West Bengal News Live: গড়ফায় দিনেদুপুরে ডাকাতি, হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 05 May 2023 11:04 PM
West Bengal News Live: গরুপাচার মামলায় ৭৭ কোটির হদিশ

গরুপাচার মামলায় ৭৭ কোটির হদিশ। অনুব্রত ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে জমা প্রায় ১৩ কোটি টাকা। ব্যবসা চালাতেন মেয়ে, বয়ান অনুব্রতর। বাবার নির্দেশেই কাজ, বয়ান সুকন্যার, ইডি সূত্রে খবর।

WB News Live Updates: কালিয়াগঞ্জে নিহত রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সঙ্গে দেখা করল জাতীয় এসসি কমিশন

কালিয়াগঞ্জে নিহত রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সঙ্গে দেখা করল জাতীয় এসসি কমিশন

West Bengal News Live: আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত

আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। যা পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকায়। জানালা আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী বুধবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 

WB News Live Updates: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ বাঙালি জওয়ান

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ বাঙালি জওয়ান
শহিদ জওয়ানের নাম সিদ্ধান্ত ছেত্রী
প্যারা কমান্ডো সিদ্ধান্ত দার্জিলিংয়ের পালবাজারের বাসিন্দা

West Bengal News Live: গড়ফায় দিনেদুপুরে ডাকাতি, হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট

গড়ফায় দিনেদুপুরে ডাকাতি। হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট। নগদ ৩০ হাজার টাকা ও গয়না হাতিয়ে চম্পট দুষ্কৃতীদের, অভিযোগ গৃহিণীর

WB News Live Updates:পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমাতঙ্ক, বোমা উদ্ধার, অস্ত্র সহ গ্রেফতার

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমাতঙ্ক, বোমা উদ্ধার, অস্ত্র সহ গ্রেফতার। নদিয়ার চাকদায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের দোকানের সামনে বোমাতঙ্ক। দক্ষিণ ২৪ পরগনার বেলেদুর্গানগরে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের ট্রাক্টরের নীচ থেকে উদ্ধার বোমা। নদিয়া ভেনপুরে অস্ত্র ও কার্তুজ সহ ধৃত এক দুষ্কৃতী। 

West Bengal News Live: নদিয়ার চাকদায় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের দোকানের সামনে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল

নদিয়ার চাকদায় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের দোকানের সামনে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সকালে দোকান খুলতেই সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তৃণমূল পরিচালিত কল্যাণী পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ হাবিব মণ্ডল। ব্যাগে ৬টি বোমা রাখা ছিল। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।  পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরোধীরা অশান্তি তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। তৃণমূলেরই ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে, পাল্টা দাবি করেছে বিজেপি। 

WB News Live Updates: মালদা তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যেl, বিনোদপুরের পর ইংরেজবাজারের কাজিগ্রাম

মালদা তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। বিনোদপুরের পর ইংরেজবাজারের কাজিগ্রাম। স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশের। ৭দিনের মধ্যে দ্বন্দ্ব মেটাতে নির্দেশ অভিষেকের।

West Bengal News Live: মালদার পর তৃণমূলে জনজোয়ার কর্মসূচিতে মুর্শিদাবাদে পৌঁছলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়

মালদার পর তৃণমূলে জনজোয়ার কর্মসূচিতে মুর্শিদাবাদে পৌঁছলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ফরাক্কা, সুতির পর রঘুনাথগঞ্জে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  জনসংযোগ সারতে দিনাজপুরের মতো ফের উঠলেন গাড়ির ছাদে। 

WB News Live Updates: মালদার চাঁচোলে মালাহার স্টেশনে ট্রেনে আগুন

মালদার চাঁচোলে মালাহার স্টেশনে ট্রেনে আগুন। আতঙ্ক রেলযাত্রীরা। ট্রেনটি কাটিহার থেকে মালদা আসছিল। এই ঘটনার জন্য বন্দে ভারত এক্সপ্রেসকে মালদার ভালুকায় স্টেশনে প্রায় ৩০ মিনিটের বেশি সময় আটকে থাকতে হয়।

West Bengal News Live: গরুপাচার মামলায় চার্জশিটে সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তি উল্লেখ করল ইডি

 গরুপাচার মামলায় চার্জশিটে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তি উল্লেখ করল ইডি। 

WB News Live Updates: বঞ্চনার অভিযোগে ফের মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

বঞ্চনার অভিযোগে ফের মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live: কনভয়ের 'গাড়ির ধাক্কায় মৃত্যু' অভিযোগে কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ের (Suvendu's convoy) গাড়ির ধাক্কায় একজনের মৃত্যুর অভিযোগ। অভিযুক্ত গাড়িচালক আনন্দ কুমার পাণ্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। শুভেন্দুকে গ্রেফতারির দাবিতে সোহম, দোলা, বীরবাহা হাঁসদা, দেবাংশুর নেতৃত্বে চণ্ডীপুরে মিছিল তৃণমূলের। যদিও ‘এমন কোনও ঘটনা ঘটেনি’, দাবি রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

WB News Live Updates: এলাকা দখল ঘিরে বেলেঘাটাকাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত রাজু নস্কর

এলাকা দখল ঘিরে বেলেঘাটাকাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত রাজু নস্কর

West Bengal News Live: কালো টাকা সাদা করতে একের এক অভিনব ছক অনুব্রতর!

কালো টাকা সাদা করতে একের এক অভিনব ছক অনুব্রতর!
'নানা হাত ঘুরে কেষ্টর অ্যাকাউন্টে জমা হত গরুপাচারের টাকা'
'ব্যবহৃত হয়েছে সব্জি বিক্রেতা থেকে কাউন্সিলর, স্কুল শিক্ষক থেকে তৃণমূল কর্মীর অ্যাকাউন্ট'
'সায়গলকে দিয়ে মোটা টাকা কমিশন তুলতেন অনুব্রত'
জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তৃণমূল কর্মী ও রাইস মিলের মালিক রাজীব বন্দ্যোপাধ্যায়, দাবি ইডির

WB News Live Updates: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় একজনের মৃত্যুর অভিযোগ

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় একজনের মৃত্যুর অভিযোগ
অভিযুক্ত গাড়িচালক আনন্দ কুমার পাণ্ডেকে গ্রেফতার করেছে পুলিশ
ধৃতের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

West Bengal News Live: 'আগামী ভোটের আগে সব বিরোধী দল এক হয়ে যান' এককাট্টা হওয়ার বার্তা তৃণমূল নেত্রীর

বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলকে এককাট্টা হওয়ার বার্তা তৃণমূল নেত্রীর
'আগামী ভোটের আগে সব বিরোধী দল এক হয়ে যান'
'একের বিরুদ্ধে এক প্রার্থী দিন'
'যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করুক'
'একসঙ্গে কাজ করার চেষ্টা করুন, আমার আপত্তি নেই'
মুর্শিদাবাদের সভা থেকে বার্তা তৃণমূল নেত্রীর

WB News Live Updates: সিবিআই তদন্তের দাবিতে অনড় ময়নার নিহত বিজেপি নেতার পরিবার

সিবিআই তদন্তের দাবিতে অনড় ময়নার নিহত বিজেপি নেতার পরিবার। পুলিশের ওপর তাঁদের কোনও আস্থা নেই। ফের প্রশাসনের ভূমিকায় ক্ষোভপ্রকাশ বিজয়কৃষ্ণ ভুঁইয়ার পরিবারের। গতকাল হাইকোর্টের নির্দেশে আলিপুর কমান্ড হাসপাতাল বিজয়কৃষ্ণের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। গতকাল রাতেই গ্রামে পৌছায় দেহ। আজ বিজয়কৃষ্ণের শেষকৃত্য করে পরিবার। 

West Bengal News Live: অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির

অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির
‘শক্তিগড়ে কোথায় দাঁড়াবে অনুব্রতর কনভয়, কোন দোকানে ব্রেকফাস্ট, আগেই জানিয়ে দিয়েছিলেন জেলের এক আধিকারিক!’

WB News Live Updates: বকেয়ার দাবিতে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

বকেয়ার দাবিতে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। ‘চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে কোনও টাকা দেবে না কেন্দ্র। কেন্দ্রের বিরুদ্ধে বাংলা লড়াই করে বলে টাকা দেবে না’। মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর 

West Bengal News Live:: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অব্যাহত ভয়াবহ ভাঙন

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অব্যাহত ভয়াবহ ভাঙন। একটু একটু করে এগিয়ে আসছে গঙ্গা। গিলে খাচ্ছে জমি বাড়ি। আজ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। ভাঙন রোধে ১০০ কোটি টাকা দেবে রাজ্য। ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা উদ্ধার। নদিয়ার চাকদায় ব্যাগভর্তি বোমা উদ্ধার। পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের দোকানের সামনে বোমা উদ্ধার। 

‘চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে কোনও টাকা দেবে না কেন্দ্র' দাবি মমতার

‘চব্বিশের ভোট পর্যন্ত বাংলাকে কোনও টাকা দেবে না কেন্দ্র। কেন্দ্রের বিরুদ্ধে বাংলা লড়াই করে বলে টাকা দেবে না। বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই মেরে দাও। এজেন্সিকে বিজেপি বলছে ধামাকা করে দাও। এই সব করে ভোট পাবেন না', দাবি মমতার

WB News Live Updates: ইডির চার্জশিটে বাবা ও মেয়ের বয়ানে ভিন্ন সুর

ইডির চার্জশিটে বাবা ও মেয়ের বয়ানে ভিন্ন সুর! মণীশ কোঠারির পরামর্শেই মেয়ের সঙ্গে ব্যবসা চালাতেন, চার্জশিটে বয়ান অনুব্রতর, দাবি ইডি-র। কেন্দ্রীয় এজেন্সির দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে ১০-১২ বার লটারিতে টাকা জিতেছেন। জমি কেনাবেচার কাজে মিলত কমিশন, আয়ের উৎস নিয়ে জেরায় জানিয়েছেন অনুব্রত, চার্জশিটে উল্লেখ ইডি-র। চালকলের ব্যবসা থেকেও রোজগার, দাবি অনুব্রতর, খবর ইডি সূত্রে

West Bengal News Live: রাতের কলকাতার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শনে বেরোলেন কলকাতার পুলিশ কমিশনার

রাতের কলকাতার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শনে বেরোলেন কলকাতার পুলিশ কমিশনার। গড়িয়া হাট তিলজলা, ওয়াটগঞ্জ সহ বেশ কয়েকটি থানায় যান বিনীত গোয়েল। নিরাপত্তা, যান চলাচল সহ একাধিক বিষয়ে কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।  

WB News Live Updates: বোলপুরে মিছিল করল সামাজিক মর্যাদা রক্ষা কমিটি

বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে নোবেলজয়ী অর্মত্য সেনকে অসম্মান করার অভিযোগ। প্রতিবাদে মিছিল করল সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। মিছিলে সামিল হন অধ্যাপক, আশ্রমিক, চিকিৎসক, দিনমজুর সহ বীরভূমের বিভিন্ন স্তরের মানুষ। প্রতীচী থেকে মিছিল শুরু হয়ে বিশ্বভারতীর প্রথম গেটে গিয়ে শেষ হয়। সেখানেই রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের আয়োজন করা হয়। এদিন প্রতীচীর সামনে মানববন্ধনও করেন তাঁরা। 

West Bengal News Live: পুরসভায় নিয়োগ-দুর্নীতি মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য

পুরসভায় নিয়োগ-দুর্নীতি মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এক সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে মামলা হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট। মামলার শুনানি হবে সোমবার। 

WB News Live Updates: আলিপুরের কম্য়ান্ড হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত হল ময়নার নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার

আলিপুরের কম্য়ান্ড হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত হল ময়নার নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার। কম্য়ান্ড হাসপাতালের ৪ ফরেন্সিক এক্সপার্ট, অটোপসি সার্জেন এবং রাজ্য় সরকারের ২ ফরেন্সিক বিশেষজ্ঞ নিয়ে তৈরি হয় বোর্ড। ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন নিহতের ছেলে। গোটা ঘটনার ভিডিওগ্রাফি হয়।

West Bengal News Live: গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্টে ২০৪ পাতার চার্জশিট পেশ ED-র

গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্টে ২০৪ পাতার চার্জশিট পেশ করল ED। চার্জশিটে দাবি, ২০১৫-১৬ সাল থেকেই অনুব্রত মণ্ডলের পরিবারের আয় বাড়তে শুরু করেছিল। বাংলাদেশে গরু পাচার এবং তাতে সুরক্ষা দেওয়ার মতো অপরাধমূলক কাজের টাকা জমা পড়েছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অনেক বিধায়ক এবং তৃণমূল নেতা, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের মোবাইল ফোন মারফৎ অনুব্রতর সঙ্গে যোগাযোগ রাখতেন। আসল লটারি বিজেতাদের থেকে নগদে ২ কোটি টাকার লটারি কিনেছিলেন অনুব্রত। সরকারি স্কুলের শিক্ষিকা হলেও, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার উৎস সম্পর্কে বলতে পারছেন না অনুব্রত কন্য়া সুকন্যা। 

WB News Live Updates: ইডির চার্জশিটে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তির উল্লেখ

ইডির চার্জশিটে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তির উল্লেখ, খবর সূত্রের। সায়গলের মোবাইলে আসা একাধিক ফোন কলের রেকর্ড নিয়ে প্রশ্নের উত্তরে বিস্ফোরক স্বীকারোক্তি, খবর সূত্রের। গরুপাচারকারীরা তাঁর ফোনের মাধ্যমেই কথা বলত অনুব্রতর সঙ্গে, স্বীকারোক্তি সায়গলের, খবর সূত্রের। একাধিক তৃণমূল বিধায়ক, নেতা, এমনকী পুলিশ অফিসাররাও অনুব্রতর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ফোন করতেন, দাবি সায়গলের। চার্জশিটে জমা দেওয়া হয়েছে সায়গল ও গরু পাচারকারীদের সঙ্গে কথোপকথনের কল রেকর্ড, চার্জশিটে উল্লেখ, খবর সূত্রের

West Bengal News Live: মে মাসে ফের তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আছড়ে পড়বে কি ‘মোকা’?

মে মাসে ফের তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আছড়ে পড়বে কি ‘মোকা’? এখন এই প্রশ্ন ভাবাচ্ছে আবহবিদদের। আবহাওয়া দফতর সূত্রে খবর, কাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সোমবার নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগোবে মধ্য বঙ্গোপসাগরের দিকে। মঙ্গলবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর দিকে। যদিও এর গতিপথ কী হতে চলেছে? তা এখনও বলতে নারাজ মৌসম ভবন। যদিও বিভিন্ন আন্তর্জাতিক মডেল অনুসারে প্রাথমিকভাবে উত্তরমুখী হয়ে পরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়। তখন এর অভিমুখ দক্ষিণ পূর্ব বাংলাদেশ বা মায়ানমার উপকূল হতে পারে বলে জানাচ্ছে আন্তর্জাতিক মডেল। সেক্ষেত্রে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই এটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

WB News Live Updates: DA-র দাবিতে এবার, হরিশ মুখার্জি রোড দিয়েও মিছিল করতে পারবেন সরকারি কর্মীরা

DA-র দাবিতে এবার, হরিশ মুখার্জি রোড দিয়েও মিছিল করতে পারবেন সরকারি কর্মীরা। নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এদিকে, ডিএ-র দাবিতে বৃহস্পতিবার পথে নামে কো অর্ডিনেশন কমিটি। দুটো জেলা পরিষদের সামনে বিক্ষোভ দেখায় সিপিএমের ছাত্র-যুব সংগঠন। 

West Bengal News Live: অমর্ত্য সেনের জমি মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল বিশ্বভারতী

অমর্ত্য সেনের জমি মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল বিশ্বভারতী। শনিবারের মধ্যে জমি খালি করার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট। অন্যদিকে, বিশ্বভারতীর উচ্ছেদ-নোটিসের বিরোধিতায় শনিবার থেকে প্রতীচী বাড়ির কাছে দুদিনের প্রতিবাদ সভার প্রস্তুতি শুরু হয়েছে। তার বিরোধিতা করে প্রশাসনকে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

WB News Live Updates: আজ শেষকৃত্য ময়নার মৃত বিজেপি কর্মীর

দীর্ঘ টানাপোড়েনের পর দ্বিতীয় ময়নাতদন্ত। কমান্ড হাসপাতালে থেকে রাতেই কড়া পুলিশি পাহারায় দেহ নিয়ে যাওয়া হল ময়নায়। আজ শেষকৃত্য।

প্রেক্ষাপট

দীর্ঘ টানাপোড়েনের পর দ্বিতীয় ময়নাতদন্ত। কমান্ড হাসপাতালে থেকে রাতেই কড়া পুলিশি পাহারায় দেহ নিয়ে যাওয়া হল ময়নায়। আজ শেষকৃত্য। 


বিজেপি নেতা খুনের পরে ফের উত্তপ্ত ময়না। শুভেন্দুর সভার পরেই বিজেপি কর্মীদের উপর হামলা। হাসপাতালে একজন ভর্তি। 


বিজেপি নেতা নৃশংস খুনে এখনও উত্তাল ময়না। প্রতিবাদে ফের পথে শুভেনদু। 


বিজেপি নেতা খুন, অন্তর্দ্বন্দ্বের অভিযোগে পুরনো ভিডিও ট্যুইট করে শুভেন্দুকেই জেরার দাবি কুণালের। মমতার লিখে দিয়েছিলেন, তাই পড়েছিলাম, পাল্টা শুভেন্দু। 


বিজেপি নেতা খুনে ফুঁসছে ময়না। স্থানীয়দের বাধায় গ্রামে ঢুকতেই পারল না পুলিশ। তদন্ত নিয়ে পুলিশকে জাতীয় এসসি কমিশনের ধমক। 


কালিয়াগঞ্জে কার গুলিতে মৃত্যুঞ্জয় খুন, এখনও ধোঁয়াশা। গ্রাম নিয়ন্ত্রণ 
বিএসএফ নিয়ন্ত্রণ করে, অত্যাচারও চালায়, ইঙ্গিতপূর্ণ অভিযোগ মুখ্যমন্ত্রীর। 


শুধু ধর্মীয় নয়, এবার জাতিগত হিংসায় চক্রান্তের বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। 


ব্যালট নিয়ে বিশৃঙ্খলার পরে এবার দুর্নীতি নিয়ে তৃণমূলকর্মীদেরই ক্ষোভের মুখে অভিষেক। 


এবার মালদায় অভিষেকের মঞ্চে মমতা। নিশানায় বিজেপি। জমি হারিয়ে বেসামাল, কটাক্ষ দিলীপের। 


নিউটাউন, নিউ ব্যারাকপুর থেকে মহেশতলা, পর্ণশ্রী। একদিনে পার্থ ঘনিষ্ঠ ৪জনের বাড়িতে সিবিআই। তাপস বর্ণিত কালীঘাটের কাকুর বাড়িতেও অভিযান। 


নিয়োগ থেকে গরুপাচার-এজেন্সি নিয়ে ফের সুর চড়ালেন মমতা। নতুন সরকার এলে সব প্রত্যাহার হবে বলে দাবি। প্রাক্তন করেই ছাড়ব, পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর। 


কৃষ্ণ কল্যাণীর বাড়ি-অফিস-কারখানায় ম্যারাথন আয়কর অভিযান। ৩০ ঘণ্টা ধরে তল্লাশি। আয়কর অফিসাররা বেরোতেই অনুগামীদের বিজয় উল্লাস। 


গরুপাচারের কালো টাকাতেই কোটি কোটির সম্পত্তি। চক্রের বিবরণ দিয়ে কেষ্টর বিরুদ্ধে ২০৪ পাতার ইডির চার্জশিট। হাতিয়ার সুকন্যার দেওয়া বয়ান। 


গরুপাচার মামলায় গ্রেফতার সুকন্যা। আপনাদের কি বিবেক বলে কিছু নেই? কোর্টেই ইডির উদ্দেশে ক্ষোভ কেষ্টর। মিলল মেয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি। 


বকেয়া ডিএর দাবিতে হরিশ মুখার্জি রোডে মিছিলের ডাক সরকারি কর্মীদের। শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের। স্পর্শকাতর বলে খারিজ রাজ্যের সওয়াল। 


জমি-বিতর্কে কোর্টে অমর্ত্য সেনের স্বস্তি। উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। জেলা আদালতে মামলার নিষ্পত্তি পর্যন্ত হস্তক্ষেপে নিষেধাজ্ঞা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.