West Bengal News Live Updates: তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রণক্ষেত্র সামশেরগঞ্জ, রাতভর বোমাবাজি
West Bengal News Live: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
সরকারি কর্মচারী, ব্য়বসায়ী থেকে পাকা বাড়ির মালিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন বলে অভিযোগ। অভিযোগ, কেউ দু দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েও বাড়ি করেননি। হাইকোর্টের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনায় বেনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ৩০ জন উপভোক্তাকে বিডিও অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়।
অনুপম হাজরার অভিযোগের প্রেক্ষিতে এখনই কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। খয়রাশোলে বিজয়া সম্মিলনীতে অশান্তি সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য় করল হাইকোর্ট। কেস ডায়েরি তলব করেছে আদালত। ১৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হচ্ছে বাংলার বিরুদ্ধে, অথচ দেবের প্রশ্নের উত্তরে সাধ্বী নিরঞ্জন লিখিতভাবে যে তালিকা দিয়েছেন তাতে ভুয়ো জব কার্ডের সংখ্যার নিরিখে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাতের পর বাংলা। বিজেপি শাসিত রাজ্যেই বেশি অনিয়ম হয়েছে। দাবি কুণাল ঘোষের। বিজেপি কোনও জিনিসের ওপর পর্দা চাপাতে চায় না। কিন্তু বাংলা কোনও হিসাব দেয় না। দুর্নীতি অভিযোগে কি ব্যবস্থা নিয়েছে বাংলার সরকার, পাল্টা আক্রমণ শমীক ভট্টাচার্যের।
১০০ দিনের কাজের বকেয়া নিয়ে সংসদে ফের সরব সুদীপ বন্দ্যোপাধ্যায়। 'কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে গেছিলাম। গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করতে দিল্লি গেছিলাম। গিরিরাজ সিংহ না থাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ঘরের কাছে আড়াই ঘণ্টা অপেক্ষা করেছিলাম। ১০০ দিনের কাজ, আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হয়। বাংলার ৩৮০০০ গ্রামের মধ্যে যে গ্রামের বিরুদ্ধে অভিযোগ সেই গ্রামের টাকা বন্ধ করুন'।
আজ থেকে শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোরে জমজমাট অনুষ্ঠান। যোগ দিলেন সলমন, অনিল কপূররা।
'সরকারের প্রকল্পে চুরি হলে তার দায়ভার যায় মুখ্যমন্ত্রীর সরকারের নেতার ওপর। করুণানিধির মেয়ে জেলে গেছিল, এ রাজা জেলে গেছিল, আঙুল উঠেছিল মনমোহন সিংহের ওপর। সেইজন্য নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির দায়ভার মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি জানি না বললে হবে না', ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর।
ইট-বালি ফেলাকে ঘিরে রণক্ষেত্র মহেশতলা, চলল 'গুলি', পড়ল বোমা! তৃণমূল কাউন্সিলর-ঘনিষ্ঠ নেতার অনুগামীদের সঙ্গে স্থানীয়দের বচসা। ফাঁকা মাঠে ইমারতি দ্রব্য ফেলাকে ঘিরে অশান্তি, গুলিও চলার অভিযোগ। দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ইটবৃষ্টি, বাড়িতে হামলা, ভাঙা হল সিসি ক্যামেরা । 'ইমারতি দ্রব্য ফেলার সময় টাকা চাওয়াকে ঘিরে গণ্ডগোল'। গুলি চলার অভিযোগ অস্বীকার করে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার
প্রেক্ষাপট
কলকাতা: কাল 'ইন্ডিয়া' (INDIA) জোটের বৈঠকে যাচ্ছেন না নীতীশ-অখিলেশ। তৃণমূলকে TMC) নিয়েও অনিশ্চয়তা। কাল হচ্ছে না ইন্ডিয়া জোটের নির্ধারিত আগামীকালের বৈঠক।
রাতভর বোমাবাজিতে তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ। ধুলিয়ান পুরসভার তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা। পুর চেয়ারম্যানের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। গ্রেফতার ১৩।
সামশেরগঞ্জের ভাইরাল হওয়া ছবিতে দুষ্কৃতীদের দাপাদাপি। পুলিশের সামনে তাণ্ডব, বেশ কয়েক রাউন্ড গুলি চলার অভিযোগ। থমথমে এলাকায় পুলিশ পিকেট।
তৃণমূলের ছাত্র সংগঠন ও চিকিৎসক সংগঠনের মধ্যে বচসা। উত্তপ্ত ট্যাংরার হোমিওপ্যাথি কলেজ। প্রাক্তন, বর্তমান, বহিরাগত শাসক নেতাদের মধ্যে দ্বন্দ্ব, স্বাস্থ্যভবনকে জানিয়েছি, জানালেন অধ্যক্ষ।
আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম, সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ল্যান্ডফল। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে ৮ জনের মৃত্যু।
অন্ধ্র-তামিলনাড়ু-পুদুচেরির পাশাপাশি তেলঙ্গানা, ওড়িশাকেও সতর্ক থাকতে নির্দেশ। টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা। বাংলায় কলকাতা-সহ ১১টি জেলায় বৃষ্টির পূর্বাভাস।
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সকালেই কলকাতায় হাজির সলমন খান। ফুল হাতা ব্ল্যাক টি শার্ট ব্লু ট্রাউজারে নায়ককে দেখতে সাতসকালে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -