West Bengal News Live Updates: ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর ২ দিনের সফরে আগরতলায় সৌরভ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 11 Dec 2023 10:51 PM
WB News Live: ডানকুনির চাড্ডা কমপ্লেক্সে তেল মিলে বিধ্বংসী আগুন

ডানকুনির চাড্ডা কমপ্লেক্সে তেল মিলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। আশপাশে একাধিক কারখানা, গুদাম থাকায় আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।

West Bengal Live News Updates: ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর ২ দিনের সফরে আগরতলায় সৌরভ

ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর ২ দিনের সফরে আগরতলায় গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগতরতলা পুরসভার তরফে সম্বর্ধনা দেওয়া হয় প্রাক্তন ভারত অধিনায়ককে। আগামীকাল গোমতী জেলার ছবিমুড়া ও আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে প্রোমোশনাল শ্যুট করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

WB News Live: ৩০ হাজার টাকার বন্ডে শিয়ালদা কোর্টে জারিন খানের জামিন

৩০ হাজার টাকার বন্ডে শিয়ালদা কোর্টে জারিন খানের জামিন। টাকা নিয়েও অনুষ্ঠানে না আসার অভিযোগে নারকেলডাঙা থানায় নালিশ। ওয়ারেন্টের বিরুদ্ধে কোর্টে অভিনেত্রী জারিন খান, বন্ডে জামিন মঞ্জুর। বিদেশে যেতে হলে অনুমতি নিতে হবে বলে শিয়ালদা কোর্টের নির্দেশ।

West Bengal Live News Updates: এবার বাম আমলে মানিক ভট্টাচার্যকে অধ্যক্ষ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ

এবার বাম আমলে মানিক ভট্টাচার্যকে অধ্যক্ষ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ। '১৯৯৮-তে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যর নিয়োগ বেআইনি ছিল'। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দানিশ ফারুকির দায়ের করা মামলায় হলফনামা দিয়ে জানাল ইউজিসি। যোগেশচন্দ্র কলেজে অধ্যক্ষদের বেআইনি নিয়োগ-সহ বিভিন্ন অভিযোগে দায়ের মামলায় হলফনামার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

WB News Live: 'কালীঘাটের কাকু'-কে দেখতে এসএসকেএমে ইডি আধিকারিক

'কালীঘাটের কাকু'-কে দেখতে এসএসকেএমে ইডি আধিকারিক। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে এলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক। সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট দিতে হাসপাতালে ইডি আধিকারিক। এর আগে 'কাকু'র উপর নজর রাখতে সিআইএসএফের ২ জওয়ানকে রাখা হয়েছিল আইসিসিইউ-এর দরজায়। তদন্তে সহযোগিতা করা উচিত, কালীঘাটের কাকুর উদ্দেশে বললেন তাপস মণ্ডল।

West Bengal Live News Updates: ১০দিন ধরে চেষ্টা করেও বিজেপি নেতাকে SSKM-এ ভর্তি করা যায়নি, অভিযোগ দলীয় বিধায়কের

১০দিন ধরে চেষ্টা সত্ত্বেও বিজেপি নেতাকে এসএকেএম হাসপাতালে ভর্তি করতে না পারার অভিযোগ। অভিযোগ চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। ৩৩ বছরের বিজেপি নেতা মিলন বিশ্বাসের সেরিব্রাল অ্যাটাক হয়। গত দশ দিন ধরে মিলন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালের বিল প্রায় ১০লক্ষ ছুঁইছুঁই বলে দাবি পরিবারের। কিন্তু ২ ডিসেম্বর থেকে চেষ্টা করেও মিলন বিশ্বাসকে এসএসকেএম-এর ভর্তি করা যায়নি বলে দাবি বঙ্কিম ঘোষের। হাসপাতালের সুপার কিংবা কর্তা-ব্যক্তিরা কেউই বিধায়কের সঙ্গে দেখাও করেননি বলে অভিযোগ। হতাশ বিধায়কের মন্তব্য়, এসএসকেএম হাসপাতাল সরকারি লোকজনের গেস্ট হাউসে পরিণত হয়েছে। 'বিধায়কের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ পরিষেবা পাবে কীভাবে ?' 'অথচ জেলে থাকা লোকজন চাইলেই বেড কিংবা আইসিইউ পেয়ে যায়'

WB News Live: মুর্শিদাবাদে আক্রান্ত প্রাক্তন জওয়ান, হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ

মুর্শিদাবাদে আক্রান্ত প্রাক্তন জওয়ান, হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ । 'অস্বাভাবিক মৃত্যু, কেন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এফআইআর নয়?' দেহ উদ্ধারের সময় প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে খুনের ঘটনা হতে পারে। 'যখন বোঝাই যাচ্ছে, খুন হতে পারে, তাহলে কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা করেই ক্ষান্ত?'


 

West Bengal Live News Updates: কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে আবগারি ও ড্রাগ কন্ট্রোলের অভিযান

কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে আবগারি ও ড্রাগ কন্ট্রোলের অভিযান। তৃণমূল নেতার ওষুধের গুদামে বাড়তি মজুতের অভিযোগে অভিযান। প্রচুর পরিমাণ অ্যারোমেটিক কার্ডমম টিংচার বাজেয়াপ্তের দাবি । মজুত সংক্রান্ত নথি আছে, দাবি বোলপুরে তৃণমূল নেতা পুষ্পেন্দু রায়ের।

WB News Live: খুলবে চাকরি 'জট' ? চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর

আজ খুলবে চাকরি 'জট' ? ১০০২ তম দিনে শেষ হবে আন্দোলন ? আজ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর। বিকাশ ভবনে নিজের দফতরে আগেই পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু। ধর্মতলার আন্দোলন মঞ্চ থেকে রওনা দিয়ে বিকাশভবনে চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের প্রতিনিধি দল। বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, এসএসসি চেয়ারম্যান
হাজির কুণাল ঘোষ।

প্রেক্ষাপট

কলকাতা : মন্ত্রীর পায়ে ধরে কাতর আর্জির পরেও শেষরক্ষা হল না।  মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Medinipur Medical College and Hospital) মৃত্যু হল ১৩ বছরের কিশোরীর।  চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স বাতিল ও শাস্তির দাবি জানিয়েছে মৃত সুপ্রিয়া রায়ের পরিবার। চিকিৎসার গাফিলতির অভিযোগ আগে অস্বীকার করলেও, এ নিয়ে তোলপাড় শুরু হওয়ায় তদন্তে অভিযোগ প্রমাণ হলে, কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার জয়ন্ত রাউত। 


'কালীঘাটের কাকু'-কে (Kalighater Kaku) দেখতে এসএসকেএমে (SSKM) ইডি (Enforcement Directorate) আধিকারিক, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে এলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujaykrishna Bhadra) শারীরিক অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট দিতে হাসপাতালে ইডি আধিকারিক। এর আগে 'কাকু'র উপর নজর রাখতে সিআইএসএফের ২ জওয়ানকে রাখা হয়েছিল আইসিসিইউ-এর দরজায়।


বানারহাটের সভায় কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 'কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজের প্রাপ্য ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। এই প্রাপ্য টাকা আদায়ে আমি দিল্লি যাচ্ছি। ১৮, ১৯, ২০ তারিখের মধ্যে  প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি। আবাস যোজনার টাকা, গ্রামীণ রাস্তা তৈরির কাজের টাকা দিচ্ছে না বিজেপি সরকার। জিএসটি-র নাম করে সব ট্যাক্স নিয়ে যাচ্ছে, রাজ্যের টাকা দিচ্ছে না।


এবার বাম আমলে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) অধ্যক্ষ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ। '১৯৯৮-তে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যর নিয়োগ বেআইনি ছিল', বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দানিশ ফারুকির দায়ের করা মামলায় হলফনামা দিয়ে জানাল ইউজিসি। যোগেশচন্দ্র কলেজে অধ্যক্ষদের বেআইনি নিয়োগ-সহ বিভিন্ন অভিযোগে দায়ের মামলায় হলফনামার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।


ফের রাস্তায় শিক্ষকরা, হাজরা মোড়ে বিক্ষোভ। ৫ বছর বেতন না পাওয়ার অভিযোগে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট শিক্ষকদের বিক্ষোভ। হাজরায় জমায়েত করে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিছিলে উদ্যোগী শিক্ষকরা। তার আগেই আন্দোলনারীদের রাস্তা আটকাল পুলিশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.