WB News LIVE Blog: রায়গঞ্জের মুনিরপাড়ায় পাটের গুদামে বিধ্বংসী আগুন

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট

ABP Ananda Last Updated: 02 Jan 2023 11:01 PM
WB News Live Updates: রায়গঞ্জের মুনিরপাড়ায় পাটের গুদামে বিধ্বংসী আগুন

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মুনিরপাড়ায় পাটের গুদামে বিধ্বংসী আগুন। পাটের গুদাম থেকে আগুন ছড়াল পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। 

West Bengal News Live: নিউটাউনে দুর্ঘটনায় অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু পুলিশের

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে অবশেষে গ্রেফতার গাড়িচালক। ধৃতের নাম প্রতীন খাঁড়া। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু পুলিশের।

WB News Live Updates: দামি গাড়িতে চেপে 'প্রতারণা', হুগলিতে গ্রেফতার

সাংবাদিক সেজে দামি গাড়িতে চেপে 'প্রতারণা', হুগলিতে গ্রেফতার। এটিএমে সাহায্য করার নামে কার্ড বদলে টাকা লুঠের অভিযোগ। হাওড়া, হুগলির একাধিক জায়গায় প্রতারণার অভিযোগে গ্রেফতার। ধৃতের কাছ থেকে ১৯০টি ক্রেডিট-ডেবিট কার্ড, ৩টি ফোন, সোয়াইপ মেশিনের হদিশ।

West Bengal News Live: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে অবশেষে গ্রেফতার গাড়িচালক

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে অবশেষে গ্রেফতার গাড়িচালক। ধৃতের নাম প্রতীন খাঁড়া। কিছুক্ষণ আগেই প্রতীন খাঁড়াকে গ্রেফতার করল পুলিশ। সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেফতার করল পুলিশ। প্রতীন খাঁড়াই ঘাতক গাড়ির চালক, দাবি পুলিশের।

West Bengal News Live: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে অবশেষে গ্রেফতার গাড়িচালক

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে অবশেষে গ্রেফতার গাড়িচালক। ধৃতের নাম প্রতীন খাঁড়া। কিছুক্ষণ আগেই প্রতীন খাঁড়াকে গ্রেফতার করল পুলিশ। সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেফতার করল পুলিশ। প্রতীন খাঁড়াই ঘাতক গাড়ির চালক, দাবি পুলিশের।

West Bengal News Live: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে অবশেষে গ্রেফতার গাড়িচালক

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে অবশেষে গ্রেফতার গাড়িচালক। ধৃতের নাম প্রতীন খাঁড়া। কিছুক্ষণ আগেই প্রতীন খাঁড়াকে গ্রেফতার করল পুলিশ। সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেফতার করল পুলিশ। প্রতীন খাঁড়াই ঘাতক গাড়ির চালক, দাবি পুলিশের।

WB News Live Updates: আবাস যোজনার দুর্নীতির অভিযোগে টাকি রোড অবরোধ গ্রামবাসীদের

আবাস যোজনার দুর্নীতির অভিযোগে টাকি রোড অবরোধ গ্রামবাসীদের। মাইক-ফেস্টুন-ব্যানার নিয়ে রাস্তায় বাঁশ নিয়ে অবরোধ-বিক্ষোভ। অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। বসিরহাটের ২ নম্বর ব্লকের বেগমপুর-বিবিপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ। 'তৃণমূল নেতাদের দোতলা বাড়ি সত্বেও আবাস যোজনায় সুবিধা, সার্ভের পর প্রকৃত প্রাপকদের নাম কেটে দেওয়া হয়েছে, অভিযোগ বিক্ষোভরত গ্রামবাসীদের।' রাজ্য সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ গ্রামবাসীদের একাংশের

West Bengal News Live: আবাস যোজনার তালিকায় নাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য়র

পাকা বাড়ি রয়েছে। তা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য়র! দুর্নীতির অভিযোগের মধ্যেই, অশোকনগরের এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল। নেপথ্য়ে রয়েছে তৃণমূলের চক্রান্ত, অভিযোগ তুলেছে বিজেপি।

WB News Live Updates: বিজেপি নেতা দেবব্রত মাইতি খুনের মামলায় চার্জশিটে ৬ তৃণমূল নেতা

ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, সিবিআইয়ের চার্জশিট। বিজেপি নেতা দেবব্রত মাইতি খুনের মামলায় চার্জশিটে ৬ তৃণমূল নেতা, আবু তাহের, শেখ সুফিয়ান-সহ ৬ তৃণমূল নেতার বিরুদ্ধে চার্জশিট। হলদিয়া আদালতে ৬ তৃণমূল নেতার বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট।

West Bengal News Live: আজ থেকে জোকা-তারাতলা মেট্রোর যাত্রী পরিষেবা শুরু

অপেক্ষার অবসান। আজ থেকে জোকা-তারাতলা মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হল। আপাতত এক লাইনে একটি ট্রেন গন্তব্যে পৌঁছলে তবেই পরবর্তী ট্রেন ছাড়বে। প্রথম দিন মেট্রোয় চড়ার ভিড় ছিল চোখে পড়ার মতো। এই রুটে মেট্রো চালু হওয়ায় খুশি যাত্রীরা। 

WB News Live Updates: গাড়ির ধাক্কায় ছাত্রের মৃত্যু, প্রভাবশালীকে আড়ালের চেষ্টার অভিযোগে ফের উত্তপ্ত নিউটাউন

গাড়ির ধাক্কায় ছাত্রের মৃত্যু, প্রভাবশালীকে আড়ালের চেষ্টার অভিযোগে ফের উত্তপ্ত নিউটাউন। 'ঘাতক গাড়ি আটক, কেন প্রকাশ্যে আনা হচ্ছে না গাড়ির মালিকের নাম?' প্রভাবশালীকে আড়ালের চেষ্টার অভিযোগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ। 'কসবার একটি শোরুম থেকে ঘাতক গাড়ির হদিশ, একজনকে আটক', সিসি ফুটেজ দেখে ঘাতক গাড়ি চিহ্নিত, দাবি বিধাননগর কমিশনারেটের ।

West Bengal News Live: যাঁদের প্রয়োজন তাঁদের পাশে দাঁড়ায় বিজেপি: শুভেন্দু

'যাঁদের প্রয়োজন তাঁদের পাশে দাঁড়ায় বিজেপি। প্রতিটি গ্রাম থেকে তোলামুলকে উৎখাত করতে হবে। নরেন্দ্র মোদি গ্রামের মানুষের কথা ভাবেন। নরেন্দ্র মোদি সাধারণ মানুষের জন্য শৌচালয় বানিয়ে দিয়েছেন', কর্মিসভা থেকে বললেন শুভেন্দু অধিকারী।

WB News Live Updates: উলুবেড়িয়াতে কর্মিসভা, শাসক দলকে তীব্র আক্রমণ শুভেন্দুর

উলুবেড়িয়াতে কর্মিসভা শুভেন্দু অধিকারী। শাসক দলকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। তিনি বলেন, 'সাদা খাতায় চাকরি দেয় লুটেরা। আসবে দিদির দূত, আসবে ভূত। বাড়িতে নিয়ে যাবেন, যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেল না। ভাঙা বাড়িগুলি দেখাবেন।'

West Bengal News Live: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বামেদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বামেদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বামেদের শ্রমিক সংগঠনের ডেপুটেশন ঘিরে রণক্ষেত্র বিডিও অফিস। মালদার মানিকচক বিডিও অফিসে ঢোকার চেষ্টা বামেদের। জোর করে বিডিও অফিসে ঢোকার চেষ্টা, পুলিশের সাথে ধস্তাধস্তি।

WB News Live Updates: গ্রুপ ডি শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের তালিকায় নাম রয়েছে টাকির সেলিম মণ্ডলের

গ্রুপ ডি শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের তালিকায় নাম রয়েছে টাকির সেলিম মণ্ডলের। ২০১৮ সালে চাকরি পান তিনি। বিজেপির অভিযোগ, সেলিম মণ্ডল তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এবং তাঁর সুপারিশেই চাকরি পেয়েছেন তিনি। যদিও ওই অশিক্ষক কর্মীর দাবি, নিয়ম মেনেই চাকরি হয়েছে তাঁর। নিয়োগে সুপারিশের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। 

West Bengal News Live: গ্রুপ ডি শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের তালিকায় নাম রয়েছে টাকির সেলিম মণ্ডলের

গ্রুপ ডি শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের তালিকায় নাম রয়েছে টাকির সেলিম মণ্ডলের। ২০১৮ সালে চাকরি পান তিনি। বিজেপির অভিযোগ, সেলিম মণ্ডল তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এবং তাঁর সুপারিশেই চাকরি পেয়েছেন তিনি। যদিও ওই অশিক্ষক কর্মীর দাবি, নিয়ম মেনেই চাকরি হয়েছে তাঁর। নিয়োগে সুপারিশের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। 

WB News Live Updates: তৃণমূলের নতুন কর্মসূচিকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

দুর্নীতি আর মানুষের ক্ষোভ ঢাকতে আইওয়াশ। তৃণমূলের নতুন কর্মসূচিকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live: নজরুল মঞ্চে তৃণমূলের বিশেষ কর্মী সম্মেলন

নজরুল মঞ্চে তৃণমূলের বিশেষ কর্মী সম্মেলন। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নতুন প্রচার কর্মসূচির সূচনা করবেন তৃণমূলনেত্রী। উন্নততর তৃণমূল গড়ার লক্ষ্যে শুদ্ধকরণের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক, খবর সূত্রের

WB News Live Updates: 'আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচি'

'আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচি'। ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দূত। অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। ৩৫০ জন নেতা-নেত্রী আগামী দু'মাস গ্রামে গ্রামে পৌঁছবেন। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কি না, তা দেখা হবে। রাজ্য স্তরের নেতা-নেত্রীরা ঘুরে যাওয়ার পর নজর রাখবেন স্থানীয় নেতৃ্ত্ব। 

West Bengal News Live: ডেবরায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলা-সহ ২ জনের

বছরের শুরুতেই পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলা-সহ ২ জনের। ৫ জন আহত হন। আজ সকাল ৭টা নাগাদ ডেবরার হৈপথ এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কলকাতার দিক থেকে আসা খড়গপুরগামী গাড়ি পরপর ৭ জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬১ ও ২১ বছরের দুই পথচারীর। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্ত্রী-সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি।ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates: নোটবন্দি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে কেন্দ্র

নোটবন্দি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে কেন্দ্র। 'এ নিয়ে জারি হওয়া বিজ্ঞপ্তিতে কোনও ত্রুটি নেই'। জানাল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। ২০১৬-র ৮ নভেম্বর নোটবন্দি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। 
৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। 'যা সিদ্ধান্ত হয়েছে, তা আরবিআই ও কেন্দ্রের মধ্যে আলোচনার ভিত্তিতে'। জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই

West Bengal News Live: ফের আদালতের দ্বারস্থ ববিতা সরকার

ফের আদালতের দ্বারস্থ ববিতা সরকার। ভুলবশত তাঁকে অতিরিক্ত ২ নম্বর দিয়েছে এসএসসি, দাবি ববিতা সরকারের। এসএসসির তরফে ব্যাখ্যা চেয়ে আদালতের দ্বারস্থ ববিতা সরকার। আদালতের নির্দেশে সম্প্রতি বিভিন্ন নথি নিজেদের ওয়েবসাইটে আপলোড করে এসএসসি। সেই নথি দেখেই সন্দিহান ববিতা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ। আগামী পরশু ববিতার করা আবেদনে শুনানি। 

WB News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র নজরে বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল ও কাঁথির তাপস মিশ্র

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র নজরে বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল ও কাঁথির তাপস মিশ্র। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই ২ জনের খোঁজ মিলছে না। একাধিকবার নোটিস দেওয়া সত্ত্বেও দু’জনেরই সাড়া মেলেনি। দিনকয়েক আগে বাগদায় রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বাড়ি এবং তাপস মিশ্রর কাঁথির বাড়িতে গিয়ে নোটিস টাঙিয়ে দিয়ে আসেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে জানা গেছে, এবারও সাড়া না পেলে এই ২ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জানা যায়, বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল মিডলম্যান হিসেবে কাজ করতেন। অন্যদিকে, কাঁথির তাপস মিশ্র কাজ করতেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের অফিসে। কাঁথির তাপসের হাত দিয়েই টাকা লেনদেন চলত বলে দাবি করেছে ইডি।

West Bengal News Live: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে তৃণমূল

