West Bengal News Live Updates:রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, তাঁর দফতরে হানা দিল ইডি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 19 Dec 2023 03:03 PM
WB News LIVE Updates: লঞ্চ মেরামতির জন্য় আগামী রবিবার পর্যন্ত বন্ধ হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা

লঞ্চ মেরামতির জন্য় আগামী রবিবার পর্যন্ত বন্ধ হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা। ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। তাঁদের অভিযোগ, আগাম কিছু না জানিয়ে আচমকা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। লঞ্চ মেরামত হয়ে গেলে দ্রুত পরিষেবা শুরুর আশ্বাস দিয়েছেন হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি কর্তৃপক্ষ। 

West Bengal LIVE News Updates: আনন্দপুরে জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

আনন্দপুরে জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতের নাম আলম হুসেন, এই ঘটনায় স্ত্রী, শ্বশুর, শাশুড়ি-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন আলমের স্ত্রী, এ নিয়ে ২ জনের মধ্যে টানাপোড়েন চলছিল। মৃতের পরিবারের দাবি, শনিবার সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে এসেছিলেন আলম। অভিযোগ, তাঁকে মদ খাইয়ে বেহুঁশ করে পিটিয়ে মারা হয়। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে আনন্দপুর থানার পুলিশ। 

WB News LIVE Updates: ২৪ ডিসেম্বরই হচ্ছে টেট

দিলীপ ঘোষের আবেদন খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট, ২৪ ডিসেম্বরই হচ্ছে টেট 

West Bengal LIVE News Updates: রাজ্য সরকার পরিচালিত পৌষ মেলার স্টল বুকিংয়ে দুর্নীতির অভিযোগ

GST নম্বর না দিয়েও, ১৮ শতাংশ টাকা নেওয়া হচ্ছে। রাজ্য সরকার পরিচালিত পৌষ মেলার স্টল বুকিংয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন ব্যবসায়ীদের একাংশ। GST নম্বর না দেওয়ার কথা মেনে নিলেও, দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি।

WB News LIVE Updates: ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে দীর্ঘক্ষণ লিফটে আটকে রুগীর পরিবারের লোকজন

ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে দীর্ঘক্ষণ লিফটে  আটকে রুগীর পরিবারের লোকজন।দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে হটাৎ লিফট বন্ধ হয়ে যায়।লিফটের মধ্যে দীর্ঘক্ষণ আটকে পড়ে রুগীর পরিবারের সদস্যরা।ঘন্টা খানেকের বেশি সময় ধরে লিফটের মধ্যে আটকে পড়ে রুগীর পরিবারের সদস্যরা।যদিও এই বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার বিশ্বনাথ সরদার জানান হটাৎ ইলেক্ট্রিকের সমস্যার জন্য লিফটের সমস্যা হয়।খবর পেয়ে রুগীর পরিবারের লোকজনকে উদ্ধার করা হয়েছে। সমস্যার কথা কথা ইলেকট্রিক ডিপার্টমেন্ট কে বলা হয়েছে। 

West Bengal LIVE News Updates: এবার বনমন্ত্রীর দফতরে ইডি

এবার বনমন্ত্রীর দফতরে ইডি। সল্টলেকের অরণ্যভবনে বন দফতরে জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে গেলেন ইডি আধিকারিকরা। খাদ্য দফতরের পর বন দফতরের মন্ত্রী হন জ্যোতিপ্রিয় মল্লিক। বন দফতরের অফিসে খাদ্য দফতরের কোনও নথি পাওযা যায় কিনা তারই খোঁজে ইডি-র আধিকারিকরা, খবর সূত্রের

WB News LIVE Updates: রাস্তায় ইট রাখা নিয়ে বচসার জেরে এক ব্য়ক্তিকে পিটিয়ে মারার অভিযোগ

রাস্তায় ইট রাখা নিয়ে বচসার জেরে এক ব্য়ক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দফরপোতা গ্রামে। মৃতের নাম আজগর শেখ। মৃতের ভাগ্নেকেও মারধর করা হয় বলে অভিযোগ। খুনের ঘটনায় ৬ জনকে আটক করেছে পূর্বস্থলী থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে রাস্তায় ইট ফেলে রাখা হয়েছিল। গতকাল ভাগ্নেকে নিয়ে গাড়িতে ফিরছিলেন আজগর শেখ। ইটের জন্য গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে বলায়, তাঁকে গাড়ি থেকে নামিয়ে লোহার রড দিয়ে পেটায় অভিযুক্তরা। বাধা দিলে আজগরের ভাগ্নেও আক্রান্ত হন বলে অভিযোগ। 

West Bengal LIVE News Updates: ডাকাতি ছক বানচাল করে ধারালো অস্ত্রসহ ৬ দুষ্কৃতিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ

ডাকাতি ছক বানচাল করে ধারালো অস্ত্রসহ ৬ দুষ্কৃতিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ । গতকাল রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাগদার আউলডাঙ্গা বাজারে হানা দিয়ে ৬ জন সন্দেহ ভজন ব্যক্তিকে আটক করে। 

WB News LIVE Updates: রেশন দুর্নীতির পরিমাণ হাজার কোটি ছাড়াতে পারে?

একশো-দু’শো নয়, রেশন দুর্নীতির পরিমাণ হাজার কোটি ছাড়াতে পারে। কারণ, এক-দু’ বছর নয়, দুর্নীতি চলেছে এক দশকের বেশি সময় ধরে। বিস্ফোরক দাবি করল ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, রেশন দুর্নীতিতে বাকিবুর একা নন, এমন অনেক চালকল, গমকল মালিক নজরে আছে। ED-র দাবি, শুধুমাত্র সরকারি গম বা আটা নয়, ধান এবং চাল নিয়েও দুর্নীতি হয়েছে। বাজার থেকে ঘুরপথে সরকারের ঘরেই ফিরে এসেছে ধান, চাল, গম, আটা। আসা-যাওয়ার পথে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে দাবি ED-র।

West Bengal LIVE News Updates: রাস্তায় ফেলে রাখা ইট সরানো নিয়ে বচসার জেরে পিটিয়ে খুন

রাস্তায় ফেলে রাখা ইট সরানো নিয়ে বচসার জেরে  পিটিয়ে খুন।অভিযুক্তরাও মৃতের প্রতিবেশী বলে অভিযোগ।পূর্বস্থলী থানার অন্তর্গত দফরপোতা এলাকায় গতকাল রাত্রের ঘটনা।ঘটনায় আটক কয়েকজন অভিযুক্ত।মৃত ব্যক্তির নাম আজগর শেখ।ঘটনায় আহত মৃতের ভাগ্নে ফিরোজ শেখ।তাকেও মারধর করা হয়।

WB News LIVE Updates: হুগলি নদী জলপথ পরিবহন সমিতি হাওড়া এবং কলকাতার মধ্যে যে লঞ্চ পরিষেবা চালায় তা আজ বন্ধ

হুগলি নদী জলপথ পরিবহন সমিতি হাওড়া এবং কলকাতার মধ্যে যে লঞ্চ পরিষেবা চালায় তা আজ বন্ধ। এর ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার অফিস যাত্রী। আজ সকালে অফিস-যাত্রীরা হাওড়া স্টেশনে নেমে তারা যখন হাওড়া ফেরিঘাটে যান লঞ্চ ধরতে তখন দেখেন গেটে তারা বন্ধ। নোটিশ ঝুলছে। তারা জানিয়েছেন আগাম কিছু তাদের জানানো হয়নি। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে লঞ্চ গুলি মেরামতির জন্য আগামী দুদিন পরিষেবা বন্ধ থাকবে।

West Bengal LIVE News Updates: সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ওই নতুন ভ্যারিয়েন্ট মেলেনি

ফের বাড়ছে কোভিড সংক্রমণ, উদ্বিগ্ন কেন্দ্র। করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি কেন্দ্রের। পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা, স্বাস্থ্য ভবনে আজই এ নিয়ে হবে পর্যালোচনা বৈঠক। করোনা আক্রান্তের নমুনা আরও বেশি করে পাঠাতে স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছে কল্যাণীর জিনোম গবেষণা কেন্দ্র। স্বাস্থ্য ভবনের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ওই নতুন ভ্যারিয়েন্ট মেলেনি। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ১১১ জন, মৃত্যু হয়েছে এক জনের

WB News LIVE Updates: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাওড়ার ২ সরকারি আধিকারিককে তলব

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাওড়ার ২ সরকারি আধিকারিককে তলব। সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে পৌঁছলেন ওই ২ আধিকারিক। নিয়োগ সংক্রান্ত নথি এবং কাদের চাকরি হয়েছিল সেই সংক্রান্ত নথি নিয়ে আসতে বলা হয়েছে ২ আধিকারিককে। এর আগে ২ মেদিনীপুর, হুগলি ও জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় তদন্তে পৌঁছে যায় সিবিআই

