West Bengal News Live: শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মৃত ১

West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 10 Jan 2025 03:11 PM
WB News Live Updates: এবার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা

মালদার পর কোচবিহার, ফের সীমান্তে উস্কানি বাংলাদেশের
এবার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা
কাঁটাতার দিতে বাধা BGB ও বাংলাদেশি নাগরিকদের
কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অবাধে গরু পাচারের অভিযোগ
অবাধে গরু পাচারের সুযোগ করে দিতেই কাঁটাতার দিতে বাঁধার অভিযোগ

West Bengal News Live: মেখলিগঞ্জ তিন বিঘা দহগ্রাম অংগারপোতা সীমান্তে কাঁটাতারের বেড়া গ্রামবাসীদের

মেখলিগঞ্জ তিন বিঘা দহগ্রাম অংগারপোতা সীমান্তে কাঁটাতারের বেড়া গ্রামবাসীদের


ঘটনাস্থলে উপস্থিত বিএসএফও


স্থানীয়দের দাবি, কাঁটাতারহীন এই সীমান্তে অবাধে চলছে গরু পাচার


নিরাপত্তার জন্য তাই কাঁটাতারের বেড়া লাগানো হচ্ছে


সকালে বিজিবি ও বাংলাদেশিরা কাঁটাতার লাগাতে বাধা দেয়


পরে আবার কাঁটাতার লাগানোর কাজ শুরু হয়

WB News Live Updates: শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মৃত ১

শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মৃত ১
বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মিনিবাসের
গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস
মিনিবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, গুরুতর জখম ৩

West Bengal News Live: আরও বিপাকে 'কালীঘাটের কাকু', ভয়েস স্যাম্পল দিতেই হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে

আরও বিপাকে 'কালীঘাটের কাকু'
ভয়েস স্যাম্পল দিতেই হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে
২১ জানুয়ারি 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ
কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ সিবিআই বিশেষ আদালতের

WB News Live Updates: গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস, গুরুতর জখম ৪

গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস, গুরুতর জখম ৪

West Bengal News Live: মালদায় তৃণমূল নেতা খুনের ৮ দিন, এখনও অধরা ২ দুষ্কৃতী

মালদায় তৃণমূল নেতা খুনের ৮ দিন, এখনও অধরা ২ দুষ্কৃতী
এখনও অধরা অন্যতম ২ অভিযুক্ত রোহন রজক ও বাবলু যাদব

WB News Live Updates: অটো পার্টসের দোকানের আড়ালে অস্ত্রের কারবার!

অটো পার্টসের দোকানের আড়ালে অস্ত্রের কারবার!
বিহারে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের STF
বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের STF-এর যৌথ অভিযান
বিহারের মধুবনীতে অস্ত্র কারখানার হদিশ
আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার 

West Bengal News Live: আজও CID দফতরে যাচ্ছেন না অর্জুন-পুত্র

আজও CID দফতরে যাচ্ছেন না অর্জুন-পুত্র
ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় আজ ফের পবন সিংহ-কে তলব CID-র
বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকের কারণ দেখিয়ে ফের হাজিরা এড়ালেন অর্জুন-পুত্র
গতকাল ভবানী ভবনে অর্জুনকে জিজ্ঞাসাবাদ CID-র 

WB News Live Updates: মালদার বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাঙ্কার বাংলাদেশের

মালদার বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাঙ্কার বাংলাদেশের!
সীমান্তে কাঁটাতারে কেন আপত্তি BGB-র?
অবাধে অনুপ্রবেশের সুযোগ করে দিতেই কি কাঁটাতারে আপত্তি?
মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার দিতে বাধা বিজিবির
আপাতত বন্ধ রয়েছে কাঁটাতার দেওয়ার কাজ

West Bengal News Live: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা
স্যালাইন দেওয়ার পর মৃত্যু, দাবি মৃতের পরিবারের
গতকাল স্যালাইন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৫ প্রসূতি, দাবি মৃতের পরিবারের
হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি

WB News Live Updates: ফের কাঁটাতারের বেড়া দিতে বাধা নৈরাজ্যের বাংলাদেশের

ফের কাঁটাতারের বেড়া দিতে বাধা নৈরাজ্যের বাংলাদেশের
মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার দিতে বাধা বিজিবির
আপাতত বন্ধ রয়েছে কাঁটাতার দেওয়ার কাজ
গতকাল কাঁটাতার দিতে বাধা BGB ও বাংলাদেশের নাগরিকদের

West Bengal News Live: সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠল টেগোর পার্কের সারদাপল্লিতে

এবার পুলিশ সেজে আয়কর আধিকারিকের কাছ থেকে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠল টেগোর পার্কের সারদাপল্লিতে। ঘটনায় ধরা পড়েছে ছিনতাইয়ের আগের সিসিটিভি ফুটেজ। যদিও ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। 

WB News Live Updates: কলকাতায় শীতের আমেজ, আরও বেশ খনিকটা নামল রাতের তাপমাত্রার পারদ

কলকাতায় শীতের আমেজ। আরও বেশ খনিকটা নামল রাতের তাপমাত্রার পারদ। যদিও পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার থেকে ফের তাপমাত্রা বেডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজই ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। অবহাওয়া দফতর সূত্রে খবর,  এর কারণেই আটকে যেতে পারে উত্তুরে হাওয়া। যার ফলে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে।  আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal News Live: মালদা তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি

মালদা তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি
নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল 
মালদা টাউন তৃণমূলের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি
তৃণমূল নেতা দুলাল সরকারের ঘটনায় গতকালই গ্রেফতার নরেন্দ্রনাথ
গ্রেফতারির পর নরেন্দ্রনাথকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল

WB News Live Updates: মালদার বৈষ্ণবনগরে বন্ধ BSF-এর কাঁটাতার লাগানোর কাজ

বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকদের বাধায় মালদার বৈষ্ণবনগরে বন্ধ BSF-এর কাঁটাতার লাগানোর কাজ। সীমান্তে বাংলাদেশের উস্কানির আবহেই বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে BGB-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করল BSF

West Bengal News Live: চিড়িয়াখানার বাণিজ্যিকীকরনের প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল করল বিজেপি

চিড়িয়াখানার বাণিজ্যিকীকরনের প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল করল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত হল মিছিল। বিজেপির মিছিলের অনুমতি না দেওয়া নিয়ে ফের একবার হাইকোর্টে ধাক্কা খেতে হল রাজ্য সরকারকে। 

WB News Live Updates: এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন নাগরিক চেতনার সদস্যরা

কর্মক্ষেত্র থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্টে নারী নিরাপত্তা, রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা বসানো, পুলিশি টহলদারি বাড়ানো-সহ একাধিক দাবি তুলে, এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন নাগরিক চেতনার সদস্যরা। কেন্দ্রীয় সরকারের সমীক্ষাতেই নারী সুরক্ষায় এক নম্বরে কলকাতা। পাল্টা বলছে তৃণমূল। 

প্রেক্ষাপট

আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ৫ মাস। ১৮ জানুয়ারি রায় জানাবে শিয়ালদা আদালত। বিচারপ্রক্রিয়া শুরুর ২ মাসের মাথায় রায়ের দিনক্ষণ ঘোষণা।


আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনে জড়িত এক না একাধিক ? 


সঠিক বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল চিকিৎসকদের।


নারী নিরাপত্তা থেকে পুলিশি টহলদারি বৃদ্ধি। একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা সেন-রিমঝিম সিনহাদের। রিপোর্ট বলছে সবচেয়ে সেফ কলকাতা, পাল্টা কুণাল।


২৪ ফেব্রুয়ারি ধনধান্য অডিটোরিয়ামে আলোচনাসভা স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল সেলের। থাকবেন মুখ্যমন্ত্রী। আলোচনার দিকে নজর থাকবে, প্রতিক্রিয়া জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।


রেলের ওয়াগন থেকে মাল লোডিং-আনলোডিংয়ের কাজ নিয়ে শত্রুতায় খুন ? নরেন্দ্রনাথের রোজগার কমায় টার্গেট মালদার দুলাল ? তদন্তে উঠে এসেছে তথ্য, দাবি পুলিশ সূত্রে।ব্যবসায়িক শত্রুতায় খুন দুলাল ?


দুলালের সঙ্গে মতবিরোধ হওয়ায় নরেন্দ্রনাথের দলে যোগ রোহন রজকের। সিসিটিভিতেও দেখা গেছে নরেন্দ্রনাথ-রোহনকে। শত্রুতার সুযোগ নিয়ে খুনের ছক। রোহনের খোঁজে পুলিশ।


দুলালকে খুনের কথা কবুল নরেন্দ্রনাথ তিওয়ারির। আততায়ী ও আগ্নেয়াস্ত্র সাপ্লাইয়ে লিঙ্কম্যান ছিলেন ধৃত স্বপন। গ্রেফতার হওয়ার পরেই তৃণমূল থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ।


গাড়ি থেকে নামতেই গুলি লক্ষ্যভ্রষ্ট। প্রাণ বাঁচাতে টোটোর শুরুমে ঢুকতেই পরপর গুলি চালিয়ে খুন। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী দুলাল সরকারের গাড়ি চালক।


কার নির্দেশে দুলাল সরকারের নিরাপত্তা প্রত্যাহার ? তুঙ্গে বিতর্ক।


মালদায় খুন তৃণমূল নেতা, নিরাপত্তা বাড়ল দুই বর্ধমানের ৩ তৃণমূল নেতার। নিরাপত্তায় মোতায়েন একজন করে সশস্ত্র কনস্টেবল। স্থানীয় থানাকে নির্দেশ। 


সীমান্তে ফের বাংলাদেশের উস্কানি। আবার কাঁটাতার লাগাতে বাধা বিজিবির। সামিল ওপারের নাগরিকরাও। এপারে পাল্টা জমায়েত ভারতীয়দের। বন্ধ রাখা হল ফেন্সিংয়ের কাজ।


বৈষ্ণবনগরে সীমান্তে কাঁটাতারে আপত্তি বিজিবির। কাজ না বন্ধ করলে গুলি চালানোর হুঁশিয়ারি। 


মালদায় BGB-র বাধায় ফের বন্ধ কাঁটাতার লাগানোর কাজ।


সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই পেট্রোপোল-বেনাপোল সীমান্তে BSF-BGB ফ্ল্যাগ মিটিং। সীমান্তে সমন্বয় ও শান্তি বজায় রাখা সহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.