West Bengal News Live: বিভীষণের ভূমিকায় কে? সম্মুখসমরে কুণাল-তমোঘ্ন
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের বেআইনি আবাসনে অবিলম্বে জল-বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ হাইকোর্টের। 'বিতর্কিত আবাসনের ২ প্রোমোটার বিধাননগর এলাকায় কোনও নির্মাণ করতে পারবেন না', অন্তর্বর্তী নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।
গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ধমক, সপ্তাহ দুয়েক পর দুঃখপ্রকাশ করলেন মেয়র। গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিল্ডিং বিভাগের বৈঠকে ১৫ নম্বর বরোর এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমক দিয়েছিলেন মেয়র। সূত্রের খবর, ফিরহাদ হাকিম তাঁকে বলেন, হয় আপনি অপদার্থ, না হয় আপনি চোর। আপনার ভুলের জন্যেই এতগুলো প্রাণ গেল। পাশের আইনি বাড়িকে নোটিস, দেখতে পেলেন না বেআইনি নির্মাণ? এই ঘটনার পর, পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ইঞ্জিনিয়ারদের সংগঠন। অভিযোগ ওঠে, স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে বারবার আড়াল করতে পুর আধিকারিকদের দোষারোপ করেন মেয়র। এর সপ্তাহ দুয়েক পর আজ সেই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম।
বুধবার ওয়াটগঞ্জে উদ্ধার খণ্ডবিখণ্ড মৃতদেহ সনাক্ত করল পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, নিহত ওই তরুণীর নাম দুর্গা সরখেল। ৩ দিন আগে তিনি নিখোঁজ হয়েছিলেন। মুখের অংশ দেখে শেষ অবধি সনাক্ত করা হয় তরুণীকে। দেহ উদ্ধারের পরেই ময়নাতদন্তে পাঠিয়েছিল পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। উল্লেখ করা হয়েছে যে, 'দেহ উদ্ধারের ১৮-২০ ঘণ্টা আগে তরুণীকে খুন। খুন নিশ্চিত করার পর কাটা হয় হাত।' তবে সম্পর্কের টানাপোড়েন, না কি অন্য কোনও কারণে খুন? তা এখনও জানা যায়নি। পলাতক তরুণীর স্বামীর খোঁজে পুলিশ।
উত্তর কলকাতার ভোট-যুদ্ধে কে কার 'বিভীষণ'? বিভীষণের ভূমিকায় কে? সম্মুখসমরে কুণাল-তমোঘ্ন। 'তৃণমূল প্রার্থীকে সাহায্য করছেন খোদ বিজেপির উত্তর কলকাতা সভাপতি। তৃণমূলকর্মীদের দেওয়াল ছাড়ছেন বলেও খবর পাচ্ছি', বিজেপির তমোঘ্ন ঘোষ নিয়ে বিস্ফোরক তৃণমূলের কুণাল ঘোষ।
ভোটে বাংলায় কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক। কলকাতায় এলেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক, প্রাক্তন আইএএস অলোক সিন্হা কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসছেন পুলিশের বিশেষ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। ভোটে আগে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
চালসায় গিয়ে গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী। রাস্তা, পানীয় জল নিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ গ্রামবাসীদের। সমস্যা সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর।
মিস্টার ইন্ডিয়া বনাম মিস ইউনিভার্স! প্রচার যুদ্ধে সরগরম শ্রীরামপুর। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেছিলেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। পাল্টা নাম না করে মিস ইউনিভার্স বলে খোঁচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। জবাব দিতে দেরি করেননি সিপিএম প্রার্থী।
দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক বলে মনে হচ্ছে না, মন্তব্য প্রধান বিচারপতির। এনআইএ-কে অবিলম্বে নথি হস্তান্তরের নির্দেশ রাজ্যকে। আহতদের আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ।
নিয়োগ দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়া শুরু করা নিয়ে মুখ্যসচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচী। ২২ মার্চ মুখ্যসচিবকে নোটিস জারি করে কলকাতা হাইকোর্ট। ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করলেও এখনও পর্যন্ত কোনও রিপোর্ট পেশ হয়নি। ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য রাজ্যের কাছে অনুমোদন চায় সিবিআই।
ঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়িতে এবার ত্রাণ নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। সরকারের তরফে ত্রাণ এলেও তা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছচ্ছে না বলে অভিযোগ। মিনি টর্নেডোয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির বার্নিশ ও ধরমপুর। পাশের গ্রাম পুঁটিমারির ক্লাবের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের খাওয়ার ব্যবস্থা। চাঁদা তুলে দুর্গতদের খাওয়ার ব্যবস্থা করেছেন ক্লাবের সদস্যরা। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দ্রুত খাবার পাঠানোর আর্জি।
ঝড়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মী। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ আটকে দিলেন জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগরের বাসিন্দারা। অভিযোগ দেড়শোরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণ এসেছে মাত্র ছয়জনের। এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লে বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করেন স্থানীয়রা।
বাড়ির চারপাশে সিসিটিভি বসিয়েছে পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিংহ। 'ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বাড়িতে নজরদারি চালাচ্ছে পুলিশ। বাড়িতে কারা আসছেন, নজর রাখছে পুলিশ'। হাইকোর্টে অভিযোগ অর্জুন সিংহের আইনজীবীর। মামলার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর।
সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার ঘটনায় আরও ৫ জনকে তলব। সন্দেশখালির রাজবাড়ি এলাকা থেকে দুই মহিলা-সহ ৫ জনকে তলব করল সিবিআই। সিবিআই-এর দফতরে হাজিরা সন্দেশখালির ৫ বাসিন্দার।
ভোটের মুখে সিপিএম-কংগ্রেসকে 'বিজেপির মুখোশ' কটাক্ষ কুণাল ঘোষের। 'এ রাজ্যে বিজেপির মুখোশ হল সিপিএম, কংগ্রেস। ২০২১-এও জোট করে, ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছিল। সিপিএম-কংগ্রেসকে মানুষ শূন্য দিয়েছিল, তৃণমূল একাই বিজেপিকে হারিয়েছিল', বিজেপিকে হারাতে পারে শুধু তৃণমূল, এখানে বিজেপি-বাম-কংগ্রেস এক, পোস্ট কুণাল ঘোষের।
ভোটের মুখে ফের সিএএ সওয়াল শান্তনু ঠাকুরের। সিএএ-র জন্য আবেদন জানাতে অনুরোধ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর। 'সিএএ-র জন্য আবেদন করুন, ডিজিটাল ভেরিফিকেশনের সময় আমরা দেখে নেব। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নাগরিকত্ব দেওয়া হবে। আমি নিজেও আবেদন করব', বললেন শান্তনু ঠাকুর। সিএএ নিয়ে ভাঁওতা, আক্রমণ তৃণমূলের।
শেখ শাহজাহানের বিপুল টাকার উৎস সন্ধানে মরিয়া ইডি। ইডির হাতিয়ার শাহজাহানের সংস্থা 'শেখ সাবিনা ফিশারি'র ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান।
তাঁর 'উত্তরবঙ্গে বিজেপির ঝড়' মন্তব্য নিয়ে আগেই শুরু হয়েছিল তোলপাড়।এবার আরও এক বেলাগাম মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এবার তাঁর মন্তব্য, 'ঝড় হলেই টিএমসির পোয়াবারো'। আর এই নিয়ে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে শোরগোল।
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি। সময় যত গড়াচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে বঞ্চনার অভিযোগের তালিকা। ৩ দিন হতে চলেছে, এখনও বহু জায়গায় ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ। পানীয় জল নেই, খাবার অমিল, বিদ্যুৎহীন এলাকা। ক্ষোভ উগরে দিচ্ছেন ময়নাগুড়ির বাসিন্দারা।
এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে মাদক পাচারের বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। শুধু মাদকই নয় 'মানবপাচারকারী' বলেও শেখ শাহজাহানকে আখ্য়া দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায়। এজেন্সি কী করবে না করবে, এটা যদি আগে বিজেপি নেতারা বলে দেন, তাহলে তো অভিযোগগুলোই কোনও গুরুত্ব থাকে না, কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে শেখ শাহজাহানের শাগরেদ বলে সরাসরি আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। নবজোয়ার যাত্রা চলাকালীন শেখ শাহজাহানের সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বৈঠক হয়েছে বলেও বিস্ফোরক দাবি করলেন তিনি। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
