West Bengal News Live: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে কাল ফের পথে অভয়া মঞ্চ
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে কাল ফের পথে অভয়া মঞ্চ
মগরায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। আর সেই ঘটনায় ধৃতকে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল স্থানীয় তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, প্রশাসনের ওপর কি আস্থা রাখতে পারছেন না তৃণমূলের জনপ্রতিনিধি? পুলিশে ভরসা রাখতে না পেরেই কি নিজে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন তিনি?
নেতাজিনগরের নবনীড়ে ভাইফোঁটা নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নুসরত থেকে কৌশানি, জুন মালিয়া থেকে সায়নী ঘোষ, ফোঁটা দিলেন বিদ্যুৎমন্ত্রীকে।
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে কাল ফের পথে অভয়া মঞ্চ
কলকাতা সহ জেলায় জেলায় সন্ধে থেকে "জ্বালাও আলো, দ্রোহের আলো" কর্মসূচি
লেক কালীবাড়িতে পালন করা হল ভাইফোঁটা। লেক কালীবাড়ির প্রধান সেবায়েতকে ফোঁটা দিলেন মহিলারা। অন্য়দিকে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে বিশেষ ভোগ নিবেদন করা হল মা কালীকে।
মত্তদের উৎপাত কমাতে পাঁশকুড়ার এক গ্রামে এবার ফ্লেক্স টাঙানো হল রাস্তার ধারে
ভাই-বোনের বন্ধন উদ্যাপনের বার্ষিক পার্বণ, ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনার দিন।
সক্রিয় রাজনীতিতে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়? জল্পনা উস্কে দিলেন শোভন-বৈশাখী
মেমারিতে ভাইফোঁটার দিন প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ২ যুবকের বিরুদ্ধে
ভাইফোঁটার জন্য বাপের বাড়ি যাওয়ার পথে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
আলাঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তিনিকেতনে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য
তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫জন
গতকাল বাড়ি ফেরার পথে হামলা, আজ বর্ধমান মেডিক্যালে মৃত্যু
অনেক দিন ধরে খুনের চক্রান্ত, সরষের মধ্যেই ভূত, দাবি মৃতের পরিবারের
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, অপমানে আত্মহত্যার চেষ্টা করে স্কুলছাত্রী। গাইঘাটা থানার পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের পিসি তৃণমূলের নেত্রী, থানায় গিয়ে টাকার টোপ দেন বলে নির্যাতিতার মায়ের অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের নেত্রী।
এবার উলুবেড়িয়ায় মজুত বাজি থেকে বাড়িতে বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়িও। বাড়িতে মিলেছে বাজির খোল। বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রত্যেকবার বিস্ফোরণের পর তৎপরতা কেন? উঠছে সেই প্রশ্নও।
আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুললেন তৃণমূল কর্মীই। অভিযোগের আঙুল তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যর দিকে। এদিকে মুর্শিদাবাদে বাংলা আবাস যোজনার সার্ভে নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। সার্ভে করতে আসা কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখানো হল হরিহরপাড়ায়।
অশান্তি যেন পিছু ছাড়ছে না শালিমারের। এলাকা দখলের লড়াইয়ে যুযুধান দুই গোষ্ঠীর বিবাদ ঘিরে সংঘর্ষ। তার জেরে ফের রণক্ষেত্রের চেহারা নিল শালিমার স্টেশন চত্বর। চলল ভাঙচুর, ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। ধৃত দু'জনের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এলাকায় রয়েছে পুলিশ পিকেট।
কান্দিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুক! পলাতক তৃণমূল নেতা, গ্রেফতার ৩ অনুগামী
ফের সরকারি হাসপাতালে রেফার-রোগের জেরে রোগী-হয়রানি। ২৪ ঘণ্টারও বেশি SSKM হাসপাতাল চত্বরে স্ট্রেচারে শুয়ে রয়েছেন রোগী। ইমার্জেন্সি বিভাগের সামনে প্রতীক্ষালয়ের বাইরে অপেক্ষায় রয়েছেন তাঁর আত্মীয়রা। আসানসোলের কুলটির বাসিন্দা রোগী সপ্তাহ দুয়েক আগে কর্মসূত্রে ঝাড়খণ্ডে আসবাবের কাজ করতে গিয়ে পড়ে যান। তাঁর শিরদাঁড়ায় আঘাত লাগে। পা অসাড় হয়ে যায় বলে রোগীর পরিবারের দাবি। অভিযোগ, প্রথমে আসানসোল জেলা হাসপাতাল, এরপর বর্ধমান মেডিক্যাল কলেজে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েও পরিকাঠামো না থাকার কথা বলে SSKM-এ রেফার করা হয়। পরিবারের অভিযোগ, SSKM হাসপাতালও বেড নেই বলে জানায়। এই ঘটনায় রেফারেল সিস্টেম নিয়ে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, সেন্ট্রাল রেফারেল সিস্টেমে যে গলদ রয়েছে, এই ঘটনা তারই প্রমাণ, এর জেরেই রোগী-হয়রানি। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তিনি মন্ত্রী, বছরভর ব্যস্ততা। তবে, আজকের দিনটা তাঁর কাছে একেবারেই আলাদা, বলতে গেলে স্পেশাল। দিদি-বোনের কাছে ভাইফোঁটা নিলেন তৃণমূল বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসু।
উৎসবের মরশুমে বাজারে আলুর চড়া দাম। ভাইফোঁটার দিনই অভিযানে নামল রাজ্য সরকারের টাস্ক ফোর্স। আলুর দাম জানতে নবান্নের নির্দেশে বাজারে বাজারে অভিযান, জানালেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। ক্রেতাদের দাবি, টাস্ক ফোর্স
সঙ্গে নিয়ে বাজার করলে দাম কমে, না হলে সবকিছুরই আগুন দাম। আলুর দাম চড়া। টাস্ক ফোর্সের প্রস্তাব, প্রত্যেক থানার OC ও পুলিশ কর্মীরা বাজারে বাজারে নজরদারি চালালে আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
কালীপুজোর বিসর্জন ঘিরে শান্তিপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য। গৃহবধূর গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগ। প্রতিবাদ করলে দম্পতিকে বেধড়ক মারধর। দুষ্কৃতীরা অধরা।
কোথায় আইনের শাসন?
হালতুতে দম্পতির উপর হামলায় অভিযুক্ত ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা
প্রেক্ষাপট
খাস কলকাতায় ফের দুষ্কৃতী-তাণ্ডব। মাঝরাতে বাঘাযতীনের ক্লাবে ভাঙচুর। বাধা দিলে ক্লাব সদস্যদের মারধরের অভিযোগ।
খাস কলকাতায় একের পর এক দুষ্কৃতী তাণ্ডব। বাঘাযতীনের পর হালতু। ক্লাূব ও মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দম্পতি। রাস্তায় ফেলে বেধড়ক মার।
হালতুতে দম্পতির উপর হামলায় অভিযুক্ত ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ।
বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে ফালাকাটা। গতকাল দিনভর বিক্ষোভের পর আজ থমথমে নিহত শিশুকন্যার গ্রাম। এলাকায় বসেছে পুলিশ পিকেট।
ফালাকাটা, কুমারগ্রাম, বর্ধমান, ডোমকলের পর মগরা। বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। বিচার চেয়ে পথ অবরোধ বিজেপির
কালীপুজোর বিসর্জন ঘিরে শান্তিপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য। গৃহবধূর গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগ। প্রতিবাদ করলে দম্পতিকে বেধড়ক মারধর। দুষ্কৃতীরা অধরা।
এক মাসের মাথায় রতুয়ার পুনরাবৃত্তি কালিয়াচকে। বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে যুগলকে পোস্টে বেঁধে মার। উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি।
দুদিনের মধ্যে ফের উলুবেড়িয়ায় বাজি-বিপত্তি। মজুত রাখা বেআইনি বাজি বিস্ফোরণ। ভাঙল দরজা-জানলার কাচ। ফাটল একাধিক বাড়ির দেওয়ালে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -