WB News Live: শীতের দাপট উধাও, দক্ষিণবঙ্গের একাংশে অকাল বর্ষণ
WB News Live Updates: মকর সংক্রান্তির ৩দিন আগে কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টা বৃষ্টি চলবে কলকাতা, উঃ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া চলবে হাওড়া, নদিয়ায়
রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। তা সত্ত্বেও কলকাতায় বিভিন্ন এলাকায় বিধি অমান্যের সেই চেনা ছবি ধরা পড়ল। মাস্ক না পরায় চলে ধরপাকড়। মাইকে করা হয় সচেতনতার প্রচার।
নতুন বছর পড়তে না পড়তে পরপর কারখানায় তালা। এবার বন্ধ হল হুগলির চাঁপদানির নর্থব্রুক জুটমিল। একের পর এক কারখানা বন্ধ হতেই রাজ্য সরকারকে বিঁধে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
গোয়ায় এবার নতুন ভোর। সমুদ্রে ঘেরা রাজ্যে ভোটের প্রচারে নতুন গান বেঁধেছে তৃণমূল। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের গোয়া রাজ্য সংগঠনের ট্যুইটার হ্যান্ডলে ওই অফিসিয়াল প্রচার সঙ্গীত প্রকাশ করা হয়েছে। গানের প্রথম দুটি কলি হল ‘দোন ফুলঞ্চ কাল, গোয়েনচি নভি সকাল’। অর্থাৎ এবার ‘নতুন ভোর দেখবে গোয়া’। ৩ মিনিট ৪২ সেকেন্ডের গানে ভিডিও ও কথায় গোয়াকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে গোয়াবাসীর যাবতীয় সমস্যা সমাধানের। তৃণমূলের অফিসিয়াল প্রচার সঙ্গীতের ভিডিও-তে গোয়ার অপরূপ নিসর্গ শোভার পাশাপাশি সেখানকার স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে যুবশক্তিকে। ১৪ ফেব্রুয়ারি ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট।
রাজ্যে একদিনে ২১ হাজার ৯৮জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় বাড়ল মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৯জনের মৃত্যু। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৬৫। কলকাতায় একদিনে করোনায় ৬জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ১৬জন সংক্রমিত। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৫জনের মৃত্যু। দঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ১ হাজার ৪৩৫জন সংক্রমিত। দঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৩জনের মৃত্যু। হাওড়ায় একদিনে ১ হাজার ৮১৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ৩৮৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু।
শীতের দাপট উধাও, দক্ষিণবঙ্গের একাংশে অকাল বর্ষণ। মকর সংক্রান্তির ৩দিন আগে কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টা বৃষ্টি চলবে কলকাতা, উঃ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া চলবে হাওড়া, নদিয়ায়। পঃ মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমেও বৃষ্টি। পশ্চিমাঞ্চলের জেলায় আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েক জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে ফের পারদ নামার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় চালু হল ‘ডক্টর্স অন হুইল’। ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক ও মহেশতলা মাতৃসদন থেকে চালু হল পরিষেবা। ভ্রাম্যমান গাড়িতে রয়েছেন চিকিৎসক, করোনা পরীক্ষার ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে ‘ডক্টর্স অন হুইল’ থেকে।
গঙ্গাসাগরের মেলাপ্রাঙ্গন ঘুরে দেখলেন লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন অতিরিক্ত কমিশনার প্রবীণ ত্রিপাঠী, যুগ্ম কমিশনার অখিলেশ ত্রিপাঠী ও ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। খতিয়ে দেখলেন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা। আগামী কয়েকদিনও চলবে নজরদারি, খবর লালবাজার সূত্রে।
করোনা সংক্রমণ রুখতে একাধিক পুর এলাকায় কড়া বিধিনিষেধ। বর্ধমানে টানা ৭ দিন বন্ধ হোটেল, ফাস্টফুড, চায়ের দোকান। বৃহস্পতিবার ও রবিবার বন্ধ থাকবে সব দোকান। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। কাল থেকেই নতুন বিধিনিষেধ কার্যকর। নৈহাটিতেও সোম ও শুক্রবার দোকান-বাজার বন্ধের সিদ্ধান্ত।
হাইকোর্টের সুপারিশের পরেই অপসারিত এসএসসির চেয়ারম্যান। এসএসসির নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। শুভশঙ্কর সরকারের জায়গায় নতুন এসএসসির চেয়ারম্যান। কালই এসএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন সিদ্ধার্থ।
পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা। ‘পুরভোটের প্রচারে তারস্বরে বাজানো যাবে না মাইক’, ‘প্রচারে প্লাস্টিক ব্যানার, ফেস্টুনে নিষেধাজ্ঞা’, নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। করোনা বিধি না মানার জন্য ৩ প্রার্থীকে শোকজ কমিশনের। শোকজ করা হয়েছে আসানসোলের বিজেপি প্রার্থীকেও।
করোনা আক্রান্ত ২ অ্যানাস্থেটিস্ট। তারকেশ্বর হাসপাতালে বন্ধ প্রসূতি বিভাগে অস্ত্রোপচার। অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রসূতি বিভাগে অস্ত্রোপচার। স্বাভাবিক রয়েছে বহির্বিভাগ ও অন্যান্য পরিষেবা।
পুরভোট পিছিয়ে দেওয়া নিয়ে মামলার শুনানি আজকের মতো শেষ। ফের শুনানি হবে আগামী বৃহস্পতিবার। করোনা বাড়ছে, ভোট বন্ধ করা হোক, আর্জি মামলাকারীর। ‘গঙ্গাসাগর পিছোতে পারে না, ভোট তো পিছোতে পারে’, সওয়াল মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্যর।
গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি যাতে পুণ্যার্থীরা মেনে চলেন, তার জন্য কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অথচ আজই বাবুঘাটে দেখা গেল, পুণ্যার্থীদের অনেকের মুখেই মাস্ক নেই। দূরত্ববিধি শিকেয়। বিনা মাস্কে বেমালুম ঘোরাফেরা করছেন অনেকে। মাস্ক না পরার বিচিত্র সব অজুহাত বিধি অমান্যকারীদের মুখে।
আসানসোলে দিলীপ ঘোষের প্রচারকে ঘিরে গন্ডগোল। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। আজ সকালে আসানসোল পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীকে নিয়ে প্রচার করছিলেন তিনি। সেই সময় রামনগরে তাঁর পথ আটকায় পুলিশ। কোভিড বিধি অমান্য করে বেশি সংখ্যায় কর্মী সমর্থক নিয়ে প্রচার করা যাবে না, একথাই বলা হয় পুলিসের তরফে। এ নিয়ে দু’পক্ষে শুরু হয়ে যায় বাদানুবাদ। একটি মন্দিরের সামনে বসে পড়েন দিলীপ। পরে আবার তিনি প্রচার শুরু করলে পুলিশ ফের বাধা দেয়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়। পরে সেই জায়গা থেকে চলে যান দিলীপ ঘোষ।
শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলির মেলা নিয়ে সিদ্ধান্ত বদল। করোনা বিধিনিষেধ মেনেই ছোট্ট করে মেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানালেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মেলা নিয়ে বিজেপি, সিপিএম সরব। বিজেপি-র বক্তব্য, ‘যেভাবে বীরভূম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তারপরেও এই ধরনের সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, এ বিষয়ে রাজনীতি হচ্ছে। স্কুল-কলেজ বন্ধ, এদিকে মেলা করার সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে স্কুল কলেজ খুলুক।’ সিপিএমের বক্তব্য, ‘বিজেপিতৃণমূল এখন ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। তাই এই সিদ্ধান্ত।’ জয়দেব কেন্দুলি মেলা নিয়ে প্রশাসনিক সূত্রে জানা গেছে, স্নানযাত্রা হবে। সাধুসন্তদের থাকার জন্য দু’টি বড় প্যান্ডেল করা হবে এবং এই মেলাকে কেন্দ্র করে কলা বিকিকিনির বিষয়টিও চালু থাকবে। কিন্তু সম্পূর্ণ মেলা হবে কোভিড বিধি মেনে।
শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে মহাকালপল্লিতে অক্সিজেন সিলিন্ডারের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। স্থানীয় সূত্রে দাবি, ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে কারখানায়। অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর নেই। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
কলকাতা পুরসভার অফিস থেকেই বুস্টার ডোজ না নিয়ে ফিরতে হল ডেপুটি মেয়র অতীন ঘোষকে। আজ ১১ নম্বর বরোর হেলথ অফিসে বুস্টার ডোজ নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানকার চিকিত্সক কাগজপত্র দেখে জানান, এখনই ডেপুটি মেয়রকে বুস্টার ডোজ দেওয়া যাবে না, কারণ, আরও পাঁচ দিন পর তাঁর ডেট। এরপর ফিরে আসতে হয় অতীন ঘোষকে।
গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি যাতে পুণ্যার্থীরা মেনে চলেন, তার জন্য কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অথচ আজই বাবুঘাটে দেখা গেল, পুণ্যার্থীদের অনেকের মুখেই মাস্ক নেই। দূরত্ববিধি শিকেয়। বিনা মাস্কে বেমালুম ঘোরাফেরা করছেন অনেকে। মাস্ক না পরার বিচিত্র সব অজুহাত বিধি অমান্যকারীদের মুখে।
মালদায় বিএসএফ জওয়ানের রহস্যমৃত্যু। খাঁড়িতে ডুবন্ত অবস্থায় দেহ উদ্ধার। বামনগোলা থানার খুটাদহ সীমান্ত এলাকার ঘটনা। রাতে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিবেক তিওয়ারি (২৯) নামে ওই বিএসএফ কনস্টেবল। সকালে মৃত অবস্থায় দেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে চোরাকারবার চক্রের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।
প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন। তিনি জানিয়েছেন, বইমেলার উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদা গিয়েছিলেন। সেই বইমেলা স্থগিত হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর সর্দি, কাশি, দুর্বলতা দেখা দেয়। গতকাল নমুনা পরীক্ষা করান। আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে।
করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভর্তি ঢাকুরিয়া আমরিতে। সূত্রের খবর, গতকাল তাঁকে ফোন করে শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি। পরে নিজের ফেসবুক পেজ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। কিন্তু সেখানে ধন্যবাদ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েননি সুকান্ত মজুমদার।
রাজ্যের আবেদনে সাড়া কলকাতা হাইকোর্টের, গঠিত হল গঙ্গাসাগর মেলার নতুন নজরদারি কমিটি। আগের কমিটি থেকে বাদ পড়লেন শুভেন্দু অধিকারী। নতুন কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। কমিটিতে থাকবেন লিগাল সার্ভিস এইড-এর সদস্য সচিব রাজু মুখোপাধ্যায়। গোটা সাগরদ্বীপই নোটিফায়েড এলাকা বলে চিহ্নিত। ‘দু’টি টিকা নেওয়ার সার্টিফিকেট না থাকলে সাগর দ্বীপে প্রবেশ নয়। বাধ্যতামূলক করা হল আরটিপিসিআর টেস্ট। আদালতের নির্দেশ না মানলে দায়ী হবেন মুখ্যসচিব’, জানাল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আগামীকাল স্বামী বিবেকানন্দোর ১৬০ তম জন্মদিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিবস স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। আগামীকাল বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মিশনের সব কেন্দ্র আলো দিয়ে সাজানো হবে। ‘স্বামীজি ও স্বাধীনতা’ শীর্ষক বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত।
উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় গত ১০ দিনে ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই প্রেক্ষিতে ১০ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে একটি মিনি কনটেনমেন্ট জোন। পাশাপাশি, অশোকনগরের পোস্ট অফিসের কাছে পূর্ত ভবনে সেফহোম করা হয়েছে।
শীতের দাপট উধাও, এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আগামীকাল থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হাসপাতালে চিকিৎসক, মেডিক্যাল পড়ুয়া ও নার্স মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল মোট ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২ জন। এই পরিস্থিতিতেও ইনডোর ও আউটডোর পরিষেবা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ থেকে দু’সপ্তাহের জন্য সপ্তাহে তিনদিন করে বারাসাতে সমস্ত বাজার বন্ধ থাকবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। দুই সপ্তাহ পরে সংক্রমণের হার দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। আজ সকালে বারাসাত থানার পক্ষ থেকে হৃদয়পুর বাজারে নজরদারি চালানো হয়। দু-একটি ছোটখাটো দোকান খোলা ছিল। সেগুলি বন্ধ করে দেয় পুলিশ।
স্বাস্থ্য পরিষেবায় করোনার প্রভাব। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের পাঁচজন চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল হাসপাতালের স্পেশাল আউটডোর। হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়ে নোটিসও দিয়েছে। তবে জেনারেল আউটডোর ও জরুরি বিভাগ খোলা থাকবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
‘চায়ে পে চর্চা’ শেষ করে ফেরার সময় দিলীপ ঘোষের কাছে বিজেপি-র বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানালেন তৃণমূল প্রার্থী। আজ সকালে আসানসোলের ৪১ নম্বর ওয়ার্ডের দিলদার নগরে ‘চায়ে পে চর্চা’-য় যোগ দেন দিলীপ ঘোষ। সেখান থেকে ফেরার সময় তাঁর গাড়ির সামনে এসে আসানসোলের ৪১ ওয়ার্ডের বিজেপি-র বিদায়ী কাউন্সিলর তথা এবারের প্রার্থী ভৃগু ঠাকুরের বিরুদ্ধে কাজ না করে টাকা রোজগারের অভিযোগ করেন তৃণমূল প্রার্থী রণবীর সিংহ। পরে পুলিশ এসে তাঁকে সরিয়ে দেয়।
আবার গোসাবার বালি ১ নং গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ডে বাঘের আতঙ্ক। আজ ভোরে স্থানীয় বাসিন্দা হাবুল দাসের বাড়ির গোয়ালে ঢুকে বাঘ তিনটি ছাগল ও একটি গরুকে মেরেছে বলে অভিযোগ। এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের বেলদায় সবজি আড়তে দেখা গেল অসচেতনতার ছবি। সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে বিকিকিনি। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখেই নেই মাস্ক। এই অসচেতনতা ছবি পুরো পাইকারি বাজার জুড়ে দেখা গেল। কেনাকাটা চলছে গাদাগাদি করে, একে অপরের গা ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে। পাইকারি বাজারের ক্রেতা-বিক্রেতাদের সতর্ক বা সচেতন করার জন্য প্রশাসনিক তৎপরতা চোখে পড়েনি।
মধ্যমগ্রাম পুরসভা এলাকায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত বাজার দোকান-শপিংমল সবকিছু বন্ধ থাকবে। শুধু খোলা থাকবে ওষুধের দোকান। নিউ ব্যারাকপুর পুরসভা এলাকায় ৩১ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে তিনদিন দোকান বাজার বন্ধ থাকবে। গতকাল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুরসভা এলাকার সমস্ত বাজার দোকান সোম, বুধ, শুক্রবার বন্ধ থাকবে। এছাড়া উত্তর দমদম পুরসভা এলাকার সমস্ত বাজার দোকান বুধবার ও শুক্রবার বন্ধ থাকবে।
সাগর মেলায় বৃষ্টির পূর্বাভাস। সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম, তবে পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
রাজনীতিমুক্ত হোক গঙ্গাসাগর মেলা কমিটি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কমিটিতে রাখা নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে সওয়াল করল রাজ্য সরকার। কমিটিতে বিশেষজ্ঞদের রাখার দাবি তুলেছেন মূল মামলাকারীরা। তাঁদের আশঙ্কা, সুপারস্প্রেডার হবে গঙ্গাসাগর। এই পরিস্থিতিতে গতকাল রায়দান স্থগিত রাখে হাইকোর্ট। আজ রায় দেওয়ার সম্ভাবনা।
যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য পুরুলিয়া জেলার কাশীপুর থানার অন্তর্গত ভাটিন গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম বৃহস্পতি মাহাতো (২৫)। বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে বাগানবাড়িতে তার রক্তাক্ত দেহ দেখতে পাযন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসেন বাড়ির লোকজন। খবর দেওয়া হয় কাশীপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। যুবকের মাথার পাশাপাশি শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, রবিবার সন্ধেবেলা কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক বৃহস্পতিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর তিনি বাড়ি ফিরেননি। বহুবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু মোবাইল ফোন বেজে যায়। তিনি কোনও উত্তর দেননি। পরিবারের লোকজন জানিয়েছেন, বছর দুয়েক আগে গ্রামেরই এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে পকসো আইনে পুলিশ বৃহস্পতিকে গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন। হয়তো সেই কারণে পুরনো শত্রুতার জেরে তাঁকে খুন করা হয়েছে। মৃতের বাড়ির লোকজন খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। পুরনো শত্রুতার জেরে খুন না এর পেছনে অন্য কোন কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্থগিত করে দেওয়া হলো হাওড়ার ঐতিহ্যবাহী শরৎমেলা। উলুবেড়িয়ার দেউলটির সামতাবেড়িয়ায় রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। জীবনের শেষ কয়েক বছর এই বাড়িতেই থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রতি বছর এই বাড়ির কাছের মাঠে জানুয়ারি মাসে বসে মেলা। বহু মানুষের সমাগম হয় এই মেলায়। এ বছর এই মেলার ৫০ তম বর্ষ। মেলার প্রস্তুতি এগিয়ে গিয়েছিল অনেকটাই। বাঁধা হয়েছিল প্যান্ডেলের বাঁশও। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই মেলা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে মেলা কমিটি। আমতার বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন, ‘এই মেলা ঐতিহ্যবাহী। এর সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। কিন্তু এখন পরিস্থিতি মেলা করার উপযুক্ত নয়। তাই আমরা মেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দিনে ৫০ তম মেলার আয়োজন করা হবে।’
প্রেক্ষাপট
সোমনাথ মিত্র, সিঙ্গুর: আবারও বৃষ্টির (Rain) ভ্রুকূটি, ঘুম উড়েছে হুগলির (Hooghly) আলু চাষিদের। মাইকে প্রচার করে সর্তক করার পাশাপাশি বৃষ্টির হাত থেকে ফসলকে রক্ষা করতে কৃষকদের (Famers) কী কী করণীয়, তাও বোঝানো হচ্ছে কৃষি দফতরের পক্ষ থেকে। বিলি করা হচ্ছে লিফলেটও।
ঘূর্ণিঝড় জওয়াদের কারণে এমনিতেই একমাস পিছিয়ে গেছে হুগলির আলু চাষ। বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির জেরে এখনও দিশেহারা কৃষকরা। তারপরেও চড়া দামে সার, বীজ কিনে আলু চাষের কাজ শুরু করেছেন হুগলির কৃষকেরা। তারই মধ্যে পশ্চিমী ঝঞ্জার কারণে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত অবধি দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ঘুম উড়েছে চাষিদের। কয়েকদিন আগেই বৃষ্টির জলে আলু চাষ নষ্ট হয়েছে। জল শুকিয়ে পুনরায় আলু বসাতে প্রায় এক মাস পিছিয়ে গেছে আলুর চাষ। এখনও চলছে আলু বসানোর কাজ। আবার মাটি ভিজে থাকায় এখনও কিছুই করা যায়নি অনেক জমিতে। ফলে সব মিলিয়ে উদ্বেগে কৃষকেরা।
কৃষি দফতর থেকে হুগলির সিঙ্গুর, হরিপাল, জাঙ্গিপাড়া সহ বিভিন্ন ব্লকের কৃষিপ্রধান এলাকায় চলছে মাইকে প্রচার। বৃষ্টির হাত থেকে ফসলকে বাঁচাতে আল কাটার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। সেই সঙ্গে বৃষ্টিজনিত কারণে ফসলে ছত্রাক বা পোকার উৎপাত হলে কী ধরনের কীটনাশক কত পরিমাণে দিতে হবে তাও প্রচার করা হচ্ছে কৃষি দফতর থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -