West Bengal News Live: 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিদিগিরি আমি বরদাস্ত করব না' কোচি থেকে কলকাতায় ফিরেই রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী

Get the latest West Bengal News and Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 06 May 2024 10:34 PM
West Bengal News Live Updates: চাকরি দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের, চাকরি বাতিল ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

'বাংলায় মন্ত্রীর ঘর থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এত টাকা আসে কোথা থেকে, কার টাকা? এই টাকা বাংলার মানুষের টাকা, চাকরি দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের। চাকরি বাতিল ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। '২ কোটি চাকরি দেবে বলেছিল, উল্টে ২৬ হাজার চাকরি খেয়ে নিয়েছে', সাঁইথিয়ার সভা থেকে ফের বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'ভুল করে থাকলে শোধরানোর সুযোগ দিন। তা না করে নিরপরাধদেরও বাদ দিয়ে দিল, আক্রমণ মমতার। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি নিয়েও মোদিকে নিশানা। 

WB News Live Updates: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, কাল সকালে সুপ্রিম কোর্টে শুনানি

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি-র চাকরি বাতিল মামলার শুনানি। আজ সর্বোচ্চ আদালতে হল না চাকরি বাতিল মামলার শুনানি। অন্য মামলার দীর্ঘ শুনানির জন্য আজ হল না চাকরি বাতিল মামলার শুনানি। রাজ্য, এসএসসি, পর্ষদের পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিহারারাও। সব পক্ষের বক্তব্য শুনতে চায় সর্বোচ্চ আদালত। 

West Bengal News Live Updates: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, কালবৈশাখীর দাপট বিভিন্ন জেলাতেও

তীব্র গরমের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি। মুষলধারায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। পুরুলিয়ায় বাজ পড়ে ২ জনের মৃত্যু, নাকাশিপাড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত ২। নরেন্দ্রপুরে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদা দক্ষিণে ব্যাহত ট্রেন চলাচল। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপড়ে গেল গাছ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। 

WB News Live Updates: পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ ! মহেশতলার রবীন্দ্রনগর থানায় উত্তেজনা, বিক্ষোভ

পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ ! মহেশতলার রবীন্দ্রনগর থানায় উত্তেজনা, বিক্ষোভ। অন্যদিকে পুলিশের দাবি, ২ মাদকাসক্তকে পাকড়াও করে আনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পাঁচিল টপকে পালানোর সময় আহত হয় একজন। মাথায় আঘাত পাওয়ায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে আহতকে। তার অবস্থা সঙ্কটজনক। কোনও মারধর করা হয়নি, দাবি পুলিশের। 

West Bengal News Live Updates ভোটের আগে নরেন্দ্রপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা

ভোটের আগে নরেন্দ্রপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা, এলাকায় চাঞ্চল্য। উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র, ৩০ রাউন্ড কার্তুজ, ৫ কেজি বোমার মশলা। ২ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন কলেজপড়ুয়া। 

WB News Live Updates: বালকের মৃত্যুতে পাণ্ডুয়ায় তুলকালাম

বালকের মৃত্যুতে পাণ্ডুয়ায় তুলকালাম। জিটি রোড অবরোধ বিজেপির। এলাকায় বহিরাগতরা, অভিযোগে ধাওয়া করলেন লকেট। পুলিশের সঙ্গে তুমুল বচসা। 'তৃণমূলের দুষ্কৃতীরা শক্তি প্রদর্শন করছে', এনআইএ তদন্তের দাবি করে অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের। ষড়যন্ত্র করেছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। 

West Bengal News Live Updates: আমার বিরুদ্ধে অপমানজনক কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঘৃণ্যপ রাজনীতি করছেন, কেরল থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ রাজ্যপালের

'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিদিগিরি আমি বরদাস্ত করব না' কোচি থেকে কলকাতায় ফিরেই রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী। শ্লীলতাহানির অভিযোগের পর প্রথম মুখ খুললেন রাজ্যপাল। 'ভোটের সময় মুখ্যমন্ত্রী আমায় রাজনীতিতে টেনে নামাচ্ছেন। আমি মুখ্যমন্ত্রী সম্পর্কে কখনও খারাপ কথা বলিনি। আমার বিরুদ্ধে অপমানজনক কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘৃণ্য রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়' কেরল থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ রাজ্যপালের। 

WB News Live Updates: অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি

প্রবল তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি, দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় স্বস্তির বৃষ্টি। কলকাতাতেও বৃষ্টি। আজ দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।  

West Bengal News Live Updates: আগামীকাল তৃতীয় দফা, বাংলার ৪ কেন্দ্রে ভোট

রাত পোহালেই তৃতীয় দফা, বাংলার ৪ কেন্দ্রে ভোট। কাল মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট। কাল তৃতীয় দফায় শুধু বুথেই থাকছে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৩৩১ কোম্পানি কিউআরটি। 

WB News Live Updates: হাইকোর্টের 'রক্ষাকবচের' পরেও বিজেপি নেতার খোঁজে পুলিশ?

হাইকোর্টের 'রক্ষাকবচের' পরেও বিজেপি নেতার খোঁজে পুলিশ? ভূপতিনগরে বিজেপির মণ্ডল সভাপতির খোঁজে শ্বশুরবাড়িতে পুলিশ। 'কোর্টের রক্ষাকবচের পরেও কীভাবে পুলিশি অভিযান?' ভূপতিনগর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির। 'হাইকোর্টের ভুল ব্যাখ্যা দিচ্ছে বিজেপি, আইন মেনেই পদক্ষেপ' চাইলে কোর্টে যেতে পারে বিজেপি, পাল্টা দাবি পুলিশের, খবর সূত্রের। 

West Bengal News Live Updates: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তাপস রায়ের

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তাপস রায়ের। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা, মারধরের অভিযোগ বিজেপির। 

WB News Live Updates: প্রবল তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি, দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় স্বস্তির বৃষ্টি

প্রবল তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি, দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় স্বস্তির বৃষ্টি। কলকাতাতেও মেঘলা আকাশ, বইছে ঝোড়ো হাওয়া। আজ দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। 

West Bengal News Live Updates: সবং থানায় পুলিশের সঙ্গে হিরণের বচসা

সবং থানায় পুলিশের সঙ্গে হিরণের বচসা। থানায় ঢুকে পুলিশের সঙ্গে তর্কাতর্কি ঘাটালের বিজেপি প্রার্থীর। বিজেপি কর্মীদের এফআইআর নিচ্ছে না পুলিশ, অভিযোগ বিজেপি প্রার্থীর। 

WB News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না, হুঙ্কার অমিত শাহের

'বাংলায় ৩০-এর বেশি আসনে জিতবে বিজেপি, ৩৫টি আসনেও জেতার সম্ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না', হুঙ্কার অমিত শাহের। বিজেপির ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুল স্পর্শ করার। দিল্লির সরকার পাল্টে দিন, বদলে দিন', পাল্টা হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live Updates: ভোটের আগের দিন মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার

ভোটের আগের দিন মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার। বেলডাঙা ও সাগরপাড়ায় উদ্ধার প্রচুর বোমা। বেলডাঙায় উদ্ধার ১৮টি সকেট বোমা। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। 

WB News Live Updates: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি-র চাকরি বাতিল মামলার শুনানি

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি-র চাকরি বাতিল মামলার শুনানি। আজ সর্বোচ্চ আদালতে হল না চাকরি বাতিল মামলার শুনানি। কাল সকালে প্রথমেই সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি। অন্য মামলার দীর্ঘ শুনানির জন্য আজ হল না চাকরি বাতিল মামলার শুনানি। রাজ্য, এসএসসি, পর্ষদের পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিহারারাও। সব পক্ষের বক্তব্য শুনতে চায় সর্বোচ্চ আদালত। 

West Bengal News Live Updates: ভোটের আগে বোমার বলি বালক, হুগলির পাণ্ডুয়ার বোমা ফেটে মৃত্যু বালকের

ভোটের আগে বোমার বলি বালক। হুগলির পাণ্ডুয়ার বোমা ফেটে বালকের মৃত্যু। পাণ্ডুয়ায় মামার বাড়িতে এলে বেঘোরে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের। হাত উড়ল একজনের, আশঙ্কাজনক ২ জন ভর্তি হাসপাতালে। পাণ্ডুয়ার ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। ঘটনায় রাজনৈতিক যোগ নেই, কমিশনকে রিপোর্ট জেলা প্রশাসনের। পাণ্ডুয়ায়  ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা, গ্রেফতার ১। 

WB News Live Updates: এবারের নির্বাচনে কারচুপি করলে পুনরায় ভোট হবে, মথুরাপুরের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর

'এবারের নির্বাচনে কারচুপি করলে পুনরায় ভোট হবে। মথুরাপুরে জিতলে ২০২৬-এর বদলে ২০২৪-এ বিধানসভা ভোট করাব। ভাইপোকে জেলে পাঠাবই, মথুরাপুরের সভায় হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live: 'ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য সিএএ বিরোধিতা মমতার', কটাক্ষ অমিত শাহর

ভোটপ্রচারে সিএএ-সংঘাত তুঙ্গে। 'ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য সিএএ বিরোধিতা মমতার। প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া থেকে আটকাতে পারবেন না', দুর্গাপুরের সভা থেকে হুঙ্কার অমিত শাহর। 

WB News Live Updates: তৃতীয় দফা ভোটের আগে বাংলায় প্রচারে এসে শাহর মুখে রামনাম

তৃতীয় দফা ভোটের আগে বাংলায় প্রচারে এসে শাহর মুখে রামনাম। '৭০ বছর ধরে রাম মন্দিরের বিরোধিতা করেছে কংগ্রেস ও তৃণমূল। রাম মন্দির উদ্বোধনে মমতা ও ভাইপোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে সেই আমন্ত্রণে সাড়া দেননি মমতা। অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভোটব্যাঙ্ক, যাদের তিনি ভয় পান', দুর্গাপুরের জনসভা থেকে আক্রমণ অমিত শাহর। 

West Bengal News Live: 'দেউচা পাঁচামিতে একজনও গরিব থাকবে না'

'দেউচা পাঁচামিতে একজনও গরিব থাকবে না। দেউচা পাঁচামি হলে ১০০ বছর বিদ্যুৎ-এর অভাব থাকবে না। বিজেপি সারা দেশ লুঠ করছে। বাঁচতে চাইলে মোদিকে হঠান। পাল্টে দিন, বদলে দিন, ১০ বছর বিজেপি ক্ষমতায় আছে', সাঁইথিয়ায় জনসভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Updates: এসএসসি-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে ফের শুনানি

চাকরিহারাদের মধ্যে পৃথক করা যাবে যোগ্য ও অযোগ্যদের? যোগ্য-অযোগ্যদের তালিকা জমা দিতে পারবে এসএসসি? এসএসসি-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে ফের শুনানি। হাইকোর্টের ২০১৬-র প্যানেল বাতিলের নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ রাজ্যের। 


West Bengal News Live: বহরমপুর লোকসভা কেন্দ্রের বেলডাঙায় পুকুর পাড়ে মিলল বোমা

আবারও বোমা উদ্ধার মুর্শিদাবাদে। বহরমপুর লোকসভা কেন্দ্রের বেলডাঙায় পুকুর পাড়ে মিলল বোমা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৮টি সকেট বোমা। 

WB News Live Updates: সন্দেশখালিকাণ্ডে তৃণমূলের প্রকাশ করা ভিডিও নিয়ে কী প্রতিক্রিয়া অমিত শাহের?

'৩০-এর বেশি আসন পাব, ৩৫-ও হতে পারে। মমতা আগে বলুন, সন্দেশখালিতে শেখ শাহজাহান নির্দোষ', তৃণমূলের প্রকাশ করা ভিডিও নিয়ে প্রতিক্রিয়া অমিত শাহের।

West Bengal News Live: প্রচারে শতাব্দী রায়কে দেখে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান দিলেন বিজেপি কর্মীরা

প্রচারে শতাব্দী রায়কে দেখে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। গতকাল সিউড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে প্রচারে যান বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

WB News Live Updates: আজ অমিত শাহের জোড়া কর্মসূচি

আজ অমিত শাহের জোড়া কর্মসূচি। প্রথমে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করবেন অমিত শাহ। এরপর বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচার সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

West Bengal News Live: ভোটের আগে নরেন্দ্রপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা, এলাকায় চাঞ্চল্য

ভোটের আগে নরেন্দ্রপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা, এলাকায় চাঞ্চল্য। উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র, ৩০ রাউন্ড কার্তুজ, ৫ কেজি বোমার মশলা। ২ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। 

WB News Live Updates: হুগলির পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু এক কিশোরের

স্থানীয় সূত্রে খবর, পাণ্ডুয়ার নেতাজি কলোনি এলাকায় আজ সকালে পুকুর পাড়ে খেলছিল কয়েকজন কিশোর। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে তিনজন জখম হয়। 

West Bengal News Live: হুগলির পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু এক কিশোরের

হুগলির পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর জখম হয়েছে আরও দুই কিশোর। একজনের হাত উড়ে যায়। ২ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। 

WB News Live Updates: চিকিৎসায় 'গাফিলতি'র অভিযোগ, কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ মৃতের আত্মীয়দের

চিকিৎসায় 'গাফিলতি'তে রোগীমৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতাল চত্বরে বিক্ষোভ মৃতের পরিজনদের। মৃত কাটোয়ার বাসিন্দা বছর ২৬-র সীমা দাস। 


 

West Bengal News Live: মদ্যপানের জন্য জল না দেওয়ায় ফুলবাগানে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ

ফুলবাগানে যুবককে কুপিয়ে খুন। কেএমসি-র কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা যুবককে খুন। ছাদে নেশা করার জন্য হাজির হওয়া যুবকদের হাতে খুন, অভিযোগ পরিবারের। মদ্যপানের জন্য জল চায় যুবকরা, না দেওয়ায় বচসা। বচসার জেরে কুপিয়ে খুন, এলাকায় চাঞ্চল্য। 

WB News Live Updates: রাতের কলকাতায় তিন যুবককে চপারের কোপ! রাজাবাজার মোড়ে উত্তেজনা

রাতের কলকাতায় তিন যুবককে চপারের কোপ! এই নিয়ে রাজাবাজার মোড়ে উত্তেজনা ছড়ায়। নিষ্ক্রিয়তার অভিযোগে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আহত তিনজন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। 

West Bengal News Live: ভোটের বাজারে ফের টাকার পাহাড়ের হদিশ

ভোটের ঝাড়খণ্ডে এবার টাকার পাহাড়ের খোঁজ। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারকের বাড়িতে টাকার পাহাড়!

WB News Live Updates: হুগলির খানাকুলে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর

হুগলির খানাকুলে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর। তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী। যদিও বিজেপির পাল্টা দাবি, এটা জনরোষের বহিঃপ্রকাশ। 

West Bengal News Live: হাইকোর্টের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের তদন্ত করছে CBI

হাইকোর্টের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের তদন্ত করছে CBI। তাই কেন্দ্রীয় এজেন্সির কাছে লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপির মণ্ডল সভাপতি।