West Bengal LIVE News Updates: পৌষমেলার প্লট বুকিংয়ের ব্যপক দূর্নীতির অভিযোগ৷ ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল প্লট বুকিং

পৌষমেলার প্লট বুকিংয়ের ব্যপক দূর্নীতির অভিযোগ৷ ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল প্লট বুকিং। পরিস্থিতি সামাল দিতে হিমশিম পুলিশের। জিএসটি নম্বর ছাড়াই নেওয়া হচ্ছে রাজ্য ও কেন্দ্রের জিএসটি। এছাড়া, পৌষমেলার স্টলের জন্য প্লট বুকিংয়ের টাকা সরকারের কোন খাতে জমা পড়ছে কোন সদূত্তর নেই৷ এমনকি, প্লট বুকিংয়ে দালাল চক্র কাজ করছে। অথচ, এই প্রথম পূর্বপল্লীর মাঠে পৌষমেলা করছে রাজ্য সরকার। 

WB News LIVE Updates: বারুইপুরে খুনের ঘটনায় দুই মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় নতুন করে উত্তেজনা

বারুইপুরের মদারাটে তৃণমূল কর্মী সইদুল আলি শেখকে পিটিয়ে ও কুপিয়ে খুনের ঘটনায় দুই মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। পুলিশের সামনেই পলাতক অভিযুক্তদের ৫টি বাড়িতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। বাড়িগুলি থেকে আসবাবপত্র বের করে এনে পুকুরে ফেলা হয়। শনিবার রাতে স্ত্রীর সামনেই পিটিয়ে-কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল কর্মী সইদুল আলি শেখকে। গতকাল সইদুলের দেহ গ্রামে নিয়ে আসা হয়। দুই মূল অভিযুক্ত আইজুল শেখ ও সাদ্দাম শেখ এখনও ধরা না পড়ায়, ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। তৃণমূল কর্মী খুনের ঘটনায় ২৩ জনের নামে FIR দায়ের হলেও, এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

West Bengal LIVE News Updates: কোল্ড প্যাসেজের কবলে বাংলা, শীতে কাঁপছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি

কোল্ড প্যাসেজের কবলে বাংলা। শীতে কাঁপছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নেমে গেছে পারদ। অবাধ উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে কাল থেকে আরও নামতে পারে তাপমাত্রা

WB News LIVE Updates: হাওড়ায় পেপার মিলে আগুন

আজ ভোরে হাওড়ার রানিহাটি এলাকায় একটি পেপার মিলে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে  দমকলের ৫ টি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান।  ভোর সাড়ে চারটা নাগাদ এই পেপার মিলের আগুন লাগে। সেই সময় শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন। মুহূর্তের মধ্যে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানাটি। শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আর একটা আসেনি। এরপরই দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে ছুটে যান। কি কারনে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি‌। দমকল আধিকারিকদের বক্তব্য প্রথমে তারা খবর পেয়ে ছুটে আসেন ও আগুনকে নিয়ন্ত্রণে  আনার চেষ্টা চালান। এই মুহূর্তে আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। শেষ মুহূর্তের নেভানোর কাজ চলছে।

West Bengal LIVE News Updates: রাজ্য়ের দায়িত্ব নেবেন অভিষেক?

২০৩৬ অবধি মুখ্য়মন্ত্রী থাকবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তবে তার মাঝে দিল্লিতে তিনি কোনও বিশেষ গুরুদায়িত্ব নিলে, রাজ্য়ের দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। রবিবারের পর সোমবার, ভবিষ্য়দ্বাণীর কায়দায় এই মন্তব্য় করে, ফের নতুন জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।

WB News LIVE Updates: দূষণ রুখতে 'কড়া' মেয়র

মাঝেরহাট ব্রিজের কাছে রাবিশ বোঝাই লরি আটকালেন মেয়র। বাড়ি ভাঙার বর্জ্য যাওয়ার কথা পুরসভার রিসাইক্লিং প্ল্যান্টে। দূষণ এবং জলাভূমি ভরাট আটকাতে এই ব্যবস্থা সত্ত্বেও কীভাবে এই ঘটনা? প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় ফিরহাদ হাকিমকে। লরিটির বিরুদ্ধে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুরমন্ত্রী ও মেয়র।

West Bengal LIVE News Updates: বোমাবাজি, বাড়ি ভাঙচুরে অগ্নিগর্ভ হয়ে উঠল মন্দিরবাজার

মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ। বোমাবাজি, বাড়ি ভাঙচুরে অগ্নিগর্ভ হয়ে উঠল মন্দিরবাজার। জখম বেশ কয়েকজন।তুঙ্গে রাজনৈতিক তরজা। 

WB News LIVE Updates: তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে CID তদন্তের নির্দেশ

তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে CID তদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বারবার সময় দেওয়া সত্ত্বেও বেআইনি নির্মাণের অভিযোগ-সংক্রান্ত মামলায় বিল্ডিং প্ল্যান জমা না দেওয়ায় পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি 
অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৯ জানুয়ারি পর্যন্ত পুরসভার রেকর্ড-রুম তালাবন্ধ করে রাখার নির্দেশ CID-কে। 

West Bengal LIVE News Updates: বোমাবাজিতে তপ্ত গ্রাম

মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ। বোমাবাজি, বাড়ি ভাঙচুরে অগ্নিগর্ভ হয়ে উঠল মন্দিরবাজার। জখম বেশ কয়েকজন।তুঙ্গে রাজনৈতিক তরজা। 

WB News LIVE Updates: খড়গপুর আইআইটির ৬৯তম সমাবর্তনে অংশ নিলেন রাষ্ট্রপতি

খড়গপুর আইআইটির ৬৯তম সমাবর্তনে অংশ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উচ্চ-নীচ ভেদাভেদ দূর করে বিশ্বের দরবারে ভারতকে আরও শক্তিশালী দেশ হিসেবে তুলে ধরার আহ্বান জানান পড়ুয়াদের উদ্দেশে। তিনি আরও বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে গবেষণা করে দেশের নাম উজ্জ্বল করছে আইআইটি খড়গপুর। 

West Bengal LIVE News Updates: কবে মিলবে টাকা?

আলিপুরদুয়ার সমবায় দুর্নীতিকাণ্ডে হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য়ের মুখ্য় সচিবকে। কিন্তু কবে শুরু হবে দুর্নীতির তদন্ত? কবে আমানতটুকু ফেরত পাওয়া যাবে? প্রশ্ন প্রতারিতদের। পাশাপাশি, এই মামলায় রাজ্য় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। 

প্রেক্ষাপট

কলকাতা: আলিপুরদুয়ার (Alipurduar) সমবায় দুর্নীতিকাণ্ডে হাইকোর্টে (Highcourt) কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য়ের মুখ্য় সচিবকে। কিন্তু কবে শুরু হবে দুর্নীতির (Scam) তদন্ত? কবে আমানতটুকু ফেরত পাওয়া যাবে? প্রশ্ন প্রতারিতদের। পাশাপাশি, এই মামলায় রাজ্য় সরকারের (West Bengal Govt) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে- 


মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ। বোমাবাজি, বাড়ি ভাঙচুরে অগ্নিগর্ভ হয়ে উঠল মন্দিরবাজার। জখম বেশ কয়েকজন।তুঙ্গে রাজনৈতিক তরজা। 


দিল্লিতে আগামিকাল বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক! তার আগে ডেরেক ওব্রায়েনের সাসপেনশন তোলার আবেদন জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ডেরেক ন্যায়সঙ্গত প্রশ্নই তুলেছিলেন বলেও দাবি করেছেন তিনি। তাহলে কি ৩ রাজ্যে হারার পরে তৃণমূলের আরও কাছে আসতে চাইছে কংগ্রেস? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জল্পনা।


সোনারপুরে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতার ব্যক্তিগত বিরোধ এখন সপ্তমে। বিয়ের প্রস্তাবে রাজি হননি বলে, দলেরই এক নেতা হুমকি দিচ্ছেন। এমনকী, বাড়িতে পর্যন্ত চড়াও হয়েছেন বলে অভিযোগ করেছেন রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। অভিযুক্ত তৃণমূল নেতা প্রতীক দে-ও পাপিয়ার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন। জল গড়িয়েছে থানা অবধি। 


'INDIA'-র বৈঠকের আগের দিনই, মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বিরোধী জোটের মুখ করার দাবি তুলল তৃণমূল। যদিও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তৃণমূল এই দাবি জানালেও, বাকিরা কি চুপচাপ তা মেনে নেবে? কারণ, ইন্ডিয়া জোটে একদিকে যেমন নীতীশ কুমারের মতো ১৭ বছরের মুখ্য়মন্ত্রী রয়েছেন, তেমন রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও। যাঁর দল এখন দুটি রাজ্য়ে ক্ষমতায়।


উত্তর দিনাজপুরে বসে দেশের গোপন তথ্য় বিদেশে পাচার? এমনই চাঞ্চল্য়কর অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জের বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ATS. ধৃতকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে।                                                                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.