West Bengal News Live: সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা
সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুঠ
বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ
সোনার গয়না ও ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ
গলা টিপে খুনের চেষ্টা, অভিযোগ বৃদ্ধার
গতমাসেই স্বামীর মৃত্যু, তারপর থেকে বাড়িতে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা
পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত ১ যুবকের বিরুদ্ধে অভিযোগ
উপনির্বাচনে ৬ কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বামেদের
সিপিএম-কে কটাক্ষ করে পোস্ট কুণাল ঘোষের
'মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, সিপিএম শূন্য থেকে একে যায় না'
উপনির্বাচনে ভরাডুবি নিয়ে সিপিএম-কে কটাক্ষ কুণাল ঘোষের
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার
দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি
শিশুমেলার আয়োজন নিয়ে মিটিং চলাকালীন তুলকালাম
দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের হাতাহাতি
সাংসদ সুখেন্দুশেখর রায়ের সঙ্গে দূরত্ব তৈরি করছে তৃণমূল?
কাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর রায়, খবর সূত্রের
সুখেন্দুশেখরকে কি বাদ দেওয়া হয়েছে জাতীয় কর্মসমিতি থেকে? জল্পনা তৃণমূলে
প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়
'দলে শৃঙ্খলা সবার আগে, যা ইচ্ছা বলা যায় না'
আর জি কর-কাণ্ডে সুখেন্দুশেখরের আক্রমণের প্রসঙ্গ টেনে মন্তব্য ফিরহাদের
হাড়োয়ায় উপনির্বাচনে জেতার পর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
বিজেপি প্রার্থী বিমল দাসের বাগানের গাছ কেটে, জমিতে জল দেওয়ার যন্ত্র ভেঙে দেওয়ার অভিযোগ
রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর বাগানে ঢুকে ২০-২৫টি গাছ কেটে, কৃষি সরঞ্জাম ভেঙে দেওয়া হয়ে বলে অভিযোগ
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি প্রার্থীর
এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি
উপ নির্বাচনের ফলপ্রকাশের পরেই ফের বিরোধীদের হুমকি শাসক দলের নেতার
বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে ছিড়ে নেওয়ার হুঁশিয়ারি!
বিজয় উৎসব চলাকালীন হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির।
নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি শাসক নেতার
খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই হুকিং। বিদ্যুৎ-এর বিল বেশি আসায় হুকিং, আজব সাফাই বিধায়কের শাশুড়ির। ভুল স্বীকার শ্যালকের। কটাক্ষ বিজেপির।
আর জি কর মেডিক্যালের মর্গে মত্ত অবস্থায় ডোমেদের মধ্যে মারপিট
বৃহস্পতিবার রাতের ঘটনা, মর্গের ভিতরে কম্পিউটার ও আসবাব ভাঙচুর করা হয়
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দুই ডোম শম্ভু মল্লিক ও সন্তোষ মল্লিককে গ্রেফতার
করেছে পুলিশ
৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি। অন্যদিকে, একই পিচে মারকাটারি ব্যাটিং করল তৃণমূল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ২টি আসনে ১ লক্ষেরও বেশি ভোটে জিতল বাংলার শাসকদল। কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জিতলেন ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৪। বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন ৩৫ হাজার ৩৪৮টি ভোট। একুশের বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার জয়ের ব্যবধান ছিল ১০ হাজার ১১২। ২৪-এর লোকসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে প্রায় ২৯ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল। সেই ব্যবধানই উপনির্বাচনে গিয়ে দাঁড়াল লক্ষাধিকে।
শীতের শুরুতে রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে ডেঙ্গি
বিজেপির পরাজয় নিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ তথাগতর।
আসানসোলের কুলটি থানা এলাকায় তল্লাশিতে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার
বেঙ্গল এসটিএফ টিমের হাতে উদ্ধার ভিন রাজ্য থেকে ঢোকা এই বেআইনি আগ্নেয়াস্ত্র
বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে তাজা কার্তুজ
এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে
মামলা রুজু করা হয়েছে কুলটি থানায়, তদন্তে বেঙ্গল এসটিএফ
ফের ফিরহাদ হাকিমের গলায় শোনা গেল 'অ্যাক্ট নাও'। তবে এবার আর পুলিশ নয়, কলকাতার মেয়র এবার কাজ করার বার্তা দিলেন পুরসভার আধিকারিকদের। এদিন 'টক টু মেয়র' অনুষ্ঠানে এক মহিলা ফোন করে হাইকোর্টের নির্দেশের পরেও বেআইনি নির্মাণ না ভাঙা নিয়ে অভিযোগ জানান। তারপরেই কড়া বার্তা দেন ফিরহাদ হাকিম।
রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রইল তৃণমূলের। এবার মাদারিহাট আসনও হাতছাড়া হল বিজেপির। পদ্ম-প্রার্থীকে হারিয়ে উত্তরবঙ্গের আরও একটি আসনে জয়ধ্বজা ওড়াল রাজ্যের শাসকদল। শুধু তাই নয়, লোকসভা ভোটের তুলনায় বাড়ল জয়ের ব্যবধানও।
১০ ঘণ্টার অপারেশন, বেলুড়ের অপহৃত ব্যবসায়ী ও তাঁর ভাইকে মুর্শিদাবাদের ফরাক্কার একটি হোটেল থেকে উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। ৫ জন অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতরা নদিয়া ও মালদার বাসিন্দা। বেলুড়ের ভোটবাগানের বাসিন্দা ছাঁট লোহার ব্যবসায়ী ও তাঁর ভাই ব্যবসার কাজে বৃহস্পতিবার নদিয়ায় যান। অভিযোগ, সেখান থেকে তাঁদের অপহরণ করা হয়। ব্যবসায়ীর পরিবারকে ফোন করে সাড়ে ৫ কোটি টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ প্রথমে নদিয়ায় যায়। তার আগেই ব্য়বসায়ী ও তাঁর ভাইকে নিয়ে অপহরণকারীরা ফরাক্কায় রওনা দেয়। সেখান থেকেই পরে অপহৃতদের উদ্ধার করে পুলিশ। ব্যবসায়িক শত্রুতার কারণেই অপহরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের।
কলকাতায় ফের আগুন, উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন
ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
বেশ কয়েকটি ঘর ইতিমধ্যেই পুড়ে ছাই
ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক
বাংলার রাজনীতিতে সবুজ ঝড় অব্যাহত। ছয় কেন্দ্রের বিধানসভা উপ নির্বাচনেও ছয়ে-ছয় তৃণমূল। তার মধ্যে দুই কেন্দ্রে জয়ের ব্যবধান এক লক্ষ ছাড়িয়ে গেল বাংলার শাসকদলের। অন্যদিকে, নৈহাটি বিধানসভার বুথভিত্তিক ফল নিয়ে প্রশ্ন তুলল বিরোধী পরাজিত প্রার্থীরা। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি, কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা তথাগত রায়ের
লোকসভার পরে দ্বিতীয় ভোটযুদ্ধেও বিজেপির ভরাডুবি। জেতা মাদারিহাটও হাতছাড়া! হাড়োয়াতে দ্বিতীয় স্থানে উঠে এল আইএসএফ।
উপনির্বাচনেও সবুজ ঝড়। সিতাই, মাদারিহাট থেকে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর-তালডাংরা। ৬ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয়।
প্রেক্ষাপট
উপনির্বাচনেও সবুজ ঝড় (West Bengal Assembly By Election 2024)। সিতাই, মাদারিহাট থেকে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর-তালডাংরা। ৬ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয়।
লোকসভার পরে দ্বিতীয় ভোটযুদ্ধেও বিজেপির ভরাডুবি। জেতা মাদারিহাটও হাতছাড়া! হাড়োয়াতে দ্বিতীয় স্থানে উঠে এল আইএসএফ।
উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূল। জমিদার নই, আমরা পাহারাদার, বার্তা মমতার। প্ররোচনায় পা না দিয়ে বাংলাকে বদনাম করার গল্প খারিজ জনগণের, পোস্ট অভিষেকের।
আরও একটা ভোটে বঙ্গ বিজেপি ধরাশায়ী। উপনির্বাচনে এমনই হয়, ছাব্বিশের হুঙ্কার দিয়ে সাফাই সুকান্তর। হাতে এক বছর, আন্দোলনমুখী সংগঠন চান শুভেন্দু।
ভোটে ভরাডুবি, দলেই বদলের সওয়াল দিলীপের।
বিজেপির পরাজয় নিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ তথাগতর।
মাদারিহাটও তৃণমূলের কাছে হারাল বিজেপি। মুখ খুলেই নেতৃত্বকেই আক্রমণে বার্লা।
হাড়োয়া থেকে সিতাই--তৃণমূলের কাছে বিজেপিরও জামানত জব্দ। ৬ কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বাম-কংগ্রেসের। মানুষ এদের বিশ্বাসই করে না, কটাক্ষ ফিরহাদের।
বাংলায় এবারও শূন্য় সিপিএম। মহারাষ্ট্র থেকে মিলল সান্ত্বনা। বিজেপিকে হারিয়ে দহনু আসন ধরে রাখল সিপিএম।
মহারাষ্ট্রে ফের বিজেপি জোটের কাছে কার্যত ধুয়েমুছে সাফ বিরোধীরা। অপ্রত্যাশিত ফল, বললেন রাহুল। ইন্ডিয়া জোটের মুখরক্ষা ঝাড়খণ্ডে।
মারাঠাভূমে গেরুয়া ঝড়। শিন্ডেই মুখ্যমন্ত্রী, নাকি এবার কে? জল্পনার মধ্যেই সুশাসন, উন্নয়নের জয় বলে পোস্ট প্রধানমন্ত্রী।
বিপুল ভোটে মহারাষ্ট্র দখলের পরে বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী।
আর্থিক দুর্নীতি মামলায় জেল খেটে বেরিয়েও ঝাড়খণ্ডে হেমন্তের প্রত্যাবর্তন। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। মমতার নীরবতায় খোঁচা বিজেপির।
প্রথমবার ভোটের ময়দানে নেমেই মাস্টারস্ট্রোক প্রিয়ঙ্কার। রাহুলের ওয়েনাডে রেকর্ড ভেঙে জয়।
পুলিশের পর মেয়রের নিশানায় পুরসভার ডিজি বিল্ডিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -