West Bengal News Live: বৃষ্টি কমলেও দুর্ভোগ অব্যাহত ঘাটাল ও চন্দ্রকোনায়

Get the latest West Bengal News and Live Updates:  রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Oct 2021 11:46 PM
West Bengal News Live: ফলপ্রকাশের পর হিংসা রুখতে পুলিশকে নির্দেশের আর্জি জানিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কার

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। ভবানীপুরের ফলপ্রকাশের আগে চিঠি বিজেপি প্রার্থীর।‘ফল প্রকাশের পর হিংসা রুখতে ব্যবস্থা নিতে কলকাতা পুলিশকে নির্দেশ দিন। প্রয়োজনীয় সবরকম পদক্ষেপের জন্য কঠোর নির্দেশ দিন’। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি ভবানীপুরের বিজেপি প্রার্থীর

WB News Live Updates: বৃষ্টি কমলেও দুর্ভোগ অব্যাহত ঘাটাল ও চন্দ্রকোনায়

বৃষ্টি কমলেও দুর্ভোগের ছবিতে বদল আসছে না পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনায়। শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল পুরসভা ও ব্লকের বিস্তীর্ণ এলাকা। শনিবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া।

West Bengal News Live: ডিভিসির ছাড়া জলে ভাসছে উদয়নারায়ণপুরের ৮৫টি গ্রাম, জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর

ডিভিসির ছাড়া জলে ভাসছে উদয়নারায়ণপুরের ৮৫টি গ্রাম। জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। চরম দুর্ভোগে মানুষ। জল পেরিয়েই চলছে ঝুঁকির পারাপার। জলমগ্ন ত্রাণশিবিরও।

WB News Live Updates: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, কাল ঘোষণা হবে ভবানীপুর সহ তিন বিধানসভা আসনের ফল

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। কাল ঘোষণা হবে ভবানীপুর উপনির্বাচনের ফল। জানা যাবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটের ফলও। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে চলবে  ভোট গণনা।  

West Bengal News Live: দেগঙ্গায় ব্যবসায়ীদের পথ অবরোধে ASI-কে নিগ্রহের অভিযোগ

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ব্যবসায়ীদের পথ অবরোধে ASI-কে নিগ্রহের অভিযোগ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে।

WB News Live Updates: ভবানীপুরে ৫০ থেকে ৭০ হাজার ভোটে জিতবেন তৃণমূল নেত্রী, দাবি ফিরহাদের

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। ৫০ থেকে ৭০ হাজার ভোটে জিতবেন তৃণমূল নেত্রী, দাবি ফিরহাদ হাকিমের। প্রতিকূল পরিস্থিতিতে লড়াই হয়েছে, দাবি শমীক ভট্টাচার্যর।

West Bengal News Live: বিপদসীমার ওপর দিয়ে বইছে কংসাবতী, পাঁশকুড়ায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু বাঁধ মেরামতির কাজ

বিপদসীমার ওপর দিয়ে বইছে কংসাবতী। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার লকগেট এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ! আজ চণ্ডীপুরের প্লাবিত এলাকা পরিদর্শন করেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

WB News Live Updates: অনেকটাই বাড়ল রাজ্যের  দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

শনিবার একলাফে অনেকটাই বাড়ল রাজ্যের  দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭০৮ জন। আজ ১ দিনে নতুন করে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬১ জন। এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৭০,৫৩৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন

West Bengal News Live: দামোদরের জলে ডুবেছে বিষ্ণুপুরের ধান ও সবজি খেত,মাথায় হাত কৃষকদের

ভারী বৃষ্টি, তার ওপর ডিভিসির ছাড়া জল। ফুঁসে ওঠা দামোদরের জলে ডুবেছে বিষ্ণুপুরের ধান ও সবজি খেত। জল নামলেও, পুজোর মুখে চাষে ক্ষতির জেরে মাথায় হাত কৃষকদের। ক্ষতির কথা মানছেন মহকুমাশাসক। সরকারি সাহায্যের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।

WB News Live Updates: কাল ৩ কেন্দ্রের ভোটের ফল ঘোষণা, ভবানীপুরে ২১, জঙ্গিপুরে ২৬ ও সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে

রাত পোহালেই ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের ভোটের ফল ঘোষণা। আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া স্ট্রংরুমগুলি। ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুল। ভবানীপুরে গণনা হবে ২১ রাউন্ড। জঙ্গিপুরে ২৬ রাউন্ড ও সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে ভোট গণনাকেন্দ্রগুলি।

West Bengal News Live: দামোদরের জলে ভাসল তারকেশ্বরের চারটি পঞ্চায়েত এলাকা

দামোদরের জলে ভাসল, হুগলির শস্যগোলা হিসেবে পরিচিত তারকেশ্বর। চারটি পঞ্চায়েত এলাকার চার হাজার মানুষ জলবন্দি। তৃণমূলের ব্লক সভাপতি-সহ কয়েকজন গ্রামবাসীকে উদ্ধার করে এনডিআরএফ।

WB News Live Updates: বন্যা নিয়ে চক্রান্তের অভিযোগ অপরূপার, ছেলেমানুষের মতো অভিযোগ, কটাক্ষ দিলীপের

 কতটা জল ছাড়লে ভাসবে এলাকা, আগেই দেখে গেছে কেন্দ্রীয় দল। ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিস্ফোরক অপরূপা পোদ্দার। ছেলেমানুষের মতো অভিযোগ। পাল্টা কটাক্ষ দিলীপের। 

West Bengal News Live: ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী  মানস ভুঁইয়া

ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী  মানস ভুঁইয়া। সঙ্গে ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। আজ বিকেল চারটে নাগাদ ঘাটালে বন্যা পরিদর্শনে আসেন  মন্ত্রী। ঘাটালের দু'নম্বর চাথাল থেকে বোটে করে ঘাটাল ব্লকের অজবনগর এলাকা পরিদর্শন করেন। ওই এলাকার মানুষজনের সমস্যার কথা শোনেন, অজবনগর এলাকার বেশ কিছু পরিবারের হাতে তুলে দেয় ত্রাণ সামগ্রী।

WB News Live Updates: রাত পোহালেই ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের ভোটের ফল ঘোষণা, আঁটোসাঁটো নিরাপত্তা স্ট্রংরুমগুলিতে

রাত পোহালেই ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের ভোটের ফল ঘোষণা। আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া স্ট্রংরুমগুলি।

West Bengal News Live: নিজের কুর্শি বাঁচাতে ৫০ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন, বন্যা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

 বন্যার জন্য মমতাই দায়ী। নিজের কুর্শি বাঁচাতে ৫০ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দুর।

WB News Live Updates: লিলুয়ায় একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু

লিলুয়ায় একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। প্রতিবেশীরা ৫ দিন ধরে পরিবারের কাউকে দেখতে পাননি। দুর্গন্ধ পেয়ে ও বাড়ির পাশের নালায় রক্ত দেখে পুলিশকে খবর দেওয়া হয়।লিলুয়া থানার পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ৩ জনের দেহ উদ্ধার করে

West Bengal News Live: পীরখালির জঙ্গলে বাঘের হানায় গুরুতর জখম এক মৎস্যজীবী

বাঘের হানায় গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। জখম মৎস্যজীবীর নাম গৌর মিস্ত্রি। শনিবার সকালে গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের এমলি বাড়ি থেকে তিনজন মাছ ধরতে যান।আজ দুপুরে যখন পিরখালী জঙ্গলের কাছে মাছ ধরছিেল তখন  একটি বাঘ আচমকা পীরখালির জঙ্গল থেকে বেরিয়ে এসে গৌরের উপর আক্রমণ করে । গৌরে সঙ্গে থাকা দুই সঙ্গী বাঘের সঙ্গে লড়াই করে উদ্ধার করেন গৌরকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে গোসাবা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

WB News Live Updates: জীবনে এত জল দেখিনি, বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে মন্তব্য মানসের

 মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই দুর্গত এলাকায় পৌঁছে গেছেন মন্ত্রীরা। আজ খড়গপুর লাগোয়া মেদিনীপুরে কংসাবতীর লকগেট পরিদর্শনে যান মানস ভুঁইয়া। এদিন অ্যানিকাট গেটে যান মন্ত্রী। ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত গোটা এলাকা। জীবনে এত জল দেখিনি, প্রতিক্রিয়া মানস ভুঁইয়ার।

West Bengal News Live: রাজ্য সরকারকে জানিয়েই জল ছাড়া হয়েছে, দাবি ডিভিসি-র

‘রাজ্য সরকারকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি।  চিঠি পাঠিয়ে রাজ্য সরকারকে আগেই জানানো হয়েছে, দাবি ডিভিসির।  মেল ও হোয়াটসঅ্যাপেও রাজ্যকে আগাম তথ্য দেওয়া হয়েছিল। প্রতিবারই জল ছাড়ার আগে চিঠি পাঠানো হয়, দাবি ডিভিসির

WB News Live Updates: রাজ্য সরকারকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, এখন বলছেন জানতেন না, মমতাকে কটাক্ষ সুকান্তর

জলে দাঁড়িয়ে ফোটোশ্যুট করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। এখন মমতা বলছেন কিছুই জানতেন না। পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

West Bengal News Live: কেন্দ্রকে বলছি ডিভিসি-র বিষয়ে পদক্ষেপ করুক, বললেন মমতা

মমতা বলেছেন, ‘উদয়নারায়ণপুর, বাগনান, খানাকুল, ঘাটাল, ডেবরা, পটাশপুর প্লাবিত হয়েছে।  প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। পুজোর সময় মানুষ উৎসব করবে না প্রাণ বাঁচাবে? আমরা এবার ডিভিসি-র কাছে ক্ষতিপূরণ চাইব। কেন্দ্রকে বলছি ডিভিসি-র বিষয়ে পদক্ষেপ করুক। বারবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি। আবার প্রধানমন্ত্রীকে চিঠি দেব। কতবার ডিভিসি আমাদের ভাসাবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথায় কথায় মানবাধিকার কমিশন পাঠান।কিন্তু ডিভিসি জল ছেড়ে বানভাসি করলে ক্ষতিপূরণ দিচ্ছেন না কেন? বারবার ঝড় হয়েছে কত টাকা ক্ষতিপূরণ দিয়েছেন?’

WB News Live Updates: বিশ্ব উষ্ণায়ন চলছে, সরকারের পরিকল্পনা করা উচিত, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বলেছেন, ‘বিশ্ব উষ্ণায়ন চলছে, সরকারের পরিকল্পনা করা উচিত। বছরে ৪ বার বন্যা হলে আমরা কী করব? ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ধাপে ধাপে কেন জল ছাড়া হচ্ছে না? একবারে জল ছেড়ে প্লাবিত করা হচ্ছে। ঝাড়খণ্ড সরকার জলাধারগুলি সংস্কার করুক। ৩০ তারিখের পর থেকে ১০ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। ডিভিসি প্রতিবার জল ছেড়ে আমাদের ডোবাচ্ছে। ডিভিসি কেন সংস্কার করছে না?’

West Bengal News Live: 'বৃষ্টি বেশি হয়েছে, কিন্তু রাজ্য সরকার সাড়ে ৩ লক্ষের বেশি পুকুর কেটেছে'

মমতা বলেছেন, ‘বৃষ্টি বেশি হয়েছে, কিন্তু রাজ্য সরকার সাড়ে ৩ লক্ষের বেশি পুকুর কেটেছে’  

WB News Live Updates: 'এটা ম্যান মেড ক্রাইম', বন্যা নিয়ে ফের ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রীর

সাংবাদিক বৈঠকে ফের বন্যা নিয়ে ডিভিসি-তে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন,   ‘যে ভাবে জল ছাড়া হয়েছে তা বড় অপরা।এত জল আগে কখনও ছাড়া হয়নি।
এটা ম্যান মেড ক্রাইম।’

West Bengal News Live:  রাত পোহালেই ভবানীপুরের রায়, ত্রিস্তরীয় নিরাপত্তার মোড়কে গণনাকেন্দ্র

রাত পোহালেই ভবানীপুরের রায়। ত্রিস্তরীয় নিরাপত্তার মোড়কে লর্ডস সিন্হা রোডের শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের গণনাকেন্দ্র। কলকাতা পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। 

WB News Live Updates:  ডিভিসি জল ছাড়ায় হাওড়ার উদয়নারায়ণপুরের বহু এলাকা প্লাবিত

ডিভিসি জল ছাড়ায় হাওড়ার উদয়নারায়ণপুরের বহু এলাকা প্লাবিত। গতকাল রাত থেকে নতুন করে জল ঢুকতে শুরু করেছে কুলটিকারি গ্রামে। কোমর-সমান জল। অধিকাংশ বাড়িতেই জল ঢুকেছে। বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন অনেকেই। যাতায়াতে একমাত্র ভরসা নৌকা। 

West Bengal News Live:  'দরকার পড়লে ডিভিসি আমাদের টাকা দিক', কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের ৮টি জেলা ক্ষতিগ্রস্ত। ক্ষোভ বাড়ছে। দরকার পড়লে ডিভিসি আমাদের টাকা দিক। হুগলির আরামবাগে প্লাবন-পরিস্থিতি খতিয়ে দেখে কার্যত কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের উচিত মাস্টার প্ল্যান তৈরি করা। ঝাড়খণ্ড সরকারকে অনুরোধ আমাদের সঙ্গে বসে পরিকল্পনা করুক। এদিন ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। নামেন আরামবাগে। কথা বলেন দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে না জানিয়ে সাড়ে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ড্রেজিং করলে ডিভিসি-র জলাধারে আরও বেশি জল ধরত। ডিভিসি-র ছাড়া জলে ক্ষতিগ্রস্ত একলক্ষ বাড়ি। চারলক্ষ মানুষকে সরানো হয়েছে।  

WB News Live Updates: আরামবাগে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, রওনা দিলেন দুর্গত এলাকার উদ্দেশে

পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ পথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখন তিনি। এদিন বেলায়  হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা দেন তিনি। আকাশ পথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। নামেন আরামবাগের দৌলতপুরে হেলিপ্যাডে।  কথা বলেন দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে। 

West Bengal News Live:  বলেকয়ে খোদ পুলিশ কর্মীর অ্যাকাউন্ট থেকেই 'টাকা গায়েব' প্রতারকদের

একেবারে যাকে বলে বলেকয়ে ব্যাঙ্ক জালিয়াতি। খোদ পুলিশ কর্মীর অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েবের অভিযোগ উঠল। কলকাতা পুলিশের ওই কনস্টেবল সন্তোষপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খিদিরপুর শাখায় তাঁর অ্যাকাউন্টে গতকাল বেতনের টাকা জমা পড়ে। অভিযোগ, এরপর দুপুরে পুলিশ কর্মীকে ফোন করে জানিয়ে পাঁচ দফায় তুলে নেওয়া হয় ৫০ হাজার টাকা। ঢাকুরিয়ার এটিএম থেকে টাকা তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ কর্মীর দাবি, অ্যাকাউন্ট বা এটিএম কার্ড সংক্রান্ত তথ্য কাউকে দেননি। তারপরও টাকা তোলা হয়েছে। নেপথ্যে নতুন কোনও গ্যাং? সন্ধান চালাচ্ছে পুলিশ।

WB News Live Updates: ওঁত পেতে সশস্ত্র দুষ্কৃতীদের ধরল পুলিশ

ওঁত পেতে সশস্ত্র দুষ্কৃতীদের ধরল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হচ্ছে গোপন সূত্রে এই খবর পেয়ে গতকাল দেউলি বাজার, ঘুটিয়ারি শরিফ মোড় ও তালতলা মোড়, এই তিন জায়গায় অপেক্ষায় ছিল জীবনতলা থানার পুলিশের তিনটি দল। বাবুরহাট থেকে আসা একটি মোটরবাইকে ২ জনকে দেখে সন্দেহ হয়। পিছু ধাওয়া করে দেউলি-বোদরা রোডে বাইক থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এরপর দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা জীবনতলা ও সন্দেশখালির বাসিন্দা। 

West Bengal News Live:  সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামে বন্যা পরিস্থিতি

ডিভিসি-র ছাড়া জলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। দামোদরের জল গ্রামে ঢুকছে হু-হু করে। জলবন্দি বহু মানুষ। প্রশাসনের তরফে গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। 

WB News Live Updates:  অজয় নদের বাঁধ ভেঙে বীরভূমের নানুরে ভেসে গিয়েছে চাষের জমি

অজয় নদের বাঁধ ভেঙে বিপত্তি। বীরভূমের নানুরে ভেসে গিয়েছে চাষের জমি। আর কয়েকদিন বাদেই ফসল ওঠার কথা। তার আগে চাষের জমি প্লাবিত হওয়ায় বড়সড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। নানুরের বাসাপাড়া এলাকায় বহু গ্রামে জল ঢুকেছে। সুন্দরপুর-সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বাসাপাড়া বাজার এলাকায় বাড়িঘর, দোকানে জল ঢুকেছে। ঝাড়খণ্ডের শিকাটা জলাধার থেকে জল ছাড়ার কারণে অজয়ের বাঁধ ভেঙে এই বিপত্তি বলে স্থানীয় প্রশাসনের দাবি। 

West Bengal News Live: বীরভূমের নানুরে বাসাপাড়া এলাকায় বহু গ্রামে জল ঢুকেছে

অজয় নদের বাঁধ ভেঙে বিপত্তি।  বীরভূমের নানুরে বাসাপাড়া এলাকায় বহু গ্রামে জল ঢুকেছে।  সুন্দরপুর, বাসাপাড়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত।  বাসাপাড়া বাজার এলাকায় বাড়ি ঘর, দোকান জলমগ্ন।  এই পরিস্থিতিতে ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন

WB News Live Updates:  পাঁশকুড়ায় এক বছরের শিশুর ওপর অত্যাচার, গ্রেফতার পরিচারিকা

এক বছরের শিশুর ওপর অত্যাচার পরিচারিকার। সিসি ক্যামেরায় ধরা পড়ল অত্যাচারের দৃশ্য। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘটনা।
পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live: আরামবাগের দৌলতপুরে বাঁধ ভেঙেছে দ্বারকেশ্বর নদের

হুগলির আরামবাগের দৌলতপুরে বাঁধ ভেঙেছে দ্বারকেশ্বর নদের। এর ফলে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। মনসাতলা এলাকায় বাঁধ উপচে জল ঢুকেছে আরামবাগ শহরে। আরামবাগ পুরসভার বহু এলাকা জলে ভাসছে। জল ঢুকেছে বহু বাড়িতে। আজ ওই এলাকায় পরিদর্শনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। 

WB News Live Updates:  ভাসছে রাজ্যের একাধিক জেলা, পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ডিভিসি-র ছাড়া জলে পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা। জেলায় জেলায় বাঁধ ভেঙে বিপত্তি। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সকাল পৌনে বারোটা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা দেবেন তিনি। আকাশ পথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে নামবেন আরামবাগের দৌলতপুরে হেলিপ্যাডে। মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই তাঁর নির্দেশে দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন একাধিক মন্ত্রী। 

West Bengal News Live: ১ লক্ষ ৫৪ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হল দুর্গাপুর ব্যারাজ থেকে

ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়ে জল ছাড়ার পরিমাণ কমাল দুর্গাপুর ব্যারাজ। আজ সকাল ৭টা পর থেকে ১ লক্ষ ৫৪ হাজার ৫০০ কিউসেক করে জল ছাড়া হচ্ছে। খবর সেচ দফতর সূত্রে। গতকাল সন্ধেয় ১ লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারাজ থেকে। আজ প্রায় ২৫ হাজার কিউসেক কমানো হল জল ছাড়ার পরিমাণ। 

WB News Live Updates:  ১৬ ঘণ্টা পর উঠল ঘেরাও অবস্থান, আরজি কর হাসপাতালে আপাতত কাটল অচলাবস্থা

আরজি কর হাসপাতালে আপাতত কাটল অচলাবস্থা। ১৬ ঘণ্টা পর, ভোর ৪টে নাগাদ উঠল ঘেরাও অবস্থান। অধ্যক্ষের পদত্যাগ, পরিকাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গতকাল দুপুর ১২টা থেকে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র চিকিত্সকদের একাংশ। এরপর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের মধ্যস্থতায় প্রায় ৩ ঘণ্টা ধরে দু’ পক্ষের আলোচনা চলে। তাতেও মেলেনি সমাধান। এরপর ভোর ৪টে নাগাদ ঘেরাও তুলে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

West Bengal News Live: 'মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি', রাহুল সিন্হার মন্তব্যে শুরু বিতর্ক

"মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি।" রাহুল সিন্হার মন্তব্যে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নেতা বলেন, "নির্বাচন জেতার পর ঘরে ঘরে অকথ্য অত্যাচার, হাজার হাজার কর্মীকে ঘরছাড়া করেছে। তারা ভেবেছিল তাদেরই জমানা। কিন্তু লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি। সিবিআই গ্রেফতার করছে। মমতা কিচ্ছু করতে পারছেন না। সিট গঠন করে চলছে দস্যুদের ধরবার কাজ।" তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা কটাক্ষ, তৃণমূলের অভিযোগেই কার্যত সিলমোহর দিলেন রাহুল সিন্হা।

WB News Live Updates:  হাইকোর্টের নির্দেশে উদ্বিগ্ন পুজো উদ্যোক্তারা, সন্তোষ প্রকাশ চিকিৎসকমহলের

এবারও পুজো মণ্ডপে ‘নো এন্ট্রি’। বাইরে থেকে দেখতে হবে প্রতিমা। হাইকোর্টের শেষ মুহূর্তের এই নির্দেশে কিছুটা উদ্বিগ্ন পুজো উদ্যোক্তারা। বিদ্বজ্জনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। তবে, এই নির্দেশিকায় সন্তোষ প্রকাশ করেছে চিকিৎসকমহল।  

West Bengal News Live: এবারও দর্শকশূন্য দুর্গাপুজো-কালীপুজো, নির্দেশ কলকাতা হাইকোর্টের

গতবারের মতো এবারও, দুর্গাপুজো-কালীপুজোয় দর্শকশূন্যই থাকবে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপ। এ বারও দর্শকদের প্যান্ডেলের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে।  গতবছরের করোনা বিধি মেনেই আয়োজন করতে হবে পুজোর। শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

প্রেক্ষাপট

দুর্গাপুজো-কালীপুজো মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করা যাবে না। করোনা বিধিনিষেধ মেনেই পুজো, বহাল গতবছরের নির্দেশ। জানাল হাইকোর্ট। বিধিনিষেধে আপত্তি নেই, আদালতে জানাল রাজ্য।


এক লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত রাজ্যের একাধিক জেলা। দুর্গতদের উদ্ধারে নামল সেনা। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণেই ছাড়তে হয়েছে জল। দাবি ডিভিসির।


দীর্ঘদিন ড্রেজিং হয় না। ম্যান মেড ফ্লাড, না বলে জল ছেড়েছে ডিভিসি, অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যকে জানিয়েই ছাড়া হয়েছে জল। পাল্টা ডিভিসি। আগে চিঠি দিয়েছে ডিভিসি, প্রমাণ আছে, দাবি সুকান্তর।


বিপদসীমার ওপর দিয়ে বইছে শিলাবতী, ঝুমি নদী। প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম, ভাঙল বাড়ি। বাড়িতে জমা জলে পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যুর অভিযোগ। গোঘাটে দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার।


জল বাড়ায় কাটোয়ায় বন্ধ ফেরিঘাট। মঙ্গলকোটে অজয় নদের বাঁধ ভেঙে জলমগ্ন গ্রাম। আরামবাগে জলের নিচে রাস্তা। প্লাবিত নানুর। দুবরাজপুরে নদী বাঁধে ভাঙন। ময়ূরাক্ষীর জলে প্লাবিত মুর্শিদাবাদের ভরতপুর।


প্লাবিত রাজ্যের একাধিক জেলা। আজ দুর্গত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। বাঁকুড়ায় যাচ্ছেন সুব্রত, পূর্ব বর্ধমানে অরূপ, হুগলিতে ফিরহাদ-বেচারাম, মেদিনীপুরে থাকবেন মানস ভুঁইয়া।


আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। আশঙ্কা বাড়িয়ে দেশের নিরিখে এবার বর্ষা বিদায়ও বিলম্বে। পুজোয় কাঁটা হবে না তো বৃষ্টি? আশঙ্কায় রাজ্যবাসী।


রাজ্যে করোনায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও মালদা মেডিক্যালে ৩ শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদা মেডিক্যালে করোনা পরীক্ষার পর ১৭ জনের রিপোর্ট পজিটিভ।


ফের উত্তরবঙ্গ মেডিক্যাল শিশু মৃত্যু। জ্বর-শ্বাসকষ্টে মৃত ১ শিশু। জটিল রোগে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু। জানালেন হাসপাতাল সুপার। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ৫৪ জন শিশু।


ফের বিজেপিতে ভাঙন। এবার দলত্যাগ রায়গঞ্জের বিজেপি বিধায়কের। ফের ফিরবেন তৃণমূলে ? জিইয়ে রাখলেন জল্পনা। আবেদন করলে দেখা হবে, প্রতিক্রিয়া পার্থর। ব্যক্তিগত স্বার্থে দলত্যাগ, পাল্টা সুকান্ত।


দেবশ্রী চৌধুরীর ষড়যন্ত্র। মীরজাফর পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করছে। বিজেপি ত্যাগ করে আক্রমণ কৃষ্ণ কল্যাণীর। কোনও ষড়যন্ত্র করিনি, পাল্টা রায়গঞ্জের সাংসদ। দলের কিছু ক্ষতি হবে না। প্রতিক্রিয়া শুভেন্দুর।


কালিয়াচকে তৃণমূলের বিজয় মিছিলে ধুন্ধুমার। জাতীয় সড়ক অবরোধ করে মিছিল। পুলিশ বাধা দিলে হামলার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি পুলিশের। গুলি চালানোর অভিযোগ অস্বীকার পুলিশ সুপারের।


ইডির বিরুদ্ধে অভিষেক-রুজিরার আবেদনের শুনানি স্থগিত। ৬ অক্টোবর দিল্লি হাইকোর্টে ফের শুনানি। কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করুক ইডি, আবেদন রুজিরার। দিল্লিতেই আসতে হবে জিজ্ঞাসাবাদের জন্য, পাল্টা ইডি।


আরবিআইয়ের ২০২০-২১ সালের রিপোর্টে মাথাপিছু আয়ের নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ। বাংলায় মাথা পিছু আয় বৃদ্ধি ৭.১৬ শতাংশ, দেশে ৩.৯৯ শতাংশ হ্রাস। সফল মমতা, ব্যর্থ মোদি। ট্যুইট অমিত মিত্রর।


বেসরকারি স্কুলের বেতন নিয়ে বিতর্ক থাকলেও কোনও পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। দুই ভাগে দেওয়া যাবে বকেয়া বেতন। স্কুল ফি মামলায় নির্দেশ হাইকোর্টের।


 




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.