WB News LIVE Blog: ৫ বছর পরে অবশেষে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ পর্ষদের

Get the latest West Bengal News and Live Updates: জেলায় জেলায় কোথায় কী ঘটছে? জেনে নিন সমস্ত খবরের আপডেট

ABP Ananda Last Updated: 07 Nov 2022 11:39 PM
WB News Live Updates: ৫ বছর পরে অবশেষে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ

৫ বছর পরে অবশেষে টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ। হাইকোর্টের নির্দেশের জেরে অবশেষে নম্বর প্রকাশ পর্ষদের। ২০১৭-র টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশ করল প্রাথমিক পর্ষদ। চলতি সপ্তাহেই ২০১৪-র টেটের নম্বর প্রকাশের ঘোষণা। ২০১৭-র টেট উত্তীর্ণ ৯ হাজার ৮৯৬জনে নম্বর প্রকাশ। 

WB News Live Updates: ভেঙে পড়ল চন্দননগর কোর্টের বারান্দার ছাদের একাংশ

চন্দননগর কোর্টের বারান্দার ছাদের একাংশ ভেঙে পড়ল।বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আদালতে আসা লোকজন,দ্রুত সংস্কারের দাবী আইনজীবীদের।

WB News Live Updates: নিখোঁজ যুবকের মৃতদেহ সনাক্তকরণ ঘিরে চাঞ্চল্য হাওড়া সাঁকরাইলে

নিখোঁজ যুবকের মৃতদেহ সনাক্তকরণ ঘিরে চাঞ্চল্য হাওড়া সাঁকরাইলে। গত ২৮ শে অক্টোবর রাতে জন্মদিন উপলক্ষে কালী ঠাকুর বিসর্জনের পর সাঁকরাইল ঘাটে জন্মদিন পালন করেন সঞ্জু রায় (২৮)। পেশায় সোনার গয়নার ডিজাইনার সঞ্জু দীর্ঘদিন হায়দ্রাবাদে থাকতেন। বছরে একবার বাড়িতে আসতেন। বন্ধুদের সঙ্গে ২৮ শে অক্টোবর রাতে ঠাকুর বিসর্জনের পর নিজে হাতে কেক কাটেন। রাত একটা নাগাদ হঠাৎই ফোনে কথা বলতে বলতে রহস্যজনকভাবে  নিখোঁজ হয়ে যান। এরপর মোবাইল বন্ধ হয়ে যায়। গত ২৯ অক্টোবর সাঁকরাইল থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের লোকজন।

WB News Live Updates: বর্ধমানে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের জানালার গ্রীল কেটে ভল্ট ভাঙার চেষ্টা

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের জানালার গ্রীল কেটে ভল্ট ভাঙার চেষ্টা,সাইরেন বেজে ওঠায় ১ টি কম্পিউটার ও সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে চম্পট দুস্কৃতি দলের। বর্ধমানে ভারতীয় স্টেট ব্যাঙ্কের গোলাপবাগ শাখার ঘটনা। ব্যাঙ্ক ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার সকালে ব্যাঙ্ক খোলার পর কর্মীরা দেখতে পান ব্যাঙ্কের পিছন দিকে শৌচাগারের জানালার গ্রীল কাটা।ব্যাঙ্কের একটি কম্পিউটার ও সিসি ক্যামেরার ডিভিআর নেই।তবে ব্যাঙ্কের ভল্ট সুরক্ষিত আছে বলেই ব্যাঙ্ক সূত্রে জানা গেছে। 

WB News Live Updates: প্রদীপ রায়ের নাম অনুমোদন করল তৃণমূলের  রাজ্য নেতৃত্ব

দাঁইহাট পুরসভার নতুন প্রধান হিসেবে  প্রদীপ রায়ের নাম অনুমোদন করল তৃণমূলের  রাজ্য নেতৃত্ব।  এই নির্দেশ পাঠানোর পরই জেলাশাসকের আদেশে পর  পর কাটোয়া মহকুমা শাসক অর্চনা ওয়াংখেরে প্রদীপ রায়কে পুরপ্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করালেন। দাঁইহাট পুরসভা কার্যালয়ে  শপথ বাক্য পাঠের অনুষ্ঠান করা হয়। অপসারিত পুরপ্রধান শিশির মণ্ডল শপথ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

WB News Live Updates: মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী কিশোরী

পড়াশোনায় অমনযোগী হওয়ায় মায়ের বকুনি,  অভিমানে আত্মঘাতী কিশোরী।  বাড়ি মেমারী শহরের হরেকৃষ্ণ পল্লীতে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই ঠিকঠাক পড়াশোনা করছিলো না  সে। তাই মা তাকে গতকাল বকাঝকা করে।অভিমানে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে  ওই ছাত্রী।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে।

WB News Live Updates: পুরীতে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনা

পুরীতে (Puri) পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনা (Accident) ! মৃত চালক-সহ তিনজন। গতকাল রাতে পুরীর উদ্যেশ্যে ব্যান্ডেল বালিকাটা থেকে দুই শিশু-সহ আটজন রওনা দেয়। (Odisha) উড়িষ্যার বালেশ্বরে আজ ভোরে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের স্করপিও গাড়িটি। একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে দুমরে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হয় বাকিরা। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।

WB News Live Updates: হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে জট কাটতে চলেছে

হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে জট কাটতে চলেছে।আগামী কয়েকমাসের মধ্যে নির্বাচন হবার সম্ভাবনা। হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ড ভেঙে ৬৬ টি ওয়ার্ড করা হয়েছে। এনিয়ে আপত্তি ছিল বিরোধীদের।আজ হাওড়া জেলা শাসকের দপ্তরে ওয়ার্ড পুনর্বিন্যাস ও ভোটার তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সেখানে শাসক ও বিরোধী দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে বিরোধীরা জানান ভোটার তালিকা ও ওয়ার্ড পুনর্বিন্যাস সঠিক পদ্ধতি মেনে হয়নি। নির্বাচন হোক, তাঁরা চান কিন্তু সঠিক পদ্ধতি মেনে করতে হবে।

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মা ক্যান্টিনের উদ্বোধন মালদা মেডিকেল চত্বরে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন। শহরের দরিদ্র মানুষের জন্য প্রতিদিন সুলভ দ্বিপ্রাহরিক অন্য সংস্থান মা ক্যান্টিনের অন্যতম শাখার উদ্বোধন হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। 

WB News Live Updates: কোচবিহারে নদীতে স্নান করতে নেমে জলে ডুবে নিখোঁজ দুই কিশোরী

কোচবিহারে কারিশাল এলাকায় তোর্সা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে নিখোঁজ দুই কিশোরী। উদ্ধার কার্যে সিভিল ডিফেন্স। 

WB News Live Updates: ডেঙ্গি ইস্যুতে বিস্ফোরক অগ্নিমিত্রা

রাজ্যে ভয়াবহ ডেঙ্গি (Dengue) ইস্যুতে বিস্ফোরক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য, ডেঙ্গি আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কলকাতা-সল্টলেকে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। তিনি এদিন বলেন, হাজার লোক আক্রান্ত, কত লোকের মৃত্যু হচ্ছে, তার কোনও হিসেব নেই। আমরা কোনও কথা জিজ্ঞেস করতে পারবো না ! কোনও তথ্য জানতে পারবো না ! কেন ? আমাদের ট্যাক্সের টাকায় তো আপনারা চলছেন, সরকার চলছে। এরপরেই তিনি বলেন, ' আর ফিরহাদবাবুকে তো জিজ্ঞেস করলেই উনি গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছেন। আবার উনিও নাকি, আমি শুনছি যে, ডেঙ্গি নিয়ে গবেষণা করছেন ! উনি বলছেন ট্রপিক অব ক্যানসার, তার নিচে আমাদের পশ্চিমবঙ্গ বলে, আমাদের নাকি ডেঙ্গি বেশি হচ্ছে।   উনি বোধহয় মেয়রের কাজ ছেড়ে, গবেষণার কাজ শুরু করেছেন।' 

WB News Live Updates: সিভিক ভলেন্টিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই লক্ষাধিক টাকা

ফিল্মি কায়দায় সিভিক ভলেন্টিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই লক্ষাধিক টাকা, পুলিশের তৎপরতায় বাংলা-বিহার সীমান্ত থেকে এক ঘণ্টার মধ্যে টাকা এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অভিযুক্ত, সঙ্গে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক।

WB News Live Updates: রাজ্যে আরও ভয়াবহ ডেঙ্গি, কলকাতা-সল্টলেকে একদিনে ৩ জনের মৃত্যু

রাজ্যে আরও ভয়াবহ ডেঙ্গি, কলকাতা-সল্টলেকে একদিনে ৩ জনের মৃত্যু। ২৪ ঘণ্টায় কলকাতা-সল্টলেকে ৩ জনের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু। সল্টলেক আমরিতে কেষ্টপুরের সোমনাথ দে-র মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে এনআরএসের সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে এনআরএসেই ট্যাংরার বাসিন্দা বুবাইয়ের মৃত্যু। রুবি হাসপাতালে মৃত্যু আরও এক ডেঙ্গি আক্রান্তর। মৃতের নাম আবু সৈয়দ মহলাদারের। 

WB News Live Updates: বাঁশঝোড় গ্রাম থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ

বাঁশঝোড় গ্রাম থেকে প্রায় ২৫টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গ্রামের বিভিন্ন জায়গা থেকে আজ ভোররাতে তল্লাশি চালিয়ে এই বোমা গুলি উদ্ধার করা হয়। বোমগুলি দুটি ব্যাগের মধ্যে ভরা ছিল। সিউড়ি থেকে বোম স্কোয়াডের লোকজন এসে উদ্ধার হওয়া বোমগুলি নিস্ক্রিয় করবে। শনিবার রাতে বালিঘাট দখলকে কেন্দ্র করে বাঁশঝোড় গ্রামে গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।এই ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

WB News Live Updates: রাজ্যে আরও ভয়াবহ ডেঙ্গি, কলকাতা-সল্টলেকে একদিনে ৩জনের মৃত্যু

রাজ্যে আরও ভয়াবহ ডেঙ্গি, কলকাতা-সল্টলেকে একদিনে ৩ জনের মৃত্যু। সল্টলেক আমরিতে কেষ্টপুরের সোমনাথ দে-র মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে এনআরএসের সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যু। রুবি হাসপাতালে মৃত্যু আরও এক ডেঙ্গি আক্রান্তর। মৃতের নাম আবু সৈয়দ মহলাদার।

WB News Live Updates: ‘যারা প্রকৃত যোগ্য, তারা কেন চাকরি পাননি? সেটা জানতেই হবে', মন্তব্য বিচারপতির

‘যারা প্রকৃত যোগ্য, তারা কেন চাকরি পাননি? সেটা জানতেই হবে। কেন যোগ্যরা চাকরি পাননি, না জানলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে। না জানলে চাকরিপ্রার্থীদের কোনও বিশ্বাস থাকবে না প্রশাসন, বিচারব্যবস্থায়।’ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

West Bengal News Live: করুণাময়ীতে মেট্রো স্টেশনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

করুণাময়ীতে মেট্রো স্টেশনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। নতুন করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শারীরশিক্ষার শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের আটক করা হয়।

WB News Live Updates: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভাঙায় নিষেধাজ্ঞা

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভাঙায় নিষেধাজ্ঞা। ‘আর যেন না ভাঙা হয়, নজর দিতে হবে রাজ্যকে, ভাঙা হলে জবাবদিহি করতে হবে রাজ্যকেই’। হুঁশিয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। মামলার পরবর্তী শুনানি ২১ নভেম্বর। 

WB News Live Updates: পর্ণশ্রীতে দোকানে আগুন

পর্ণশ্রী থানার অন্তর্গত বকুলতলা মোরের একটি বাজারের সামনে একটি দোতলা দোকানে এদিন হঠাৎ আগুন লেগে যায়। প্রথমে উপরের দোকানে আগুন লাগে এবং তারপর নিচের দোকানটিতে আগুন লাগে। ওপরে শাড়ির দোকান ছিল এবং নিচে প্লাস্টিকের সরঞ্জাম বিক্রি করা হত। দুটো দোকান পুরোপুরি পুরে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে লেগেছে এই আগুন।

West Bengal News Live: বালুরঘাটে শিশুর দেহ উদ্ধার

বালুরঘাটে ৮ বছরের শিশু দীপ হালদারের দেহ উদ্ধারের পর থেকে এলাকায় শোকের ছায়া। গতকাল সন্ধ্যায় তার দেহ অভিযুক্ত মানস সিং এর বাড়ির পেছনে খাড়ির মধ্যে থেকে পাওয়া যায়। উত্তেজিত এলাকাবাসী রাতেই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে। এদিন সকালেও এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। দীপের পরিবারের লোকজনরা শোকে ভেঙে পড়েছেন। 

WB News Live Updates: ‘২১শে ঝালদার আস্থাভোট’

আজ নয়, উপপুরপ্রধানের ডাকা ২১ নভেম্বরই হবে ঝালদা পুরসভার আস্থা ভোট। স্থগিতাদেশ জারি করে নির্দেশ হাইকোর্টের। 

West Bengal News Live: এসএসসি-দুর্নীতিকাণ্ডে এবার পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ ইডির

এসএসসি-দুর্নীতিকাণ্ডে এবার পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ ইডির। নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ। হাইকোর্টের নির্দেশে পরেশ-কন্যা অঙ্কিতার চাকরি বাতিল হয়। প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ পরেশের বিরুদ্ধে। সেই বিষয়েও পরেশ অধিকারীর বয়ান রেকর্ড করা হচ্ছে: সূত্র ।

WB News Live Updates: হাইকোর্টের নির্দেশে স্থগিত পুরুলিয়ার ঝালদা পুরসভায় বিরোধীদের ডাকা তলবি সভা

হাইকোর্টের নির্দেশে স্থগিত পুরুলিয়ার ঝালদা পুরসভায় বিরোধীদের ডাকা তলবি সভা। যদিও ঝালদা শহরজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর অভিযোগ, তলবি সভায় বিরোধীদের অংশগ্রহণ আটকাতেই পুলিশ-প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই ১৪৪ ধারা জারি, দাবি পুলিশের। ২১ নভেম্বর পাল্টা তলবি সভার ডাক দিয়েছে তৃণমূল। বিরোধীদের ডাকা তলবি সভা অবৈধ দাবি করে ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় আজকের তলবি সভা স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত। পুরভোটের পর থেকেই ঝালদা পুরসভায় ডামাডোল চলছে। যে নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে বোর্ড গড়েছিল তৃণমূল, তিনি দল ছাড়ায় শাসকদলের হাতছাড়া হতে চলেছে ঝালদা পুরসভা

West Bengal News Live: বালুরঘাটে ৮ বছরের বালককে নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্তের এক আত্মীয়াকে গ্রেফতার করল পুলিশ

বালুরঘাটে ৮ বছরের বালককে নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্তের এক আত্মীয়াকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। শনিবার রাত থেকে নিখোঁজ ছিল ৮ বছরের দীপ হালদার। গতকাল মূল অভিযুক্তের বাড়ির ঢিলছোড়া দূরত্বে খাঁড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এরপরই অভিযুক্ত মানস সিংহ, তাঁর বাবা, মা, বোনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল মানসের মাসিকেও গ্রেফতার করা হয়। বালক খুনের ঘটনায় গতকাল অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। 

WB News Live Updates: সাতসকালে আসানসোলের হীরাপুরের বার্নপুর ডেলি মার্কেটে ধুন্ধুমার

সাতসকালে আসানসোলের হীরাপুরের বার্নপুর ডেলি মার্কেটে ধুন্ধুমার। ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের সংঘর্ষ। ব্যাপক ইটবৃষ্টি। ঘটনায় কয়েকজন ব্যবসায়ী জখম হয়েছেন বলে দাবি। বার্নপুর ডেলি মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, প্রায়ই মত্ত যুবকরা বাজারে ঢুকে তাণ্ডব চালায়। বাধা দিলে অশ্রাব্য গালিগালাজ করে। আজও একই ঘটনা ঘটলে ব্যবসায়ীরা প্রতিবাদ করেন। তার জেরে স্থানীয়দের ডেকে এনে ওই যুবকরা ব্যবসায়ীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ। পাল্টা বাঁশ নিয়ে তেড়ে যান ব্যবসায়ীরা। পরে হীরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

West Bengal News Live: দুর্গাপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বনফুল সরণি এলাকায় রাস্তা সারানোর দাবিতে বামেদের পথ অবরোধ

দুর্গাপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বনফুল সরণি এলাকায় রাস্তা সারানোর দাবিতে বামেদের পথ অবরোধ। বরো অফিসে ডেপুটেশন জমা দিলেন বাম কর্মীরা। ঘটনার সূত্রপাত গতকাল।স্থানীয়দের অভিযোগ, বেসরকারি কারখানার তরফে রাস্তায় ছাই ফেলা হচ্ছিল। প্রতিবাদ জানিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। অবরোধ হঠাতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এর প্রতিবাদে আজ পথ অবরোধ করে বামেরা। দুর্গাপুর পুরসভার ৪ নম্বর বরো অফিসে ডেপুটেশন জমা দেন তাঁরা। বনফুল সরণি এলাকায় রাস্তা সারানো নিয়ে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূলের বিদায়ী বরো চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায়। অভিযোগ অস্বীকার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: গরুপাচার মামলায় বীরভূমের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের আজ কলকাতায় তলব করল সিবিআই

গরুপাচার মামলায় বীরভূমের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের আজ কলকাতায় তলব করল সিবিআই। পাশাপাশি, কলকাতার ৪টি ভুয়ো সংস্থার কয়েকজন কর্মীকেও নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, এই ভুয়ো সংস্থাগুলির সঙ্গে আরও ২৫-৩০টি সংস্থার যোগ রয়েছে। এই সংস্থাগুলির মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হত বলে সিবিআই সূত্রে দাবি। কীভাবে চলত এই লেনদেন? এভাবেই কি কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে? জানতে চায় সিবিআই। খবর সূত্রের। 

West Bengal News Live: বিস্ফোরক অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের

‘ডায়মন্ড হারবারকে কেন্দ্র করে জঙ্গি তৎপরতা। ডায়মন্ড হারবার থেকে জঙ্গি গিয়ে অন্য রাজ্যে নাশকতা করছে। বাংলাদেশ থেকে জঙ্গি এসে ডায়মন্ড হারবারে আশ্রয় নিচ্ছে’। বিস্ফোরক অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। ‘বাংলা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। রাজনৈতিক স্বার্থে অস্ত্র ব্যবহার করা হচ্ছে’, মন্তব্য দিলীপ ঘোষের। 


 

WB News Live Updates: কয়লা পাচারকাণ্ডে প্রাক্তন ECL কর্তার গোপন জবানবন্দি পেতে মরিয়া সিবিআই

কয়লা পাচারকাণ্ডে প্রাক্তন ECL কর্তার গোপন জবানবন্দি পেতে মরিয়া সিবিআই। কয়লাকাণ্ডে এর আগে প্রাক্তন ECL কর্তা রাজা পালের গোপন জবানবন্দি রেকর্ড করায় সিআইডি
এই জবানবন্দিতে কয়লা পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানতে পারে সিবিআই। প্রাক্তন ECL কর্তার সেই গোপন জবানবন্দির কপি পেতে এবার আদালতের দ্বারস্থ হল সিবিআই। আসানসোল আদালতে এই মর্মে আবেদন জানানো হয়েছে। আদালতের নির্দেশে কয়লা পাচার মামলায় আগেই ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে সিআইডি। 

West Bengal News Live: পুলিশের নিষেধাজ্ঞা মেনে ধর্মতলায় আজ ধর্না কর্মসূচি স্থগিত রাখলেন চাকরিপ্রার্থীরা

পুলিশের নিষেধাজ্ঞা মেনে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আজ ধর্না কর্মসূচি স্থগিত রাখলেন চাকরিপ্রার্থীরা। ধর্নামঞ্চে এদিন পুলিশ প্রহরা বসানো হয়েছে। আজ শহিদ মিনার চত্বরে গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান রয়েছে। আন্দোলনকারীদের মেল করে অবস্থানে নিষেধাজ্ঞা জারি করে ময়দান থানা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে এই নিষেধাজ্ঞা বলে ই মেলে উল্লেখ করা হয়। বারবার কেন বাধা? এই প্রশ্ন তুলেও আজ ধর্না কর্মসূচি স্থগিত রাখেন চাকরিপ্রার্থীরা। আগামীকাল থেকে ফের ধর্নায় বসবেন বলে তাঁরা জানিয়েছেন।

WB News Live Updates: রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি

রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। নাইসেড সূত্রে খবর, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে DENG 2-র প্রকোপ বেড়েছে। এদিকে, কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে করছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু কমানোই এখন মূল লক্ষ্য।

West Bengal News Live: রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের কাছে চিকিৎসক ও বিশেষজ্ঞ দল পাঠাতে আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু। পাশাপাশি ট্যুইট করেও রাজ্যকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী ‘রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি অযোগ্য রাজ্য সরকারে হাতের বাইরে। আর্থিক সঙ্কটের কারণেই পরিস্থিতি এত ভয়াবহ। দেউলিয়ার পথে রাজ্য সরকার, যার পরিণাম ভুগছে জনস্বাস্থ্য। প্রাণ হারাচ্ছে মানুষ, পরিস্থিতি ভয়াবহ’। 

WB News Live Updates: কয়লা পাচারকাণ্ডে প্রাক্তন ECL কর্তার গোপন জবানবন্দি পেতে মরিয়া সিবিআই

কয়লা পাচারকাণ্ডে প্রাক্তন ECL কর্তার গোপন জবানবন্দি পেতে মরিয়া সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লাকাণ্ডে এর আগে প্রাক্তন ECL কর্তা রাজা পালের গোপন জবানবন্দি রেকর্ড করায় সিআইডি। এই জবানবন্দিতে কয়লা পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানতে পারে সিবিআই। প্রাক্তন ECL কর্তার সেই গোপন জবানবন্দির কপি পেতে এবার আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আসানসোল আদালতে এই মর্মে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, আদালতের নির্দেশে কয়লা পাচার মামলায় আগেই ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে সিআইডি। 

West Bengal News Live: কারা নিয়ে আসতেন টাকা? পৌঁছত কাদের কাছে?

