West Bengal News Live: অধীর-বিজেপি ‘সেটিং তত্ত্ব’ অভিষেকের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে চোখ রাখুন...
‘এজেন্সি দেখিয়ে কতদিন চলবে?’ বিজেপি-কে ফের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতার হুঁশিয়ারির জবাব দিলেন শুভেন্দু। বললেন, ‘টাইট করে ছাড়ব’।
'বাকচায় কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। বিজয় ভূঁইয়ার পরিবারকে নিরাপত্তা দিতে হবে। আসছে এনআইএ, কে বাঁচাবে দেখব। একবালপুর, মোমিনপুর ঠান্ডা হয়েছে, বাকচাও ঠান্ডা হবে। মাথা কাজ করে বলেই ভাইপোর পিসিকে হারিয়ে দিয়েছি। আপনারা সঙ্গে থাকলে প্রাক্তন করে ছাড়ব'। এবার হুঁশিযারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
'চেকবুকে সই করতে বলতেন বাবা, করে দিতাম, বাবাই সব জানে' । সুকন্যার বয়ানকে হাতিয়ার করে কেষ্টর বিরুদ্ধে ইডির চার্জশিট
ময়নায় বিজেপি নেতা খুন, শুভেন্দুকেও জেরার দাবি কুণালের । 'নিহত বিজয়ের নামে তৎকালীন তৃণমূল নেতা কী বলেছিলেন?' নেপথ্যে গভীর চক্রান্তের থাকতে পারে, জেরা করা হোক শুভেন্দুকেও'। বিজেপির আদি-নব্যের বিবাদের অভিযোগ তুলে ট্যুইট কুণালের।'২৬ সেপ্টেম্বর, ২০২০: বিজয় ভূঁইঞার বাড়িতে বোমা তৈরির মশলা পাওয়া গিয়েছিল'
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে মেদিনীপুরে প্রদ্যুৎ স্মৃতি সদনে আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধনে এসে মঞ্চের পিছনে মুখ্যমন্ত্রীর ছবি দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী। সোমবার প্রকাশ্য মঞ্চেই মুখ্যমন্ত্রীর ছবি না দেখে ক্ষুব্ধ হন রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া।
পঞ্চায়েত ভোটের আগে ময়নায় বুথ সভাপতিকে খুনের ঘটনায় সুর চড়াচ্ছে বিজেপি। খুনের প্রতিবাদ ও সিবিআই তদন্তের দাবিতে আজ বিকেলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ময়না ব্রিজ থেকে শুরু হবে মিছিল। মল্লিক মোড়, হোগলাবাড়ি হয়ে ময়নার বিডিও অফিসের সামনে মিছিল শেষ হবে। প্রতিবাদ মিছিলে থাকবেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল-সহ বিজেপির জেলা নেতৃত্ব।
‘কে গুলি চালাল, তদন্ত হওয়া উচিত’। কালিয়াগঞ্জে রাজবংশী যুবক খুনের ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। ‘আমি শুনেছি ওই গ্রাম বিএসএফ নিয়ন্ত্রণ করে’।
‘অনেক জায়গায় বিএসএফ অত্যাচার করছে’। মালদার প্রশাসনিক বৈঠকে অভিযোগ মুখ্যমন্ত্রীর। ‘পুলিশকে মারছে, এতো সাহস হয় কীভাবে?’
মালদার প্রশাসনিক বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
বিষ্ণুপুর আইসিডিএস (সুপারভাইজার) পদের জন্য পিএসসিকে পরীক্ষা নেওয়ার নির্দেশ। সুযোগ না পাওয়া মামলাকারী আইসিডিএস কর্মীদের নতুন করে পরীক্ষা নেবে পিএসসি। আইসিডিএস ডিরেক্টরের সশরীরে হাজিরার পর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ২০২২ সালে বিষ্ণুপুরে (প্রমোশন বাই সিলেকশন) পদের লিখিত পরীক্ষা হয়
নিয়োগ দুর্নীতির মামলায় নিম্ন আদালতের পর এবার হাইকোর্টেও প্রশ্নের মুখে সিবিআই। 'যে বা যাঁরা এই মামলার মূল সুবিধাভোগী, তারা কি গ্রেফতার হয়েছেন?', প্রশ্ন বিচারপতির। তীর্থঙ্কর ঘোষের আদালতে এই মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল খালেকের জামিনের আবেদনের পর হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই
ডিএ-র দাবিতে এবার হরিশ মুখার্জি রোডে মিছিলের ডাক সরকারি কর্মীদের। ৬ মে হরিশ মুখার্জি রোডে মিছিলে সায় নেই প্রশাসনের। এদিকে,
প্রশাসন ৩টি বিকল্প রুট দিলেও সায় নেই আন্দোলনকারীদের। যদিও শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশে বিজয়কৃ্ষ্ণ ভুঁঁইয়ার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত চলছে । এর আগে দেহ বের করা নিয়ে তমলুক হাসপাতালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। হাসপাতালের মর্গের বাইরে বিজেপির বিক্ষোভ। অভিযোগ, হাসপাতাল থেকে বিজেপি নেতার দেহ বের করা নিয়ে টালবাহানা করছে পুলিশ।
ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে আড়াই দিন পর প্রথম গ্রেফতার। ধৃত মিলন ভৌমিক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিজয়কৃষ্ণর গ্রাম গোড়ামহলেরই বাসিন্দা মিলন। গতকাল গভীর রাতে তৃণমূল নেতাকে গ্রেফতার করে ময়না থানার পুলিশ।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য টালিগঞ্জ-নিউ গড়িয়া রুটে মেট্রোর সময় বদল। টালিগঞ্জ-নিউ গড়িয়া পর্যন্ত শনি-রবিবার মেট্রোর সময় পরিবর্তন
৮ জুন পর্যন্ত প্রতি শনি, রবিবার সকাল ১০টায় শুরু হবে পরিষেবা। শুধুমাত্র টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রোর সময় বদল । পরশু থেকে ৮ জুন পর্যন্ত সকাল ১০টায় শুরু হবে মেট্রোর পরিষেবা
রাজ্যে অশান্তি তৈরির চেষ্টার অভিযোগ মুখ্যমন্ত্রীর, এবার নিশানায় দিল্লি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'দিল্লি থেকে ২০-২৫ জন এসে একটি মিটিং করেছে''শুধু ধর্মীয় নয়, জাতিগত হিংসার ছক কষা হচ্ছে'। মালদার প্রশাসনিক সভা থেকে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। টাকা ছড়িয়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
ফের অভিষেকের নিশানায় অধীররঞ্জন চৌধুরী। অধীর-বিজেপি ‘সেটিং তত্ত্ব’ অভিষেকের। ‘তৃণমূলের ২২ সাংসদ, বিজেপির ১৮ সাংসদ, কংগ্রেসের ২ সাংসদ। কংগ্রেসের ২ সাংসদ বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। অমিত শাহের অধীনস্থ সিআরপিএফের নিরাপত্তা পান অধীর। অধীর দিদির পুলিশ চান না, শাহের পুলিশ চান’, তলায় তলায় সেটিং আছে, অভিযোগ অভিষেকের।
মালদায় বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগে বেরিয়ে ক্ষোভের মুখে। অভিষেককে ঘিরে ধরে দুর্নীতির অভিযোগ। ক্ষোভ জানালেন তৃণমূল কর্মী-সমর্থকরাই।
শিক্ষা দুর্নীতির প্রতিবাদে কৃষ্ণনগরে ডিওয়াইএফআই অভিযানে ধুন্ধুমার। পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙলেন আন্দোলকারীরা। জেলা পরিষদ অফিসের সামনে বাম বিক্ষোভে তুলকালাম। জেলা পরিষদ অফিসের সামনে লোহার ব্যারিকেড টপকানোর চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম আন্দোলনকারীদের। কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযানে উত্তেজনা।
তাপস মণ্ডল বর্ণিত 'কালীঘাটের কাকু'র ডেরায় সিবিআই। বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়ি ও ফ্ল্যাটে সিবিআই হানা। নিয়োগ-দুর্নীতিকাণ্ডে 'কালীঘাটের কাকু'র বাড়িতে সিবিআই। সুজয়ের স্ত্রীকে নিয়ে ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি ঘিরে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।
প্রাথমিকে চাকরি বিক্রির জন্য কুন্তলের থেকে টাকা পৌঁছয় সুজয়কৃষ্ণর কাছে, দাবি সিবিআই সূত্রের।
ফের বকেয়া ডিএ-র দাবিতে পথে আন্দোলনকারীরা। কো-অর্ডিনেশন কমিটির নবান্ন অভিযান। হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল।
তিহাড়েই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। আসানসোল জেলে স্থানান্তরের আবেদন খারিজ। অনুব্রতর আবেদন খারিজ করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। অনুব্রতর আবেদন ভিত্তিহীন, জানাল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।
ফের বকেয়া ডিএ-র দাবিতে পথে আন্দোলনকারীরা। কো-অর্ডিনেশন কমিটির নবান্ন অভিযান। হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল।
অ্যাকশনের মেজাজে কলকাতায় চিরঞ্জিবী। তেলুগু ফিল্ম ভোলা শঙ্করের শ্যুটিংয়ে কলকাতায় এলেন তিনি। ১০ মে পর্যন্ত চলবে শ্যুটিং। চিরঞ্জিবীর সঙ্গে শ্যুটিং করছেন তমান্না ভাটিয়া।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রায়গঞ্জের বিধায়ক। ২০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কল্যাণী গ্রুপের অফিসেও হানা। ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে যাওয়া হয়। কল্যাণী গ্রুপের কর্পোরেট অফিসে>
উত্তপ্ত ময়নার বাকচা গ্রাম। গ্রামে ঢোকার সময় পুলিশের গাড়িকে বাধা। স্থানীয়দের বাধায় গ্রাম থেকে ফিরল পুলিশ।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার গোপন জবানবন্দি রেকর্ড। গোপন জবানবন্দি রেকর্ড করাল সিবিআই। নাইসা আধিকারিক পঙ্কজ বনশলের গোপন জবানবন্দি রেকর্ড। ওএমআর শিট কারা নষ্ট করার নির্দেশ দিল, তা জানতে গোপন জবানবন্দি রেকর্ড। কোন সিন্ডিকেটে কারা, কারা কাদের কাছে নির্দেশ পাঠাত, তা জানতেও রেকর্ড করা হল গোপন জবানবন্দি।
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতেও সিবিআই। পর্ণশ্রীতে ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারের বাড়িতে হানা। বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়কের অফিস সামলাতেন পার্থ ওরফে ভজা। মহেশতলায় পার্থ-ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও সিবিআই।
নিয়োগ-দুর্নীতিকাণ্ডে 'কালীঘাটের কাকু'র বাড়িতে সিবিআই। সুজয়ের স্ত্রীকে নিয়ে ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি ঘিরে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। প্রাথমিকে চাকরি বিক্রির জন্য কুন্তলের থেকে টাকা পৌঁছয় সুজয়কৃষ্ণর কাছে, দাবি সিবিআই সূত্রের।
'কালীঘাটের কাকু'র বাড়িতে সিবিআই। বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে সিবিআই হানা।
SSC নিয়োগ দুর্নীতি তদন্তে এই প্রথম কারও গোপন জবানবন্দি রেকর্ড করাল সিবিআই। সূত্রের খবর, OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা-র আধিকারিক পঙ্কজ বনশলের গোপন জবানবন্দি রেকর্ড করাতে চেয়ে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানানো হয়।
কলকাতায় আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। কোথাও কোথাও বইবে দমকা ঝোড়ো হওয়া। দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ফের ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ।
আজ থেকে আবহাওয়ায় পরিবর্তন। কাল থেকে বাড়বে তাপমাত্রা। শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। মঙ্গলবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বঙ্গোপসাগরে।
সূত্রের খবর, হেমন্ত শর্মার একটি ল্যাপটপ, মোবাইল ফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন আয়কর অফিসাররা। গতকাল সকাল ৮টা নাগাদ কৃষ্ণ কল্যাণীর বিজনেস পার্টনার হেমন্ত শর্মার বাড়ি ও অফিসে আয়কর হানা শুরু হয়। রাতে হেমন্তের বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
২৪ ঘণ্টা পার। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক অংশীদার, তৃণমূল নেতা হেমন্ত শর্মার মালদার ইংরেজবাজারের বাড়িতে এখনও চলছে আয়কর দফতরের তল্লাশি অভিযান।
মৃত বিজেপি নেতার পরিবারের তরফে ৩৪ জনের নামে FIR করা হয়েছিল। ধৃত তৃণমূল নেতার নাম ছিল ২৬ নম্বরে। এছাড়া, FIR-এ আরও ২৫-৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির উল্লেখ ছিল। বাকি হামলাকারীদের খোঁজ চালাচ্ছে ময়না থানার পুলিশ।
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁঁইয়াকে খুনের ঘটনায় আজ ময়নার বাকচায় যাচ্ছে জাতীয় এসসি কমিশন। ইতিমধ্যেই বিজেপির তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে ময়নায় বিজেপি নেতাকে খুনের ঘটনায় সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। আজ বিকেলে শুভেন্দু অধিকারীর ডাকে ময়না ব্রিজ থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল।
ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে আড়াই দিন পর প্রথম গ্রেফতার। ধৃত মিলন ভৌমিক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিজয়কৃষ্ণর গ্রাম গোড়ামহলেরই বাসিন্দা মিলন। গতকাল গভীর রাতে তৃণমূল নেতাকে গ্রেফতার করে ময়না থানার পুলিশ। খুনের সময় তৃণমূল নেতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে পুলিশের অনুমান।
ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে প্রথম গ্রেফতার। ধৃত তৃণমূল নেতা মিলন ভৌমিক। গভীর রাতে গ্রেফতার, আজ তোলা হবে আদালতে। বাকি হামলাকারীদের খোঁজে পুলিশ।
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুন হওয়ার পর থেকে আতঙ্কে থমথমে ময়নার বাকচা গ্রাম। এখনও খুনিরা ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষ।
প্রেক্ষাপট
দ্বিতীয়বার ময়নাতদন্তে (post mortem) হাইকোর্টের (highcourt) নির্দেশের পরেও টানাপোড়েন। তমলুক মেডিক্যাল (Tamluk Medical) থেকে দেহ ছাড়তে দেরি হওয়ার অভিযোগে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা।
গুলিতেই মৃত্যু ময়নার (Moyna) বিজেপি নেতার (BJP Leader), জানাল রাজ্য। ২ দিন পরেও অধরা অভিযুক্তরা। হাতে স্যালাইনের চ্যানেল নিয়েই হাইকোর্টে মৃতের স্ত্রী।
ময়নায় রড-বাঁশ দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের।
নেতা খুন, বিজেপির বনধ ঘিরে ময়নায় ধুন্ধুমার। পুলিশের লাঠিচার্জ। সরকারি দফতর বন্ধ করলেন দিন্দা। ব্যর্থ বন্ধ, পাল্টা কটাক্ষ কুণালের (Kunal Ghosh)।
পটাশপুরে বিক্ষোভ-অবরোধ। সিভিক ভলান্টিয়ার (civic volunteer) দিয়ে হামলার অভিযোগ শুভেন্দুর। সিভিক তো সিভিকের কাজ করবেই, পাল্টা চন্দ্রিমা।
কালিয়াগঞ্জে (Kaliagunjcvg) গুলিতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু মেনেও পুলিশের গুলিতে কিনা, এখনও বলতে পারল না রাজ্য। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের।
ভরদুপুরে বজবজে চলন্ত বাইক থেকে শ্যুটআউট (shootout)! আলিপুর কোর্ট (Alipore Court) থেকে ফেরার পথে খুনের মামলায় অভিযুক্তকে গুলি। কাকদ্বীপ থেকে একজন গ্রেফতার।
২ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি থেকে কলকাতা। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কৃষ্ণ কল্যাণীর বাড়ি-অফিস-কারখানায় আয়কর অভিযান। সকাল থেকে তল্লাশি।
আয়কর নজরে রায়গঞ্জের বিধায়ক। বিজনেস পার্টনার তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়িতেও হানা। শিলিগুড়িতে রিয়েল এস্টেট সংস্থার অফিসেও অভিযান।
কার বাড়িতে অভিযান হবে, কী করে বলছেন আগেভাগেই! শুভেন্দুর হুঁশিয়ারির প্রসঙ্গ টেনে আক্রমণে কুণাল। দোষ না করলে ভয় কীসের, পাল্টা বিজেপি।
পুলিশি পাহারায় বাসে করে দুর্নীতির প্রমাণ সরিয়ে ফেলার সন্দেহ প্রকাশ করে ট্যুইট শুভেন্দুর। কলকাতার সিপির মানহানির অভিযোগে মামলা। ২০ মে শুভেনদুকে হাজিরার নির্দেশ আদালতের।
কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির এবার মালদা। অভিষেকের সামনেই ব্যালট চুরির অভিযোগ। তৃণমূলকর্মীদের মধ্যে হাতাহাতি।
জনসংযোগ যাত্রার দশম দিনে মালদায় আজ অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা। ব্যর্থ কর্মসূচি, তাই নামছেন নিজেই, কটাক্ষ বিজেপির।
২ কর্মীকে বেআইনিভাবে বদলির অভিযোগে খাদ্য ভবনে সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভ। কর্মবিরতির ডাক। যে দলেরই হোক, পাশে আছি, বার্তা শুভেন্দুর।
পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের মেয়ো রোডে ধর্নায় মহিলা তৃণমূল কংগ্রেস। শুধুই লোক দেখানো, কটাক্ষ সেলিমের।
পর্ষদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল মানিকের হাতে। টেট পাস না করেই ৩ জেলায় ৩৬ জনকে শিক্ষকের চাকরি! সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআইয়ের।
বন সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি, প্যানেল অবৈধ বলল হাইকোর্ট। ২ মাসের মধ্যে নতুন করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দেশ হাইকোর্টের। জানাতে হবে ওয়েবসাইটে।
শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। সোমবারের মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। সতর্ক থাকার নির্দেশ সরকারের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -