West Bengal News Live Updates: 'সব চা শ্রমিককে পাট্টা, বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ টাকা', ঘোষণা মমতার

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 10 Dec 2023 02:46 PM
West Bengal News LIVE Updates:পাহাড়ে আইটি হাব হবে, অনেক কর্মসংস্থান হবে: মমতা

'সব চা শ্রমিককে পাট্টা, বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ টাকা, আলিপুরদুয়ারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। আদিবাসীদের নামে অনেকে ভুয়ো সার্টিফিকেট করিয়েছেন। ভুয়ো শংসাপত্র বাতিল করবে সরকার। ওবিসি-দের (OBC) জন্য টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। আমরা বিজেপি (BJP) নই, প্রতিশ্রুতি দিলে পূরণ করি। বিজেপি কথা দিয়ে কথা রাখে না। কেন্দ্র বিনামূল্যে রেশন দিচ্ছে না, আমরা দিচ্ছি। উত্তরবঙ্গে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। পাহাড়ে আইটি হাব হবে, অনেক কর্মসংস্থান হবে', বললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় 

WB News Live Updates: 'আমরা বিজেপি নই, প্রতিশ্রুতি দিলে পূরণ করি', খোঁচা মমতার

এদিন আলিপুরদুয়ারের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওবিসি-দের জন্য টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। আমরা বিজেপি নই, প্রতিশ্রুতি দিলে পূরণ করি। কেন্দ্র বিনামূল্যে রেশন দিচ্ছে না, আমরা দিচ্ছি'। 

West Bengal News LIVE Updates: 'সব চা শ্রমিককে পাট্টা, বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ টাকা', ঘোষণা মমতার

সব চা শ্রমিককে পাট্টা, বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ টাকা, আলিপুরদুয়ারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর.  আদিবাসীদের নামে অনেকে ভুয়ো সার্টিফিকেট করিয়েছেন, ভুয়ো শংসাপত্র বাতিল করবে সরকার, জানিয়ে দিলেন মমতা 

WB News Live Updates: মাহেশের জগন্নাথ মন্দিরে গীতাপাঠের আয়োজন

মাহেশের (Mahesh) জগন্নাথ মন্দিরে ২ হাজার কণ্ঠে গীতাপাঠের আয়োজন। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, আমন্ত্রিতদের তালিকায় শুধু শাসক দলের নেতারা। বিরোধী দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। পাল্টা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, রাজনীতির কিছু নেই, অনুষ্ঠানে সবাইকে স্বাগত। 

West Bengal News LIVE Updates: হাত বদলের আগেই পুলিশের হাতে পাকরাও মাদক পাচারকারী

হাত বদলের আগেই পুলিশের হাতে পাকরাও মাদক পাচারকারী।উদ্ধার  প্রায় ১৫ লক্ষ টাকার ব্রাউন সুগার। শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকা পরিনত হয়েছে মাদক পাচারের করিডর।প্রায় নিত্যদিনই পুলিশের  হাতে ধরা পরছে বিভিন্ন মাদক।ব্যাতিক্রম নয় শনিবারও।খবর ছিল মালদা থেকে এক ব্যক্তি ব্রাউন সুগার নিয়ে বিক্রির উদ্যশ্য শহরে আসছে।খবরের ভিত্তিতে এদিন সন্ধ্যায় কাওয়াখালী বাংলা বিশ্ববাংলা গেটের সামনে ঘাটি গারে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।সেখানেই আটক করে আব্দুর রেজ্জাক নামে এক ব্যক্তিকে।তাকে তল্লাশি চালিয়ে তার কাছে তার কাছ থেকে উদ্ধার হয় ২.৮৬ গ্রাম ব্রাউন সুগার,যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি ফুলবাড়ীর কালিজ্ঞিনীর বাসিন্দা।তাকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়।

WB News Live Updates: এবারে পুলিশকে হুঁশিয়ারী শাসক নেতাদের

এবারে পুলিশকে হুঁশিয়ারী শাসক নেতাদের। মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে পুলিশকে বিছুটি পাতা ঘষে দেওয়ার হুঁশিয়ারি একাধিক তৃণমূল নেতার।     

West Bengal News LIVE Updates: ১০০ দিনের বকেয়া নিয়ে এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়

১০০ দিনের বকেয়া নিয়ে এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রাপ্য বুঝে নিতে এবার দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য  সময় চাওয়া হয়েছে, বাগডোগরায় জানালেন মুখ্যমন্ত্রী । তাঁর সঙ্গে কয়েকজন সাংসদও থাকবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live Updates: এবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় আক্রান্ত হলেন তৃণমূল নেতা

এবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় আক্রান্ত হলেন তৃণমূল নেতা। কাল সন্ধেয় শালিপুর বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি তরিকুল ইসলাম। অভিযোগ, সেই কয়েকজন দুষকৃতী এসে তাঁকে বেধড়ক মারধর করে। তাঁর বুকে পেটে এলোপাথাড়ি লাথি মারে। এলাকায় লোক জড়ো হতেই পালিয়ে যায় দুষকৃতীরা। তৃণমূল নেতাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হাড়োয়া ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হলে কলকাতায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নেপথ্যে রাজনৈতিক কারণ, নাকি অন্য কোনও কারণে হামলা? খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। 

West Bengal News LIVE Updates: নিজের জমির ধান বাঁচাতে জমিতে নামলেন বিধায়ক

একেই বোধহয় বলে যে রাঁধে, সে চুলও বাঁধে। জলে ডুবে থাকা নিজের জমির ধান বাঁচাতে জমিতে নামলেন বিধায়ক । নিম্নচাপের জেরে ২ দিন ধরে  অবিরাম বৃষ্টি জলে ডুবে নিজের বিঘের পর বিঘের জমির ধান।চোখের সামনে সেই দৃশ্য দেখে নিজেকে আটকে রাখতে পারেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি।জমির ধান বাঁচাতে তাই নিজেই নামলেন মাঠে।বিধায়ক জমিতে নেমে ধান বাঁচাতে ব্যস্ত!কারও কারও ইঙ্গিতপূর্ণ প্রশ্নের মুখে বিধায়কের সোজা জবাব আমি চাষার ব্যাটা,ছোটবেলা থেকেই বাবার সাথে মাঠে চাষ করে এসেছি এখন বিধায়ক,ভাতা পায় তো কি হয়েছে?তা বলে চাষ ভুলে যাবো।চোখের সামনে নিজের জমির ধান জলে ডুবে নষ্ট হচ্ছে এটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি।তাই শেষ ধান  টুকু যতটা বাঁচানো যায় সেই চেষ্টায় করেছি।

WB News Live Updates: দাহ করে বাড়ি ফেরার পথে শনিবার রাতে পাথর বোঝাই ট্রাক্টরের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু

দাহ করে বাড়ি ফেরার পথে শনিবার রাতে পাথর বোঝাই ট্রাকটের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন জনের। মৃতদের বাড়ি বীরভূমের নলহাটির পাইকপাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শবদহ দাহ করে বাড়ি ফিরছিলেন নলহাটির ৪০ জন বাসিন্দা। রঘুনাথগঞ্জ-লালগোলা রাজ্য সড়কের বাড়ালা মোড়ে বীরভূমের দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শ্মশান যাত্রীদের পিক আপ ভ্যানের। ঘটনাস্থলেই তিন জন শ্মশান যাত্রী মারা যান। গুরুতর আহত হন বেশ কয়েকজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

West Bengal News LIVE Updates: ১০০ দিনের বকেয়া আদায়ের দাবিতে দিল্লি যাচ্ছেন মমতা

 ১০০ দিনের বকেয়া আদায়ের দাবিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি মুখ্যমন্ত্রীর।

WB News Live Updates: এসএলএসটির ধর্নাস্থল থেকেই ব্রাত্যকে ফোন কুণালের

এসএলএসটির ধর্নাস্থল থেকেই ব্রাত্যকে ফোন কুণালের। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক।

West Bengal News LIVE Updates: রেশনে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট

হাওড়ার ডোমজুড়ে রেশনে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট! আর সেই তা খুলতেই বেরিয়ে এল গাদা গাদা পোকা! সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন রেশন ডিলার। তাঁর বক্তব্য এর দায় তাঁর নয়! যদিও এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক-বিরোধীর তরজা।

প্রেক্ষাপট

কলকাতা: বাম-কংগ্রেস-বিজেপি-র উপস্থিতির মধ্য়েই SLST সভামঞ্চে পৌঁছলেন কুণাল ঘোষ। কথা বললেন চাকরিপ্রার্থীদের সঙ্গে। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের আশ্বাস দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তবে, এদিন কুণাল পৌঁছতেই ওঠে চোর চোর স্লোগান। যদিও কুণালের দাবি, চোর স্লোগান কোনও আন্দোলনকারী দেননি।                                                                                                           


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে- 


শিক্ষায় দুর্নীতির প্রতিবাদ, চাকরির দাবিতে ১ হাজার দিনের আন্দোলনে সংহতি এবং ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি। এই সমস্ত ইস্যুকে সামনে রেখে সিপিএমের যুব সংগঠন DYFI-এর ইনসাফ যাত্রা পূর্ব মেদিনীপুর থেকে প্রবেশ করল হাওড়ায়। সামিল হলেন নিহত ছাত্রনেতা আনিস খানের বাবা। কর্মসূচির ৩৭ তম দিনে, হাওড়ার দেউলটিতে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়রা। কথাশিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পরে, দেউলটিতে পথসভা করে ডিওয়াইএফআই নেতৃত্ব। সেখান থেকে তাঁরা যান নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে। এরপর বাইনান ষষ্ঠীতলা হয়ে, মিছিল এগোয় বাগনানের লাইব্রেরি মোড়ের দিকে। হয় মশাল মিছিল ও পথসভা। রবিবার হাওড়ার উলুবেড়িয়ায় পৌঁছবে ইনসাফ যাত্রা।


বীরভূমের সিউড়িতে আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা দ্রুত দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনার আমডাঙা ও হাবড়াতেও যান কেন্দ্রীয় প্রতিনিধিরা।


হাওড়ার ডোমজুড়ে রেশনে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট! আর সেই তা খুলতেই বেরিয়ে এল গাদা গাদা পোকা! সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন রেশন ডিলার। তাঁর বক্তব্য এর দায় তাঁর নয়! যদিও এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক-বিরোধীর তরজা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.