West Bengal News Live: আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি বেপরোয়াভাবে চালানোর অভিযোগ

Get the latest West Bengal News and Live Updates: জেলা থেকে শহর, রাজ্যের নানা কোণে কী ঘটে চলেছে? লাইভ আপডেটের জন্য চোখ রাখুন এখানে...

ABP Ananda Last Updated: 14 Nov 2023 11:51 PM
WB News Live Updates: আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি বেপরোয়াভাবে চালানোর অভিযোগ

আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি বেপরোয়াভাবে চালানোর অভিযোগ। প্রতিবাদ করায় হাইকোর্টের এক বিচারপতির গাড়িচালককে চড়, অভব্য ব্যবহারের অভিযোগ। নৌশাদের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে বিচারপতির গাড়িচালককে চড়, অভব্য ব্যবহারের অভিযোগ। কালিকাপুর কানেক্টরের সামনে বিচারপতির গাড়িচালককে মারধরের অভিযোগ। আইএসএফ বিধায়কের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের বিচারপতির গাড়িচালকের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে গড়ফা থানার পুলিশ। 

West Bengal News Live: তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াইয়ে ফের উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া

তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াইয়ে ফের উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয় সঞ্জয় সিংয়ের সঙ্গে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংহের ছেলে নমিত সিংয়ের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। নমিত সিংহ-সহ দু’পক্ষের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

WB News Live Updates: বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরে পালিত হল অন্নকূট উৎসব

বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরে পালিত হল অন্নকূট উৎসব। রান্না করা ভোগ, নোনতা ভোগ, সব্জি, ফল ও মিষ্টি মিলিয়ে ৩৮০ রকমের পদ নিবেদন করা হয়। নব বৃন্দাবন মন্দিরের অন্নকূট উৎসব এবার ৮৩ বছরে পড়ল। এই উপলক্ষ্যে মন্দিরে ভিড় জমান অসংখ্য ভক্ত। 

West Bengal News Live: বাগুইআটির জগৎপুরে বন্ধ ফ্ল্যাটে অজ্ঞাতপরিচয় তরুণীর পচাগলা দেহ উদ্ধার

৪ মাস ধরে ভাড়াটে সেখানে না থাকলেও, নিয়মিত টাকা দিচ্ছিলেন, দাবি ফ্ল্যাট মালিকের। কিছুদিন আগে ভাড়াটে জানান, আর থাকবেন না, দাবি ফ্ল্যাট মালিকের। তরুণীকে খুন করে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ সিল, প্রাথমিক অনুমান পুলিশের। 

WB News Live Updates: বাগুইআটির জগৎপুরে বন্ধ ফ্ল্যাটে অজ্ঞাতপরিচয় তরুণীর পচাগলা দেহ উদ্ধার

বাগুইআটির জগৎপুরে বন্ধ ফ্ল্যাটে অজ্ঞাতপরিচয় তরুণীর পচাগলা দেহ উদ্ধার। তরুণীকে খুন করে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ সিল! পুলিশ সিমেন্টের আস্তরণ ভাঙতেই উদ্ধার তরুণীর পচাগলা মৃতদেহ!

West Bengal News Live: জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়কের সঙ্গে 'আর্থিক প্রতারণা', গ্রেফতার ২

জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়কের সঙ্গে 'আর্থিক প্রতারণা', গ্রেফতার ২। সাইবার প্রতারণার শিকার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। ২ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ২ অভিযুক্ত। 

WB News Live Updates: ধর্মতলায় ধর্নামঞ্চে প্রতীকী ভাইফোঁটা পালন করে প্রতিবাদ কর্মসূচি পালন আন্দোলনকারীদের

উৎসবেও পথে চাকরি প্রার্থীরা। ধর্মতলায় ধর্নামঞ্চে প্রতীকী ভাইফোঁটা পালন করে প্রতিবাদ কর্মসূচি পালন আন্দোলনকারীদের। এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীদের ধর্না আজ পড়ল ৯৭৫ দিনে। চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে গিয়ে ফোঁটা নিলেন মহম্মদ সেলিম-আশুতোষ চট্টোপাধ্য়ায়রা। 

West Bengal News Live: ফের সেই দক্ষিণ ২৪ পরগনা, বিষ্ণুপুরে ডায়াগনস্টিক সেন্টারের মধ্যেই খুনোখুনি!

