West Bengal News LIVE Updates: কাল রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
লোকসভা নির্বাচনের মুখে, ২০২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় ফের তৎপর হল সিবিআই। ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছিল একাধিক, সন্ত্রাসের অভিযোগ উঠেছিল অহরহ। আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগগুলির তদন্তে নামে CBI। তারপর কেটে গেছে আড়াই বছর। যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছেন বহু অভিযুক্ত। একাধিক পরিবার এখনও পায়নি সুবিচার। বারাসাতের নবপল্লিতে বিজেপি কর্মী খুনের ঘটনায়, আজ এক অভিযুক্তের সাথে কথা বলে CBI। এরপর CBI-এর তরফ থেকে একটি চিঠি ধরানো হয় তাঁকে। তার আগে নিহতের পরিবারের সাথে কথা বলেন CBI আধিকারিকরা।
সন্দেশখালির ৪টি জায়গা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা । ১৯টি জায়গার মধ্যে ৪টি জায়গা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা। মণিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালের ঘাট, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর। বেরমজুর ২ গ্রাম পঞ্চায়েতের আতাপুর ও পুলেপাড়া থেকে ১৪৪ ধারা প্রত্যাহার। সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫টি জায়গায় ১৪৪ ধারা জারি থাকবে। ২১ ফেব্রুয়ারি বেলা ১২ পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে ১৫টি জায়গায়।
জামালপুরের পর কৃষ্ণগঞ্জেও আধার বাতিলের অভিযোগ ! কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন, নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি, কাদিপুর-সহ কয়েকটি গ্রামের ৫০ জনের বেশি বাসিন্দার অভিযোগ, তাঁদের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে চিঠি এসেছে বাড়িতে। এপ্রসঙ্গে কৃষ্ণগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত রায়কে ফোন করা হলে, তিনি জানিয়েছেন, আমরা চিঠি দেখেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা আমাদের কাছে এসে পৌঁছয়নি।
কাল রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । সন্দেশখালির ঘটনার পরিপ্রেক্ষিতে দুদিনের সফরে বাংলায় আসছেন রেখা শর্মা । কাল যাবেন সন্দেশখালি, বৈঠক করবেন ডিএম ও এসপি-র সঙ্গে। পরশু মুখ্যসচিব ও ডিজির সঙ্গে বৈঠক করবেন রেখা শর্মা। কাল সকাল ৯.৫০ মিনিটে আসছেন কলকাতায়, যাবেন সন্দেশখালিতে।
রাজ্য সরকারের ক্যাম্পে প্রথম দিনেই অভিযোগের 'ডবল সেঞ্চুরি' । প্রথম দিনেই ১৯৬টি অভিযোগ জমা দিলেন সন্দেশখালির বাসিন্দারা।
সন্দেশখালির বাসিন্দাদের অভিযোগ শুনতে রাজ্য সরকারের ৬টি ক্যাম্প। সন্দেশখালি ২ নম্বর ব্লকে সরকারের ক্যাম্পে প্রথম দিন জমা পড়ল ১৯৬টি অভিযোগ। জোর করে জমি দখল, কৃষিজমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি, জমি নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। অভিযোগের বেশিরভাগই জমি সংক্রান্ত। সকালে অভিযোগ জমা না পড়লেও দিনের শেষে ১৯৬টি অভিযোগ।
৭ মার্চ বারাসাতে প্রধানমন্ত্রীর সভা । 'সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানানো হবে'। মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানাতে আসবেন প্রধানমন্ত্রী, জানালেন সুকান্ত মজুমদার।
গ্রেফতার শিবু হাজরা, সুকুমার মাহাতোকে সন্দেশখালি ২ নম্বর ব্লকের দায়িত্ব তৃণমূলের। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে আপাতত সন্দেশখালি ২ নম্বর ব্লকের দায়িত্ব । শিবু হাজরার বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত, জানালেন সুজিত বসু।
সন্দেশখালি আবহেই নির্বাচনী হিংসা ইস্যুতে অমিত শাহের মুখে বাংলা নাম । বাংলায় শতাধিক বিজেপি কর্মী খুন :শাহ। 'বাংলার নির্বাচন মানেই দুর্নীতি আর হিংসা'। 'মমতার উদ্দেশ্য অভিষেককে মুখ্যমন্ত্রী করা'। দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন থেকে মন্তব্য অমিত শাহের।
সন্দেশখালির পাল্টা ফের চোপড়াকেই সামনে আনলেন মুখ্যমন্ত্রী। 'কারও উপর অত্যাচার হলে আমাদের সরকার ব্যবস্থা নেয়'। 'ইডিকে পাঠিয়ে ঘটনা ঘটানো হয়েছে'। 'ইডিকে সাথে নিয়ে বিজেপি ঢুকে অশান্তি তৈরি করছে'। 'কারও থেকে কেউ কিছু নিলে সব ফেরত দেওয়া হবে'। 'কোনও মহিলা এখনও পর্যন্ত কোনও অভিযোগ করেনি'। 'আমি পুলিশকে বলেছি স্বতঃপ্রণোদিত মামলা করতে'। 'আমাদের ব্লক সভাপতি গ্রেফতার হয়েছে, তোমরা কতজনকে গ্রেফতার করেছো?' 'আমি কি পারি না গদ্দারদের গ্রেফতার করতে?' 'গদ্দারদের একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি'।
হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের মধ্যেই জেলা তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। ভাইরাল ভিডিওয় কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বলে সম্বোধন কাজল শেখের অনুগামী আলম শেখের। যদিও অনুগামীর মন্তব্য়ের দায় তাঁর নয় বলে জানিয়েছেন কাজল শেখ।
সন্দেশখালিকাণ্ডে অভিযোগকারিণীর বাড়িতে পুলিশের পোশাকে হামলা চালানোর অভিযোগ উঠল। নির্যাতিতার দাবি, গতকাল রাতে পুলিশের পোশাকে কয়েকজন এসে তাঁর বাড়িতে ভাঙচুর চালায়। সেই মুহূর্তে অন্যত্র থাকায় রক্ষা পান নির্যাতিতা। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন সন্দেশখালির ওই মহিলা। শিবু, উত্তম গ্রেফতার হওয়ার পরেও ভুগছেন আতঙ্কে।
সন্দেশখালির পাল্টা ফের চোপড়াকেই সামনে আনলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, 'কারও উপর অত্যাচার হলে আমাদের সরকার ব্যবস্থা নেয়। ইডিকে পাঠিয়ে ঘটনা ঘটানো হয়েছে। ইডিকে সঙ্গে নিয়ে বিজেপি ঢুকে অশান্তি তৈরি করছে। কারও থেকে কেউ কিছু নিলে সব ফেরত দেওয়া হবে। কোনও মহিলা এখনও পর্যন্ত কোনও অভিযোগ করেনি। আমি পুলিশকে বলেছি স্বতঃপ্রণোদিত মামলা করতে'।
বীরভূমে গিয়ে কেষ্টর পাশেই তৃণমূল নেত্রী। 'কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখেছে। কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। যুব সমাজ ওঁর কথা বলছে, আমি শিখিয়ে দিইনি। কেষ্টর বিরুদ্ধে যে অভিযোগ, আপনাদের নেতাদের বিরুদ্ধেও সেই অভিযোগ আছে', কতজনের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন? প্রশ্ন মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের
বাঁকড়া দোতলা মোড়ের কাছে একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর জখম ২ । রবিবার দুপুর বারোটা নাগাদ বাঁকড়ার একটি বহুতল বাড়ির নিচের তলার একটি গোডাউনের মধ্যে যখন বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হচ্ছিল তখন হঠাৎই সিলিন্ডার ফেটে যায়। প্রচন্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলে ছুটে যায় এলাকার বাসিন্দারা। তারা দেখেন গোডাউনে জানলা দরজা এবং দেওয়ালের একটা অংশ ভেঙে গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ি থেকেও জিনিসপত্র পড়ে যায় এবং জানালার কাঁচ ভেঙে যায়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহত দুজন মনোজ সাউ এবং শেখ নাসিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই গোডাউনে যে অবৈধভাবে গ্যাস ভর্তি করা হতো তা তারা জানতেন না। গত দু মাস ধরে মনোজ ঘর ভাড়া করে ওই ব্যবসা চালাচ্ছিলেন। আজকের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তাদের সহযোগিতায় গ্যাস সিলিন্ডারগুলোকে গোডাউন থেকে বের করে আনা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তাই তারা চাইছেন এই অবৈধ ব্যবসা বন্ধ হোক।
'অনেকের আধার লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে ৫০ জনের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে। বর্ধমান, উত্তর ২৪ পরগনা, উত্তরবঙ্গেও আধার কার্ড বাতিলের চেষ্টা হচ্ছে। ভোটের আগে মানুষ যাতে পরিষেবা না পায়, সেই জন্য আধার কার্ড বাতিল করা হচ্ছে। বাংলার মানুষ ভয় পাবেন না, সবাই সব প্রকল্পের সুবিধা পাবেন। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে। একমাসের মধ্যে ভোট ঘোষণা হবে, তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদের পরিকল্পনা চলছে', বীরভূম থেকে ঘোষণা মমতার
৩৬৭ কোটি টাকা খরচ করা হয়েছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ধাঁচে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেইমতোই গত পাঁচ বছর আগেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়। রবিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী । যাকে লোকসভা ভোটের আগেই বড় চমক বলছেন রাজনৈতিক মহল।
গ্রামবাসীদের মন বুঝতে আজ সন্দেশখালিতে তৃণমূলের ৩ মন্ত্রী। ৩ মার্চ সন্দেশখালিতে সভা তৃণমূলের। আজ ন্যাজাটের সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন মন্ত্রীরা। ১৪৪ ধারা দেখিয়ে বিরোধীদের বাধা দিলেও শাসকদল বারবার কী ভাবে পাচ্ছে অনুমতি, উঠছে প্রশ্ন
শিবু হাজরাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতাকে দেখে উঠল চোর চোর স্লোগান। গতকাল শিবু ও শেখ শাহজাহানের আরেক শাগরেদ তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টা ও গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। এরপরই ন্য়াজাট থেকে গ্রেফতার হন শিবু হাজরা।
সন্দেশখালির আবহেই এবার কাকদ্বীপের বুধাখালিতে বিধবার জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগকারিণী স্বামীর মৃত্যুর পর পাথরপ্রতিমায় থাকেন। তাঁর অভিযোগ, বুধাখালিতে ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে তাঁর বসতবাড়ি-সমেত ১৬ কাঠা জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন স্থানীয় ৩ তৃণমূল নেতা। প্রথমে জমি লিখে দিতে চাপ, রাজি না হওয়ায়, জমিতে বেড়া দিয়ে, তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। গতকাল কাকদ্বীপ থানায় শাসকদলের ওই ৩ নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা বেপাত্তা। সন্দেশখালির প্রসঙ্গ টেনে এই নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। অস্বস্তি ঢাকতে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে শাসকদল।
গ্রাম সড়ক যোজনায় তৈরী হয়েছিল পাকা রাস্তা। বছর দুয়েক আগে সেই রাস্তা বেহাল হয়ে পড়ায় তা মেরামত করতেও কসুর করেনি প্রশাসন। কিন্তু সম্প্রতি ওই রাস্তার নীচ দিয়ে পাইপ লাইন বসাতে গিয়ে রাস্তার দফারফা করে দেয় জনস্বাস্থ্য কারিগরি দফতর। ভাঙা রাস্তায় ছাই ফেলে সেই সড়কের বেহাল অংশ ঢাকা দিলেও দিন কয়েক যেতে না যেতেই ফের বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা। প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। অবিলম্বে রাস্তা পুন:নির্মাণের দাবীতে এবার রাস্তায় নামল সিপিএম। সকাল থেকে রাস্তা অবরোধ করে চলছে লাগাতার বিক্ষোভ। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামের।
বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে উঠল সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালিতে সন্ত্রাস নিয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব আনলেন অমিত শাহ। 'সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিকরা সন্ত্রাসের রাজনীতি করে', বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পেশ অমিত শাহের
'কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বলা ভুল হবে না', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগে মন্তব্য নানুরের তৃণমূল নেতার। 'যাঁদের নিয়ে মুখ্যমন্ত্রী বীরভূমে তৃণমূলের কোর কমিটি তৈরি করেছেন, তাঁরা মূর্খ', মন্তব্য নানুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আলম শেখের। কে কোথায় কী বলল, তার দায় আমার নয়, প্রতিক্রিয়া কাজল শেখের
শীতের বিদায় পর্ব শুরু। এবার বসন্তের হাওয়া বাংলায়। কাল থেকে চড়বে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আরও কিছুদিন শীত শীত ভাব বজায় থাকবে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তবে বুধ ও বৃহস্পতিবার নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শিবু হাজরার গ্রেফতারির দিনেই তৃণমূল নেতা দিলীপ মল্লিক সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার। সন্দেশখালিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিতও দিলেন তিনি।
শিলিগুড়িতে সরকারি জমিতে তৈরি তৃণমূল নেতার বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পড়লেন পুর কর্মীরা। কাজ বন্ধ রেখেই ফিরতে হল তাঁদের। বাড়ি করার সময় আপত্তি জানায়নি পুরসভা, এখন কেন নোটিস? তৃণমূল পরিচালিত পুরসভার দিকেই আঙুল তুলেছেন শাসক-নেতা। পদ্ধতি মেনেই ব্যবস্থা, জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
সন্দেশখালির গ্রামবাসীদের অভিযোগ শুনতে গ্রামে গ্রামে ঘুরলেন তৃণমূলের স্থানীয় নেতারা। কেউ টাকা পান শিবু-উত্তমদের কাছ থেকে? চলল খোঁজ। এদিকে, যে শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি, তাঁকেই ক্লিনচিট দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক।
ক্যালকাটা ক্লাবে দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট। সভার প্রস্তাব - ভারতে নতুন সংবিধানের কোনও প্রয়োজন নেই। তা নিয়েই যুক্তি, পাল্টা যুক্তির লড়াই। শনিবারের সন্ধেয় দ্য টেলিগ্রাফের উদ্যোগে কলকাতায় হয়ে গেল জমজমাট বিতর্ক সভা।
কোনও বিষয়ে বিরুদ্ধমত রাখলেই, বাড়িতে চলে আসবে ইডি! দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটের মঞ্চ থেকে রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে উঠে আসে - এক দেশ, এক ভোট, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রপতি শাসন এবং মণিপুরের মতো জ্বলন্ত ইস্যু। নাম না করে নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রেক্ষাপট
কলকাতা: পুলিশের (Police) খাতায় তৃণমূল (TMC) নেতা শেখ শাহাজাহান (Seikh Shahjahan) এখনও অধরা। তার জন্য় এবার ED-র ঘাড়ে দায় চাপালেন রাজ্য় পুলিশের (West Bengal Police) ডিজি রাজীব কুমার। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, একটি মামলা রয়েছে, যেটি ED করেছে। তারা কি তাঁকে গ্রেফতার করেছে? বিরোধীরা অবশ্য় শাহজাহান প্রসঙ্গে রাজ্য় পুলিশের ব্য়র্থতাকেই দায়ী করছে।
রাজ্যের অন্যান্য খবর-
শিবু হাজরার গ্রেফতারির দিনেই তৃণমূল নেতা দিলীপ মল্লিক সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার। সন্দেশখালিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিতও দিলেন তিনি।
সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজুর পরই, শনিবার গ্রেফতার করা হল তৃণমূল নেতা শিবু হাজরাকে। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, শেখ শাহজাহানকে এখনও গ্রেফতার করা হচ্ছে না কেন? পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
কোনও বিষয়ে বিরুদ্ধমত রাখলেই, বাড়িতে চলে আসবে ইডি! দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটের মঞ্চ থেকে রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে উঠে আসে - এক দেশ, এক ভোট, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রপতি শাসন এবং মণিপুরের মতো জ্বলন্ত ইস্যু। নাম না করে নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -