West Bengal News Live Updates: শক্তিগড়ে মালগাড়ি-লোকাল ট্রেনের ধাক্কা স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 11 May 2023 12:39 AM
West Bengal News LIVE Updates: শক্তিগড়ে মালগাড়ি-লোকাল ট্রেনের ধাক্কা স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল

শক্তিগড়ে মালগাড়ি-লোকাল ট্রেনের ধাক্কা। স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। রাত ৯.১৫ নাগাদ শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন। ব্যান্ডেল-বর্ধমান ডাউন লোকালের সঙ্গে ধাক্কা, ভাঙল মালগাড়ির চাকা। যাত্রীরা নিরাপদ আছেন, জানাল রেল
কী কারণে দুর্ঘটনা? তদন্তে রেল। 

WB LIVE News Updates: জলপাইগুড়িতে দম্পতির আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় আত্মসমর্পণ করলেন অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ

আত্মসমর্পণ করলেন জলপাইগুড়িতে দম্পতির আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ায় অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ। জলপাইগুড়ি পুরসভার নারী ও শিশুকল্যাণ দফতরের প্রাক্তন চেয়ারপার্সন ও তাঁর স্ত্রীর মৃত্যুতে প্ররোচনার অভিযোগ ওঠে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্য়ায়, সন্দীপ ঘোষ সহ ৪ জনের বিরুদ্ধে। যদিও সন্দীপ ঘোষের দাবি, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।

West Bengal News LIVE Updates: গরুপাচার বন্ধে শাহর প্রশংসা শুভেন্দুর, পাল্টা কটাক্ষ ফিরহাদের

গরুপাচার বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসায় শুভেন্দু অধিকারী। তাহলে কী গরুপাচার হচ্ছিল রাজনাথ সিংহের আমলে, পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। 

WB LIVE News Updates: অমিত শাহের বঙ্গ সফর নিয়ে মমতার কটাক্ষের জবাবে হুঙ্কার সুকান্তর

'কাজ না থাকলে অপেক্ষা করুন, ব্যবস্থা করবে ইডি-সিবিআই', অমিত শাহের বঙ্গ সফর নিয়ে মমতার কটাক্ষের জবাবে হুঙ্কার সুকান্তর। 'মণিপুর এখন শান্ত, মুখ্যমন্ত্রী বোধহয় আপডেটেড নন', আক্রমণে সুকান্ত। 'মেরুদণ্ডহীন বিজেপির কয়েকজন ছাড়া সবাই বলছে, মণিপুর জ্বলছে', বোঝাই যাচ্ছে বিজেপির কথায় চলছে এজেন্সি, পাল্টা কুণাল ঘোষ। 

West Bengal News LIVE Updates: ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে চৌবাচ্চায় ঠাঁই! জলপাইগুড়ির ময়নাগুড়িতে করুণ ছবি

ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে চৌবাচ্চায় ঠাঁই! জলপাইগুড়ির ময়নাগুড়িতে করুণ ছবি। ঘরের ভিতর মাটি খুঁড়ে চৌবাচ্চা তৈরি করে সেখানেই আশ্রয়। ‘একাধিকবার ঝড়-বৃষ্টিতে বাড়ির চাল উড়ে গিয়েছে’। ‘পঞ্চায়েতে আবেদন জানিয়েও লাভ হয়নি’, অভিযোগ ময়নাগুড়ির বাসিন্দা লক্ষ্মীমোহন রায়ের। অভিযোগ পাওয়ার পর ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস প্রশাসনের

WB LIVE News Updates: রবিবার মুর্শিদাবাদের বড়ঞায় অভিষেকের সভামঞ্চে হাজির ছিলেন নির্দল কাউন্সিলর গুরুপ্রসাদ মুখোপাধ্যায়

পুরভোটের পর কোনও নির্দলকে দলে নেওয়া হয়নি। রবিবার মুর্শিদাবাদের বড়ঞায় একথা বলেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, যে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন অভিষেক, সেই সভায় উপস্থিত ছিলেন কান্দি পুরসভার ন'নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গুরুপ্রসাদ মুখোপাধ্যায়।

West Bengal News LIVE Updates: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর। নগদ ৩ কোটি টাকা, ৬ কোটির গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। এর পাশাপাশি আয়কর দফতরের কাছে বিবৃতি প্রকাশের দাবিও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ মে প্রায় ৩০ ঘণ্টা ধরে রায়গঞ্জের বিধায়কের বাড়িতে চলে আয়কর তল্লাশি।

WB LIVE News Updates: নবজোয়ারের টাকার উৎস নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা

কোন্নগরের সভা থেকে তৃণমূলের 'নবজোয়ারের' টাকার উৎস নিয়েও বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'ডিয়ার লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার। ইনকাম ট্যাক্সের রিটার্নে ডিয়ার লটারির উল্লেখ করেছে। তৃণমূলের নির্বাচনী বন্ডে প্রতি মাসে ২৫-৩০ কোটি টাকা দিচ্ছে। কোটি কোটি মানুষকে বঞ্চনার এই ব্যবসা বন্ধ করব। এই নবজোয়ার, চল এবার তিহাড়।' 

West Bengal News LIVE Updates: রাজ্যে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি, প্রতিবাদে সরব বিজেপি

রাজ্যে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি। প্রতিবাদে সরব বিজেপি। কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় অবস্থান-বিক্ষোভ। কলেজ স্ট্রিটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। বারুইপুরে রাস্তায় বসে বিক্ষোভ-স্লোগান বিজেপি মহিলা মোর্চার। বেলঘরিয়া-শিলিগুড়িতেও বিক্ষোভ গেরুয়া শিবিরের। 

WB LIVE News Updates: রামনবমীর মিছিলে অশান্তি, রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর

রামনবমীর মিছিলে অশান্তি, রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর। হুগলির কোন্নগর থেকে উত্তরপাড়া পর্যন্ত শুভেন্দুর প্রতিবাদ মিছিল
বিরোধী দলনেতার কথায়, 'শিবপুর, ডালখোলা, রিষড়ায় যাঁরা অশান্তি পাকিয়েছে, তারা রাষ্ট্রপ্রেমী হতে পারে না। তাই এনআইএ তদন্ত করা উচিত। মোমিনপুর-ইকবালপুরে এনআইএ হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। এখানেও এই ওষুধের প্রয়োজন। এনআইএ কাজ শুরু করার আগেই পুলিশ, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। এনআইএ তদন্ত বাতিল করতে সুপ্রিম কোর্টে গিয়েছে। আমরা সবরকম আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি'। 

West Bengal News LIVE Updates: দাড়িভিটকাণ্ডেও মুখ পুড়ল রাজ্যের, এনআইএ তদন্তের নির্দেশ

দাড়িভিটকাণ্ডেও মুখ পুড়ল রাজ্যের, এনআইএ তদন্তের নির্দেশ। সিআইডি তদন্তে অনাস্থা, এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। দাড়িভিটকাণ্ডে এনআইএ নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে আর্থিক সাহায্যের নির্দেশ। বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল বলে এনআইএ তদন্তের নির্দেশ, জানালেন বিচারপতি। 

WB LIVE News Updates: জিততে হবে সব পঞ্চায়েতেই, মহম্মদবাজারের সভা থেকে হুঙ্কার অভিষেকের

জিততে হবে সব পঞ্চায়েতেই, মহম্মদবাজারের সভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা ভোটে বীরভূমে ১১-০ করার ডাক অভিষেকের। তিহাড় জেলে বন্দি কেষ্ট, বীরভূমের সব পঞ্চায়েতে জয়ের ডাক অভিষেকের। একুশের বিধানসভায় ১১টায় ১০ গোল, আগামী ভোটে ১১-০ করার ডাক অভিষেকের। 

West Bengal News LIVE Updates: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় 'মোকা', নেই বৃষ্টি, পুড়ছে বাংলা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় 'মোকা', নেই বৃষ্টি, পুড়ছে বাংলা। আজ রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্মচাপে। আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা। উত্তরবঙ্গেও তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা। মালদা, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনি-রবিবার উপকূলবর্তী দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

WB LIVE News Updates: ফের নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের মিছিল

ফের নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের মিছিল। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন ১ চাকরিপ্রার্থী। ফুরফুরা শরিফ থেকে ধর্মতলা পর্যন্ত ছিল এই মিছিল। ফুরফুরা শরিফ থেকে গতকাল শুরু হয় মিছিল। 

West Bengal News LIVE Updates: মহম্মদবাজারের সভা থেকে হুঙ্কার অভিষেকের

মুরারইয়ের পর মহম্মদবাজার, বীরভূমে ফের অভিষেকের নিশানায় শাহ। 'যতই ইডি-সিবিআই লাগান, যত ক্ষমতা আছে, প্রয়োগ করুন'। 'অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে, তাঁর মেয়েকেও গ্রেফতার করেছে'। 'তৃণমূলের একাধিক বিধায়ককে গ্রেফতার করেছে'। 'ইডি বলছে, অনুব্রত মণ্ডলের মেয়ের দেড়শো গুণ সম্পত্তি বেড়েছে বলে তাঁকে গ্রেফতার করেছি'। 'দেড়শো গুণ সম্পত্তি বৃদ্ধির জন্য যদি সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয় তাহলে অমিত শাহের ছেলে জয় শাহকে কেন গ্রেফতার করছেন না?' 'এক বছরে ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে জয় শাহের'। 'বিজেপি করে বলে কি জয় শাহকে গ্রেফতার করবে না ইডি-সিবিআই?' 'তৃণমূল করলে এক নিয়ম, আর বিজেপি করলে আরেক নিয়ম?' 'আমরা এর শেষ দেখে ছাড়ব, মহম্মদবাজারের সভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

WB LIVE News Updates: ময়নায় বিজেপি নেতা খুন, হাইকোর্টের ভর্ৎসনার পরে অবশেষে গ্রামে কেন্দ্রীয় বাহিনী

ময়নায় বিজেপি নেতা খুন, হাইকোর্টের ভর্ৎসনার পরে অবশেষে গ্রামে কেন্দ্রীয় বাহিনী। ময়নার বাকচায় নিহত বিজেপি নেতার বাড়িতে গেলেন কেন্দ্রীয় বাহিনীর ২ অফিসার । বিজেপি নেতার পরিবারের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। এই নির্দেশের পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়ায় ভর্ৎসনা করে হাইকোর্ট। আর হাইকোর্টের ভর্ৎসনার পরেই বিজয়কৃষ্ণ ভুঁইঞার বাড়িতে গেল কেন্দ্রীয় বাহিনী। 

West Bengal News LIVE Updates: সাগরদিঘিতে পদ হারালেন তৃণমূলের পরাজিত প্রার্থী

সাগরদিঘি ভোটে ধরাশায়ী, পদ হারালেন তৃণমূলের পরাজিত প্রার্থী। ব্লকের দায়িত্ব থেকে অপসারিত পরাজিত প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি শামসুল হুদা। 

WB LIVE News Updates: বীরভূমের মহম্মদবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা

জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মহম্মদবাজারে জনসভা করছেন তিনি। ময়ূরেশ্বরে রোড শো করারও কথা রয়েছে তাঁর। 

West Bengal News LIVE Updates: NIA তদন্তের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া অধীরের

বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। তাই মানুষকে আদালতে যেতে হচ্ছে। দাড়িভিটকাণ্ডে কোনও পদক্ষেপই নেয়নি রাজ্য সরকার। এনআইএ তদন্তের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। 

WB LIVE News Updates: তৃণমূলের নবজোয়ারে পুনর্নির্বাচন

ভোটের আগেই ‘ভোট’ বানচাল, তৃণমূলের নবজোয়ারে পুনর্নির্বাচন। তৃণমূলের নবজোয়ারে বিশৃঙ্খলা, প্রার্থী বাছাইয়ে বহরমপুরে পুনরায় ভোট।

West Bengal News LIVE Updates: ফের নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা

ফের নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা।  ২০১৪ সালের টেট উত্তীর্ণদের মিছিল। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন ১ চাকরিপ্রার্থী। ফুরফুরা শরিফ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ফুরফুরা শরিফ থেকে গতকাল শুরু হয় মিছিল

WB LIVE News Updates: জলপাইগুড়ির কোতোয়ালি থানায় এসে আত্মসমর্পণ করলেন তৃণমূল নেতা সন্দীপ ঘোষ

জলপাইগুড়ির কোতোয়ালি থানায় এসে আত্মসমর্পণ করলেন তৃণমূল নেতা সন্দীপ ঘোষ। দম্পতির আত্মহত্যার ঘটনার একমাস নয়দিন পর কোতোয়ালি থানায় এসে আত্মসমর্পণ। আত্মসমর্পণ করলেন অভিযুক্ত তৃণমূল নেতা ও কাউন্সিলর সন্দীপ ঘোষ। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার ঘটনা। জলপাইগুড়ির বাসিন্দা সুবোধ ও স্ত্রী অপর্না ভট্টাচার্যকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। গত ১ এপ্রিল আত্মহত্যা করেন দম্পতি। সুইসাইড নোটে ঘটনার জন্য তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষকে দায়ী করেন দম্পতি। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দারস্থ হন সুবোধ ভট্টাচার্যের দিদি,  বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। অভিযুক্ত সন্দীপ ঘোষের দাবি পুরোটাই বিজেপির চক্রান্ত। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে

West Bengal News LIVE Updates: তৃণমূলের নবজোয়ারে বিশৃঙ্খলা, প্রার্থী বাছাইয়ে বহরমপুরে পুনরায় ভোট

তৃণমূলের নবজোয়ারে বিশৃঙ্খলা, প্রার্থী বাছাইয়ে বহরমপুরে পুনরায় ভোট। ৭ মে বহরমপুর স্টেডিয়ামে বিশৃঙ্খলার জেরে ভেস্তে যায় ভোটাভুটি। বহরমপুরে জেলা তৃণমূল পার্টি অফিসে প্রার্থী বাছাইয়ের জন্য ফের ভোট

WB LIVE News Updates: ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ

১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ। ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। ৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। 

West Bengal News LIVE Updates: চিকিৎসার গাফিলতিতে রোগিণীর মৃত্য়ুর অভিযোগে হাওড়ার জগৎবল্লভপুরে দফায় দফায় নার্সিংহোম ভাঙচুর

চিকিৎসার গাফিলতিতে রোগিণীর মৃত্য়ুর অভিযোগে হাওড়ার জগৎবল্লভপুরে দফায় দফায় নার্সিংহোম ভাঙচুর করা হল। মৃতদেহ নিয়ে হাওড়া-আমতা রোড অবরোধ করেন মৃতের পরিজনেরা। একঘণ্টা অবরোধ চলার পর, পুলিশ ও র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

WB LIVE News Updates: কোচবিহারের দিনহাটার গীতালদহে অস্ত্র-সহ গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারের দিনহাটার গীতালদহে অস্ত্র-সহ গ্রেফতার একাধিক তৃণমূল নেতা। উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলি। স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান আবু আল আজাদ ও দলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানের অনুগামীদের বিবাদ চলছে। মাঝেমধ্যেই বোমাবাজি হচ্ছে। গুলিও চলে বলে অভিযোগ। গত ২ দিন ধরে ফের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল ধরপাকড় চালিয়ে প্রাক্তন প্রধান-সহ ৬ জনকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। তৃণমূলের একাংশের অভিযোগ, তাদের পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালান পুলিশ কর্মীরা। যদিও পুলিশকেই সমর্থন জানিয়েছে শাসকদলের জেলা নেতৃত্ব। পঞ্চায়েতের কাজের টাকা নিয়ে তৃণমূলের বিবাদ, কটাক্ষ বিজেপির। 

West Bengal News LIVE Updates: নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিবিআইয়ের হাতে জীবনকৃষ্ণের মোবাইলের তথ্য

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিবিআইয়ের বড় হাতিয়ার হতে চলেছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোনের তথ্য। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ চ্যাট ও কয়েকশো অডিও ক্লিপ মিলেছে। সিবিআইয়ের দাবি, সেখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কথোপকথন হয়েছে। শুধু তাই নয়, ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়োগ ছাড়াও অন্য বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সিবিআইয়ের অনুমান, তথ্য গোপন করতেই দুটি ফোন ছুড়ে বাড়ির পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক। এবার ফোন থেকে উদ্ধার হওয়া তথ্য সামনে রেখে জেলে গিয়ে জীবনকৃষ্ণকে জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। 

WB LIVE News Updates: শহিদ মিনারে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির অবস্থান বিক্ষোভের অনুমতি দিল না সেনাবাহিনী

শহিদ মিনারে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির অবস্থান বিক্ষোভের অনুমতি দিল না সেনাবাহিনী। সেনার তরফে হাইকোর্টে জানালেন আইনজীবী। বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে শহিদ মিনারে অবস্থান-বিক্ষোভের অনুমতি দেয় হাইকোর্ট। লাগাতার ১২ দিন অবস্থান-বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থার। সেনা অনুমতি দিলেই তবেই করা যাবে অবস্থান-বিক্ষোভ, জানিয়েছিলেন বিচারপতি। শহিদ মিনারে অবস্থান-বিক্ষোভ করা যাবে না, জানানো হল সেনার তরফে। 

West Bengal News LIVE Updates: শরাফ হাউসে বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক

রাজভবনের কাছে শরাফ হাউসে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলছে বাড়ির চারতলার ছাদের একাংশ। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ছাদের ওপর সেন্ট্রাল ব্যাঙ্কের ক্যান্টিন ছাড়াও ১১টি অফিস রয়েছে। এর মধ্যে ৬টি শরাফ গোষ্ঠীর অফিস। সবকটি অফিস ভস্মীভূত। স্থানীয়দের দাবি, ক্যান্টিন থেকেই আগুন ছড়ায়।ইতিমধ্যেই ভেঙে পড়েছে ছাদের একাংশ। ওপর থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ছে রাস্তায়। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। আশেপাশের গাছও পুড়তে শুরু করেছে। খবর পেয়ে রাজভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রীও। শরাফ হাউসে বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। বেআইনি নির্মাণ থাকলে সে বিষয়ে অভিযোগ জানানো কাউন্সিলরের দায়িত্ব। কিন্তু সেরকম অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। 

Kolkata Fire Updates: রাজভবনের কাছে শরাফ হাউসে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে মমতা

রাজভবনের কাছে শরাফ হাউসে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলছে বাড়ির চারতলার ছাদের একাংশ। আশেপাশের গাছও পুড়তে শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ ঘণ্টা পেরলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন 

West Bengal News LIVE Updates: নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস

নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। তাঁর অভিযোগ, বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই হুমকি ফোন পাচ্ছেন। কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়েও কোনও ফল না মেলায়, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের দাবি।বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সোমবার শুনানি।

WB LIVE News Updates: রাজভবনের কাছে শরাফ হাউসে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

রাজভবনের কাছে শরাফ হাউসে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলছে বাড়ির চারতলার ছাদের একাংশ। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ছাদের ওপর সেন্ট্রাল ব্যাঙ্কের ক্যান্টিন ছাড়াও ১১টি অফিস রয়েছে। এর মধ্যে ৬টি শরাফ গোষ্ঠীর অফিস। সবকটি অফিস ভস্মীভূত।

West Bengal News LIVE Updates: সিউড়ি জেলা আদালতে পিছোল অর্মত্য সেনের জমি-মামলার শুনানি

সিউড়ি জেলা আদালতে পিছোল অর্মত্য সেনের জমি-মামলার শুনানি। প্রবল গরমের জেরে এদিন সকালে বসে আদালত। এই সময় বদলের কথা জানতেন না বলে দাবি করেন বিশ্বভারতীর আইনজীবী। অন্যদিকে, অর্মত্য সেনের আইনজীবী জানান, এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ফলে নিম্ন আদালত এই মামলা শুনতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অমর্ত্য সেনের আইনজীবী। আগামী ৩০ মে দুপুর ২টোয় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। শান্তিনিকেতনে ১৩ ডেসিমেল জায়গা অর্মত্য সেন দখল করে রেখেছেন বলে দাবি করে উচ্ছেদ নোটিস পাঠায় বিশ্বভারতী। সেই মামলারই আজ শুনানি ছিল। 

WB LIVE News Updates: দাড়িভিটে দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ

ফের একবার আদালতে মুখ পুড়ল রাজ্যের। দাড়িভিটে দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। দাড়িভিটকাণ্ডে বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল বলে NIA তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিচারপতি মান্থা। ২০১৮-য় দাড়িভিট হাইস্কুলে বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভের সময়, গুলিতে মৃত্যু হয় দুই পড়ুয়া তাপস বর্মন ও রাজেশ সরকারের। পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যুর অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। এই মামলায় রাজ্য মানবাধিকার কমিশনকে ভর্ৎসনা করেন বিচারপতি রাজাশেখর মান্থা। দাড়িভিটকাণ্ডে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে সিআইডি-ও।

West Bengal News LIVE Updates: মুর্শিদাবাদে নবজোয়ার যাত্রায় পুরভোটে জয়ী নির্দলদের দলে ফেরানো হয়নি বলে একাধিকবার দাবি করেছেন অভিষেক

মুর্শিদাবাদে নবজোয়ার যাত্রায় পুরভোটে জয়ী নির্দলদের দলে ফেরানো হয়নি বলে একাধিকবার দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বড়ঞায় তাঁর সভাতেই দেখা গেল উল্টো ছবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই সভায় হাজির ছিলেন কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর  গুরুপ্রসাদ মুখোপাধ্যায়। গত পুরভোটে টিকিট না পেয়ে, নির্দল হিসেবে লড়ে তৃণমূল প্রার্থীকে হারানোর পর, দল তাঁকে বহিষ্কার করে। ভোটের ফল ঘোষণার পর, কান্দির তৃণমূল বিধায়কের হাত ধরে পুরনো দলে ফেরেন গুরুপ্রসাদ। শুধু তাই নয়, সম্প্রতি তৃণমূলের জেলা কমিটির সম্পাদক হয়েছেন নির্দল কাউন্সিলরকে।এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি ও কংগ্রেসের কটাক্ষ, অভিষেকের কাজে-কথায় মিল নেই, এটাই তার প্রমাণ। অস্বস্তি ঢাকতে খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের।

WB LIVE News Updates: মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে গোপন ভোটের ব্যালট

তৃণমূলে নবজোয়ারে বিশৃঙ্খলা তো আছেই। এবার মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে গোপন ভোটের ব্যালট। মালদার চাঁচল স্টেডিয়ামে আজ সকালে তৃণমূলের গোপন ব্যালট এভাবেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। গত বুধবার এই স্টেডিয়ামেই রাত্রিবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে মালদার ৭টি বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোট হয়। সেই ভোটেরই গুচ্ছ গুচ্ছ ব্যালট পড়ে আছে চাঁচল স্টেডিয়ামে। শুধু মালদা নয়, পড়ে আছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু ব্যালটও। গোপন ভোটের ব্যালট এভাবে যদি বাইরে গড়াগড়ি খায়, তাহলে ভোটের কী প্রয়োজন ছিল? প্রশ্ন তুলেছেন তৃণমূলের চাঁচল ১ নম্বর ব্লকের সাধারণ সম্পাদক আবু মহম্মদ পারভেজ নুর।তৃণমূলের জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News LIVE Updates: রাজভবনের কাছে আগুন, রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল

ধর্মতলায় রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন। রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল। নিজেই তদারকি করছেন। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ইতিমধ্যেই ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। 

WB LIVE News Updates: ধর্মতলায় রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন

ধর্মতলায় রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন। রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল। নিজেই তদারকি করছেন। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ইতিমধ্যেই ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। 


 

West Bengal News LIVE Updates: বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল থেকে তথ্য উদ্ধার

বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইল থেকে তথ্য উদ্ধার। জীবনকৃষ্ণকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই। মোবাইল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেরা করতে চায় সিবিআই

WB LIVE News Updates: বিশৃঙ্খলার পর এবার মাটিতে পড়ে 'তৃণমূলে নবজোয়ারে'র গোপন ব্যালট

বিশৃঙ্খলার পর এবার মাটিতে পড়ে 'তৃণমূলে নবজোয়ারে'র গোপন ব্যালট। মালদা চাঁচল স্টেডিয়ামে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে তৃণমূলের গোপন ব্যালট। গত বুধবার এই চাঁচল স্টেডিয়ামেই রাত্রিবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News LIVE Updates: বাংলায় ঘূর্ণিঝড় মোকা-র উল্টো প্রভাব

গভীর নিম্নচাপ আজই পরিণত হবে ঘূর্ণিঝড় মোকা-য়। কাল তা আরও শক্তিশালী হবে। বাংলায় ঘূর্ণিঝড় মোকা-র উল্টো প্রভাব পড়েছে। ঝড়-বৃষ্টি দূর অস্ত, দক্ষিণবঙ্গ জুড়ে লু-এর পরিস্থিতি তৈরি হয়েছে। আজ পূর্ব মেদিনীপুর ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, কাল পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র-শনিবারে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

WB LIVE News Updates: নিয়োগের দাবিতে লং মার্চ

নিয়োগ দুর্নাীতির প্রতিবাদে ও অবিলম্বে নিয়োগের দাবিতে লং মার্চ শুরু করলেন ২০১৪ সালের প্রাথমিক টেট পাস প্রশিক্ষণ প্রাপ্ত চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার হুগলির ফুরফুরা শরিফ থেকে শুরু হল যাত্রা। বুধবার ধর্মতলার শহিদ মিনার ময়দানে পৌঁছবেন চাকরিপ্রার্থীরা। 

West Bengal News LIVE Updates: তপন দত্ত খুনের মামলায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গেলেন নিহত তপন দত্তের স্ত্রী

বালির তৃণমূল কর্মী তপন দত্ত খুনের মামলায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গেলেন নিহত তপন দত্তের স্ত্রী, মেয়ে ও ভাই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মতো এদিন দুপুর আড়াইটে নাগাদ সিজিও কমপ্লেক্সে যান নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, মেয়ে প্রিয়াঙ্কা দত্ত ও ভাই দীপক দত্ত। সন্ধে সাড়ে ৬টা নাগাদ সেখান থেকে বেরন তাঁরা। সূত্রের খবর, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে তপন দত্ত খুনের তদন্ত করছে সিবিআই।  

WB LIVE News Updates: ‘অপহরণ-চেষ্টায়’ রাজনীতি?

কোচবিহারে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। অপহরণকাণ্ডে বিজেপি নেতার গাড়ি ব্যবহার করার অভিযোগে ফেসবুকে সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এই নিয়ে কোতোয়ালি থানায় ডেপুটেশনও জমা দেয় শাসকদলের যুব সংগঠন। গোটাটাই চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপি নেতা। 

West Bengal News LIVE Updates: জিটি রোডের ওপর ১৬ চাকার লরি উল্টে বিপত্তি

হাওড়া ময়দানের কাছে সন্ধ্যা বাজার এলাকায় জিটি রোডের ওপর ১৬ চাকার লরি উল্টে বিপত্তি। ভোর ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। হাওড়া ময়দান থেকে জিটি রোড ধরে শিবপুরের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিঙে ধাক্কা মেরে উল্টে যায় লরি। এর জেরে ঘণ্টাতিনেক ধরে জিটি রোডে যান চলাচল বন্ধ। কাজের দিনে ব্যস্ত রাস্তায় যানজটের আশঙ্কা। 

WB LIVE News Updates: রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানেও থেমে থাকল না রাজনীতি!

রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানেও থেমে থাকল না রাজনীতি! মঙ্গলবার সকালে, ধনধান্য়ের অনুষ্ঠান থেকে, নাম না করে বিজেপি নেতাদের কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সন্ধেয় সায়েন্স সিটি অডিটোরিয়ামের অনুষ্ঠানে, অমিত শাহর উপস্থিতিতে, নাম না করে তৃণমূলনেত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

West Bengal News LIVE Updates: 'লুপাস' সচেতনতা

আজ আন্তর্জাতিক 'লুপাস' দিবস। সেই উপলক্ষে ওই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে, SSKM-এ আয়োজন করা হয়েছিল আলোচনাসভার। সচেতনতা সম্পর্কে পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসকরা।

WB LIVE News Updates: শাহকে নিশানা অভিষেকের

অমিত শাহকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ছেলেকে গ্রেফতারের দাবি। তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে, বীরভূম থেকে এভাবেই এজেন্সির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। জবাবে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও।

West Bengal News LIVE Updates: গভীর হচ্ছে নিম্নচাপ

গভীর নিম্নচাপ আজ পরিণত হবে ঘূর্ণিঝড় 'মোকা'য়। কাল তা আরও শক্তিশালী হবে। রবিবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মোকা'। মৎস্যজীবীদের দ্রুত সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেক্ষাপট

কলকাতা: রবীন্দ্র জয়ন্তীর (Rabindra Jayanti) অনুষ্ঠানেও থেমে থাকল না রাজনীতি (Politics)! মঙ্গলবার সকালে, ধনধান্য়ের অনুষ্ঠান থেকে, নাম না করে বিজেপি (BJP) নেতাদের কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। সন্ধেয় সায়েন্স সিটি অডিটোরিয়ামের (Science City Auditorium) অনুষ্ঠানে, অমিত শাহর উপস্থিতিতে, নাম না করে তৃণমূলনেত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।


এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন- 


রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা। বর্ণাঢ্য শোভাযাত্রা করল বালির দুর্গাপুর নিক্কন সংস্থা। প্রতি বছরের মতো এবারও গান, নাচ, রাখি বন্ধনের মধ্যে দিয়ে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। 


বালির তৃণমূল কর্মী তপন দত্ত খুনের মামলায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গেলেন নিহত তপন দত্তের স্ত্রী, মেয়ে ও ভাই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মতো এদিন দুপুর আড়াইটে নাগাদ সিজিও কমপ্লেক্সে যান নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, মেয়ে প্রিয়াঙ্কা দত্ত ও ভাই দীপক দত্ত। সন্ধে সাড়ে ৬টা নাগাদ সেখান থেকে বেরন তাঁরা। সূত্রের খবর, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে তপন দত্ত খুনের তদন্ত করছে সিবিআই।  


বীরভূমে নবজোয়ার কর্মসূচির শুরুর দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই কর্মীদের মধ্য়ে শুরু হল ব্যালট নিয়ে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। অন্যদিকে, সায়েন্স সিটিতে অমিত শাহের অনুষ্ঠান শুরুর আগে পাস নিয়ে ধস্তাধস্তিতে জড়ালেন দর্শকরা।


নিয়োগ দুর্নাীতির প্রতিবাদে ও অবিলম্বে নিয়োগের দাবিতে লং মার্চ শুরু করলেন ২০১৪ সালের প্রাথমিক টেট পাস প্রশিক্ষণ প্রাপ্ত চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার হুগলির ফুরফুরা শরিফ থেকে শুরু হল যাত্রা। বুধবার ধর্মতলার শহিদ মিনার ময়দানে পৌঁছবেন চাকরিপ্রার্থীরা। 


শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো অন্য়ায় কিছু হতে পারে না। স্তাবকদের কথা না শুনে, উনি নিজে যদি সিনেমাটি দেখতেন, তাহলে হয়তো নিষিদ্ধ করতেন না। রাজ্য়ে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মুখ্য়মন্ত্রীকে উদ্দেশ্য় করে এমনই মন্তব্য় করলেন শিল্পী শুভাপ্রসন্ন। পাল্টা এনিয়ে চিত্রশিল্পীকে বিঁধেছেন কুণাল ঘোষ।


অমিত শাহকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ছেলেকে গ্রেফতারের দাবি। তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে, বীরভূম থেকে এভাবেই এজেন্সির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। জবাবে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও।


গভীর নিম্নচাপ আজ পরিণত হবে ঘূর্ণিঝড় 'মোকা'য়। কাল তা আরও শক্তিশালী হবে। রবিবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মোকা'। মৎস্যজীবীদের দ্রুত সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.