West Bengal News Live: নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল

West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এক নজরে

ABP Ananda Last Updated: 16 Mar 2025 03:04 PM
BJP News: নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল বসিরহাটে

নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। বসিরহাট সাংগঠনিক জেলার নতুন বিজেপি সভাপতিকে নিয়ে ক্ষোভ। গতকাল বিক্ষোভের পর আজ দুর্নীতির অভিযোগে পোস্টার। নতুন বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। বাদুড়িয়ায় বিজেপি পার্টি অফিসে পোস্টার। তাপস ঘোষকে সরিয়ে নতুন জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য। 

WB News Live Updates: বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগে সরব অভিষেক

বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগে সরব অভিষেক। পাল্টা আক্রমণ বিজেপির।

West Bengal News Live: নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল

নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল
বসিরহাট সাংগঠনিক জেলার নতুন বিজেপি সভাপতিকে নিয়ে ক্ষোভ
গতকাল বিক্ষোভের পর আজ দুর্নীতির অভিযোগে পোস্টার
নতুন বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার
বাদুড়িয়ায় বিজেপি পার্টি অফিসে পোস্টার
তাপস ঘোষকে সরিয়ে নতুন জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য

WB News Live Updates: শিলিগুড়িতে দিনে-দুপুরে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার খোদ ডেপুটি মেয়র

শিলিগুড়িতে দিনে-দুপুরে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার খোদ ডেপুটি মেয়র
গাড়ি থামিয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে খুনের হুমকির অভিযোগ
প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় হুমকি, অভিযোগ শিলিগুড়ির ডেপুটি মেয়রের
বাম জমানাতেও এমন পরিস্থিতি ছিল না, মন্তব্য তৃণমূল নেতার
২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ

West Bengal News Live: বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে? বৈঠকে বঙ্গ বিজেপির কোর কমিটি

বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে? বৈঠকে বঙ্গ বিজেপির কোর কমিটি
রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক 
রাজ্য সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়ে আলোচনা
আগেই ২৫ জন জেলা সভাপতির নাম ঘোষণা বঙ্গ বিজেপির
বাকি ১৮টি সাংগঠনিক জেলার সভাপতি নিয়েও আলোচনা 
বৈঠকে সামিল সুনীল বনশল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়রা

WB News Live Updates: শিলিগুড়িতে দিনে-দুপুরে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার খোদ ডেপুটি মেয়র

শিলিগুড়িতে দিনে-দুপুরে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার খোদ ডেপুটি মেয়র
গাড়ি থামিয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে খুনের হুমকির অভিযোগ
প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় হুমকি, অভিযোগ শিলিগুড়ির ডেপুটি মেয়রের
বাম জমানাতেও এমন পরিস্থিতি ছিল না, মন্তব্য তৃণমূল নেতার

West Bengal News Live: হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি, পাল্টা আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি, পাল্টা আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
'এরা মুখোশধারী হিন্দু, ধর্মে ধর্মে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে'
'মুখোশধারী হিন্দুদের মুখোশ খুলে নিয়ে মাটিতে শুইয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে'
বিজেপিকে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Updates: ভাঙড়ে কৃষককে পিটিয়ে মারার অভিযোগ 

ভাঙড়ে কৃষককে পিটিয়ে মারার অভিযোগ 
জমি বিবাদের জেরে পোলেরহাটে পিটিয়ে খুনের অভিযোেগ
শরিকি জমি বিক্রি নিয়ে আত্মীয়দের সঙ্গে গন্ডগোল চলছিল, দাবি পরিবারের
গতকাল রাতে চাষের জমি থেকে কৃষকের দেহ উদ্ধার

West Bengal News Live: বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল

বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরির ঘটনা 
ঘটল। বৃহস্পতিবার স্কুল বন্ধ হয়। আজ সকালে কেয়ারটেকার 
এসে দেখতে পান, কোলাপসিবল গেট কাটা হয়েছে। সমস্ত তালা নীচে পড়ে আছে। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে। প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ হাজার চুরি গেছে বলে মনে করা হচ্ছে। নথিপত্র ঠিকঠাক আছে কি না, খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। শুধু টাকাপয়সা নয়, দুষ্কৃতীদের অন্য কোনও 
উদ্দেশ্যও থাকতে পারে বলে মনে করছেন প্রধান শিক্ষিকা। ঘটনাস্থলে রয়েছে পর্ণশ্রী থানার পুলিশ। 

WB News Live Updates: ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা

ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা   

West Bengal News Live: বসন্তেই হাঁসফাঁস গরমে পুড়ছে বাংলা

বসন্তেই হাঁসফাঁস গরমে পুড়ছে বাংলা। গতকালের পর আজও দক্ষিণবঙ্গজুড়ে হট ডে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া--এই ৬টি জেলায়। পারদ ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আজ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে। আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম--এই ৫ জেলায়। বুধবার আবহাওয়ার পরিবর্তন। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। 

WB News Live Updates: ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা

ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা   

West Bengal News Live: ভোটার তালিকায় 'ভূত' খুঁজতে এবার 'টিম' অভিষেক

ভোটার তালিকায় 'ভূত' খুঁজতে এবার 'টিম' অভিষেক ---
৫দিনের মধ্যে জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিতে নির্দেশ: সূত্র 

WB News Live Updates: মালদায় ফের খুন, মানিকচকের পর এবার কালিয়াচক

মালদায় ফের খুন, মানিকচকের পর এবার কালিয়াচক

West Bengal News Live: ছাব্বিশের নির্বাচনে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি

ছাব্বিশের নির্বাচনে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি
বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা

WB News Live Updates: মমতার অনুমতিতেই ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেকের প্রত্যাবর্তন 

মমতার অনুমতিতেই ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেকের প্রত্যাবর্তন 
মেগা-বৈঠকে 'আমাদের সবার নেতা' বলে সম্মোধন সুব্রত বক্সীর

West Bengal News Live: অগ্রাধিকারের তালিকায় দু'নম্বরে দল। পয়লা নম্বরে জাতিসত্তাই! জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

অগ্রাধিকারের তালিকায় দু'নম্বরে দল। পয়লা নম্বরে জাতিসত্তাই! শোকজের জবাব দিয়ে জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি তিনি কোনও অন্যায় করেননি। পাশাপাশি শুভেনদু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়ার বিষয়ে এদিনও 
হুঙ্কার দিয়েছেন তৃণমূল বিধায়ক। রেজিনগর ভারতবর্ষের বাইরে নয়। পাল্টা মন্তব্য করেছে বিজেপি। 

WB News Live Updates: বাংলায় ফের বোমা বিস্ফোরণ

বাংলায় ফের বোমা বিস্ফোরণ। এবার, মুর্শিদাবাদ ভরতপুরের হরিশচন্দ্রপুর গ্রামে, ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল ৭ বছরের শিশু। কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সেই শিশু।

West Bengal News Live: ২৬-র আগে জেলায় নজর অভিষেকের

২৬-র আগে জেলায় নজর অভিষেকের। ডাবগ্রাম-ফুলবাড়িতে ৩১৪টি বুথের মধ্যে ২৭৭। বালুরঘাটে ১৯৯টি বুথের মধ্যে ১৮১টিতেই হার। ভাবুন কী কাজ করেছি। বৈঠকে বললেন অভিষেক।

WB News Live Updates: ভোটে ৪ জেলার পারফরম্যান্সে ক্ুবধ অভিষেক

ভোটে ৪ জেলার পারফরম্যান্সে ক্ুবধ অভিষেক। পূর্ব মেদিনীপুরে নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছি। মালদাতেও ঝগড়া করে অন্যদের সুযোগ। শুভেনদুর জেলায় ১২ আসনের টার্গেট দিলেন অভিষেক।

প্রেক্ষাপট

ভোটে ৪ জেলার পারফরম্যান্সে ক্ষুব্ধ অভিষেক (Abhishek Banerjee)। পূর্ব মেদিনীপুরে নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছি। মালদাতেও ঝগড়া করে অন্যদের সুযোগ। শুভেন্দুর জেলায় ১২ আসনের টার্গেট দিলেন অভিষেক।

২৬-র আগে জেলায় নজর অভিষেকের। ডাবগ্রাম-ফুলবাড়িতে ৩১৪টি বুথের মধ্যে ২৭৭। বালুরঘাটে ১৯৯টি বুথের মধ্যে ১৮১টিতেই হার। ভাবুন কী কাজ করেছি। বৈঠকে বললেন অভিষেক।


যেখানে খারাপ ফল, সেই সব জায়গায় তৃণমূলের ব্লক ও জেলা সভাপতি বদল। ৫ দিনের মধ্যে নাম ঘোষণা। জোড়াসাঁকো ও চৌরঙ্গিতে বাড়তি গুরুত্ব। ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের।


নেত্রীর অনুমতিতেই ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেকের প্রত্যাবর্তন। মেগা-বৈঠকে 'আমাদের সবার নেতা' বলে সম্মোধন সুব্রত বক্সীর।

পদ দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে। সন্দেহ হলেই ভেরিফাই করুন। আমার বা আইপ্যাকের নামে টাকা তোলা যাবে না। ফোন নম্বর দিয়ে নেতা-কর্মীদের সতর্ক করলেন অভিষেক।

আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, মুখ খুললেন অভিষেক। কটাক্ষ বিজেপির। 


মহারাষ্ট্র থেকে দিল্লি, ভোটে কারচুপি। বিজেপি-কমিশন আঁতাঁত। বাংলায় বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের নাম। ছাব্বিশে ভুয়ো ভোটার ঢুকিয়ে অন্তর্ঘাতের চক্রান্ত। অভিযোগ অভিষেকের।

বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগে সরব অভিষেক। পাল্টা আক্রমণ বিজেপির। 

ভোটার তালিকায় 'ভূত' খুঁজতে এবার 'টিম' অভিষেক। জেলা থেকে বুথ, কমিটি তৈরির সময়সীমা বেঁধে দিলেনই অভিষেক। ১৬ মার্চ থেকে ৪ এপ্রিল, কমিটি ধরে ধরে সকু্টিনির নির্দেশ।

ভূতুড়ে বিতর্কে তোলপাড়ের মধ্যেই এবার ভোটার ও আধার কার্ড সংযোগ নিয়ে বৈঠক। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বৈঠকে ডাকলেন মুখ্য নির্বাচন কমিশনার। থাকবে আধার কর্তৃপক্ষও।

মণ্ডল সভাপতির পরে এবার জেলা সভাপতি নিয়েও বিজেপিতে বিদ্রোহ। জলপাইগুড়ি থেকে বসিরহাট। নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই প্রকাশ্যে কোন্দল।

অমিত শাহের বঙ্গ সফরের আগেই কি নতুন রাজ্য সভাপতি পাচ্ছে বঙ্গ বিজেপি? ২৫ জন নতুন জেলা সভাপতির নাম ঘোষণায় জল্পনা। রাজ্য সভাপতি নির্বাচিত হতে প্রয়োজন ২৩ জনের ভোট।

দল নয়, হুমায়ুনের কাছে জাতি সত্তাই আগে! ১ পাতার শোকজের ২ পাতার জবাব!

ছাব্বিশের ভোটে ধর্মই অস্ত্র, বাঁকুড়ায় দেওয়াল লিখন বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ। দেওয়াল লিখনে হিনদুত্বের বার্তা বিজেপির। গুরুত্বে নারাজ তৃণমূল।

বিজেপি-তৃণমূল ধর্মযুদ্ধ তুঙ্গে। সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্নে নৌশাদের সঙ্গে বৈঠকের পর এবার পীরজাদাদের সঙ্গে বৈঠক। ফুরফুরার উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা।

মালদায় ফের খুন, এবার প্রাণ গেল পঞ্চায়েত সচিবের। জমি বিবাদে সংঘর্ষে কুপিয়ে খুন। আরও ৬জন আহত। ইংরেজবাজারে শ্যুটআউট, গুলিবিদ্ধ যুবক।

প্রথমে তাড়া, তারপর মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপ! খড়দায় TMCP নেতা খুনের হাড়হিম করা ফুটেজ প্রকাশ্যে। পুলিশের দায়ের করা পুরনো অভিযোগ না তোলায় হামলা, দাবি কাউন্সিলরের।

ফের বোমা-বিদ্ধ শৈশব। ভরতপুরে মাঠে পড়েছিল বোমা। ফুটবল খেলা চলাকালীন আচমকা বিস্ফোরণ। গুরুতর জখম শিশু, ভর্তি হাসপাতালে।

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে খুন! পরিচারক-গাড়িচালকের বচসা। গাড়িচালকের ছুরির আঘাতে নিহত পরিচারক।


এবার দিনহাটায় চলল গুলি। দোলের দিন মত্ত অবস্থায় নিজেদের মধ্যে বচসা। যুবককে গুলি করে খুন। এখনও অধরা অভিযুক্ত।

নদিয়ার ধুবুলিয়ায় নৃশংস কাণ্ড। স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে বচসা। চার বছরের শিশুকে আছাড় মেরে খুন করল বাবা। নদী থেকে দেহ উদ্ধার।গ্রেফতার অভিযুক্ত।

নিউটাউন থানার মধ্যেই মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ! দোলের দিন মত্ত অবস্থায় ডিভাইডারে ধাক্কা গাড়ির। ২ জনকে থানায় নিয়ে গেলে SI-এর উর্দি ধরে টান। ধৃত ২।

ট্রলিব্যাগে দেহ লোপাটের পর এবার ট্রলিব্যাগে ভরে অপহরণ! নন্দীগ্রামে নাবালককে অপহরণ করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি। গ্রেফতার গৃহশিক্ষক-সহ ৫।



কসবায় ভিনরাজ্যের যুবকের রহস্যমৃত্যু। শপিং মলের পিছনে জলাশয় থেকে দেহ উদ্ধার। বিহার থেকে বেড়াতে এসেছিলেন আত্মীয়ের বাড়িতে। মৃত্যুর তদন্তে পুলিশ।

মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার হাওয়া বদল, হতে পারে বৃষ্টি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.