West Bengal News Live:দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত, সরাসরি প্রভাব পড়বে না বাংলায়
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
শীতের শুরুতেই দূষণ নিরিখে দিল্লির পিছনে কলকাতা। সবুজে মোড়া বোট্যানিক্যাল গার্ডেন্সের দূষণ পিছনে ফেলল ব্যারাকপুর, দাশনগরের মতো শিল্পাঞ্চলকে। উদ্বেগ বাড়িয়ে ঘরে ঘরে শ্বাসকষ্ট-জ্বর।
দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ। কলকাতায় ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে সন্দেহভাজন ঢুকে পড়ার অভিযোগ
সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজনের ছবি
'৩ বার বাড়িতে ঢোকে সন্দেহভাজন, আতঙ্কে আছি', দাবি সুদর্শনা মুখোপাধ্যায়ের
পুলিশে অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ
পার্টি অফিসের দখল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাতে উত্তেজনা ছড়াল শান্তিনিকেতনের শ্রীনিকেতনে। প্রথমে একদল পার্টি অফিসের দখল নিয়ে তালা ঝুলিয়ে দিলেন। পরে, আরেকদল এসে তালা ভেঙে ঢুকে পড়লেন। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই সামলাতে আসরে নামতে হল পুলিশকে।
শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে
ঘূর্ণাবর্ত। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে। বাংলায় প্রভাব পড়ার
সম্ভাবনা নেই। যদিও অঘ্রাণের শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রির নিচে পারদ। উত্তরবঙ্গেও শীতের আমেজ বজায় থাকবে। তবে সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং দুই দিনাজপুরে
ট্যাবের পর এবার কন্যাশ্রী নিয়েও হ্যাকিং-শঙ্কা রাজ্যের। সতর্ক করে জেলা প্রশাসনকে ৬ দফা নির্দেশিকা জারি। নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ড পাল্টানোর পরামর্শ।
দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত
শনিবার নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়
শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাড়ু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার নিম্নচাপ আরও শক্তিশালী হবে
নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়
আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ
কলকাতায় ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা
শিক্ষা দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের ২ দিনের জন্য প্যারোলে মুক্তি
গতকাল মা মারা গেছেন, শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তি
বিকেল ৫.৩০ নাগাদ আলিপুর মহিলা জেল থেকে বার করা হয় পার্থর বান্ধবী অর্পিতাকে
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা অর্পিতা মুখোপাধ্যায়কে বেলঘরিয়ার বাড়িতে নিয়ে যান
ট্যাবের টাকা নিয়ে রাজ্যজুড়ে জালিয়াতির জাল
১১৯০টি অ্যাকাউন্ট ফ্রিজ করল রাজ্য সরকার
১১৯০টি অ্যাকাউন্টের প্রায় ৫০ লক্ষ টাকা ফ্রিজ করল রাজ্য সরকার
আদালতের মাধ্যমে ওই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু
ট্যাব দুর্নীতিতে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ২৭
ধৃতদের মধ্যে অধিকাংশই চোপড়ার বাসিন্দা
ট্যাব কেলেঙ্কারিতে নতুন করে তিনটি মামলা দায়ের শিলিগুড়ি ও উস্তিতে
ভবানীপুরে বিজলি সিনেমা হলের পিছনে আগুন
ভবানীপুরে বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন
এবার খোদ পুলিশমন্ত্রীর নিশানায় পুলিশেরই একাংশ
'পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি-কয়লা-সিমেন্ট চুরিতে সাহায্য করছে'
'চুরি হলে বলবে তৃণমূল কংগ্রেস কয়লা চুরি করছে'
'পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা বরদাস্ত করব না'
'যদি কোনও রাজনৈতিক দলের লোকও টাকা খায়, তার কলার চেপে ধরো'
'CID-র খোলনলচে সম্পূর্ণ ভাবে পাল্টে দেব'
'অভিযোগ সত্যি হলে পদক্ষেপ করতে হবে'
পুলিশকে নির্দেশ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
এবার খোদ পুলিশমন্ত্রীর নিশানায় পুলিশেরই একাংশ
'পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি-কয়লা-সিমেন্ট চুরিতে সাহায্য করছে'
'চুরি হলে বলবে তৃণমূল কংগ্রেস কয়লা চুরি করছে'
'পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা বরদাস্ত করব না'
'যদি কোনও রাজনৈতিক দলের লোকও টাকা খায়, তার কলার চেপে ধরো'
'CID-র খোলনলচে সম্পূর্ণ ভাবে পাল্টে দেব'
'অভিযোগ সত্যি হলে পদক্ষেপ করতে হবে'
পুলিশকে নির্দেশ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায়
'কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার কী গুরুত্ব আছে আমি জানি না'
'ফিরহাদ হাকিম বা আমি কেউই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তিত নয়'
কল্যাণের নারদ প্রসঙ্গ টেনে আক্রমণের জবাব সৌগত রায়ের
'দলের কারও সম্পর্কে সমালোচনা করা উচিত নয়'
আমি তো কল্যাণ সম্পর্কে কিছু বলিনি, ফের বললেন সৌগত
'প্রশাসনকে একটু নাড়া দিতে হয়, সেটাই করেছি'
'মুখ্যমন্ত্রী সবকিছুর ওপরে, তাঁকে নিয়ে আলোচনা কি আমরা করতে পারি?'
দলেই সমালোচনার মুখে পড়ে মন্তব্য সৌগত রায়ের
ট্যাবের পর এবার কন্যাশ্রী নিয়েও হ্যাকিং-শঙ্কা রাজ্যের। সতর্ক করে জেলা প্রশাসনকে ৬ দফা নির্দেশিকা জারি। নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ড পাল্টানোর পরামর্শ।
গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নাকা চেকিং করতে হবে, এটা কম্পালসারি করতে হবে: মুখ্যমন্ত্রী
ঊর্ধ্বমুখী আলুর দাম, রফতানিতে রাশ মুখ্যমন্ত্রীর
ট্যাব কেলেঙ্কারিতে এবার বিহার যোগ, পুলিশের জালে আরও ১
গ্রেফতার বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা রবীন্দ্র প্রসাদ সিং
গ্রেফতার করল বর্ধমান সাইবার থানার পুলিশ
প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার
শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকায় গা ঢাকা দিয়েছিল রবীন্দ্র প্রসাদ সিং
আজ শিলিগুড়ি আদালতে পেশ, ট্রানজিট রিমান্ডে আজই ধৃতকে নিয়ে যাওয়া হবে বর্ধমানে
কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি
পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি
শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। দু'দিনের মধ্যেই পরিণত হতে পারে নিম্নচাপে।
আর জি করকাণ্ডের ১০০ দিন পার। দ্রুত বিচারের দাবিতে উল্টোডাঙা থেকে সিপিএমের সিজিও অভিযান।
প্রেক্ষাপট
ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধা দেওয়ায় রণক্ষেত্র কল্যাণী। আটক বিজেপি বিধায়ক-সহ ১৬। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ।
আর জি করকাণ্ডের ১০০ দিন পার। দ্রুত বিচারের দাবিতে উল্টোডাঙা থেকে সিপিএমের সিজিও অভিযান।
আর জি করের নিহত নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগে বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে রাজ্যই। না করলে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করা যায়, হাইকোর্টে জানাল কেন্দ্র।
বাঁকুড়া শহরে প্রশাসনের নাকের ডগায় গন্ধেশ্বরী নদীর গর্ভেই চলছে বেআইনি নির্মাণ। খোঁড়া হচ্ছে ভিত। স্থানীয় বাসিন্দাদের হইচইয়ে টনক নড়ল পুরসভার। কাজ বন্ধ করালেন নির্দল কাউন্সিলর।
ঘাটাল শহরে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, দাবি জেলা তৃণমূলের।
আমেরিকায় ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ। আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ। বেআইনি কিছু করা হয়নি, দাবি শিল্পগোষ্ঠীর।
ওঁকে বাঁচাচ্ছেন প্রধানমন্ত্রী, গ্রেফতার করতে হবে আজই। এই ইস্যু তোলা হবে সংসদে। ঘোষণা রাহুলের।
অস্বস্তির মুখে আমেরিকায় বন্ড ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করল আদানি গ্রুপ। পাল্টা আমেরিকায় মার্কিন শিল্পপতি জর্জ সোরোসের সঙ্গে কংগ্রেসের যোগসাজশের অভিযোগে সরব অমিত মালব্য।
হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরায় রক্তাক্ত দেহ। ট্রেনের বাঙ্কে চাদর চাপা দেওয়া অবস্থায় তবলা শিল্পীর উদ্ধার। ট্রেনেই খুন, কোথায় নিরাপত্তা, প্রশ্ন পরিবারের।
শীতের শুরুতেই দূষণ নিরিখে দিল্লির পিছনে কলকাতা। সবুজে মোড়া বোট্যানিক্যাল গার্ডেন্সের দূষণ পিছনে ফেলল ব্যারাকপুর, দাশনগরের মতো শিল্পাঞ্চলকে। উদ্বেগ বাড়িয়ে ঘরে ঘরে শ্বাসকষ্ট-জ্বর।
শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। দু'দিনের মধ্যেই পরিণত হতে পারে নিম্নচাপে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -