West Bengal News Live Updates:'সেদিন অভিনয় করেছিলেন?' সিঙ্গুরের অনশন নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
স্ত্রীর ওপর অ্য়াসিড হামলার অভিযোগ। আটক করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। বাগুইআটির কেষ্টপুরের রবীন্দ্রপল্লির ঘটনা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল দম্পতির। অশান্তির জেরে কয়েক মাস ধরে, বাবার বাড়িতে থাকছিলেন গৃহবধূ। অভিযোগ, সোমবার দুপুরে স্ত্রীকে নিজের বাড়িতে ডাকেন অভিযুক্ত স্বামী। এরপরই স্ত্রীকে লক্ষ্য় করে তিনি অ্য়াসিড ছোড়েন বলে অভিযোগ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন, তিনি অ্য়াসিড ছোড়েননি। অসাবধানতাবশত অ্য়াসিড স্ত্রীর গায়ে পড়ে গেছে।
সেনাকর্মী পরিচয় দিয়ে সল্টলেকে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ। মধ্য়প্রদেশের বাসিন্দা এক ব্য়ক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রের খবর চলতি বছর জানুয়ারি মাসে নিজের বাড়ি ভাড়া দেওয়ার জন্য় সোশ্য়াল মিডিয়ায় বিজ্ঞাপন দেন সল্টলেকের বাসিন্দা, সুশীল কুমার। অভিযোগ, নিজেকে সেনাকর্মী পরিচয় দিয়ে, বাড়ি ভাড়া নিতে চান অভিষেক মাকওয়ানা নামে অভিযুক্ত ব্য়ক্তি। এরপর, অনলাইনে বৃদ্ধকে নথি পাঠানোর কথা বলেন তিনি। বৃদ্ধ কিউ আর কোড স্ক্য়ান করতেই ব্য়াঙ্ক থেকে উধাও হয়ে যায় দেড় লক্ষ টাকা। বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন বৃদ্ধ। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে।
রাম নবমীর মিছিল ঘিরে হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। জেলে যেতে হবে বলে হুঙ্কার। পাল্টা জবাব তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের।
উল্টোডাঙায় মা-ছেলের রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার। ৩ তলা বাড়ির ২টি তলায় মা-ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। ৩ তলা বাড়ির একতলায় ছেলের দেহ, আরেক তলায় মায়ের দেহ। সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের দেহ উদ্ধার। গলায় দড়ি দেওয়া অবস্থায় মহুয়া মাল ও সোমনাথ মালের দেহ উদ্ধার। ঘটনাস্থল থেকে মেলেনি কোনও সুইসাইড নোট, জানিয়েছে পুলিশ।
নিউটাউন এর নজরুল তীর্থের সামনে পথ দুর্ঘটনা। বিশ্ব বাংলা সরনি থেকে দ্বিতীয় লেনে ঢোকার সময় একটি প্রাইভেট গাড়ি অত্যান্ত দ্রুত গতিতে সামনের গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়ি নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তা থেকে সাইকেল চালিয়ে যাওয়া এক মহিলাকে ধাক্কা মারে। এরপর একটি আইসক্রিম গাড়িতে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত মহিলাকে নিউটাউন এর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।যে গাড়ি প্রথমে ধাক্কা মারে সেই গাড়ির চালক ও আহত হয়েছে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরী হয় এয়ারপোর্ট গামী রাস্তায়।
'২০ মিনিট বক্তৃতায় শুভেন্দুর নাম উচ্চারণ হল না, এমন বক্তা দেবেন না। শুভেন্দুকে চোর-চিটিংবাজ বলতে না পারলে তৃণমূলের সৈনিক হওয়ার অধিকার নেই।' তমলুকের সভা থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণে কুণাল ঘোষ
এবার বীরভূমের তৃণমূল নেতাদের 'ডিসেম্বর' হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 'ডিসেম্বর মাস বীরভূমের তৃণমূল নেতাদের জন্য ভয়াবহ হতে চলেছে। বীরভূমে বালি, পাথর, গরু পাচার বন্ধ হয়নি। কলকাতায় বড় ভাইপো আর এখানে আরেক ভাইপো আছেন। তিনিও বালি, পাথর, কয়লা সবই খান। আরও একটা নতুন পাখি উড়ছে, তাঁর নাম কাজল শেখ। আমাদের সব নজর আছে', ভোট পরবর্তী হিংসা থেকে জিলেটিন স্টিক উদ্ধারের প্রসঙ্গ টেনে রামপুরহাটের সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর
বিধান নগরের শান্তিনগরে এলাকাবাসীর বিক্ষোভের মুখে বিজেপির প্রতিনিধি দল। প্রতিরোধের মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হল বিজেপির প্রতিনিধিরা।
জয়নগর, আমডাঙার পর গোসাবা, এবার তৃণমূলের বুথ সভাপতিকে 'পিটিয়ে খুন'। রাধানগর-তারানগর বুথের সভাপতি মুছাকলি মোল্লাকে পিটিয়ে খুনের অভিযোগ। পথশ্রী প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ খতিয়ে দেখতে গেলে হামলার অভিযোগ
কার্নিসে বসে থাকা পোষ্য বিড়ালকে উদ্ধার করতে গিয়ে বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লেক অ্যাভিনিউ এলাকায়। পুলিশ সূত্রে খবর, ছাদে উঠে হাত বাড়িয়ে কার্নিস থেকে বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে টাল সামলাতে না পেরে, পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।
ফের মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। জেলা সভাপতিকে পাশে বসিয়ে সুতি ১ নম্বর ব্লক কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন প্রাক্তন মন্ত্রী ও জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন। তিনি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। জাকির হোসেনের সঙ্গে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের বিবাদ বহুদিনের। সুতি ১ নম্বর ব্লক কমিটির সভাপতি ইমানি বিশ্বাসের ঘনিষ্ঠ। ব্লক সভাপতি দল ভাঙার কাজ করছেন বলেও দলীয় সভায় অভিযোগ করেন জাকির হোসেন। ব্লক কমিটি ভেঙে দেওয়ার ক্ষমতা জেলা চেয়ারম্যানের নেই, সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব। আমার বিধানসভা এলাকায় সভা, অথচ আমাকেই ডাকা হয়নি, পাল্টা আক্রমণে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস।
ব্যাচেলর তকমাটা এবার মুছে গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের জীবন থেকে। দাম্পত্য জীবনে পা রাখলেন পরমব্রত। সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে বিয়ে করলেন তিনি। পরমব্রতর যোধুপুর পার্কের বাড়িতে সোমবার তাঁদের রেজিস্ট্রি ম্যারেজের আয়োজন করা হয়। পরমব্রত এবং পিয়ার পরিবারের সদস্যরা ছাড়া দুজনের ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত হন বিয়েতে। তত্ত্বের মিষ্টি নিয়ে হাজির হন অভ্যাগতরা। অনেকদিন ধরেই পরমব্রত এবং পিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল টলিপাড়ায়। তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। বিয়ের সিদ্ধান্তের কথাও এতদিন গোপনই রেখেছিলেন। সোমবার পিয়ার হাত ধরেই নতুন জীবনের পথে পা বাড়ালেন পরমব্রত চট্টোপাধ্যায়।