ফের সেই দক্ষিণ ২৪ পরগনা, ফের খুন। বিষ্ণুপুরে ডায়াগনস্টিক সেন্টারের মধ্যেই খুনোখুনি! দুই কর্মীর মধ্যে বচসার মধ্যেই ধারাল অস্ত্র দিয়ে হামলা। গ্রেফতার ডায়াগনস্টিক সেন্টারের ১ কর্মী। 

WB News Live Updates: আজ আর গ্রামে ফেরা হচ্ছে না দলুয়াখাকির ঘরছাড়াদের

আজ আর গ্রামে ফেরা হচ্ছে না দলুয়াখাকির ঘরছাড়াদের। 'অন্ধকার হয়ে গেছে বলে ঘরছাড়াদের রাতে ফেরানোর দায়িত্ব নিল না পুলিশ', দাবি জয়নগরের দলুয়াখাকির ঘরছাড়া বাসিন্দাদের

West Bengal News Live: দেড়দিন পার, জয়নগরে তৃণমূল নেতা খুনে এখনও অধরা ৩ দুষ্কৃতী

দেড়দিন পার, জয়নগরে তৃণমূল নেতা খুনে এখনও অধরা ৩ দুষ্কৃতী। পুলিশ সূত্রে দাবি, রেকি করে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। কিন্তু কে দিয়েছিল সুপারি? তা নিয়ে এখনও রহস্য। 

WB News Live Updates: বাইপাসের ধারে 'আক্রান্ত' ৫ তরুণী, শ্লীলতাহানির অভিযোগ

গণ্ডগোলের সময় বাঁচাতে গেলে ২ বন্ধুকেও মারধরের অভিযোগ। ১০০ ডায়ালে ফোন করেও সহযোগিতা না মেলার অভিযোগ। ট্রাফিক সার্জেন্টকে বলার পরেও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। 

West Bengal News Live: বাইপাসের ধারে 'আক্রান্ত' ৫ তরুণী, শ্লীলতাহানির অভিযোগ

বাইপাসের ধারে 'আক্রান্ত' ৫ তরুণী, শ্লীলতাহানির অভিযোগ। বাইপাসের ধারে শৌচাগারে যাওয়াকে কেন্দ্র করে বচসা। বচসার সময় দলবল নিয়ে মারধর, ৫ তরুণীর শ্লীলতাহানির অভিযোগ।

WB News Live Updates: বাগুইআটির জগৎপুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

বাগুইআটির জগৎপুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার। জগৎপুর বাজার সংলগ্ন বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার। কীভাবে মৃত্যু? মৃতের পরিচয়ই বা কী? তদন্তে বাগুইআটি থানার পুলিশ। 

West Bengal News Live: SBI-এর প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান ধ্রুব নারায়ণ ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হল ভবানীপুরের আশুতোষ মেমোরিয়াল হলে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান ধ্রুব নারায়ণ ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হল ভবানীপুরের আশুতোষ মেমোরিয়াল হলে। ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত এসবিআইয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলান ধ্রুব নারায়ণ ঘোষ। পাশাপাশি, তিনি ছিলেন ব্যাঙ্কের জাতীয়করণের প্রধান রূপকার। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আজকে তাঁর স্মরণ সভার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়।

WB News Live Updates: বিস্ফোরক অভিযোগ জয়নগরের দলুয়াখাকি গ্রামের সিপিএম নেতা আনিসুর লস্করের স্ত্রী মঞ্জিরা লস্করের

ঘটনার রাতে ঘরেই ছিলেন স্বামী। সকালে পুলিশ খোঁজ করতে আসে। খবর পেয়ে পালিয়ে যান স্বামী। এরপরই তৃণমূল নেতা খুনে জড়িত থাকার অভিযোগ তুলে গ্রামে তাণ্ডব চালায় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর দলবল। আগুন লাগিয়ে দেওয়া হয় সিপিএম নেতা আনিসুরের বাড়ি-সহ ১৬টি বাড়িতে। পরনের পোশাক ছাড়া সবই লুঠ করে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরক অভিযোগ জয়নগরের দলুয়াখাকি গ্রামের সিপিএম নেতা আনিসুর লস্করের স্ত্রী মঞ্জিরা লস্করের। 

West Bengal News Live: 'যারা মেরেছে, তারা প্রভাবশালী, তাই আতঙ্কে আছি'

তৃণমূল নেতা খুনে অভিযুক্ত সাহাবুদ্দিন লস্করের ভাইয়েরও দাবি তাঁর দাদা সিপিএম কর্মী ছিলেন না। তাঁরা তৃণমূলের ভোটার। তাঁর দাদাকে ফাঁসিয়ে মেরে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি। যারা মেরেছে, তারা প্রভাবশালী, তাই আতঙ্কে আছেন, পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছেন বলেও জানালেন নিহত সাহাবুদ্দিনের ভাই। 

WB News Live Updates: 'আমি রাজ্যের মন্ত্রী, জেল রাজ্য সরকারের আওতায়, এই লক আপে থাকব না'

জেলের চিকিৎসক সুস্থ বলে জানালেও, তাঁকে SSKM হাসপাতালে পাঠানোর আবদার জানিয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে খবর, জেল কর্তৃপক্ষকে জ্যোতিপ্রিয় বলেন, 'আমি রাজ্যের মন্ত্রী, জেল রাজ্য সরকারের আওতায়, এই লক আপে থাকব না।'

West Bengal News Live: খুন-পাল্টা খুন-বদলা-আগুন, আজও উত্তপ্ত জয়নগর

খুন-পাল্টা খুন-বদলা-আগুন, আজও উত্তপ্ত জয়নগর। রেকি করে জয়নগরে তৃণমূল নেতাকে খুন, গ্রেফতার ১, দেড়দিন পরেও অধরা ৩। সিসি ক্যামেরাবন্দি সত্ত্বেও এখনও অধরা ৩ দুষ্কৃতী। তৃণমূল নেতা খুনে কার সুপারি, এখনও রহস্য। 

WB News Live Updates: দক্ষিণ বারাসতের সিপিএম পার্টি অফিসে আশ্রয় নেন ঘরছাড়া পরিবারের মহিলারা

দক্ষিণ বারাসতের সিপিএম পার্টি অফিসে আশ্রয় নেন ঘরছাড়া পরিবারের মহিলারা। তাঁদের সঙ্গে নিয়ে ফেরার সময়ই গ্রামে ঢুকতে বাধা দেয় পুলিশ। কাউকে আটকানো হয়নি, গ্রামবাসীরা ঢুকতে পারবে, দাবি পুলিশের। 

West Bengal News Live: জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম নেতাদের ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম নেতাদের ঢুকতে বাধা। ঢোকার মুখেই আটকে দিল পুলিশ। পুলিশের সঙ্গে সিপিএম নেতাদের ধস্তাধস্তি। গ্রাম ছেড়ে দক্ষিণ বারাসতের সিপিএম পার্টি অফিসে আশ্রয় নেন ঘরছাড়া ২৫-৩০টি পরিবার। 

WB News Live Updates: জয়নগরে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ধৃত সাহারুল শেখের ১০ দিনের পুলিশ হেফাজত

সাহারুলের শরীর ঠিক আছে কিনা জানতে চাইলেন বিচারক। প্রতিদিন স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ। সাহারুল গুলি চালানোর দায় চাপিয়েছে গণপিটুনিতে মৃত সাহাবুদ্দিন লস্করের ওপর। সাহারুলের দাবি, নাসির অর্ডার দিয়েছিল। 'নাসির ছিল, বড় ভাই ছিল, গুলি আমি চালাইনি, সাহাবুদ্দিন গুলি চালিয়েছে', দাবি তৃণমূল নেতা খুনে ধৃত সাহারুল শেখের। 

West Bengal News Live: জয়নগরে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ধৃত সাহারুল শেখের ১০ দিনের পুলিশ হেফাজত

জয়নগরে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ধৃত সাহারুল শেখের ১০ দিনের পুলিশ হেফাজত। ১০ দিন পুলিশ হেফাজতের নির্দেশ বারুইপুর আদালতের। সাহারুলের শরীর ঠিক আছে কিনা জানতে চাইলেন বিচারক। 

প্রেক্ষাপট

ভোরের নির্জন রাস্তায় জয়নগরের (Jaynagar Incident) নিহত তৃণমূল নেতার (TMC Leader) পিছনে দুটি বাইক। নেতাকে অনুসরণ ৫ আততায়ীর। তারপরেই গুলি। খুনের ঠিক আগের মুহূর্তের সিসি ক্যামেরার (CCTV Footage) এক্সক্লুসিভ ছবি প্রকাশ্যে।

তৃণমূল নেতা খুনে ধৃত সাহরুলের ১০ দিনের পুলিশ হেফাজত। খুনের পর এলাকায় আতঙ্ক, স্থানীয়দের দৌড়োদৌড়ি। আতঙ্কের ছবি ক্যামেরাবন্দি।

ধরা পড়ার পর অভিযুক্ত সাহাবুদ্দিনকে প্রকাশ্যে বেপরোয়া মারধর। উনি শাসক দলেরই সমর্থক, দাবি নিহতর স্ত্রী-র। গুলি চালাতে বলেছিল সাহাবুদ্দিনই, দাবি ধৃত সাহরুলের। ।

তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পর থমথমে জয়নগর। খুনের জন্য লক্ষাধিক টাকার সুপারি দেওয়া হয়েছিল, দাবি পুলিশের। আগেই এলাকায় এসে রেকি করে ভাড়াটে খুনিরা, খবর পুলিশসূত্রে।

৪ দিন ধরে ভোরে বেরোচ্ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। সেই খবর কে পৌঁছে দিল আততায়ীদের কাছে? কে দিল খুনের সুপারি? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

ঘটনার রাতে ঘরেই ছিলেন স্বামী। সকালে পুলিশ এলে পালিয়ে যান। তারপরেই তাণ্ডব চালায় তৃণমূল নেতার দলবল। পরনের কাপড় ছাড়া লুঠ করা হয়েছে সবই, অভিযোগ সিপিএম নেতা আনিসুরের স্ত্রী-র।

তৃণমূল বনাম তৃণমূল। লড়াই ঘিরে ফের উত্তপ্ত ভাটপাড়া। গুলি চালানোর অভিযোগ। দু’পক্ষের গন্ডগোল থামাতে গিয়ে ইটের ঘায়ে জখম কয়েকজন পুলিশ কর্মী। স্বতঃপ্রণোদিত মামলা রুজু।

মন্ত্রী আমি, জেলে থাকব না। এসএসকেএমে (SSKM) যাব। আবদার জ্যোতিপ্রিয়র (Jyotipriyo Mallick)। ভর্তির প্রয়োজন নেই, জানালেন জেল হাসপাতালের চিকিৎসকরা। ক্ষুব্ধ বালু। জেল সূত্রে খবর।

পরিমাণের থেকে কম মিলছে রেশনের চাল-গম, অভিযোগ গ্রামবাসীদের। রাজ্যে রেশন দুর্নীতির তদন্ত চলাকালীন উত্তর ২৪ পরগনার বাগদা-মুর্শিদাবাদের রেজিনগরে রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ।


সকালের যাবতীয় খবরের আপডেট দেখুন এখানে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.