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে তৃণমূল। দলের প্রতিষ্ঠা দিবসে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু-একজনকে সরানো হচ্ছে। জিরো টলারেন্স হলে, সবাইকে বহিষ্কার করুন। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বললেন সুকান্ত মজুমদার। 

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের কর্মী সম্মেলন

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের কর্মী সম্মেলন। নজরুল মঞ্চে আজ প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সাংসদ বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-নেত্রীরা। তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি ফেরাতে এই সম্মেলন থেকে শুদ্ধকরণের ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এর পাশাপাশি, আত্মতুষ্টিতে না ভুগে পঞ্চায়েত ভোটের আগে কীভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনো যায়, তার দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রী। ১১-২৮ জানুয়ারি পর্যন্ত, গ্রামে গ্রামে নিবিড় জনসংযোগ গড়ে তোলার জন্য তৃণমূলের জন প্রতিনিধিদের নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live: আজ থেকে জোকা-তারাতলা মেট্রো রুটে যাত্রী পরিষেবা শুরু হল

আজ থেকে জোকা-তারাতলা মেট্রো রুটে যাত্রী পরিষেবা শুরু হল। প্রথম দিন মেট্রোয় উঠতে উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সোম থেকে শুক্র সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে জোকা-তারাতলা মেট্রো। প্রথম পর্যায়ে সাড়ে ৬ কিলোমিটার যাত্রাপথে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। আপাতত এক লাইনে একটি ট্রেন গন্তব্যে পৌঁছোলে তবেই পরবর্তী ট্রেন ছাড়বে।

WB News Live Updates: জনবহুল রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা

জনবহুল রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে পরপর গাড়িতে ধাক্কা। নিউটাউন, অজয়নগর, সায়েন্স সিটির পর এবার হাওড়ার ডুমুরজলায় দুর্ঘটনা। দুর্ঘটনায় ২ পথচারী আহত। সকাল পৌনে ৮টা নাগাদ ডুমুরজলা স্টেডিয়াম লাগোয়া রাস্তায় দুর্ঘটনা। পরপর ৭টা মোটরবাইক, ৩টি সাইকেলে ধাক্কা। অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। অভিযুক্ত চালককে আটক করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। 

West Bengal News Live: নতুন বছরের শুরুতেও শীত গায়েব

নতুন বছরের শুরুতেও শীত গায়েব। তবে বৃহস্পতিবার থেকে ফের নামতে শুরু করবে পারদ। সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। রবিবার ১৩ ডিগ্রির নীচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন শীতের আমেজ থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। 

WB News Live Updates: হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না। হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক। মানুষের ক্ষোভ টের পেয়ে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা। কটাক্ষ করেছে বিজেপি। প্রকৃত উপভোক্তারা যাতে বাড়ি পান, তার পক্ষেই সওয়াল করেছেন দলের বিধায়ক, সাফাই তৃণমূলের। 

West Bengal News Live: ফের রাজ্য রাজনীতির তরজায় উঠে এল 'জয় শ্রীরাম' স্লোগান

ফের রাজ্য রাজনীতির তরজায় উঠে এল 'জয় শ্রীরাম' স্লোগান। জয়-শ্রীরাম স্লোগান বিতর্কে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জয় শ্রীরাম বললে কিন্তু রান্নার গ্যাসটা ১২০০ টাকা থেকে ৫০০ টাকা হয় না। পাল্টা, সুকান্ত মজুমদারের বক্তব্য, জয় বাংলা বললে কি ট্যাক্স কমবে? 

WB News Live Updates: তৃণমূলের জন্মদিনে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর

তৃণমূলের জন্মদিনে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর! নতুন বছরের প্রথম দিনেই অশান্তি হুগলির ব্যান্ডেলের বালিকাটায়। পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় বিরোধীদের কাঠগড়ায় তুলেছে শাসকদল। অভিযোগ উড়িয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে বিজেপি। 

West Bengal News Live: ডিসেম্বর পেরিয়ে এবার ২ জানুয়ারি নিয়েও জল্পনা

ডিসেম্বর পেরিয়ে এবার ২ জানুয়ারি নিয়েও জল্পনা। দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নজর রাখুন। রাজ্য-রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কুণাল ঘোষের মুখেও শোনা গিয়েছিল ২ জানুয়ারির কথা। আজ নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা। সেখানেই কি দেখা যাবে নতুন কোনও চমক? সবার নজর সেদিকেই।

প্রেক্ষাপট

কলকাতা: ২ জানুয়ারি (January) দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নজর রাখুন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেকের (Abhishek Banerjee)। 


 চুরির নতুন ফন্দি করবে তৃণমূল (TMC), অভিষেককে (Abhishek Banerjee) আক্রমণ বিজেপির। শুভেনদুকে অনুসরণ করে অভিষেকের দিন রাজনীতি, পাল্টা সুজন (Sujan Chakrabory)।


জয়-শ্রীরাম স্লোগান বিতর্কে বিজেপিকে (BJP) নিশানা অভিষেকের।


আবাসে সবচেয়ে অভিযোগ আসছে পূর্ব মেদিনীপুর (East Midnapore) থেকে। দুর্নীতি বরদাস্ত নয়, ইতিমধ্যেই অনেককে বহিষ্কার করা হয়েছে। কড়া বার্তা অভিষেকের।


তৃণমূলের দুর্নীতিতে গরিব মানুষরা ঘর থেকে বঞ্চিত, আক্রমণ দিলীপের (Dilip Ghosh)। পাকা বাড়ি থাকা সত্বেও কী করে বাড়ি ? কটাক্ষ সুজনের।


আবাস-দুর্নীতি ইস্যুতে এবার তালডাংরার তৃণমূল বিধায়কের নিশানায় বিডিও।


আবাস দুর্নীতি ইস্যুতে শাসকের নিশানায় বিডিও। আমলাদের অপমান, মন্তব্য রাহুলের। বিরোধীদের অভিযোগ প্রমাণিত, দাবি সুজনের। দোষ করলে শুনতে হবে, পাল্টা কুণাল।


পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেউ অশান্তি করলে ফল ভাল হবে না। হুঁশিয়ারি অভিষেকের। সন্ত্রাস ছাড়া ভোট আগে করে দেখান, পাল্টা বিরোধীরা।


বছরের প্রথম দিনই বোমাবিদ্ধ শৈশব। কাঁকিনাড়া, মিনাখাঁ, কালিয়াচক, নানুরের পর কোচবিহার। মাথাভাঙায় বল ভেঙে খেলতে গিয়ে বোমা ফেটে জখম শিশু। ভর্তি হাসপাতালে।


গণতন্ত্রে বিরোধী শক্তিকে মানে না তৃণমূল, আক্রমণ শমীক ভট্টাচার্যের। স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। কটাক্ষ সুজনের।


দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করাই লক্ষ্য। দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার। নিজেই কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করেন, খোঁচা বিজেপির।


বর্ষশেষের রাতে জলপাইগুড়িতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, গ্রেফতার ১।


বর্ষবরণের রাতে দিল্লিতে স্কুটার আরোহী তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল মত্ত যুবকদের বেপরোয়া গাড়ি। মৃত্যু তরুণীর। গ্রেফতার ৫।


নিউটাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার। উধাও গাড়ি ও চালক। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ পড়ুয়াদের।


বর্ষবরণের রাতে ফের আক্রান্ত পুলিশ। নাকা তল্লাশির সময় ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা বেপরোয়া গাড়ির। গুরুতর আহত পুলিশ কর্মী। অভিযুক্ত গাড়ি চালক পলাতক।


প্রথম দিনেই বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রী অসন্তোষ! 


টিকিট ছাড়াই বন্দে ভারত সফর অনেকের! অভিযোগ যাত্রীদের একাংশের। প্রশ্ন নিরাপত্তা নিয়ে।অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা, জানালেন আইআরসিটিসির জেনারেল ম্যানেজার।


স্বাগত ২০২৩। পাহাড় থেকে সাগর, আনন্দে মাতোয়ারা রাজ্য। বছরের প্রথমদিনে পিকনিকের মুডে বাংলা। কল্পতরু উৎসবে ভক্ত সমাগম দক্ষিণেশ্বর, কাশীপুরে।


নতুন বছরে ঊর্ধ্বমুখী পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাড়াল ১৭ ডিগ্রি। থাকবে কুয়াশার দাপট। জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.