WB News Live Updates: প্রচারে গিয়ে এবার দিলীপ ঘোষকে নিশানা করলেন জুন মালিয়া

প্রচারে গিয়ে এবার দিলীপ ঘোষকে নিশানা করলেন জুন মালিয়া। গত পাঁচ বছরে সংসদে গিয়ে আপনাদের হয়ে একটি কথাও বলেননি দিলীপ ঘোষ, খড়গপুরে প্রচার সভা থেকে বিদায়ী বিজেপি সাংসদকে এভাবেই আক্রমণ করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সংসদটা কোথায় উনি জানেন? পাল্টা জুনকে আক্রমণ দিলীপ ঘোষের।

West Bengal News Live: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশের পর, আজ ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ আপাতত বহাল রাখার পর, আজ ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। তার আগে কার্যত ডিগবাজি খেয়ে SSC চেয়ারম্যান দাবি করেছেন, যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। এবার সর্বোচ্চ আদালতে কী অবস্থান নেবে SSC? আদৌ কি তারা যোগ্য-অযোগ্য চাকরিহারাদের বিভাজন স্পষ্ট করতে পারবে? 

WB News Live Updates: দীর্ঘ দহনে মিলতে পারে স্বস্তি, আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা

দীর্ঘ দহনে খানিক স্বস্তি। আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। হতে পারে কালবৈশাখীও। আরও তাপমাত্রা কমার পূর্বাভাস।

প্রেক্ষাপট

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। আজ ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। যোগ্য-অযোগ্যদের আলাদা করতে নথি পেশ করবে এসএসসি (SSC)? সর্বোচ্চ আদালতের শুনানির দিকে তাকিয়ে চাকরিহারারা। (Recruitment Scam)


১৬-র এসএসসি-র পর ১৪-র টেটেও যোগ্য-অযোগ্য প্রশ্ন হাইকোর্টের (High Court)। পৃথক তালিকা পেশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? জানতে চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)।


ভোটপ্রচারে ফের রাজ্যে এলেন অমিত শাহ (Amit Shah)। কৃষ্ণনগরে করবেন রোড শো। দুর্গাপুরে জনসভা। ১১ ও ১২ মে বাংলায় ৪টি সভা করবেন প্রধানমন্ত্রী।


সন্দেশখালি (Sandeshkhali Chaos) ভিডিও কাণ্ডে ফের সরব মমতা। ভোটের আগে সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়। দিল্লিতেও ভিডিও প্রকাশ করে বিজেপিকে (BJP) নিশানা তৃণমূলের (TMC)। সিবিআই দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)।


সন্দেশখালির ভিডিওকে হাতিয়ার করে ফের বিজেপিকে নিশানা অভিষেকের। সন্দেশখালির ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা কুণালের। ধর্ষণের মিথ্যা অভিযোগ প্রমাণিত। স্বতঃপ্রণোদিত মামলা করুক পুলিশ, দাবি কুণালের। ভিডিওয় কিছু প্রমাণ হয় না, পাল্টা সুকান্ত।


সন্দেশখালির ভিডিও সামনে আসতেই শাহজাহানদের পাশে তৃণমূল? সন্দেশখালি নিয়ে বিচারব্যবস্থাকে আক্রমণ অভিষেকের।


মনোনয়নপর্বে তুলকালাম। অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ অস্ত্র আইনে মামলা তৃণমূলের প্রাথমিক শিক্ষক নেতার। মিথ্যে মামলা, গুরুত্বে নারাজ তমলুকের বিজেপি প্রার্থী।


রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ। পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের। পুলিশ যোগাযোগ করলে সাড়া দেবেন না রাজভবনের কর্মীরা। রক্ষাকবচের কথা স্মরণ করিয়ে পোস্ট রাজভবনের।


দীর্ঘ দহনে খানিক স্বস্তি। আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। হতে পারে কালবৈশাখীও। আরও তাপমাত্রা কমার পূর্বাভাস।


আজ আইসিএসই, আইএসসি-র রেজাল্ট। সকাল ১১টায় ফলপ্রকাশ। ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট। ১০ মে পর্যন্ত পুনর্মূল্যায়নের আবেদন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.