West Bengal News Live Updates: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সোম-মঙ্গল দিল্লিতে তৃণমূলের ধর্না, আজ অভিষেকের রণকৌশল-বৈঠক
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
অভিষেক বলেন, বিজেপির এত ভয় কীসের ট্রেন বাতিল করছে? সারা দিল্লিতে ১৪৪ ধারা জারি করে দিয়েছে যাতে তৃণমূল আন্দোলন করতে না পারে। ১ হাজার নরেন্দ্র মোদি রাস্তায় নামলেও এই আন্দোলনকে আটকাতে পারবে না। আপনি এত চেষ্টা করলেন দিল্লির আন্দোলন আটকাতে পারলেন? আপনি এত চেষ্টা করলেন ট্রেন বাতিল করে পারলেন আটকাতে? পারলেন না। 'প্রাপ্য টাকা না মেলা পর্যন্ত চলবে আন্দোলন'মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারী নাম না করেই তীব্র কটাক্ষ করে বলেন, 'যন্তর মন্তরে যা খুশি করুন, এপাং, ওপাং ঝপাং, আমরা সবাই কোলা ব্যাঙ, যন্তর মন্তরের বাইরে কিছু করতে যান, ওখানে কিন্তু বিনীত গোয়েল নেই, অমিত শাহের পুলিশ, লাঠির সাইজ ৬ ফুট।'
দিল্লিতে ধর্না তৃণমূলের, অনুমতি বাতিল করে দিয়েছে, লিখিত কিছু দেওয়া হয়নি, বললেন অভিষেক
নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দুর্যোগ অব্যাহত। নাগাড়ে বৃষ্টি চলছে। এরমধ্যে সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমান বেশী। দমকা বাতাস বইছে। সমুদ্র উত্তাল থাকায় আজও নদী ও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। অন্যদিকে দুর্যোগ মোকাবিলায় গতকাল নবান্ন থেকে জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। ইতিমধ্যে সুন্দরবনে সব ব্লকে মাইকিং করে সতর্কতা প্রচার শুরু হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোলরুম।
এবার ডেঙ্গি মোকাবিলায় চারশো ক্লাবকে সাড়ে ৩ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা।
টানা বৃষ্টিতে ডুবল শাল নদীর সেতু। প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বীরভূমের পাড়ুই থেকে ইলামবাজার যাওয়া গোল্টে গ্রামের কাছে শাল নদীর সেতুটি ডুবে যায় । আর তার মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিবছর একটু জল বারলেই সেতুটি ডুবে যায়। ফলে আমাদের যাতায়াতের চরম সমস্যা হয়। সেতুটি নিচু হওয়ার জন্য জল বাড়লেই এই সমস্যা দেখা দেয় ।
টাকার অভাবে নতুন মহাকুমা আদালত ভবনের কাজ আজও অসম্পূর্ণ, বিচারপতিকে জানালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একই দাবি আইনজীবীদের ও আতঙ্কের পুরোনো আদালত ভবন পরিদর্শনে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
নরেন্দ্রপুর থানা এলাকার দাসপাড়ার সুকান্ত পার্কে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার এক। একটি চাউমিনের দোকানে শনিবার সন্ধ্যায় গুলি চলার ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে জগদীপোতা ঝিলপাড় এলাকা থেকে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মুল অভিযুক্ত সুবল ভক্ত। উদ্ধার করা হয়েছে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি।
কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যের মানুষ পাননি, সব তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়েছে। দিল্লিতে যান আর যেখানেই যান, চুরির টাকা ফেরত দিতে হবে, চ্যালেঞ্জ শুভেন্দুর।
বাঁকুড়ার পর ছাতনা , মাটির দেওয়ার ধসে মৃত্যু এক বৃদ্ধার। প্রবল বর্ষণে ক্রমশ বাড়ছে ক্ষতি, প্রাণহানির মতো ঘটনা
দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালিতে শুরু হয়েছে গঙ্গা ভাঙন
পুরুলিয়াতেও দেওয়াল ধসে ৩ বছরের শিশুকন্যার মৃত্যু, আহত ৪, আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পেলে এই দুর্ঘটনা ঘটত না, দাবি মৃত শিশুর পরিবারের
আমাকে জোর করে দিল্লি নিয়ে যেতে চাইছে, ইচ্ছে নেই যাওয়ার, দাবি বাঁকুড়ায় মৃত শিশুর বাবার। সমর্থন জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের অভিযোগ আবাস যোজনার টাকা না পাওয়ায় বাড়ি করতে পারেনি ওই পরিবার। যার ফলে এই মৃত্যু।
দিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'দেওয়াল চাপা পড়ে মৃত্যুর দায় কার? বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই মৃত্যুর দায় মোদি-শাহের। প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানাচ্ছি। গিরিরাজ সিংহকে গ্রেফতার করা উচিত। যাঁরা টাকা আটকে রেখেছে তাঁদের গ্রেফতার করা উচিত। গায়ের জোরে মানুষের টাকা আটকে রেখেছে বিজেপি। মোদি সরকারের হাতে বাংলার মানুষের রক্ত লেগে আছে। দিল্লিতে থেকেও আমাদের সঙ্গে দেখা করেননি গিরিরাজ সিংহ, অথচ বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন'।
বর্ষায় মাটির বাড়ি ধসে পর পর মৃত্যু শিশু, বৃদ্ধার। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার জব হোল্ডার, ১০০ দিনের টাকা না দেওয়ায় এই অবস্থা। গায়ের জোরে টাকা আটকে দিচ্ছে বিজেপি।
দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক। রাত ৮টায় বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লি যাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। বকেয়া টাকা আদায়ের উদ্দেশেই রাজধানীতে ধর্না অভিযান তৃণমূলের
ভোটের আগে বাঁকুড়ায় প্রকাশ্যে বিজেপির কোন্দল। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ বিজেপিরই একাংশের।
দিল্লিতে তৃণমূল। রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়ে কাল মেয়ো রোডে ধর্নায় বসবেন বিজেপির মহিলা মোর্চা
বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে কলকাতায় পথে নামল আপ। তৃণমূলের সুরে সুর মিলিয়ে কলকাতার পথে নামল আম আদমি পার্টি
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, কলকাতায় পথে নামল আপ। ধর্মতলার গাঁধী মূর্তির সামনে থেকে মিছিল আম আদমি পার্টির।
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ কলকাতা পুরসভা। ফের এই অভিযোগ তুলে পথে নামল বিজেপি। কলেজ স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচি গেরুয়া শিবিরের। মশারি নিয়ে অবস্থান-বিক্ষোভ বিজেপির। স্বামী ম্যালেরিয়া আক্রান্ত। কলেজ স্ট্রিটে ৫ নম্বর বরো অফিসের সামনে বিজেপির বিক্ষোভ ধর্নায় সামিল হয়ে দাবি সোনালি গুহর। এদিন ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে কলেজ স্ট্রিটে ৫ নম্বর বরোর অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। ৫ নম্বর বরোর-ই বাসিন্দা সোনালি গুহ।
বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুরে জ্যারিকেন ভর্তি বোমা উদ্ধার। ধান-মাঠে রাখা জ্যারিকেনে ২৫-৩০টি তাজা বোমা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিজপোজাল স্কোয়াডকে।
টানা বৃষ্টিতে বীরভূমে ডুবল শাল নদীর সেতু। প্রাণের ঝুঁকিয়ে ডুবে যাওয়া সেতুর ওপর দিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে শাল নদীর জল বেড়েছে। আজ সকালে পাড়ুই থেকে ইলামবাজার সংযোগকারী সেতুটি ডুবে যায়। স্থানীয়দের দাবি, সেতুটি নিচু হওয়ায় প্রতিবার বর্ষায় এই সমস্যা হয়। সেতু উঁচু করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাঁকুড়ার পর এবার বীরভূমেও দেওয়াল চাপা পড়ে মৃত্যু। বীরভূমের লাভপুরের ডাঙ্গাল গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের। মৃত বৃদ্ধের নাম তমালকৃষ্ণ মণ্ডল। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
খড়দায় দম্পতির রহস্যমৃত্যু। স্ত্রীর গলার নলি কেটে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। পাশের জমি থেকে খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র উদ্ধার করে পুলিশ। খড়দার পাতুলিয়া এলাকায় ঘটনা ঘিরে চাঞ্চল্য। রহড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কী কারণে মৃত্যু খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ।
এবার দিল্লিতে তৃণমূলের ধর্নার পাল্টা কর্মসূচি নিল বিজেপি। ৪ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ বাংলার সব বিজেপি সাংসদকে ডাকা হল দিল্লিতে। যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। চলতি মরসুমে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ১৪০। শুধুমাত্র দক্ষিণবঙ্গের ১৭টি জেলা ও স্বাস্থ্যজেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত ২ হাজার ৬১৩। ডেঙ্গি আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীর আগে অক্টোবরের প্রথম দিনে দেশবাসীকে স্বচ্ছতার জন্য একঘণ্টা শ্রমদানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। এক তারিখ, একঘণ্টা, একসঙ্গে--মন কি বাতের ১০৫ তম পর্বে এই আহ্বান জানিয়েছিলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছ ভারত গড়ে তোলা সকলের মিলিত দায়িত্ব।আজ সকাল ১০টায় এই অভিযান শুরু হবে দেশজুড়ে। এই অভিযান প্রতীকী হলেও স্বচ্ছতা নিয়ে দেশবাসীর মধ্যে সচেতনতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। সমাজের সব স্তরের মানুষকে এই স্বচ্ছতা অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন মোদি।
মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীর আগে অক্টোবরের প্রথম দিনে দেশবাসীকে স্বচ্ছতার জন্য একঘণ্টা শ্রমদানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। এক তারিখ, একঘণ্টা, একসঙ্গে--মন কি বাতের ১০৫ তম পর্বে এই আহ্বান জানিয়েছিলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছ ভারত গড়ে তোলা সকলের মিলিত দায়িত্ব।আজ সকাল ১০টায় এই অভিযান শুরু হবে দেশজুড়ে। এই অভিযান প্রতীকী হলেও স্বচ্ছতা নিয়ে দেশবাসীর মধ্যে সচেতনতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। সমাজের সব স্তরের মানুষকে এই স্বচ্ছতা অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন মোদি।
বাঁকুড়ায় ফের মাটির দেওয়াল ধসে মৃত্যু। গতকাল ৩ শিশুর মর্মান্তিক মৃত্যুর পর আজ দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু। বাঁকুড়ার ছাতনায় মাটির দেওয়াল ধসে পড়ে মৃত্যু হল বৃদ্ধার। মৃতার নাম পূরবী হাঁসদা। আবাস যোজনার তালিকায় নাম থাকলেও বাড়ি না পাওয়াতেই দুর্ঘটনা বলে দাবি স্থানীয় ঘোষেরগ্রাম পঞ্চায়েতের।
ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে ১০০ দিনের কর্মীদের বাস। বিহার থেকে ঝাড়খণ্ড ঢোকার মুখে দুর্ঘটনা। ওই বাসে পুরুলিয়ার ১০০ দিনের কর্মীরা ছিলেন, কয়েকজন সামান্য চোট পান। বাস নিয়ে ফেরত যাওয়ার নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের।
নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি চলছে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে। সুন্দরবন উপকূলে বৃষ্টির সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। আগামী কয়েকদিন খোলা থাকবে ফ্লাড সেন্টারগুলি। পুলিশের তরফে মাইকে প্রচার করে মাটির বাড়ির বাসিন্দাদের ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
বাঁকুড়ার বিষ্ণপুরে মাটির দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু। বাড়ির সামনে বসে খেলার মাঝেই ভেঙে পড়ে মাটির দেওয়াল। আজ মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সাংসদ শান্তনু সেন, তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
ফের দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যু। নাগেরবাজারে বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত তরুণীর মৃত্যু। দক্ষিণ দমদমের ২১ নম্বর ওয়ার্ডে ২০ বছরের তরুণী সমাপ্তি মল্লিকের মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ।
কবে হবে লোকসভা ভোট? এনিয়ে জল্পনার মধ্যে শুভেন্দু অধিকারী বললেন, ফেব্রুয়ারির শেষে লোকসভা ভোট হয়ে যাবে। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল এবং সিপিএম।
'আন্দামানে খারাপ আবহাওয়া, পোর্ট ব্লেয়ারগামী যাত্রীরা আটকে কলকাতায়। পোর্ট ব্লেয়ারগামী যাত্রীদের পাঠাতে দরকার অতিরিক্ত বিমান', তাই রবিবার সন্ধের দিল্লিগামী বিমান বাতিল, দাবি বিমান সংস্থার।
দিল্লি যাওয়ার বিশেষ ট্রেনের পর এবার বিমানের টিকিট বাতিলের অভিযোগ তুলল তৃণমূল। তাদের দাবি, কাল সন্ধে ৬.৪৫-এর বিমানে ১২০ জন তৃণমূল নেতা-কর্মীর দিল্লি যাওয়ার কথা। আচমকা সেই বিমান বাতিল হয়েছে। দিল্লিতে ধর্না-আন্দোলন আটকাতে বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছে তৃণমূল। চূড়ান্ত হতাশা থেকে এসব বলছে, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। উড়ান সংস্থার দাবি, যাঁদের বিমান বাতিল হয়েছে, তাঁদের অন্য বিমানে যাওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।
দিল্লিতে ধর্নার আগে অভিষেকের রণকৌশল-বৈঠক। আজ দিল্লিতে তৃণমূল সাংসদ, মন্ত্রী ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। তৃণমূলের সব সাংসদকে আজ বিকেলের মধ্যে দিল্লি পৌঁছনোর নির্দেশ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সোম-মঙ্গল দিল্লিতে তৃণমূলের ধর্না।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমারিতে জাতীয় সড়কের ধারে উল্টে পড়ল পুরী-ফেরত পর্যটকদের বাস। ১০-১২ জন মহিলা-সহ ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
ডেঙ্গির বাড়বাড়ন্তের মধ্যেই ছাব্বিশ বাই এক বালিগ়ঞ্জ সার্কুলার রোডে আবাসনের ভিতরে ও বাইরে খোলা আকাশের নীচে পড়ে রয়েছে ৫টি পরিত্য়ক্ত গাড়ি। আবাসনের ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ, ডেপুটি মেয়র ও কাউন্সিলরকে চিঠি দেওয়া হলেও গাড়ি সরানোর ব্য়বস্থা করা হয়নি। টক টু মেয়রে অভিযোগ জানাতেই লোক পাঠানো হয়েছে বলে দাবি ফিরহাদ হাকিমের।
দিল্লিতে তৃণমূলের ধর্না। আজ সাংসদ-মন্ত্রী-নেতাদের নিয়ে অভিষেকের বৈঠক। চূড়ান্ত হবে রণকৌশল। দিল্লির পাল্টা কলকাতাতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কর্মসূচি।
প্রেক্ষাপট
ট্রেনের (Train) পর বাতিল তৃণমূল নেতা (TMC)-কর্মীদের বিমান। দিল্লিতে (Delhi) ধর্না আটকাতে বিজেপির (BJP) ষড়যন্ত্র, আক্রমণে তৃণমূল (TMC)। বেসরকারি বিমান, বিজেপির কী সম্পর্ক? হতাশা থেকেই এসব কথা, পাল্টা বিজেপি।
খারাপ আবহাওয়া আন্দামানে (Andaman)। পোর্ট ব্লেয়ারগামী যাত্রীরা আটকে কলকাতায়। পাঠাতে দরকার অতিরিক্ত বিমান। তাই রবিবার সন্ধের দিল্লিগামী বিমান বাতিল, সাফাই বিমান সংস্থার।
ট্রেন না দিয়ে, ইডির (ED) নোটিস ধরিয়ে আমাদের রোখা যাবে না। বাংলার বকেয়া দিতেই হবে। হুঙ্কার অভিষেকের (Abhishek Banerjee)।
বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো। বাসে দিল্লি রওনা। কিছু লোককে ট্রেনেও নিয়ে যাওয়ার পরিকল্পনা। ২ দিনের ধর্নায় ৩ থেকে ৪ হাজার মানুষের জমায়েতের টার্গেট।
দিল্লিতে তৃণমূলের ধর্না। আজ সাংসদ-মন্ত্রী-নেতাদের নিয়ে অভিষেকের বৈঠক। চূড়ান্ত হবে রণকৌশল। দিল্লির (Delhi) পাল্টা কলকাতাতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কর্মসূচি।
ফের শুভেন্দুর (Suvendu Adhikari) মুখে লোকসভা ভোটের ডেডলাইন। ফেব্রুয়ারিতে হবে বলে আগাম ঘোষণা। হলে হবে, তৃণমূল জিতবে, চ্যালেঞ্জ কুণালের (Kunal Ghosh)।
রাজভবনে (Raj bhaban) শপথ ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল (Governor)। শপথের পর একে অপরকে পরালেন উত্তরীয়।
বাঁকুড়ায় (Bankura) দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু। আবাসের টাকা না পাওয়ায় পাকা বাড়ি করা যায়নি। অভিযোগ পরিবারের। চুরির ফল, অভিযোগ সৌমিত্রর। কেন্দ্রই টাকা আটকেছে, পাল্টা তৃণমূল।
নরেন্দ্রপুরে (Narendrapur শ্যুটআউট। ফাস্ট ফুডের দোকানে ঢুকে রাস্তার দিকে গুলি চালাল দুষ্কৃতী। কেউ গুলিবিদ্ধ না হলেও এলাকায় আতঙ্ক। অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা।
হাওড়া (Howrah) বর্ধমান কর্ড লাইনের গোবরা স্টেশনে দুর্ঘটনা। আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় একজনের মৃত্যু। স্টেশনে ভাঙচুর উত্তেজিত জনতার। ভাঙচুরের ঘটনায় একজন আটক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -