West Bengal News Live Updates: কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।
কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। বিচারের দাবিতে ৪ মাস পার, কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি। ৭ নভেম্বরের পরে কাল ফের সুপ্রিম কোর্টে আর জি কর-মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি।
গতবার বিরোধীশূন্য ভোট, এবার কাঁথি সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী। গতবার সমবায় ভোটের ৯৫টি আসনে ৯৫টিতেই জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীর। সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রবিবার কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটগ্রহণ। ভোটে অশান্তির বাংলায় এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী। কাঁথির সমবায় ব্যাঙ্কে ১০৮টি প্রতিনিধি পদে রবিবার ভোট। কাঁথিতে সমবায় ভোট, প্রতি বুথে সিসি ক্যামেরার নজরদারি।
নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে বিজেপিকে নিশানা কুণাল ঘোষের। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন। 'বিজেপি হামলা করবে, সেই আশঙ্কা ছিল'। 'পুলিশকে লিখিত ভাবে জানানোও হয়েছিল'। 'তারপরেও বড়সড় তাণ্ডব করেছে বিজেপি', সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের।
কুলপির দৌলতপুরে কী কারণে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য? স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত ভোটের আগে খুন হন দৌলতপুরের বাসিন্দা কংগ্রেস সমর্থক আলফাজউদ্দিন হালদার। তৃণমূল প্রার্থী নুরউদ্দিনের প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থীর হয়ে প্রচার করায়, কংগ্রেস সমর্থককে মারধর করা হয়। পরে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় আলফাজের। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরউদ্দিন ও তাঁর ছেলেদের নামে খুনের অভিযোগ দায়ের হয়। গ্রেফতার হন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেরা। পরিবারের অভিযোগ, আলফাজের খুনের বদলা নিতেই খুন করা হয় নুরউদ্দিনকে। ধৃত ইলিয়াস হালদার নিহত কংগ্রেস সমর্থক আলফাজের ভাই। পুলিশের দাবি, পুরনো শত্রুতার জেরেই খুন হন তৃণমূল নেতা।
মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। মৃত্যু হল ৩ জনের। সাগরপাড়ার খয়েরতলা গ্রামে, বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি স্থানীয়দের। বোমা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পর বাকি ২ জনেরও মৃত্যু হয়।
সুপ্রিম কোর্টে তৃণমূল জমানার ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল-মামলা। 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না', মামলা গ্রহণ করে মৌখিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পিছিয়ে পড়াদের জন্যেই এই সংরক্ষণ, সওয়াল রাজ্য সরকারের। 'ধর্মান্তকরণ যাদের, তাদের জন্যেই রাজ্যের এই সংরক্ষণ', কপিল সিব্বলের পাল্টা সওয়াল আইনজীবী মণিন্দর সিংহের। 'কীভাবে ৭৭টি সম্প্রদায়কে OBC বলে চিহ্নিত?' রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। 'সার্টিফিকেট বাতিলে বহু নিয়োগ আটকে, অনেকের জীবনে সঙ্কট', কোর্টের দ্রুত হস্তক্ষেপ চেয়ে রাজ্যের হয়ে আবেদন কপিল সিব্বলের। ২০১০ সালের পরের ইস্য়ু হওয়া সমস্ত OBC শংসাপত্র হাইকোর্টে বাতিল।
কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। বিচারের দাবিতে ৪ মাস পার, কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি। ৭ নভেম্বরের পরে কাল ফের সুপ্রিম কোর্টে আর জি কর-মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি।
কুলপিতে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তৃণমূলকর্মীকে ধারালো অস্ত্রের কোপ, গুলি। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূলকর্মীকে মৃত বলে ঘোষণা
হামলার পর এলাকায় বোমাবাজি দুষ্কৃতীদের। ৫-৬ জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ স্থানীয়দের। ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিধানসভায় পূর্ব মেদিনীপুরের বিধায়কদের নিজের ঘরে ডেকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগামী ১৫ ডিসেম্বর কাঁথির সমবায় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের নির্দেশ। সমবায় নির্বাচনে বিশেষ দায়িত্ব অখিল গিরিকে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। আগামী ১৫ ডিসেম্বর কাঁথির সমবায় ব্যাঙ্কের নির্বাচন। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আগামীকাল দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বিধায়কদের ডেকে সমবায় নির্বাচন নিয়ে বিশেষ নির্দেশ দিলেন তিনি।
সমবায়-সংঘর্ষে নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী। গতকাল রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। নিহত তৃণমূল কর্মীর নাম বিষ্ণুপদ মণ্ডল। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। গতকাল সমবায় নির্বাচন ঘিরে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কর্মী খুনের প্রতিবাদে নন্দীগ্রামে তিন জায়গায় টায়ার জ্বালিয়ে তৃণমূলের পথ অবরোধ। রেয়াপাড়া, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এবং গড়চক্রবেড়িয়ায় বিক্ষোভ। গড়চক্রবেড়িয়ায় বন্ধ দোকানপাট। মৃতের বাড়িতে পুলিশ গেলে দোষীদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
বাংলায় বোসের তৃতীয় বছরে নতুন সমীকরণ? স্থায়ী উপাচার্য নিয়ে জট কাটার ইঙ্গিতের মধ্যেই রাজভবনে মুখ্যমন্ত্রী। স্থায়ী উপাচার্য নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। বোস-মমতার আলোচনায় উঠতে পারে মন্ত্রিসভার রদবদলের প্রসঙ্গও।
ওপারে হিন্দুদের উপর হামলা, এপারে সোনা পাচারের চেষ্টা। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় কোটি টাকারও বেশি সোনা বাজেয়াপ্ত। ১ কোটি ২৮ লক্ষের সোনা-সহ বিএসএফের হাতে ১জন গ্রেফতার। সীমান্ত পেরিয়ে রানাঘাট স্টেশনে সোনা পাচারের আগেই পাকড়াও।
ভোটে অশান্তির বাংলায় এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রবিবার কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটগ্রহণ। সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। কাঁথিতে সমবায় ভোট, প্রতি বুথে সিসি ক্যামেরার নজরদারি। কাঁথির সমবায় ব্যাঙ্কে ১০৮টি প্রতিনিধি পদে রবিবার ভোট। রবিবার একটি সর্বভারতীয় পরীক্ষার জন্য কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র বদল। সরকারি স্কুল না মেলায় সমবায় ভোটের গণনাকেন্দ্রও বদল। ভোটগ্রহণ-গণনাকেন্দ্র বদলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। এগরা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর বেরার মামলায় নির্দেশ আদালতের। কাঁথি সমবায় ভোটে ২৪১টি ভোটগ্রহণ কেন্দ্র, তার মধ্যে ৫টিতে বদল। শুধু কাঁথি, এগরায় ৫টি ভোটগ্রহণ কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ।
নিউটাউনে শিলং পুলিশের অভিযান, ৩ বাংলাদেশি গ্রেফতার। ইকো পার্ক থানা এলাকায় ফ্ল্যাট থেকে ৩ বাংলাদেশি গ্রেফতার। ৩ বাংলাদেশির বিরুদ্ধে শিলংয়ে একাধিক অভিযোগ।
মালদায় সালিশি সভায় আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি! আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে দাদাগিরি পঞ্চায়েত সচিবের। মালদার হবিবপুর ব্লকের বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। পঞ্চায়েত দফতরের অস্থায়ী মহিলা কর্মীর সঙ্গে পঞ্চায়েত সচিবের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ধুন্ধুমার। তৃণমূল নেতার বাড়িতে সালিশি সভা। সেখানেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি।
আর জি করকাণ্ডে ১৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। 'খুন ও ধর্ষণের ঘটনার পিছনে সঞ্জয়কে সামনে রেখে ২ জনের ষড়যন্ত্র'। 'প্রমাণ নষ্টের চেষ্টা হয়েছে, প্ররোচনা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে', আদালতে সওয়াল সিবিআইয়ের। 'CFSL রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে', আদালতে জানাল সিবিআই। '৮৬ দিন পার, সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি', আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর। 'অভিজিৎ মণ্ডল এই ঘটনায় যুক্ত কিনা এখনও প্রমাণিত হয়নি', আদালতে সওয়াল অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। '৯০০ ঘণ্টার ভিডিও ফুটেজ দেখতে হচ্ছে, IT IS NOT A MATTER OF JOKE', আদালতে পাল্টা সওয়াল সিবিআইয়ের। আর জি করকাণ্ডে ১৩ ডিসেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের নির্দেশ আদালতের।
নিয়োগের দাবিতে এবার রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা ২ SLST চাকরিপ্রার্থীর। বিধানসভার কাছে রাজভবনের ৪ নম্বর গেটের কাছে তুলকালাম। দুজনকেই চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল পুলিশ।
আর জি করকাণ্ডের ৪ মাস পূরণ। আর জি কর মেডিক্যাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের।
বিএনপি নেতাদের হুমকি, পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর সওয়াল করে বিএনপির নিশানায় মমতা। 'কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেব'। 'আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব?' 'এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো'। 'তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক'। 'আমাদের সরকারের পলিসি হল কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো'। 'আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে'। 'সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।
সাগর দত্ত মেডিক্যাল কলেজের সাসপেন্ড হওয়া ১১ জন চিকিৎসককে কলেজে প্রবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ক্লাস করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
প্রেক্ষাপট
মুর্শিদাবাদে ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু। উড়ল বাড়ির ছাদ। বোমা মেরে খুনের অভিযোগ পরিবারের।
সমবায় সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম। দুপুরে বোমাবাজির পর রাতে খুন তৃণমূল কর্মী। বাড়িতে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারির দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ।
কুলপিতে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গুলি-বোমাবাজির অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূলকর্মীকে মৃত ঘোষণা।
কালীঘাটের কাকুর বিরুদ্ধে ফের প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে প্রশ্নের মুখে সিবিআই। মেডিক্যাল গ্রাউন্ডে এতদিন হাজিরা দিচ্ছেন না, জেলে গিয়ে গ্রেফতার করছেন না কেন? প্রশ্ন বিচারকের।
সাতসকালে শহরে জোড়া দুর্ঘটনা। ওয়াটগঞ্জে বাইকে ট্রেলার ধাক্কা। আরোহীর মৃত্যু। মেয়ো রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠল ট্যাক্সি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -