West Bengal News Live: কয়েক ঘণ্টা পরই রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা, কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুমগুলি

West Bengal News Live: আনিসকাণ্ডে আজও পথে প্রতিবাদ। রাত পোহালেই ১০৮টি পুরসভার গণনা। গণনার আগের দিন হাইকোর্টে বিজেপির ধাক্কা। জেনে নিন জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ খবর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Mar 2022 11:56 PM
West Bengal News Live : কাঁথির ভোট গণনায় স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

কাঁথির ভোট গণনায় স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিজেপির আবেদন খারিজ করে দিল আদালত। তবে, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করা হয়েছে। মামলার ফলাফলের ওপর নির্ভর করবে কাঁথি পুরভোটের ভাগ্য

West Bengal Live: ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে

ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ১০৭টি পুরসভার জন্য ১০৭টি কেন্দ্রে গণনা হবে। আপাতত স্ট্রং রুমে তালাবন্দি ইভিএম। নিরাপত্তার বজ্রআঁটুনিতে রয়েছে ভোটযন্ত্র।

West Bengal News Live : কাল রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা, কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুমগুলি

কাল রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুমগুলি। গণনাকেন্দ্রগুলিতে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, আজ দক্ষিণ দমদম ও শ্রীরামপুর পুরসভার দু’টি ওয়ার্ডের দু’টি বুথে পুনর্নির্বাচন হল

West Bengal Live: পোস্তায় স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

পোস্তায় স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।  রবিবার বড়বাজারে নিজের গদিতে খুন হন ওই ব্যবসায়ী। লুঠ হয় বহুমূল্যের অলঙ্কার। খুনের ঘটনায় গদির এক প্রাক্তন কর্মীর যোগসাজশ রয়েছে বলে সন্দেহ পুলিশের।

West Bengal News Live: তন্ত্রসাধনার নামে মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ জ্যোতিষীর বিরুদ্ধে

তন্ত্রসাধনার নামে মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ জ্যোতিষীর বিরুদ্ধে। চিত্‍পুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।  টালা থেকে অভিযুক্ত জ্যোতিষীকে গ্রেফতার করল পুলিশ।

West Bengal Live: ভিক্ষুক পরিবারের তিনটি টাকা ভর্তি ট্যাঙ্কের খোঁজ, ভবিষ্যতের কথা ভেবে টাকা গুণে ব্যাঙ্কে দিলেন স্থানীয়রা

মূলত উদ্ধার হওয়া অজস্র খুচরো পয়সা ও দশ টাকার নোট গুণতে প্রায় গোটা দিন কেটে যায় স্থানীয়দের। সবমিলিয়ে প্রায় লাখ-খানেক টাকা গোনা শেষের পরে তারা জানালেন টাকা ব্যাঙ্কে জমা করে দেবেন আর্ত পরিবারের নামে।

West Bengal News Live: আনিস খানের বাড়িতে সিপিএম নেতা ফুয়াদ হালিম ও কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র

আনিস খানের বাড়িতে সিপিএম নেতা ফুয়াদ হালিম ও কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র। এদিন সকালে আমতায় আনিসের বাড়িতে যান ফুয়াদ হালিম। সিপিএম নেতার দাবি, আনিসের বাবা অসুস্থ। তাই চিকিত্সক হিসেবে তাঁকে দেখতে এসেছেন। আনিসের বাবাকে দেখতে এদিন তাঁর বাড়িতে যান কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্রও। গতকাল এসএসকেএমে দ্বিতীয়বার ময়নাতদন্তের পর আনিস খানের দেহ ফের কবরস্থ করা হয়। 

West Bengal Live: রাজ্যে কমল করোনা সংক্রমণ

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য় দফতরেরে প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১৪৬ জন। মৃত্যু দু-জনের

West Bengal News Live: পশ্চিম মেদিনীপুরের অনিন্দিতা মাইতি আটকে কিয়েভ ইউনিভার্সিটির বাঙ্কারে

২০১৬ সালে পশ্চিম মেদিনীপুরের বেলদার অনিন্দিতা মাইতি ডাক্তারি পরীক্ষার জন্য গিয়েছিলেন ইউক্রেনে। বাড়ি আসার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি। কিন্তু যুদ্ধের কারণে বাড়ি ফিরতে পারেনি। আটকে কিয়েভ ইউনিভার্সিটির বাঙ্কারে। দুশ্চিন্তায় রয়েছেন বাড়ির সকলে বাবা থেকে মা দাদু থেকে দিদা। 

West Bengal Live: সিবিআইয়ের চার্জ গঠনের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের

কাঁকুরগাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় নিম্ন আদালতে চার্জ গঠনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। সিবিআইয়ের চার্জ গঠনের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। 

West Bengal Live: আনিসকাণ্ডে আজও পথে প্রতিবাদ

আনিসকাণ্ডে আজও পথে প্রতিবাদ। শিয়ালদা-হাওড়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল বাম যুব ছাত্র সংগঠনের। ধর্মতলা পর্যন্ত মিছিল আইএসএফের।

West Bengal News Live: পুরভোটের পর, শান্তিপুরে স্কুলের কাছ থেকে উদ্ধার তাজা বোমা

পুরভোটের পর, শান্তিপুরে স্কুলের কাছ থেকে উদ্ধার তাজা বোমা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা তন্তুবায় হাইস্কুলের পিছনের মাঠে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন। পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। রবিবার পুরভোটের জন্য এই স্কুলে বুথ তৈরি হয়েছিল। 

West Bengal Live: চরম সঙ্কটে এনআরএস মেডিক্যাল কলেজের গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগ

চরম সঙ্কটে এনআরএস মেডিক্যাল কলেজের গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগ। এতদিন ২ জন চিকিত্সককে নিয়ে চলছিল। একজনকে বদলি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। এনআরএসের গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগের একমাত্র চিকিত্সক স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁর একার পক্ষে এতজন রোগীর চিকিত্সা পরিষেবা দেওয়া সম্ভব নয়।

West Bengal News Live: স্বামীর অসুস্থতার ভয় দেখিয়ে, তন্ত্রসাধনার নামে মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ

স্বামীর অসুস্থতার ভয় দেখিয়ে, তন্ত্রসাধনার নামে মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ। প্রতিবাদ করায় আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ উঠল জ্যোতিষীর বিরুদ্ধে। চিত্পুর থেকে গ্রেফতার অভিযুক্ত। মাসদেড়েক আগে বিজ্ঞাপন দেখে জ্যোতিষী সুভাষ ওরফে অভিজিৎ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন ওই দম্পতি। অভিযোগ, স্বামীর অসুস্থতার ভয় দেখিয়ে প্রায় লক্ষাধিক টাকার পাথর কেনানো হয়। এরপর বিশেষ তন্ত্রসাধনার নামে বীরভূম ও ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে মদ খাইয়ে বেহুঁশ করে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

West Bengal Live: সোনারপুরে চূড়ান্ত উদ্বেগে পরিবার

পুষ্পক স্বর্ণকার, আটকে ইউক্রেন-রোমানিয়া সীমান্তে। সোনারপুরে চূড়ান্ত উদ্বেগে পরিবার

West Bengal News Live: আনিস খানের মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শিয়ালদায় আইএসএফের মিছিল

আনিস খানের মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শিয়ালদায় আইএসএফের মিছিল। ধর্মতলা পর্যন্ত এই মিছিলে থাকার কথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির। একই ইস্যুতে শিয়ালদা থেকে আজ মিছিল করবে এসএফআই ও ডিওয়াইএফআই। মিছিল যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। সেখানে সমাবেশে সামিল হবেন বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। আনিসকাণ্ডে বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যদের মুক্তির দাবিতেও সরব হবে এসএফআই ও ডিওয়াইএফআই।

West Bengal Live: নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। গতকাল নবম-দশম শ্রেণির এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ আনা হয়। এই মামলায় এবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘প্যানেলে নাম নেই, তা সত্ত্বেও কীভাবে নিয়োগ? এটা চরম বিস্ময়ের, তদন্ত করুক জয়েন্ট ডিরেক্টর। কী করে এটা হল খুঁজে বের করতে হবে সিবিআইকে’।

West Bengal News Live: আনিস খানের মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শিয়ালদায় আইএসএফের মিছিল

আনিস খানের মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শিয়ালদায় আইএসএফের মিছিল। ধর্মতলা পর্যন্ত এই মিছিলে থাকার কথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির। একই ইস্যুতে শিয়ালদা থেকে আজ মিছিল করবে এসএফআই ও ডিওয়াইএফআই। মিছিল যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। সেখানে সমাবেশে সামিল হবেন বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। আনিসকাণ্ডে বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যদের মুক্তির দাবিতেও সরব হবে এসএফআই ও ডিওয়াইএফআই।

West Bengal Live: রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য রাজভবনে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

বিধানসভার বাজেট অধিবেশনের সময় বিতর্কের মধ্যেই  রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য রাজভবনে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বিধানসভার বাজেট অধিবেশন ৭ মার্চ দুপুর ২টোয় হবে বলে গতকাল ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়। রাজ্যপাল ট্যুইট করে এ কথা জানিয়েছেন। এরপর রাজভবনে গিয়ে প্রায় একঘন্টা রাজ্যপালের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব।

West Bengal News Live: হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি

হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। কাঁথি পুরসভার ভোট গণনায় স্থগিতাদেশ নয়। বিজেপির আবেদন খারিজ করে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
কালই হবে কাঁথি পুরসভার ভোট গণনা। ৯৭টির মধ্যে ৯১টি সিসিটিভি খারাপ করে দেওয়া হয়েছে। নিরপেক্ষ সংস্থা দিয়ে সিসিটিভি-র অডিট করানো হোক। জাতীয় নির্বাচন কমিশন বা সিবিআই-কে মনোনীত করা হোক। আদালতে দাবি বিজেপির আইনজীবীর। অভিযোগের ভিত্তিতে কমিশনের বক্তব্য জানতে চায় আদালত। 

West Bengal Live: জগদ্দলের মেঘনা জুটমিলে বিধ্বংসী আগুন

জগদ্দলের মেঘনা জুটমিলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। সকাল ১১টা নাগাদ জুটমিলের ব্যাচিং ডিপার্টমেন্টে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

West Bengal News Live: নিউটাউনে ছেলে ও মেয়ের মৃতদেহ আগলে মা

নিউটাউনে ছেলে ও মেয়ের মৃতদেহ আগলে মা। নিউটাউনের সিডি ব্লকের ২৫ নম্বর বাড়ির নয়তলা থেকে উদ্ধার মৃতদেহ।

West Bengal Live: মানিকচকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মালদার মানিকচকে তৃণমূল পরিচালিত একটি পঞ্চায়েতের বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ। বিডিওর কাছে লিখিত অভিযোগ করলেন বিজেপির তিন পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের একাংশ। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের প্রধান।

West Bengal News Live: কোচবিহারে দ্বৈরথে উদয়ন-রবি

পুরভোট নিয়ে ফের উদয়ন গুহর সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের দ্বৈরথ। রবীন্দ্রনাথের প্রশংসা করতে গিয়ে পরোক্ষে তাঁর সমালোচনা করলেন উদয়ন। -

West Bengal Live: আনিস মৃত্যু তদন্তের দাবিতে আইএসএফের মিছিল

আনিস খানের মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শিয়ালদায় আইএসএফের মিছিল। ধর্মতলা পর্যন্ত এই মিছিলে থাকার কথা আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির।

West Bengal News Live: হাইকোর্টে ধাক্কা বিজেপির

হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। কাঁথি পুরসভার ভোট গণনায় স্থগিতাদেশ নয়। বিজেপির আবেদন খারিজ করে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

West Bengal Live: মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ জ্যোতিষীর বিরুদ্ধে

স্বামীর অসুস্থতার ভয় দেখিয়ে, তন্ত্রসাধনার নামে মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ। প্রতিবাদ করায় আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ উঠল জ্যোতিষীর বিরুদ্ধে। চিত্পুর থেকে গ্রেফতার অভিযুক্ত। 

West Bengal News Live: ঘেরাওমুক্ত বিশ্বভারতীর রেজিস্ট্রার

প্রায় ২৪ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ।

West Bengal Live: দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে শুরু ভোট

দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে লেক পয়েন্ট স্কুলের ৪ নম্বর বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই বুথের ভোটার সংখ্যা ৯৬১। 

West Bengal News Live: সমস্ত এক্সপ্রেস ট্রেনেই ফিরছে অসংরক্ষিত কামরা

সমস্ত এক্সপ্রেস ট্রেনেই ফিরছে অসংরক্ষিত কামরা। এর ফলে উপকৃত হবেন স্বল্প দূরত্বের এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। এবার থেকে কোনও ট্রেনের টিকিট কেটে যাত্রীরা সঙ্গে সঙ্গে উঠতে পারবেন। কোভিড পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় সব এক্সপ্রেস ট্রেনেই ফের অসংরক্ষিত কামরা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 

West Bengal Live: শিবরাত্রীর দিন ভক্তদের জন‍্য খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

আজ শিবরাত্রীর দিন ভক্তদের জন‍্য খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। বাবার মাথায় জল ঢালতে আজ সকাল থেকেই ভিড় জমিয়েছেন পূর্নার্থীরা। 

West Bengal News Live: নলপুর স্টেশনে সকাল সকাল রেল অবরোধে ভোগান্তি

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর মেন শাখায় নলপুর স্টেশনে সকাল সকাল রেল অবরোধে ভোগান্তি। ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে আজ সকাল সাড়ে ৬টা থেকে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা।

West Bengal Live: নির্বাচন কমিশনকে একহাত দিলীপের

রাজ্যপাল বলেছেন, তাই তাঁর সম্মানরক্ষার্থে দুটি বুথে পুনর্নিবাচন হচ্ছে। নির্বাচন কমিশন সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে। মন্তব্য দিলীপ ঘোষের। 

West Bengal News Live: বাঘমুন্ডিতে মাওবাদীদের নামে পোস্টার

বনধের ডাক দিয়ে মাওবাদীদের নামে পোস্টার! আর তা উদ্ধার হল পুরুলিয়ার (purulia) বাঘমুন্ডিতে (bagmundi)। পোস্টারে একাধিক ব্যক্তির মৃত্যুর বদলা চেয়ে বনধের ডাক দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, পোস্টারের নেপথ্যে কে বা কারা রয়েছে, তার তদন্ত চলছে।

West Bengal Live: আজ রাজভবনে রাজ্যপাল-মুখ্যসচিব সাক্ষাৎ

বিধানসভার বাজেট অধিবেশনের সময় বিতর্কের মধ্যেই আজ রাজভবনে রাজ্যপাল-মুখ্যসচিব সাক্ষাৎ। 

West Bengal News Live: আজ রাজ্যের ২টি বুথে পুনর্নির্বাচন

আজ রাজ্যের ২টি বুথে পুনর্নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্যে ফের ভোট হচ্ছে শ্রীরামপুর ও দক্ষিণ দমদম পুরসভার ২টি বুথে। দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে লেক পয়েন্ট স্কুলের ৪ নম্বর বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই বুথের ভোটার সংখ্যা ৯৬১। 

West Bengal Live: হোস্টেল খোলার দাবিতে বিশ্বভারতী ঘেরাও

১৯ ঘণ্টা পার। হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে নিজের দফতরে ঘেরাও রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ।

West Bengal News Live: আজ দ্বিতীয়বার ময়নাতদন্ত হল আনিসের

হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত হল আনিস খানের দেহের। 

West Bengal Live: বিজেপির ডাকা বনধেও স্বাভাবিক জীবন

বিজেপির ডাকা বনধে কোনও প্রভাব পড়ল না নবান্ন ও মহাকরণে। কাজে যোগ দিলেন কর্মীরা।

প্রেক্ষাপট

কলকাতা: বিজেপির (bjp) ডাকা ১২ ঘণ্টার বনধে কলকাতায় (kolkata) তেমন কোনও প্রভাব পড়ল না। যান চলাচল ছিল স্বাভাবিক।  তবে দু’এক জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে।  কিছু ক্ষেত্রে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। টবিন রোডের গন্ডগোলে কয়েকজন পুলিশ (police) কর্মী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে দাবি। 


কাটল জট, বিচারকের উপস্থিতিতে কবর থেকে তুলে ৪ ঘণ্টা ধরে আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্ত। পুলিশি নিরাপত্তায় নিয়ে আমতায় ফের সমাধি। 
ফের আনিসের ময়নাতদন্ত


আনিস-হত্যা নিয়ে রাজনীতির অভিযোগ। এবার পথে তৃণমূল ছাত্র পরিষদ। এসপি, ওসিকে এখনও কেন গ্রেফতার নয়? পাল্টা প্রশ্ন সিপিএমের।এবার পথে টিএমসিপি 


বেলাগাম অশান্তি। তাও প্রায় ১১ হাজার বুথের মধ্যে আজ মাত্র ২টিতে পুনর্নির্বাচন। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই ঘোষণা। হাস্যকর সিদ্ধান্ত, খোঁচা বিরোধীদের।
পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বিজেপির বাংলা বন্‍‍ধে দিনভর তাণ্ডব। অবরোধ, বাস ভাঙচুর, জোর করে দোকান বন্ধের চেষ্টা।


বন্‍‍ধ নিয়ে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক অর্জুন। হিংসার মুখে আক্ষেপ, সাফাই সুকান্তর।  ভোট লুঠের অভিযোগে পথে বামেরাও। রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ। জলপাইগুড়ি, বহরমপুরে তুলকালাম।


হস্টেল খোলার দাবিতে আন্দোলনের নামে বিশ্বভারতীতে তাণ্ডব। ক্লাস থেকে পড়ুয়াদের উঠিয়ে পরপর দফতরে তালা। দীর্ঘক্ষণ রেজিস্ট্রারকে ঘেরাও। 
এ কেমন আন্দোলন!


নবম-দশমেও শিক্ষক নিয়োগে দুর্নীতি। সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। প্যানেলে নাম নেই, কীভাবে নিয়োগ? ২৮ মার্চের মধ্যে রিপোর্ট তলব।
‘নাম নেই, তবু নিয়োগ!’


মধ্যরাত থেকেই ফের দাম বাড়ল রান্নার বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডার প্রতি একলাফে ১০৮ টাকা বেড়ে দাম হচ্ছে ২ হাজার ৯৫ টাকা। 


রাজ্যে একদিনে করোনায় শুধু দঃ ২৪ পরগনায় একজনের মৃত্যু। দৈনিক সংক্রমণ নেমে ৮৯। ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকছে বিধিনিষেধ। একদিনে একজনের মৃত্যু


৪৫তম বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল পার্কের নাম বইমেলা প্রাঙ্গন করার প্রস্তাব। ঘুরে দেখলেন রাজ্য পুলিশের স্টল। সল্টলেকে ‘বইমেলা প্রাঙ্গন’


ভোগাচ্ছে হাঁটুর চোট। অবসর নিতে পারেন দীপা কর্মকার, ইঙ্গিত কোচের। আন্তর্জাতিক জিমনাস্টিক্স সংস্থার আচমকা নির্বাসনে পাঠানো ঘিরে  ধোঁয়াশা।
অবসর নিচ্ছেন দীপা? 


দলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুললেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’, CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.