West Bengal News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব কলকাতা পুলিশের

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 28 Dec 2024 03:09 PM
West Bengal News Live: নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, আরও ২ বিজেপি কর্মী গ্রেফতার

নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, আরও ২ বিজেপি কর্মী গ্রেফতার। ওড়িশার হোটেল থেকে চন্দন দাস, রাজকুমার মণ্ডল গ্রেফতার। গত ৮ ডিসেম্বর সমবায় ভোট ঘিরে অশান্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। বাড়িতে ঢুকে তৃণমূলকর্মী বিষ্ণুপদ মণ্ডলকে কুপিয়ে খুন করা হয়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে জোড়া FIR দায়ে হয়। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৫। 

WB News Live: বাঘের পাশাপাশি হাতির আতঙ্ক বাঁকুড়ার রানিবাঁধে

বন দফতরকে কার্যত ঘোল খাইয়ে পালিয়ে বেড়াচ্ছে ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনী। আপাতত তার অবস্থান বাঁকুড়ার রানিবাঁধে। সেখানে এবার বাঘের পাশাপাশি হাতির আতঙ্ক। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় এসেছে প্রায় ৬২টি হাতির দল। দলমার দাঁতালদের ঠিকানা বড়জোড়ার পাবয়ার জঙ্গল। সপ্তাহ দুই আগে হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল হাজির হয়েছে বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে হাতির দল। তাদের ওই জঙ্গলেই আটকে রাখার চেষ্টা চালাচ্ছে বন দফতর। বাঘের পাশাপাশি এবার হাতির আতঙ্ক জঙ্গলমহলের এই জেলায়।  

West Bengal News Live: জঙ্গল সাফারিতে বাঘিনী, ঝাড়গ্রাম, পুুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় বাঘিনীর আতঙ্ক

জঙ্গল সাফারিতে বাঘিনী। ঝাড়গ্রাম, পুুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় বাঘিনীর আতঙ্ক। বাঘিনীর ভয়ে বাঁকুড়ার গোপালপুরে প্রাথমিক স্কুল শুনশান। ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই। এক জেলা থেকে আরেক জেলা, একের পর এক ফাঁদ এড়িয়ে বারবার জায়গা বদল করছে বাঘিনী। ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর এবার বাঁকুড়া। আজ সকালে রানিবাঁধের গোপালপুর গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘিনীর গতিবিধি টের পাওয়া গেছে। সিমলিপাল থেকে উধাও হওয়া বাঘিনীর সন্ধান প্রথম মিলেছিল ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও কাঁকড়াঝোড়ে। এরপর পুরুলিয়ার বান্দোয়ানে পালিয়ে আসে বাঘিনী। গতকাল মানবাজার ২ নম্বর ব্লকের ডাগরডি জঙ্গলে তার নড়াচড়া টের পাওয়া যায়। রাতে বন দফতরের কর্মীদের চোখে ধুলো দিয়ে জাল টপকে পালায় বাঘিনী। আজ সকালে তার ঠিকানা ছিল মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া এলাকা। বন দফতর জানায়, শুশুনিয়া হয়ে মানবাজারে আসার পথে, রাস্তার একাধিক জায়গায় বাঘিনীর পায়ের ছাপ মেলে। এর কিছুক্ষণ পরেই বাঁকুড়ার রানিবাঁধে তার হদিশ মেলে। যদিও এখনও পর্যন্ত দেখা মেলেনি বাঘিনীর।

WB News Live: রবীন্দ্র সরোবরে চলছে বেআইনি নির্মাণ ! অভিযোগে সরব লেক লাভার্স অ্যাসোসিয়েশন, বিক্ষোভে সামিল প্রাতর্ভ্রমণকারীরাও

'জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবরে চলছে বেআইনি নির্মাণ', অভিযোগে সরব লেক লাভার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বিক্ষোভে সামিল প্রাতর্ভ্রমণকারীরা। রবীন্দ্র সরোবরে আর্ট গ্যালারিতে সম্প্রসারণের কাজ চলছে। এর প্রতিবাদে এদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত রবীন্দ্র সরোবরে ৮ নম্বর গেটের সামনে দেখানো হয় বিক্ষোভ। এরপর যেখানে নির্মাণকাজ চলছে, সেখানে গিয়ে বৃক্ষ রোপণ করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে নির্মাণকাজ বেআইনি। এর বিরোধিতা করে তাঁরা গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছে লেক লাভার্স অ্যাসোসিয়েশন। 


 

West Bengal News Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব কলকাতা পুলিশের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব কলকাতা পুলিশের। তলব করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। ৩ দিনের মধ্যে থানা হাজিরার নির্দেশ। গতকাল রাতে ই-মেল মারফৎ পাঠানো হয়েছে নোটিস। ঘটনায় ৩ জনকে কিড স্ট্রিটের MLA হস্টেল থেকে গ্রেফতার করা হয়। হোস্টেলের ওই ঘর কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নামে বুক করা হয়, খবর পুলিশ সূত্রে। 

WB News Live: ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি অনুুপ্রবেশকারী

ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি অনুুপ্রবেশকারী। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গিতে অভিযান BSF-এর। পাকড়াও করা হয় কামাল হোসেন, শাহাদাত আলি ও হজরত আলি নামে ৩ জনকে। ধৃত তিন জনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলায়। পরে এদের গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ। বহরমপুর আদালতে তোলা হলে ধৃত ৩ বাংলাদেশির চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ। 


 

West Bengal News Live: মহিলাকে খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় নবদ্বীপে চলন্ত রাধিকাপুর এক্সপ্রেস থেকে অভিযুক্ত আবু তালেব আলিকে গ্রেফতার করল GRP ও কাটোয়া থানার পুলিশ

মৃতদেহের পাশে মেলা আধার কার্ডের সূত্র ধরেই মিলল মালদার চাঁচলে খুন হওয়া মহিলার পরিচয়। মহিলাকে খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় নবদ্বীপে চলন্ত রাধিকাপুর এক্সপ্রেস থেকে অভিযুক্ত আবু তালেব আলিকে গ্রেফতার করল GRP ও কাটোয়া থানার পুলিশ। মৃত মহিলার বাড়ি চাঁচলের দক্ষিণ শহর এলাকায়, শ্বশুরবাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। ধৃত আবু তালেবও কালিয়াগঞ্জের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থেকে চাঁচলে আসেন মহিলা। এরপর আমবাগানের মধ্যে তাঁর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। সামসি স্টেশনে CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। মালদা  ছেড়ে পালানোর সময় অভিযুক্তকে চলন্ত ট্রেনে উঠে জেনারেল কামরা থেকে গ্রেফতার করে GRP ও কাটোয়া থানার পুলিশ। নবদ্বীপ স্টেশনে ট্রেন থেকে নামিয়ে ধৃতকে নিয়ে আসা হয় কাটোয়ায়। সেখান থেকে মালদায় নিয়ে যাওয়া হবে। 

WB News Live: ফের শহরে অগ্নিকাণ্ড, লেক অ্যাভিনিউয়ের বহুতলে তলে লাগে আগুন

ফের শহরে অগ্নিকাণ্ড। সকাল ৭টা নাগাদ লেক অ্যাভিনিউয়ে পাঁচতলা বহুতলের ওপরের তলায় একটি ফ্ল্যাটে আগুন লাগে। আবাসনের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। আশেপাশে বহুতলেও আতঙ্ক ছড়ায়। দমকলের ২টি ইঞ্জিন দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কী থেকে আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। 

West Bengal News Live: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশের দাবি, জন্মের শংসাপত্র থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড সবই জাল। সেই জাল নথি দিয়েই ভুয়ো পাসপোর্ট তৈরি করিয়ে নিয়েছিল বাংলাদেশের নাগরিকরা। পুলিশের দাবি, সবথেকে বেশি ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করা হয়েছে দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে। যদিও পঞ্চায়েতের দাবি, এমন কোনও নথি ইস্যু করা হয়নি। পুলিশের দাবি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল সার্টিফিকেট। ব্য়বহার করা হয়েছে অ্যাডমিট কার্ড এবং ভোটার কার্ড। বারাসাত পুুরসভা, বনগাঁ এবং কল্যাণীর ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলিও জাল বলে জানতে পেরেছে পুলিশ। 

WB News Live: বর্ষশেষে ফের নামবে পারদ, ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা

খামখেয়ালি আবহাওয়া, ডিসেম্বরের শেষেও শীতের দেখা নেই। তবে বর্ষশেষে ফের নামবে পারদ। আগামী বুধবারের মধ্যে ৫ ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা। কলকাতায় তাপমাত্রা ১৪-র ঘরে বা তার নীচে চলে যেতে পারে। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রীর নীচে নামবে পারদ। দার্জিলিঙে বরফ পড়ার সম্ভাবনা আর কালিম্পঙে শিলাবৃষ্টির পূর্বাভাস। 

West Bengal News Live: অসমে ধৃত জঙ্গি শাহিনুর ইসলামকে নিয়ে বিস্ফোরক তথ্য এসটিএফের হাতে

অসমে ধৃত জঙ্গি শাহিনুর ইসলামকে নিয়ে বিস্ফোরক তথ্য। বিস্ফোরক তথ্য এসটিএফের হাতে। ধৃত শাহিনুরের কাছে মিলেছে ২ টি বই। তার মধ্যে একটি বই লেখা নাজিবুল্লা হাকানির। ২০২০-তে জেএমবি জঙ্গি সন্দেহে এই নাজিবুল্লাকে গ্রেফতার করে এসটিএফ। শাহিনুর কি জেএমবি-র সদস্য ছিল? জেএমবি থেকে কি এবিটি-তে যোগ দিয়েছিল সে? স্লিপার সেল-কে উদ্বুদ্ধ করতেই কি পড়ানো হত নাজিবুল্লার লেখা বই? খতিয়ে দেখছে এসটিএফ। 


 

WB News Live: প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে SLST চাকরিপ্রাপকরা

প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে SLST চাকরিপ্রাপকরা। গতকাল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন SLST-র ২০১৬-র প্য়ানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা। রাত ১১টা পর্যন্ত রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান চলার পর, পুলিশ গিয়ে অবস্থান তুলে নেওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান SLST শিক্ষক-শিক্ষিকারা। এরপর তাঁরা ওয়াই চ্য়ানেলে ধর্না-অবস্থান শুরু করেন। 

West Bengal News Live: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ। সূত্রের খবর, এখনও পর্যন্ত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের ইস্যু করা জন্মের শংসাপত্র মিলেছে সবচেয়ে বেশি। দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কাছে জানতে চাওয়া হয়েছে, এখান থেকে ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করা হয়েছিল কি না। পঞ্চায়েতের তরফে দাবি করা হয়েছে, এখান থেকে এই ধরনের কোনও নথি ইস্যু করা হয়নি। বারাসাত পুুরসভা, বনগাঁ এবং কল্যাণীতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নিয়ে চিঠি পাঠানো হয়েছে। 


 

WB News Live: মুর্শিদাবাদে বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল ধৃত জঙ্গি আব্বাস

মুর্শিদাবাদে বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল ধৃত জঙ্গি আব্বাস। গোয়েন্দাদের প্রশ্ন, অনুমোদনহীন মাদ্রাসায় কি মগজ ধোলাইয়ের কাজ চলত? সেখান থেকে জসিমউদ্দিনের ভাবধারা ছড়িয়ে কি জঙ্গি নিয়োগ করা হচ্ছিল? মুর্শিদাবাদের মাটিতে তৈরি হচ্ছিল জঙ্গিদের স্লিপার সেল? বিশেষজ্ঞদের মতে, আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে থাকা অত্য়ন্ত বিপজ্জনক। কারণ, আনসারুল্লা বাংলা টিমের বহু জঙ্গি, আগে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা JMB-র সঙ্গে যুক্ত ছিল। গোয়েন্দা সূত্রে দাবি, এখানে বসে তারা কাশ্মীরের জঙ্গিদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছিল। প্রসঙ্গত, ক্য়ানিং থেকে গ্রেফতার হওয়া জঙ্গি জাভেদ মুন্সিও কাশ্মীরের জঙ্গি। গোয়েন্দা সূত্রে দাবি, অসম থেকে গ্রেফতার হওয়া আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি নুর ইসলাম মণ্ডলও মুর্শিদাবাদে এসেছিল। ধৃত আরও ২ জঙ্গি আব্বাস ও মিনারুলের সঙ্গে বৈঠকও করে সে। এইসব তথ্য় শুনেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। তাদের প্রশ্ন, আরও কোনও জঙ্গি এরাজ্য়ে লুকিয়ে নেই তো? ভিড়ে মিশে তারা কোনও নাশকতার ছক কষছে না তো?

West Bengal News Live: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও আইপ্যাকের এক শীর্ষকর্তার নাম করে টাকা দাবি করে দুই পুরপ্রধানকে ফোন

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও আইপ্যাকের এক শীর্ষকর্তার নাম করে টাকা দাবি করে দুই পুরপ্রধানকে ফোন। কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে হাতেনাতে পাকড়াও ৩ অভিযুক্ত। হস্টেল যোগে নাম জড়াল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের। তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে দাবি করেছেন বিধায়ক নিখিলরঞ্জন দে। 

WB News Live: উস্কানিমূলক মন্তব্যের জন্যে অর্জুন সিং-কে পুলিশের ইমেল ঘিরে বিভ্রান্তি

উস্কানিমূলক মন্তব্যের জন্যে অর্জুন সিং-কে পুলিশের ইমেল ঘিরে বিভ্রান্তি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের দাবি, ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তরফে গতকাল তাঁকে মেল পাঠিয়ে বলা হয়, আগামী বছরের ৩ জানুয়ারি, বেলা ১২টা নাগাদ হাজিরা দিতে। এরপর রাতে ফের মেল পাঠিয়ে আজ বিকেল ৫টায় অর্জুন সিং-কে তলব করা হয়। অর্জুনের অভিযোগ, তাঁকে চক্রান্ত করে জেলে ঢুকিয়ে খুন করতে চাইছে সরকার। সেই কারণেই তলব করা হয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেই হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live: অসম STF-এর অভিযানে গ্রেফতার আরও এক জঙ্গি

অসম STF-এর অভিযানে গ্রেফতার হল আরও এক জঙ্গি! অসমের ধুবড়ির থেকেই শাহিনুর ইসলাম নামে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ টি বই। অপারেশন প্রঘাতে, এই নিয়ে, অসম STF-এর জালে ধরা পড়ল আনসারুল্লা বাংলা টিমের ১১ জঙ্গি। 

WB News Live: মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তের অনেক জায়গাতেই নেই কোনও কাঁটাতারের বেড়া

জলঙ্গি, রানিনগর থেকে ভগবানগোলা-- মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তের অনেক জায়গাতেই নেই কোনও কাঁটাতারের বেড়া। গোয়েন্দা সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে এই এলাকা দিয়ে অনেক অনুপ্রবেশ ঘটেছে ভারতে। আর এখানেই আশঙ্কা, এদের মধ্যে জঙ্গিরাও এদেশে ঢুকে পড়েনি তো? এখনও পর্যন্ত আনসারুল্লা বাংলা টিমের একাধিক ধৃত জঙ্গির মুর্শিদাবাদ কানেকশন বেরনোয় উঠছে প্রশ্ন।  

West Bengal News Live: রাজ্যের সব প্রাথমিক স্কুলে চালু হতে চলেছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা

আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সব প্রাথমিক স্কুলে চালু হতে চলেছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২টি করে পরীক্ষা হবে বলে জানালেন পর্ষদ সভাপতি। জুনে হবে প্রথম সেমিস্টার,  ডিসেম্বরে দ্বিতীয়টা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৈরি করে দেওয়া প্রশ্নপত্র অনুযায়ী হবে পরীক্ষা।

WB News Live: কলকাতা মেট্রোয় অভাব মেট্রো ম্য়ানের

কলকাতা মেট্রোয় অভাব মেট্রো ম্য়ানের। সূত্রের খবর, ২০২২ এর পর ফাঁকা স্থান বেশকিছু পূরণ করা গেলেও এখনও ফাঁকা রয়েছে কিছু। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, শহরে নতুন নতুন মেট্রো পরিষেবা যখন শুরু হচ্ছে, তখন পর্যাপ্ত সংখ্য়ক মোটর ম্য়ান না থাকলে, তার প্রভাব পড়বে না তো পরিষেবায়? 

West Bengal News Live: আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রাথমিকে দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায় ও অয়ন শীলের। ইডির মামলায় তাঁকে ইতিমধ্যেই জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সিবিআই-এর মামলায় কিছুতেই শিকে ছিঁড়ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। 

WB News Live: ঠান্ডাতেও কমছে না ডেঙ্গির উদ্বেগ, ঘরে ঘরে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ

ঠান্ডাতেও কমছে না ডেঙ্গির উদ্বেগ। চলতি ডিসেম্বরে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। স্বাস্থ্যদফতর সূত্রে খবর, আক্রান্তরা বেশিরভাগই উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদার বাসিন্দা। ভরা শীতেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি। ঘরে ঘরে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এরাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩১ হাজার পেরিয়ে গেছে, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ছে চিকিৎসক থেকে স্বাস্থ্য আধিকারিকদের। 

West Bengal News Live: ১৮ দিনের মধ্যে নন্দীগ্রামে খুন ২ তৃণমূলকর্মী, বদল নন্দীগ্রাম থানার আইসি

১৮ দিনের মধ্যে নন্দীগ্রামে ২ জন তৃণমূল কর্মী খুন হওয়ার পরই বদল করা হল নন্দীগ্রাম থানার IC-কে।  IC অনুপম মণ্ডলকে পাঠানো হল DIB-তে। আপাতত নন্দীগ্রাম থানার দায়িত্ব দেওয়া হল পূর্ব মেদিনীপুরের ডিএসপি তুহিন বিশ্বাসকে।

WB News Live: বাংলাদেশি অনুপ্রবেশকারী-যোগে গ্রেফতার তৃণমূল কর্মী

বাংলাদেশি অনুপ্রবেশকারী-যোগে গ্রেফতার হলেন তৃণমূল কর্মী। নদিয়ার হরিণঘাটায় বাংলাদেশি নাগরিককে জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগে, গ্রেফতার করা হয় তৃণমূল কর্মী-সহ ২ জনকে। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল কর্মী। অন্য়দিকে, বালুরঘাট থেকেও গ্রেফতার এক বাংলাদেশের নাগরিক। 

West Bengal News Live: পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশের নাগরিক

পার্ক স্ট্রিট থেকে একজন সন্দেহভাজন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কলকাতার ঠিকানায় থাকা আধার ও প্যান কার্ড। উৎসবের মরশুমে কেন ওই ব্যক্তি নিয়মিত পার্ক স্ট্রিটে যাতায়াত করছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

প্রেক্ষাপট

বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার টার্গেট পশ্চিমবঙ্গ? জোর কদমে চলছিল স্লিপার সেল তৈরির কাজ। মুর্শিদাবাদে মাদ্রাসার আড়ালে মগজধোলাই? গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। 


মুর্শিদাবাদে ধৃত জঙ্গির বাংলাদেশ-যোগ আরও জোরালো। ধৃত আব্বাস আলির হরিহরপাড়ার বাড়িতে মিলল জঙ্গি সংগঠন, আনসারুল্লা বাংলার প্রধান জসিমুদ্দিন রহমানির বই। 


বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত। ৯৬৩ কিমি এলাকাই খোলা। বেড়া বিহীন সীমান্ত দিয়েই অনুপ্রবেশ, অনুমান গোয়েন্দাদের। 


ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ছেলে তালহার সঙ্গে বৈঠক করে জাভেদ। যায় লস্কর ই তৈবার হেড কোয়ার্টার মুরিদকেতেও। 


লস্কর ই তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সইদের ছেলে তালহার নির্দেশেই কি বাংলায় আসে জাভেদ? কী ছিল পরিকল্পনা? নাশকতা না অস্ত্র পাচার? জবাব খুঁজছে গোয়েন্দারা। 


মুরিদকেতে লস্কর ই তৈবার হেড কোয়ার্টারে ট্রেনিং দেওয়া হয় ২৬/১১-র হামলাকারী আজমল কাসভকে। জাভেদকেও কি কাসভের ধাঁচে ট্রেনিং? নাশকতার লক্ষ্যেই কি বাংলায়? 


এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী-যোগে গ্রেফতার তৃণমূল কর্মী। সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগ। ধৃত তৃণমূলকর্মী সহ ২। বালুরঘাটে জালে আরও ১ বাংলাদেশি। 


অসম STF-এর অপারেশন 'প্রঘাত', আরও এক জঙ্গি গ্রেফতার। ধুবড়িতে পাকড়াও শাহিনুর ইসলাম। উদ্ধার আধার, প্যান, পাসপোর্ট। 


ফের পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাজেয়াপ্ত ভুয়ো আধার, প্যান কার্ড। নদিয়া থেকেও ৩ বাংলাদেশি সহ গ্রেফতার ৬। 


ভুয়ো নথির ভিত্তিতেই তৈরি আসল পাসপোর্ট! কোনও অস্তিত্ব নেই বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ডের। কলকাতা পুলিশকে জানাল সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুরসভা। কীসের ভিত্তিতে ভেরিফিকেশন, উঠছে প্রশ্ন। 


অভিষেকের অফিসের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে ধৃত ৩। MLA হস্টেলের বুকিং রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ। সুপারের কাছে আরও তথ্য তলব। 


বিজেপি বিধায়কের চিঠির ভিত্তিতে যার নামে MLA হস্টেলের রুম বুক, খোঁজ মেলেনি সেই শেখ ইমরানের। ফোন নম্বরের সূত্র ধরে ধৃত মূল অভিযুক্ত জুনেদুল, দাবি পুলিশ সূত্রের। 


আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও অয়ন শীলের নাম। 


আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চালু ক্রেডিট বেসড সিমেস্টার ব্যবস্থা। বছরে ২টি সিমেস্টার। জুনে প্রথম, ডিসেম্বরে দ্বিতীয়। পর্ষদের দেওয়া প্রশ্নেই হবে পরীক্ষা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.