা বেঁধে ভারতীয় মৎস্যজীবীদের উপর বাংলাদেশ নৌসেনার অত্যাচার। জলসীমানা পেরোনোর অভিযোগে গ্রেফতারের পরেই অকথ্য অত্যাচার! বাংলাদেশ নৌসেনার হামলা, এখনও খোঁজ নেই এক মৎস্যজীবীর!
কলকাতা মেডিক্যাল কলেজেও স্বাস্থ্যসাথীতেও দুর্নীতি! স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতাল থেকে রোগীকে বাড়ি ফিরতে দেওয়া হয় ২০০ টাকা'। হাসপাতাল থেকে ছুটির পর রোগী সহায়তা কেন্দ্র থেকে ২০০ টাকা পাওয়া যায়। স্লিপে অন্যের ফোন নম্বর লিখে, সই জাল করে সেই টাকা লোপাট!
মমতা বহিষ্কার করে প্রায়শ্চিত্ত করছে কংগ্রেস, রাজ্য রাজনীতিতে প্রদীপ-মন্তব্যে তোলপাড়। মুখ খুললেন তৃণমূলনেত্রী।
৫দিন পার, মালদায় তৃণমূল নেতা খুনে এখনও রহস্য। পুলিশের নজরে মালদা তৃণমূলের শহর সভাপতি।
অনুপ্রবেশে সুযোগ করে দিতেই কি মালদা সীমান্তে কাঁটাতারে আপত্তি বাংলাদেশের? বিজিবির অপচেষ্টা রুখতে উঠল বন্দে মাতরম স্লোগান।
বাংলাদেশি পাচারকারীদের ধরতে গিয়ে ত্রিপুরা সীমান্তে হামলার মুখে বিএসএফ। বিজিবির সামনেই রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা।
প্রেক্ষাপট
কলকাতা: মালদায় তৃণমূল নেতা খুনে এখনও রহস্য। দুলাল সরকার খুনে গ্রেফতার এবার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। বাংলাদেশি পাচারকারীদের ধরতে গিয়ে ত্রিপুরা সীমান্তে হামলার মুখে বিএসএফ। অনুপ্রবেশে সুযোগ করে দিতেই কি মালদা সীমান্তে কাঁটাতারে আপত্তি বাংলাদেশের? ত্রাসের দেশ বাংলাদেশে ফের হিন্দু নিধন! ঝালকাঠিতে মাত্র ২৭ বছরের ব্যবসায়ীকে কুপিয়ে খুন! একদিনে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্যের ৩ মামলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -