West Bengal News Live Updates: তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশির পর মিলল নিয়োগ সংক্রান্ত নথি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 01 Dec 2023 03:06 PM
West Bengal News LIVE Updates: হাওড়ায় ফের আগুন-আতঙ্ক

হাওড়ায় ফের আগুন-আতঙ্ক। বেলুড়ের বি কে পাল টেম্পল রোডে প্লাস্টিক গুদামে আগুন। সকাল ১১.৩০ নাগাদ আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘন জনবসতি পূর্ণ এলাকায় আগুন লাগায় এলাকায় আতঙ্ক


 

West Bengal News LIVE Updates: বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশির পর মিলল নিয়োগ সংক্রান্ত নথি

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশির পর মিলল নিয়োগ সংক্রান্ত নথি, খবর সিবিআই সূত্রে। নিয়োগ ছাড়াও মিলেছে বদলি সংক্রান্ত নথিও, খবর সিবিআই সূত্রে। কাউন্সিলরের বাড়িতে কীভাবে এই নথি এল, তা খতিয়ে দেখছে সিবিআই। এর সঙ্গে দুর্নীতির কোনওরকম যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়ি ও কলেজেও তল্লাশি অভিযানে নিয়োগ সংক্রান্ত নথি মেলার দাবি সিবিআইয়ের। ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানার পর মিলেছে আনুমানিক প্রায় ১০০ ভরি সোনা, খবর সিবিআই সূত্রে। মিলেছে বালা, নেকলেস ও গলার হার, খবর সিবিআই সূত্রে। কলকাতায় ওই বিপুল পরিমাণ সোনা নিয়ে এসে একজন ভ্যালুয়ারকে দিয়ে উদ্ধার হওয়া সোনার ভ্য়ালুয়েশন করানো হবে, খবর সিবিআই সূত্রে। গতকাল তৃণমূল বিধায়কের বাড়ি থেকে মিলেছিল নগদ ২৮ লক্ষ টাকা, দাবি সিবিআইয়ের। 

West Bengal News LIVE Updates: ঘরের উঠোন থেকে শিশু চুরি

ঘরের উঠোন থেকে শিশু চুরি। গতকাল সন্ধ্যা ছটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মিশ্র পাড়ায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  পুলিশ সূত্রে খবর আড়াই বছরের এক শিশুকে বাড়ির উঠোনে বসিয়ে তার মা দোকানে যান। কিছুক্ষণ পর ঘরে এসে তিনি দেখেন শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর মা এবং তার প্রতিবেশীরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরে ওই পরিবার লিখিতভাবে বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হলেও এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। পরিবারের অভিযোগ শিশুটিকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি করলেও তারা খুঁজে পাননি। পুলিশের পক্ষ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে একটি শিশু নিখোঁজ আছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News LIVE Updates: আগামী ২ ডিসেম্বর বিজেপির খেজুরির সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের

আগামী ২ ডিসেম্বর বিজেপির খেজুরির সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের। সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর ২ থেকে বিকেল ৫ পর্যন্ত সভা হবে

WB News LIVE Updates: বিধানসভা চত্বরে অম্বেডকরের মূর্তি ধোয়াতে গঙ্গাজল নিয়ে গেলেন বিজেপি বিধায়করা

বিধানসভা চত্বরে অম্বেডকরের মূর্তি ধোয়াতে গঙ্গাজল নিয়ে গেলেন বিজেপি বিধায়করা। অম্বেডকর মূর্তির পাদদেশে তিনদিন ধরে ধর্না কর্মসূচি চালিয়েছিল তৃণমূল। তারপরেই ওই এলাকা অপবিত্র করা হয়েছে এই অভিযোগে বিধানসভা চত্বরে মাথায় গঙ্গাজল নিয়ে ঢোকেন বিজেপি বিধায়করা

West Bengal News LIVE Updates: প্রথা ভেঙে এবার নন্দন মেলায় কচিকাঁচা শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরার উদ্যোগ

মেলা মানেই নস্ট্যালজিয়া। মেলা মানেই পুরনো সবকিছুকে নতুন করে খুঁজে পাওয়া।  আর এই মেলার আনন্দ দিতে এবং তারদের শিল্পকর্ম তুলে ধরার উদ্যোগ নিয়েছে বিশ্বভারতীর কলাভবন।  অভাব যাদের নিত্যসঙ্গী সেই গার্গী সাহা, সৌম্যজিৎ ধারা, সোনাম খাতুন, সমীর আনসারি, আমন সিং এই রকম প্রথম থেকে ষষ্ঠ শ্রেনীর চল্লিশেরও বেশি ছাত্রছাত্রী এবার নন্দন মেলায় অংশ নিচ্ছে। এরা বিশ্বভারতীর সঙ্গে যুক্ত নয়। আশেপাশের এলাকার ছেলেমেয়ে। বিশ্বভারতীর প্রথা ভেঙে এই কচিকাঁচাদের হাতের কাজ প্রদর্শনীর সুযোগ করে দিচ্ছে। তাদের শিল্পকর্ম ঠাঁই পেয়েছে কলাভবনের ঐতিহ্যবাহী নন্দন মেলায়। এরা অভাবী হলেও সৃষ্টিকর্মে দারুণ পারদর্শী। নারকেলের মালা, মাটির ভাঁড় দিয়ে ক্যামেরা বানিয়েছে। নিজেদের খেয়ালি মনে বানানো।একাধিক জিনিস নিয়ে মেলায় হাজির থাকবে তারা। এমনকি এই কচিকাঁচাদের  ক্যামেরায় তোলা ছবি বড় আকারে প্রিন্ট করা হয়েছে। সেগুলি মেলায় প্রদর্শনীর পাশাপাশি বিক্রি করা হবে। 

WB News LIVE Updates: গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার হুঁশিয়ারি

৪ ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না হলে গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার হুঁশিয়ারি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি। আদালত অবমাননার মামলা করা হবে বলে হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতির নির্দেশ, বিকেল ৩টে ২০ মিনিটের মধ্যে আদালতের পূর্ব নির্দেশ মানতে হবে

West Bengal News LIVE Updates: কলকাতা থেকে বর্ধমানে এসে কন্যাদান করলেন রাজ্যের এক মন্ত্রী

কলকাতা থেকে  বর্ধমানে এসে কন্যাদান করলেন রাজ্যের এক মন্ত্রী। বিয়ের পরেও ওই কন্যার ইচ্ছা থাকলেও মধুচন্দ্রিমায় যাওয়ার উপায় নেই! 

WB News LIVE Updates: বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর

জাতীয় সঙ্গীত অবমাননা বিতর্কে ১১ বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর। অভিযোগের তদন্ত শুরু করল লালবাজারের গুন্ডাদমন শাখা। তদন্তে নেমে ৫ বিজেপি বিধায়ককে নোটিস দিল লালবাজারের গুন্ডাদমন শাখা। নোটিস দিয়ে ৫ জনকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। 

West Bengal News LIVE Updates: কলকাতার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বা বি. এড বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিস

রাজ্যের ২৫৩ টি বেসরকারি বিএড কলেজের ছাত্র ভর্তির অনুমোদন বাতিলের জের। কলকাতার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বা বি. এড বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিস। চাপ, হুমকির অভিযোগে বন্ধ করে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের কাজ। বেসরকারি অথবা সেল্ফ ফিনান্সড বি.এড বা এম.এড কলেজগুলির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। সম্পত্তি রক্ষা ও নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে বলে নোটিস দিয়ে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। 

WB News LIVE Updates: দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের ডালখোলা

দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের ডালখোলা। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল ২৪ বছরের মহম্মদ আলমের। ঘটনাস্থলে পুলিশ গেলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ-মারধর উত্তেজিত জনতার। জখম হন ডালখোলা থানার একজন পুলিশ আধিকারিক। পুলিশ আধিকারিককে বাঁচাতে গিয়ে জখম হন স্থানীয় এক ব্যক্তি। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মৃত যুবক বিহারের বাসিন্দা। 

West Bengal News LIVE Updates: পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে খুনের ঘটনার কিনারা

আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হল প্রধান হামলাকারী আলি আকবর মণ্ডলসহ ৪ জনকে। এই নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। বোমা ছোড়ার সময় নিজেই জখম হন আলি আকবর মণ্ডল।এরপর থেকে ১১ দিন মাটিয়াতে গা ঢাকা দিয়েছিলেন তিনি। স্থানীয় চিকিৎসককে দিয়ে সেখানেই চোখের চিকিৎসা করান। বাকি ৩ জনকে গ্রেফতার করা হয়েছে নীলগঞ্জ থেকে। 

WB News LIVE Updates: কেন্দ্রের চাল চুরির অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে

পশ্চিম মেদিনীপুরের বনপুরায় শিশুশিক্ষা কেন্দ্রের চাল চুরির অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। টোটোয় করে শিশুশিক্ষা কেন্দ্রের চাল নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপরই, চুয়াশোল শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকা গুলবাহার খাতুনকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কোতোয়ালি থানায় শিক্ষিকার নামে অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান ও স্থানীয়রা। চালসহ টোটোটি আটক করেছে পুলিশ। 

West Bengal News LIVE Updates: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

মাথাভাঙা মহকুমা হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। চিকিৎসকের গাফিলতিতে শীতলকুচির খলিমারির বাসিন্দা রবীন্দ্রনাথ বর্মনের মৃত্যুর অভিযোগ। ইনজেকশন দেওয়ার পর, মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করে বলে দাবি করেছে মৃত রোগীর পরিবার। অভিযুক্ত চিকিৎসককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। পুলিশ গিয়ে কর্তব্যরত চিকিৎসককে উদ্ধার করে। 

WB News LIVE Updates: বিধায়কের বাড়ি থেকে মিলেছে আনুমানিক প্রায় ১০০ ভরি সোনা

ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানার পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, বিধায়কের বাড়ি থেকে মিলেছে আনুমানিক প্রায় ১০০ ভরি সোনা। একজন ভ্যালুয়ারকে দিয়ে উদ্ধার হওয়া সোনার ভ্য়ালুয়েশন করানো হবে। প্রাথমিকভাবে গতকাল ডোমকলের সোনার দোকানের একজন ভ্যালুয়ারকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি ঠিমকতো ভ্যালুয়েশন করতে পারেননি। তাঁর অনুমান, উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় ১০০ ভরি। এর পাশাপাশি, সিবিআই সূত্রে আরও দাবি, তল্লাশি অভিযানে নিয়োগ সংক্রান্ত নথিও পেয়েছে তারা। কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে তৃণমূল বিধায়ককে তলব করা হতে পারে বলেও সিবিআই সূত্রে খবর। 

West Bengal News LIVE Updates: প্রেমিকাকে গুলি করে খুন করার চেষ্টা

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে, প্রেমিকাকে গুলি করে খুন করার চেষ্টা।গতকাল রাতে ক্যানিংয়ের মিঠাখালিতে প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালায় যুবক। ৬-৭ মাস ধরে একসঙ্গেই থাকতেন তাঁরা ২ জন। আহত অবস্থায় কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে তরুণীকে। অভিযুক্ত প্রেমিক ভোলা প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ। 

WB News LIVE Updates: দক্ষিণবঙ্গে শীতের পথে কার্যত কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড়

দক্ষিণবঙ্গে শীতের পথে কার্যত কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড়। রবিবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় মিগজাউম। আজই আন্দামান সাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। অভিমুখ হবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে। তবে ল্যান্ডফল কোথায় হবে তা এখনও নির্দিষ্ট করে জানায়নি আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও, কলকাতায় বাড়বে রাতের তাপমাত্রা। 

West Bengal News LIVE Updates: কলকাতা থেকে জেলার আট জায়গায় তল্লাশি চালাল CBI

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার, কলকাতা থেকে জেলার আট জায়গায় তল্লাশি চালাল CBI। সূত্রের দাবি, এই অভিযানেই, ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৮ লক্ষ টাকা। কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। পাল্টা, তৃণমূলের অন্দরের দ্বন্দ্বের জল্পনা নিয়ে খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার।

WB News LIVE Updates: ৮ ডিসেম্বরের মধ্যে পুরুলিয়ার ঝালদা পুরসভায় আস্থাভোট করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

৮ ডিসেম্বরের মধ্যে পুরুলিয়ার ঝালদা পুরসভায় আস্থাভোট করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জেলা শাসকের উপস্থিতিতে করতে হবে আস্থা ভোট। ১২ ডিসেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। 

West Bengal News LIVE Updates: বিজেপির এগারোজন বিধায়কের নামে FIR করল পুলিশ

বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ। বিজেপির এগারোজন বিধায়কের নামে FIR করল পুলিশ। তৃণমূলের দাবি, বুধবার ধর্নায় বসে তাঁদের বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, সেইসময় চোর স্লোগান তুলে, জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বিজেপি। পাল্টা আদালতে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরাও।

WB News LIVE Updates: কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন জায়গায় খোঁজ মিলেছে টাকার পাহাড়ের

শুরুটা হয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী, অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্য়াট থেকে পঞ্চাশ কোটি নগদ উদ্ধার দিয়ে। গত দেড় বছরে কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন জায়গায় খোঁজ মিলেছে টাকার পাহাড়ের। এবার লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের বাড়ি থেকে।

West Bengal News LIVE Updates: তৃণমূল বিধায়কের বাড়িতে প্রায় ১৩ ঘণ্টা ধরে CBI তল্লাশি

ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে প্রায় ১৩ ঘণ্টা ধরে CBI তল্লাশি, ২৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে CBI সূত্রে দাবি। যদিও, তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাবি, উদ্ধার হওয়া টাকা তাঁর জমি বিক্রির। ডোমকলেই তৃণমূল বিধায়কের নামে রয়েছে ১১টি কলেজ! বিধায়ক-ঘনিষ্ঠ কিংবা প্রতিষ্ঠানের কোনও পড়ুয়ার নাম কি চাকরির জন্য় সুপারিশ করা হয়েছিল? খতিয়ে দেখছে CBI.

প্রেক্ষাপট

কলকাতা: ডোমকলের তৃণমূল (TMC)  বিধায়কের (MLA) বাড়িতে প্রায় ১৩ ঘণ্টা ধরে CBI তল্লাশি (Raid), ২৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে CBI সূত্রে দাবি। যদিও, তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাবি, উদ্ধার হওয়া টাকা তাঁর জমি বিক্রির। ডোমকলেই তৃণমূল বিধায়কের নামে রয়েছে ১১টি কলেজ! বিধায়ক-ঘনিষ্ঠ কিংবা প্রতিষ্ঠানের কোনও পড়ুয়ার নাম কি চাকরির জন্য় সুপারিশ করা হয়েছিল? খতিয়ে দেখছে CBI।                                                                                                     


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে- 


রাজ্য়ের সাত জায়গার পাশাপাশি নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার কোচবিহারের খাগড়াবাড়িতে বেসরকারি ডিএলএড কলেজের কর্ণধারের বাড়িতে হানা দিল সিবিআই। ডিএলএড এডুকেশন টিচার ট্রেনিং কলেজেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। নাম বিভ্রাটে এদিন প্রথমে কোচবিহার ২-এর তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে হানা দেয় সিবিআই। 


শুরুটা হয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী, অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্য়াট থেকে পঞ্চাশ কোটি নগদ উদ্ধার দিয়ে। গত দেড় বছরে কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন জায়গায় খোঁজ মিলেছে টাকার পাহাড়ের। এবার লক্ষ লক্ষ টাকা উদ্ধার হল মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের বাড়ি থেকে।


স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। একাধিক অনিয়মের অভিযোগে পরিষেবার আওতায় থাকা তালিকা থেকে সরিয়ে দেওয়া হল কলকাতার ৪টি বেসরকারি হাসপাতাল-সহ রাজ্যের মোট ১৪২টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতির তরজা।


বিজেপি করায়, বগটুইকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের বেতন বন্ধ করা হয়েছে। এমনই অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। এব্য়াপারে কিছু জানেন না বলে দায় এড়িয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক। 


দত্তপুকুরের ছোটজাগুলিয়া হাইসকুলে অস্থায়ী কর্মীর মৃত্য়ুর ঘটনায় ক্রমেই বাড়ছে উত্তাপ। ক্ষোভে ফুটছেন শিক্ষক-অশিক্ষককর্মীরা। অভিযোগ, পড়ুয়াদের হেনস্থার কারণেই, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ওই কর্মীর। ঘটনায়, সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছে মৃতের পরিবার। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.