কারা নিয়ে আসতেন টাকা? পৌঁছত কাদের কাছে? জানতে এবার মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাব রক্ষককে তলব ইডির। বৃহস্পতিবার সিজিও-তে হাজিরার নির্দেশ।

WB News Live Updates: হাইকোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারীর

হাইকোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারীর। রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ। মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। নেতাইয়ে ঢুকতে বাধা পুলিশের, ডিজির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু। ৭ জানুয়ারি নেতাইয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় দায়ের করেন শুভেন্দু। সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট। 

West Bengal News Live: বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম-বিজেপির জয়জয়কার

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম-বিজেপির জয়জয়কার। ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী বাম-বিজেপি জোট। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি। ৪৬টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। গতকাল বাকি ১১টি আসনে নির্বাচন হয়। তৃণমূলকে রুখতেই এই জোট, দাবি বাম-বিজেপির। বামেরা যে বিজেপির সঙ্গেই আছে তা আরও একবার প্রমাণ হল, খোঁটা কুণাল ঘোষের।

WB News Live Updates: বালিঘাটের দখলকে কেন্দ্র করে অগ্নিসংযোগের ঘটনায় ১ জনকে গ্রেফতার করল পুলিশ

সিউড়ির বাঁশঝোড় গ্রামে বালিঘাটের দখলকে কেন্দ্র করে অগ্নিসংযোগের ঘটনায় ১ জনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে বালিঘাটের দখল নিয়ে এক তরুণকে খুনের ঘটনায় মূল  অভিযুক্ত তৃণমূল নেতা কাজল শা-সহ ১৫ জনক গ্রেফতার করা হয়। ধৃত তৃণমূল নেতা সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ। 

West Bengal News Live: সাতসকালে আসানসোলের হীরাপুরের বার্নপুর ডেলি মার্কেটে ধুন্ধুমার

সাতসকালে আসানসোলের হীরাপুরের বার্নপুর ডেলি মার্কেটে ধুন্ধুমার। ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের সংঘর্ষ, ব্যাপক ইটবৃষ্টি। ঘটনায় কয়েকজন ব্যবসায়ী জখম হয়েছেন বলে দাবি। মত্ত যুবকদের তাণ্ডবের প্রতিবাদ করায় হামলা, অভিযোগ ব্যবসায়ীদের। পাল্টা বাঁশ নিয়ে হামলাকারীদের দিকে তেড়ে যান ব্যবসায়ীরা। পরে হীরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

WB News Live Updates: বাংলার মাটি কি নিরাপদ মনে করছে জঙ্গিরা?

বাংলার মাটি কি নিরাপদ মনে করছে জঙ্গিরা? রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতারে উঠছে প্রশ্ন। গত কয়েকমাসে বিভিন্ন জেলায় ধরা পড়েছে বেশ কয়েকজন সন্দেহভাজন আল কায়দা জঙ্গি। গত ৩ সেপ্টেম্বর, আল কায়দা জঙ্গি সন্দেহে দক্ষিণ ডায়মন্ডহারবার থেকে গ্রেফতার হয় সমীর হোসেন শেখ। তার আগে ১৭ অগাস্ট, উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি থেকে আব্দুর রকিব সরকার ও কাজি এহসানউল্লা নামে ২ সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ।

West Bengal News Live: এনামুল হকের তিন ভাগ্নের সংস্থা ও তাঁদের আত্মীয়দের নামেও প্রচুর জমি কেনা হয়েছিল

এনামুল হকের তিন ভাগ্নের সংস্থা ও তাঁদের আত্মীয়দের নামেও প্রচুর জমি কেনা হয়েছিল। সূত্রের খবর, চার্জশিটে এমনটাই দাবি করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। গরু পাচারের টাকাই কি জমিতে বিনিয়োগ করা হয়েছিল? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

WB News Live Updates: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব। চতুর্থবার দিল্লির ইডি-র দফতরে তলব রাজীব ভট্টাচার্যকে। ইডি সূত্রে খবর, রাজীব তথ্য গোপন করছেন, সঠিক তথ্য দিচ্ছেন না। তাই নথি সামনে রেখে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, মনে করছে ইডি। এর আগে তিনবার তলব করা হলেও রাজীব সহযোগিতা করেননি, দাবি ইডি সূত্রে।

West Bengal News Live: রাস মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের সংঘাত

রাস মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের সংঘাত! শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলে কোনও গোষ্ঠী নেই, পাল্টা দাবি অর্জুন সিংহের।

WB News Live Updates: রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পার! ভয়ঙ্কর এই ডেঙ্গি পরিস্থিতির মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল। কলকাতার একাধিক ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের ভাঁড়ার শূন্য। দুর্ভোগের শিকার হচ্ছেন অন্য রোগে আক্রান্ত রোগীর পরিজনরাও।

West Bengal News Live: উত্তর ২৪ পরগনার আমডাঙায় মাদক বিরোধী মিছিল

উত্তর ২৪ পরগনার আমডাঙায় মাদক বিরোধী মিছিল। পা মেলালেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। ফের পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এ’নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।

WB News Live Updates: আজ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের বসতে নিষেধ পুলিশের

আজ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের বসতে নিষেধ পুলিশের। আন্দোলনকারীদের মেল করে অবস্থানে না বসার কথা জানাল ময়দান থানা। শহিদ মিনার চত্বরে আজ গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে এই নিষেধাজ্ঞা, বলে জানানো হয়েছে। কী করব আজ সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিক্রিয়া আন্দোলনকারীদের।

West Bengal News Live: ঘুড়ি ছেঁড়া নিয়ে বিবাদের জের, বালককে অপহরণ করে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

ঘুড়ি ছেঁড়া নিয়ে বিবাদের জের। আট বছরের বালককে অপহরণ করে খুন করার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অভিযুক্তর বাড়ি ভাঙচুর, আগুন। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি করে থানা ঘেরাও করলেন এলাকার বাসিন্দারা। অভিযুক্ত যুবক তাঁর বাবা, মা, বোনকে গ্রেফতার করেছে পুলিশ

WB News Live Updates: বিজেপি কর্মীদের দলবদলে তীব্র আপত্তি তৃণমূল কর্মীদের একাংশের

বিজেপি কর্মীদের দলবদলে তীব্র আপত্তি তৃণমূল কর্মীদের একাংশের! বিক্ষোভের জেরে ভেস্তেই গেল তৃণমূলের যোগদান পর্ব! এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায়। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরেরই পটাশপুরে তৃণমূলে ভাঙন ধরালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: মাঝেরহাট ব্রিজের কাছে চার নম্বর রেল গেটের ধারে ঝুপড়িতে আগুন

মাঝেরহাট ব্রিজের কাছে চার নম্বর রেল গেটের ধারে ঝুপড়িতে আগুন। পুড়ে ছাই ৪টি ঝুপড়ি। ভস্মীভূত বেশ কয়েকটি মোটরবাইক। গতকাল রাত ১১টা নাগাদ তারাতলার কাছে গড়াগাছা রোডের ওই ঝুপড়িগুলোতে আগুন লাগে। এক মহিলা ঘরে আটকে পড়ায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। দমকলের ২টি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

WB News Live Updates: সংঘর্ষে সিউড়ির বাঁশঝোড়ায় তৃণমূল সমর্থক খুনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব মৃতের পরিবার থেকে গ্রামবাসীরা

বালিঘাটের দখল ঘিরে সংঘর্ষে সিউড়ির বাঁশঝোড়ায় তৃণমূল সমর্থক খুনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব মৃতের পরিবার থেকে গ্রামবাসীরা। গাফিলতি মেনে পুলিশকে পদক্ষেপের জন্য কড়া নির্দেশ দিলেন পুরমন্ত্রী। যদিও এ নিয়ে শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূল নেতা ও প্রাক্তন কর্মাধ্যক্ষ-সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ২জনের

রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ২জনের। মধ্যমগ্রাম ও নাগেরবাজারের দুই বাসিন্দার ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গি শক সিনড্রোমের। এদিকে, ডেঙ্গি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সরব বিরোধীরা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা জবাব শাসকদলের।

প্রেক্ষাপট

কলকাতা: আইনশৃঙ্খলার কথা বলে আজ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্না বন্ধ রাখতে বলল পুলিশ (Kolkata Police)। বারবার একই ঘটনা ? কী করব আজ সিদ্ধান্ত। প্রতিক্রিয়া আন্দোলনকারীদের।


আইনশৃঙ্খলার কারণ তুচ্ছ অজুহাত, ট্যুইট শুভেন্দুর (Suvendu Adhikari)। আন্দোলনকে ভয় পাচ্ছে সরকার, আক্রমণ সুজনের। আন্দোলনকারীদের বিরোধী উস্কানি, প্রতিক্রিয়া শান্তনুর।


শান্তিনিকেতনের পর বালুরঘাট (Balurghat)। শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ। প্রতিবেশী যুবকের বাড়ির পাশ থেকে উদ্ধার দেহ। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, আগুন। 


অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। ঘুড়ি ছিড়ে দেওয়ায় খুন করে দেহ খালে। গ্রেফতার ৪, জানাল পুলিশ।


গরুপাচার মামলায় দিল্লিতে ইডির জিজ্ঞাসাবাদের পর পুরনো খুনের মামলায় অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ৪ দিনের পুলিশ হেফাজত।


গরুপাচারে অনুব্রতর তথ্যগোপনে গ্রেফতার, দাবি অধীরের। অনুব্রত ঘনিষ্ঠ বলেই আগে গ্রেফতার করেনি রাজ্য পুলিশ, আক্রমণ সুজনের। পুলিশ পুলিশের কাজ করছে, দাবি জয়প্রকাশের।


ফের রক্তাক্ত বীরভূম। পঞ্চায়েত ভোটের আগে বালিঘাটের দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রাণ গেল তরতাজা যুবকের। সিউড়িতে তৃণমূল সমর্থককে কুপিয়ে খুন।


সিউড়িতে কুপিয়ে খুন, রাতভর বোমাবাজি। বোমার শব্দ গেল সিউড়ি সার্কিট হাউসে থাকা মন্ত্রী ফিরহাদ হাকিমের কানেও। (ফিরহাদ - রাতে বোমার শব্দ শুনেছি)


সিউড়িতে খুনের ঘটনায় সরগরম লালমাটির জেলা। গ্রেফতার তৃণমূল নেতা সহ ১৫ জন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মৃতের পরিবারের। (বাইট - আক্রোশে খুন, পুলিশ বারবার কাজলকে ছেড়ে দিচ্ছে)


অন্যায় করলে গ্রেফতার, বার্তা ফিরহাদের। সব সমাজবিরোধীরা তৃণমূলে, কটাক্ষ দিলীপের। শাসকদলের ভাগবাটোয়ার জেরে খুন, আক্রমণ বামেদের।


ফের উত্তর ২৪ পরগনায় বিস্ফোরণ। দেঙ্গায় তৃণমূল নেত্রীর নির্মীয়মান বাড়িতে বোমা বিস্ফোরণ। আহত ২ শ্রমিক, উদ্ধার তাজা বোমা। 


পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়ার দাবিদার হওয়ায় ষড়যন্ত্র, অভিযোগ তৃণমূল নেত্রীর স্বামীর। সিপিএমের হয়ে জিতে তৃণমূলকে সমর্থন করেছিলেন, পাল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


দলে ঝাড়াই-বাছাইয়ের সময় এসেছে। একজনের জন্য যেন দল কালিমালিপ্ত না হয়। মারধর করে পঞ্চায়েত নেওয়া যাবে না। কামারহাটিতে শুদ্ধকরণের বার্তা তৃণমূলের। 


মাদক যোগের অভিযোগে পুলিশের বিরুদ্ধে সরব হওয়ার পর এবার আমডাঙায় মাদক বিরোধী মিছিলে তৃণমূল বিধায়ক। 


ছয় রাজ্যের সাতটি বিধানসভা উপনির্বাচনে চারটিতে জয়ী বিজেপি। একটি করে আসনে জয়ী টিআরএস, উদ্ধবপন্থী শিবসেনা। বিহারের মোকামা আসন ধরে রাখল আরজেডি। 


ত্রিপুরার ধলাইয়ে চারজনকে কুপিয়ে খুন। ৩ জনকে বাড়ির পাশে মাটি চাপা দিয়ে রাখার অভিযোগ। গ্রেফতার নাবালক। মোবাইল গেমে আসক্ত ছিল, দাবি স্থানীয়দের।


বিপজ্জনক ডেঙ্গি। মধ্যমগ্রাম ও নাগেরবাজারে ডেঙ্গির বলি ২। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫০ হাজার, এখনও পর্যন্ত মৃত ৭৫।


বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের হাহাকার। ডেঙ্গি তথ্য গোপন করছে রাজ্য, অভিযোগ বিরোধীদের। মিথ্যা অভিযোগ, পাল্টা সৌগত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.