লোকসভা ভোটের মুখে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পন্ডাকে প্রধানমন্ত্রী সম্পর্কে কুৎসিত মন্তব্য করতে শোনা গিয়েছে। এক্স হ্যান্ডলে সেই ভিডিও শেয়ার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পীযূষ পন্ডার মন্তব্যে শুধু প্রধানমন্ত্রীর চরিত্র হননই নয়, পুরো ওবিসি সমাজকে অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগও জানায় বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ পন্ডার বিরুদ্ধে। সেই বিতর্কে এবার রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিল জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন। অভিযোগ সামনে আসার পর তৃণমূল নেতা পীযূষ পন্ডার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তিনদিনের মধ্যে তার জবাব চেয়েছে ওই কমিশন।
আগামী তিনদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের ৫ জেলাতে ৩ দিন তাপপ্রবাহের সতর্কতা। ৬ এপ্রিল বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী তিনদিন বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
মাত্র ২টি সংস্থার মাধ্য়মে গত ১১ বছরে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে ১৩৭ কোটি টাকা। শেখ শাহজাহানকে নিয়ে ব্য়াঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করল ED. ED সূত্রে দাবি, ম্যাগনাম এক্সপোর্টসের পার্টনার অরুণ সেনগুপ্ত বয়ানে জানিয়েছিলেন, ২০২১-২০২৩ পর্যন্ত প্রায় ৩০ শতাংশ চিংড়ি কেনাবেচা ভুয়ো নথি দেখিয়েই হয়েছে। এই প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
প্রেক্ষাপট
ভেড়ির আড়ালে ১১ বছরে অ্যাকাউন্টে ১৩৭ কোটি! শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে কোর্টে বিস্ফোরক ইডি (Enforcement Directorate)। ভুয়ো নথি তৈরি করে কালো টাকা পাচারের অভিযোগ।
শুধু ভেড়ি দখল নয়, মাদক পাচারেও শাহজাহান-যোগের অভিযোগ বিজেপির (BJP)। সুর চড়িয়ে অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। সব জানলে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, পাল্টা তৃণমূল (TMC)।
ভেড়ি জবরদখল থেকে মাদক-মানব পাচারেও শাহজাহানকে আক্রমণে বিজেপি। 'বোঝাই যাচ্ছে কারা করাচ্ছে', পাল্টা কুণাল।
বিজেপি নেতার উপরে হামলা। প্রতিবাদে ক্যানিংয়ে গিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা সওকত।
২ দিন পার। পাশে দাঁড়ানোর প্রতিযোগিতার মধ্যেই ত্রাণের জন্য এখনও জলপাইগুড়িতে (Jalpaiguri) হাহাকার!
নেই জল, নেই খাবার, নেই বিদ্যুৎ। এখনও ত্রাণের অপেক্ষায় দুর্গতরা। কী লাভ হল মুখ্যমন্ত্রী এসে? কারও সর্বনাশ, তৃণমূলের পৌষমাস, কটাক্ষ বিজেপির।
উত্তরবঙ্গে দুর্যোগ। আবাসে কেন্দ্রীয় বঞ্চনাকেই দায়ী করে আক্রমণে মুখ্যমন্ত্রী। ত্রাণ নিয়ে আমরা-ওরার অভিযোগ খারিজ।
ভোটের বাকি আর ১৭দিন। ডায়মন্ড হারবার-আসানসোলে বিজেপি প্রার্থী কে?
প্রার্থী অসন্তোষে, ভগবানগোলায় বিজেপি প্রার্থীর গাড়িতেই হামলা? ভাঙল জানালার কাচ। নেপথ্যে তৃণমূল, দাবি প্রার্থীর। গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি শাসকদলের।
মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী। এবার প্রকাশ্যেই অভিমান দিলীপের।
বিধানসভা ভোটের পরে এবার লোকসভা। ফের অপসারিত তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের আইপিএস-স্বামী। সরানো হল ডিসি সাউথ-ওয়েস্ট থেকে।
ভোটে বাংলায় কমিশনের বিশেষ পর্যবেক্ষক। রাজ্যের জেনারেল অবর্জাভার হলেন প্রাক্তন আইএএস অলোক সিন্হা। পুলিশের বিশেষ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা।
ফেমার পর এবার পিএমএলও। ঘুষের বিনিময়ে প্রশ্ন-বিতর্কে মহুয়ার বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে নতুন মামলা ইডির।
খাদ্য় দফতরের সাব ইন্সপেক্টর পদের নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ।
গার্ডেনরিচে মৃত্যু বেড়ে ১৩। এসএসকেএমে আরও এক আহতের মৃত্যু। বউবাজারে পুরনো বাড়ির ভাঙার সময় বিপত্তি। আশপাশের বাড়িতে ফাটল।
কুলটির চিনাকুড়িতে ইসিএলের খনিতে দুর্ঘটনা। ছিটকে ২ হাজার ২০০ ফুট নীচে পড়ে ২জনের মৃত্যু। কাজ করার সময় মাথায় পড়ল যন্ত্রাংশ। ২জন আহত।
মাঝ চৈত্রেই গরমে হাঁসফাঁস। হাওড়ায় পানীয় জলের সঙ্কট। মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ। আগামী ৩দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -