West Bengal News Live Updates: উৎসবেও পথে চাকরিপ্রার্থীরা, ধর্নামঞ্চে প্রতীকী ভাইফোঁটা পালন করে প্রতিবাদ কর্মসূচি পালন
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: বীরভূমে (Birbhum) কি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল (TMC)? দলের নতুন জেলা সভাপতি এবং জেলা চেয়ারপার্সনের তালিকায়, তাঁর নাম না থাকায় শুরু হয়েছে সেই জল্পনা। এদিকে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে অভিযুক্ত মহুয়া মৈত্রকে (Mahua Moitra) কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হয়েছে। এটা দলের পাশে থাকার বার্তা কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
ভোর পাঁচটায় তৃণমূলের অঞ্চল সভাপতি খুন! দেড়ঘণ্টা পরে আরেক ব্যক্তিকে পিটিয়ে খুন! তারপর ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরের গ্রামে সিপিএম কর্মী ও সমর্থকদের বাড়ি জ্বালাল দুষ্কৃতীরা! অগ্নিগর্ভ দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকা। দমকলকেও মাঝরাস্তায় আটকে রাখার অভিযোগ। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।
খাস কলকাতার নিউ মার্কেটে চাঁদার জুলুম। আক্রান্ত হলেন নিউ মার্কেট থানার অ্য়াডিশনাল ওসি, এসআই ও হোমগার্ড। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঁদা নিয়ে বচসার জেরে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। অন্য়দিকে, নদিয়ার শান্তিপুরে চাঁদা দিতে না পারায় এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল।
প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। বয়স হয়েছিল ৮১ বছর। বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন বাম নেতা। সোমবার হায়দরাবাদের বেসরকারি হাসপাতালে জীবনাবসান ঘটে বাঁকুড়ার ৯ বারের সিপিএম সাংসদের।
প্রায় চার ঘণ্টা ধরে তাণ্ডব চলল গ্রামে। ভাঙচুর করা হল একের পর এক বাড়ি। লাগানো হল আগুন। কিন্তু, এতটা সময় পেয়েও পুলিশ তা আটকাতে পারল না কেন? জয়নগরকাণ্ডে সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পুলিশে আস্থা রাখতে না পেরে, বাড়ি ছেড়ে যেতে শুরু করেছেন গ্রামবাসীদের অনেকে।
এক গ্রামে খুন হলেন তৃণমূল নেতা। আর ৫ কিলোমিটার দূরের গ্রামে, সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। কেন বেছে বেছে সিপিএমকে টার্গেট? প্রশ্ন তুলে দিল জয়নগরের আজকের ঘটনা। ছেলেকে সিপিএম খুন করেছে বলেই দাবি নিহত তৃণমূল নেতার বাবার।
WB News LIVE Updates: আজ গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব
আজ গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব। বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরে দীর্ঘদিন ধরেই এই উৎসব আয়োজিত হয়। এদিন প্রায় ৩৮০ রকমের ভোগ দেওয়া হয় গোবর্ধন অর্থাৎ কৃষ্ণকে । ভোর থেকেই বিশেষ পুজো উপলক্ষে ভিড়।
West Bengal LIVE News Updates: জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পর জ্বলেছে দলুয়াখাকি গ্রাম
জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পর জ্বলেছে দলুয়াখাকি গ্রাম। বেছে বেছে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে লাগানো হয়েছে আগুন। জ্বলে-পুড়ে খাক ঘর গৃহস্থালি। পুরুষ শূন্য গ্রাম। প্রাণ বাঁচাতে বাচ্চাদের নিয়ে রাতে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন মহিলারা। এই মুহূর্তে তাঁদের ঠিকানা দক্ষিণ বারাসাতের সিপিএম পার্টি অফিস। এখানেই রয়েছেন ২৫-৩০টি পরিবারের মহিলারা।
WB News LIVE Updates: উৎসবেও পথে চাকরিপ্রার্থীরা, ধর্নামঞ্চে প্রতীকী ভাইফোঁটা পালন করে প্রতিবাদ কর্মসূচি পালন
উৎসবেও পথে চাকরি প্রার্থীরা। ধর্মতলায় ধর্নামঞ্চে প্রতীকী ভাইফোঁটা পালন করে প্রতিবাদ কর্মসূচি পালন আন্দোলনকারীদের। এসএলএসটি নবম-দশমের চাকরিপ্রার্থীদের ধর্না আজ পড়ল ৯৭৫ দিনে।
West Bengal LIVE News Updates: ফের উত্তপ্ত ভাটপাড়া, প্রকাশ্যে সাংসদ বিধায়ক গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে
ফের উত্তপ্ত ভাটপাড়া। প্রকাশ্যে সাংসদ বিধায়ক গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে। গতকাল রাতে মেঘনামোর এলাকায়। অর্জুন সিং এর আত্মীয় সঞ্জয় সিং এর সঙ্গে১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিংহের গন্ডগোল বাধে ।দু পক্ষ একে অপরের দিকে গুলি চালানোর অভিযোগ করে।যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে জগদ্দল থানার পুলিশ।
WB News LIVE Updates: ফের শহরে অঙ্গদানের নজির
বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে বছর একুশের তরুণের ব্রেন ডেথ ঘোষণার পর অঙ্গদানের সিদ্ধান্ত নিল পরিবার। ৪ নভেম্বর, মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই তরুণ। ১৩ দিন ভেন্টিলেশনে থাকার পর, গতকাল ব্রেন ডেথ ঘোষণা করা হয়। দুটি ফুসফুস, লিভার অর্থাৎ যকৃৎ এবং একটি কিডনি প্রতিস্থাপন করা হবে অ্যাপোলো হাসপাতালেই। আরেকটি কিডনি প্রতিস্থাপিত করা হবে রুবি জেনারেলে এবং হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে SSKM হাসপাতালে।