ধর্মতলার সভার প্রস্তুতিতে গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত বিজেপির মিছিল। থাকার কথা সুকান্ত মজুমদারের।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু। রাজাভাতখাওয়ার শিকারি গেটের কাছে রেললাইনের উপর দিয়ে হাতির দল যাওয়ার সময় দুর্ঘটনা। রেলের পার্সেল বগিসহ ইঞ্জিনটি শিলিগুড়ির পথে যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় পিষে যায় একটি হাতির শাবক। অন্য একটি হাতির শাবক ও পূর্ণবয়স্ক হাতি ছিটকে যায় রেললাইন থেকে
'মমতা বন্দ্যোপাধ্য়ায় ভয় পেয়েছেন, তাই ধর্মতলায় সভার অনুমোদন বাতিল করেছে পুলিশ। সরকারের পিটিশন খারিজ করে হাইকোর্ট সভার অনুমতি দিয়েছে। আসল চোরকে ধরতে কলকাতায় যেতে হবে', রামপুরহাটে ধর্মতলায় বিজেপির সমাবেশের প্রচারসভায় গিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
কেন্দ্রের বকেয়া বিতর্কে নতুন মোড়।ধর্মতলায় বিজেপির সভার দু'দিন আগেই 'বঞ্চিত'দের অর্থসাহায্য তৃণমূলের। বকেয়া চেয়ে দিল্লিতে যাঁরা ধর্না দিয়েছেন, সেই 'বঞ্চিত'দের চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠির পাশাপাশি পাঠানো হচ্ছে আর্থিক সাহায্যও। কেন্দ্র বকেয়ার টাকা না দিলে, তৃণমূলই দেবে, দিল্লি গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রেক্ষাপট
কলকাতা: কেন্দ্রের (Central) বকেয়া বিতর্কে নতুন মোড়। ধর্মতলায় বিজেপির (BJP) সভার দু'দিন আগেই 'বঞ্চিত'দের অর্থসাহায্য তৃণমূলের (TMC)। বকেয়া চেয়ে দিল্লিতে (Delhi) যাঁরা ধর্না দিয়েছেন, সেই 'বঞ্চিত'দের চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চিঠির পাশাপাশি পাঠানো হচ্ছে আর্থিক সাহায্যও। কেন্দ্র বকেয়ার টাকা না দিলে, তৃণমূলই দেবে, দিল্লি গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
তৃণমূল পার্টি ডাকলে আর কোনও নেতা-কর্মী আসছে না। ঘুষ দিয়ে আনতে হচ্ছে। একশ দিনের কাজে টাকা আদায়ের দাবিতে যাঁরা দিল্লি গেছিলেন তাঁদের বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ দিলীপ ঘোষের। অভিষেক কথা দিলে কথা রাখেন। পাল্টা কুণাল ঘোষ।
'মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তাই ধর্মতলায় সভার অনুমোদন বাতিল করেছে পুলিশ। সরকারের পিটিশন খারিজ করে হাইকোর্ট সভার অনুমতি দিয়েছে। আসল চোরকে ধরতে কলকাতায় যেতে হবে', রামপুরহাটে ধর্মতলায় বিজেপির সমাবেশের প্রচারসভায় গিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
'ধর্মতলায় বিজেপির সভায় যেতে বাধা দিলে, তৃণমূল কর্মীদের টুঁটি চেপে গাড়িতে তুলে, গঙ্গায় চুবিয়ে দেবেন। তৃণমূলের কেউ গালে চড় মারলে, পাল্টা মারে তাঁর দাঁত ফেলে দিন', ২৯ নভেম্বর ধর্মতলার সমাবেশের আগে পুঞ্চায় প্রস্তুতি সভায় বিতর্কিত মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বিধায়কের সঙ্গে সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ধর্মতলার সভার জন্য লোক জোগাড় করতে পারবে না বুঝেই এ ধরনের মন্তব্য, প্রতিক্রিয়া তৃণমূলের।
সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ইডি। চলতি সপ্তাহেই নমুনা সংগ্রহে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিঠি পাঠানো হল ইএসআই হাসপাতাল, এসএসকেএম ও সিএফএসএল-কে। সুজয়কৃষ্ণর মানসিক সমস্যা দেখা দিয়েছে, রিপোর্ট দিয়েছে এসএসকেএম, খবর সূত্রের। এসএসকেএমের রিপোর্ট মানতে নারাজ ইডি, খবর সূত্রের। তদন্ত এড়ানোর চেষ্টা করা হচ্ছে, সন্দেহ ইডি-র, খবর সূত্রের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -