West Bengal News Live : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু, গ্রেফতার এক প্রাক্তনী 

জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 11 Aug 2023 11:30 PM
West Bengal News Live: ক্যাম্পাসে সন্ত্রাস থামাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যকে নিয়ে কমিটি গঠন রাজ্যপালের

ক্যাম্পাসে সন্ত্রাস থামাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যকে নিয়ে কমিটি গঠন রাজ্যপালের। বিশ্ববিদ্যালয় রাজ্যপালের নিয়ন্ত্রণে, ব্যর্থতা রাজ্যপালের, আক্রমণ শিক্ষামন্ত্রীর।

WB News Live Updates: ছেলেকে উত্যক্ত করা হত, অভিযোগ স্বপ্নদীপের বাবার

ছেলেকে উত্যক্ত করা হত, অভিযোগ স্বপ্নদীপের বাবার। মৃত্যুর নেপথ্যে একাধিক জনের যোগ, অনুমান পুলিশের। রাতভর হস্টেলের ১২ জনকে জিজ্ঞাসাবাদ।

West Bengal News Live: ছাত্রমৃত্যুতে খুনের মামলা রুজু পুলিশের

ছাত্রমৃত্যুতে খুনের মামলা রুজু পুলিশের। যোগ সম্মিলিত অপরাধের ধারাও। অবশেষে হস্টেলে প্রাক্তনী ও বহিরাগতদের প্রবেশ নিষেধ। প্রথম বর্ষের পড়ুয়াদের স্থানান্তর অন্য হস্টেলে।

WB News Live Updates: পুরুলিয়ার ঝালদায় বোর্ড গঠন করল তৃণমূল

বোর্ড গঠনের কথা ছিল বিরোধীদের! কিন্তু দলবদল আর সমর্থনের গেরোয় বদলে গেল সমীকরণ! ১১টির মধ্য়ে ৩টি আসন পেয়ে পুরুলিয়ার ঝালদায় বোর্ড গঠন করল তৃণমূল! এদিকে ৫ টা আসন পেয়েও বোর্ড গঠন করতে পারল না কংগ্রেস। এনিয়ে কংগ্রেস নেতার গলায় ঝরে পড়েছে ক্ষোভ।

West Bengal News Live: নাইট্রোজেন ভূগর্ভে ঢুকিয়ে ফ্রিজ করে দেওয়া হবে নির্দিষ্ট অংশের ভূগর্ভস্থ জল

মেট্রোর কাজের জেরে বউবাজারের বিপর্যয়ের পুনরাবৃত্তি রুখতে এবার তরল নাইট্রোজেন ভূগর্ভে ঢুকিয়ে ফ্রিজ করে দেওয়া হবে নির্দিষ্ট অংশের ভূগর্ভস্থ জল। যে প্রযুক্তির নাম গ্রাউন্ড ফ্রস্ট। কেএমআরসিএল সূত্রে খবর, চলতি মাসের শেষেই এই কাজ শুরু করা হতে পারে। 

WB News Live Updates: বোর্ড গঠন ঘিরে দফায় দফায় অশান্ত হয়ে উঠল নন্দকুমারের একাধিক জায়গায়

বোর্ড গঠন ঘিরে দফায় দফায় অশান্ত হয়ে উঠল নন্দকুমারের একাধিক জায়গায়। শীতলপুরে বোর্ড গঠনের আগেই গ্রেফতার হলেন সিপিএমের জয়ী প্রার্থী। প্রতিবাদে ভাঙচুর করা পুলিশের একাধিক গাড়ি। অন্যদিকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ নারকেলদা পঞ্চায়েত এলাকা।  

West Bengal News Live: আন্দোলনের বর্ষপূর্তিতে শুক্রবার ফের রাস্তায় নামলেন ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা

আন্দোলনের বর্ষপূর্তিতে শুক্রবার ফের রাস্তায় নামলেন ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। রাজভবন ও নিজামপ্যালেসে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়তে হল। অন্যদিকে দ্রুত নিয়োগের দাবিতে, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন ২০২২-এর টেট উত্তীর্ণরা।

WB News Live Updates: স্বপ্নদীপের স্বপ্ন কাড়ল র‍্যাগিং?

স্বপ্নদীপের স্বপ্ন কাড়ল র‍্যাগিং? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু, আটক ১ প্রাক্তন পড়ুয়া।

West Bengal News Live: সাগরদিঘির পর ধূপগুড়ি, জোট বেঁধেই উপনির্বাচনের লড়াইয়ে বাম-কংগ্রেস

সাগরদিঘির পর ধূপগুড়ি, জোট বেঁধেই উপনির্বাচনের লড়াইয়ে বাম-কংগ্রেস
বিজেপি বিধায়কের মৃত্যুতে ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
ধূপগুড়ি উপনির্বাচনে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়, সমর্থন কংগ্রেসের
বিমান বসুর সঙ্গে কথা অধীর চৌধুরীর
জাতীয় স্তরে 'I.N.D.I.A' জোটের প্রভাব পড়ল না রাজ্য রাজ্যনীতিতে
ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সিপিএম-কংগ্রেস জোট

WB News Live Updates: 'এই সৌরভ চৌধুরীই মূল পান্ডা' কঠোর শাস্তির দাবি মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবার

'এই সৌরভ চৌধুরীই মূল পান্ডা' কঠোর শাস্তির দাবি মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবার

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু, আটক এক প্রাক্তনী 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু, আটক এক প্রাক্তনী 

WB News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বহিরাগতদের হস্টেলে না ঢুকতে নির্দেশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বহিরাগতদের হস্টেলে না ঢুকতে নির্দেশ

West Bengal News Live: অধীর চৌধুরীর সাসপেনশনের প্রতিবাদ, কলকাতায় বিক্ষোভ কংগ্রেসে

অধীর চৌধুরীর সাসপেনশনের প্রতিবাদ। কলকাতায় বিক্ষোভ কংগ্রেসের। রাজভবন অভিযান ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন কংগ্রেস-নেতা কর্মী। 

WB News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মর্মান্তিক ঘটনা নিয়েও রাজনৈতিক তর্ক-বিতর্ক

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মর্মান্তিক ঘটনা নিয়েও রাজনৈতিক তর্ক-বিতর্ক

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয় ও হস্টেলের ডিন অফ স্টুডেন্টসকে যাদবপুর থানায় তলব

যাদবপুর বিশ্ববিদ্যালয় ও হস্টেলের ডিন অফ স্টুডেন্টসকে যাদবপুর থানায় তলব

WB News Live Updates: বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়ার পুরন্দরপুর

বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়ার পুরন্দরপুর
বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
প্রতিবাদে বাঁকুড়ায় ৬০ নং জাতীয় সড়ক অবরোধ
হামলাকারীদের গ্রেফতারির দাবিতে অবরোধ বিজেপির
হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের 

West Bengal News Live: কলকাতা পুরসভায় টেন্ডার দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ

কলকাতা পুরসভায় টেন্ডার দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ
পুরসভার স্কুলগুলির জন্য বর্ষাতি ও ইউনিফর্ম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ

WB News Live Updates: আরও যেন কার কোল খালি না হয়, মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কড়া শাস্তির দাবি পরিবারের

আরও যেন কার কোল খালি না হয়, মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কড়া শাস্তির দাবি পরিবারের।  

West Bengal News Live: পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে রাজারহাটে তুমুল উত্তেজনা

পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে রাজারহাটে তুমুল উত্তেজনা
প্রধান এবং উপপ্রধান ঠিক করাকে ঘিরে হাতাহাতি
রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ভবনের মধ্যে সংঘর্ষ

Jadavpur Student Death : ছেলের ছোটবেলার ছবি আঁকড়ে ধরে কেঁদে চলেছেন মা

হস্টেল থেকে আজই বগুলার বাড়িতে আসার কথা ছিল স্বপ্নদীপের। সবাই অপেক্ষায় থাকলেও আর কোনও দিনই বাড়ি ফিরবেন না যাদবপুরের ওই পড়ুয়া। ছেলের ছোটবেলার ছবি আঁকড়ে ধরে কেঁদে চলেছেন মা। দোষীদের শাস্তির দাবিতে এলাকায় মিছিল স্কুল-কলেজের পড়ুয়াদের। 

Jadavpur University News : বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বহিরাগতদের হস্টেলে না ঢুকতে নির্দেশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বহিরাগতদের হস্টেলে না ঢুকতে নির্দেশ। প্রথম বর্ষের স্নাতকস্তরে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁদের ক্যাম্পাসের ভিতরে নিউ বয়েজ হস্টেলে স্থানান্তরিত হতে নির্দেশ। ৭ অধ্যাপক, ১ চিকিৎসক, ৩ পড়ুয়া প্রতিনিধিকে নিয়ে ১১ সদস্যের তদন্ত কমিটি, গড়ল বিশ্ববিদ্যালয়। 

WB News Live : যাদবপুরকাণ্ডে প্রশাসনকে ধিক্কার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

এই মৃত্যুতে সরাসরি প্রশাসনকে ধিক্কার দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি তাঁর X-অ্যাকাউন্টে লিখেছেন, 'প্রশাসনিক মদত ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএমসিপি, এসএফআই-এর মতো ছাত্র সংগঠনগুলো র‍্যাগিং চালাতে পারে না।  স্বপ্নদীপকে নিজের প্রাণ দিয়ে তার মূল্য দিতে হল, এই মৃত্য়ুর দায় প্রশাসনের, ধিক্কার রাজ্য সরকার।', সোশাল মিডিয়ায় লিখেছেন সুকান্ত মজুমদার। 

Jadavpur Student Death : ডেকে পাঠানো হলেও আসেননি, কয়েকজনের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ পুলিশের

কয়েকজন ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলেও তাঁরা আসেননি, তদন্তে অসহযোগিতার অভিযোগ পুলিশের

TET News Live : নিয়োগের দাবিতে আন্দোলনে ২০১৪-র টেট প্রার্থীরা

নিয়োগের দাবিতে আন্দোলনে ২০১৪-র টেট প্রার্থীরা। ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির নীচে ধর্নার একবছর। নিয়োগের দাবিতে টানা আন্দোলনে ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরি প্রার্থীর।

WB Jadavpur News : মৃতের পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থার আশ্বাস রাজ্যপালের

র‍্যাগিং রুখতে যাদবপুরের অধ্যাপকদের সঙ্গে বৈঠক আচার্যের। গতকাল যাদবপুরের হস্টেলে যান রাজ্যপাল। ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন সিভি আনন্দ বোস। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থার আশ্বাস দেন রাজ্যপাল । 

WB TET News : দ্রুত নিয়োগের দাবিতে পথে '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা

ফের পথে চাকরিপ্রার্থীরা, দ্রুত নিয়োগের দাবিতে পথে '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল  

West Bengal News Update : রাতভর হস্টেলের ১০-১২ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ

মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করল পুলিশ। খুনের ধারার সঙ্গে সম্মিলিত অপরাধের ধারাও যোগ। 
এক নয়, মৃত্যুর পিছনে থাকতে পারে একাধিক জনের যোগ, ধারণা পুলিশের। রাতভর হস্টেলের ১০-১২ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ । 

WB News Live : কলকাতা পুরসভায় টেন্ডার দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ

কলকাতা পুরসভায় টেন্ডার দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। পুরসভার স্কুলগুলির জন্য বর্ষাতি ও ইউনিফর্ম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। বিধি মেনে টেন্ডার না ডেকে বর্ষাতি ও ইউনিফর্ম কেনার অভিযোগ। ৩৩৫ টাকা প্রতি পিস হিসেবে ২২ হাজার ৪০টি বর্ষাতি প্রায় ৭৩ লক্ষ টাকা খরচ করে কেনার অভিযোগ। 

WB News Live : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রহস্যমৃত্যুকাণ্ডে খুনের মামলা রুজু

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুকাণ্ডে খুনের মামলা মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করল পুলিশ। 

West Bengal News Update : কলকাতায় পদ্মভূষণপ্রাপ্ত বিজ্ঞানী বিকাশ সিংহর জীবনাবসান

বিজ্ঞানী বিকাশ সিংহর জীবনাবসান। আজ সকালে মিন্টো পার্কের বাসভবনে জীবনাবসান পদ্মভূষণপ্রাপ্ত বিজ্ঞানীর। গত বছরখানেক ধরে ভুগছিলেন বিজ্ঞানী বিকাশ সিংহর। তাঁর মৃত্যুতে বিজ্ঞানীমহলে শোকের ছায়া

WB News Live : জয়ী বিজেপি প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ হাইকোর্টের

জয়ী বিজেপি প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ হাইকোর্টের। শেষ পর্যন্ত বোর্ড গঠন হল না নদিয়ার রানাঘাটের দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতে। গতকাল তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্য়ে ব্য়াপক সংঘর্ষ হয়। গুলি চলার অভিযোগ ওঠে, দু'পক্ষের মধ্য়ে ব্য়াপক ইটবৃষ্টি হয়। 

WB News Live : তৃণমূলকে সরিয়ে দক্ষিণ ২৪ পরগনার আরও ২টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিরোধী জোট

তৃণমূলকে সরিয়ে দক্ষিণ ২৪ পরগনার আরও ২টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিরোধী জোট। একটি কুলপি ব্লকের বাবুরমহল। আরেকটি মথুরাপুর ১ নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর। দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে ছিল গ্রাম পঞ্চায়েত দুটি। কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১১। এরমধ্য়ে তৃণমূল পায় ৫, বিজেপি ২ ও ISF- ২ টি আসন। আর ১ টি করে আসন পায় সিপিএম ও নির্দল। তৃণমূলকে হারাতে এখানে হাত মেলায় বিরোধীরা। প্রধান নির্বাচিত হন বিজেপি থেকে। আর উপপ্রধান ISF-এর। অন্য়দিকে, মথুরাপুর ১ নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৯। এরমধ্য়ে তৃণমূল পায় ৮টি, বিজেপি ৫টি, সিপিএম ৩টি, কংগ্রেস ১টি ও নির্দল পায় ২টি আসন। এখানেও তৃণমূলকে হঠাতে জোটবদ্ধ হয় বিরোধীরা। প্রধান নির্বাচিত হন কংগ্রেস থেকে। এবং উপপ্রধান বিজেপি থেকে। 

West Bengal News Live Updates : বউবাজারের বহুতলে রাসায়নিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বউবাজারের বহুতলে রাসায়নিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বহুতলার বেসমেন্টে রাসায়নিকের গোডাউন। একের পর এক রাসায়নিক ও আঠার ড্রাম বিস্ফোরণে ফাটছে। আজ সকাল ৭টা নাগাদ সেখানে প্রথম ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন।

West Bengal News Live : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতেই হস্টেলের ১০-১৫ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাতেই হস্টেলের ১০-১৫ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 

WB News Live : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে বৈঠক করেন রাজ্যপাল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু কীভাবে হল? মৃতের পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিলেন আচার্য ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার তিনি যাদবপুরের মেন হস্টেলে যান। ঘটনাস্থল ঘুরে দেখার পরে ক্যাম্পাসে গিয়ে বৈঠক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। 

Suvendu Adhikari News : শুভেন্দু অধিকারীর জেলাতেই বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গড়তে হাত মেলাল তৃণমূল ও বিজেপি

খোদ শুভেনদু অধিকারীর জেলাতেই বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গড়তে হাত মেলাল তৃণমূল ও বিজেপি। 
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মহম্মদপুর পঞ্চায়েতে বিজেপির সমর্থনে বোর্ড গড়ল তৃণমূল! ঘটনার নেপথ্যে ফের প্রকাশ্যে চলে এল শাসকের কোন্দল। মহিষাদলের নাটশালেও বিজেপির সমর্থনে বোর্ড গড়েছে তৃণমূল। তমলুকের বিষ্ণুবাড়ে আবার তৃণমূলের সমর্থনে বোর্ড গড়েছে বিজেপি।

WB News Live : একজোটই থাকল সিপিএম, বিজেপি ও নির্দল, মথুরাপুরে গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিরোধীরা

তৃণমূলের বিরুদ্ধে সেই একজোটই থাকল সিপিএম, বিজেপি ও নির্দল। অপহরণ বিতর্ক জিইয়ে রেখেই, মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিরোধীরা। প্রধান বিজেপি ও উপপ্রধানের পদ পেল সিপিএম। 

প্রেক্ষাপট


দলবদলে ঘুরল খেলা :  পঞ্চায়েতে বোর্ড (Panchayat Board) গঠনের আগে মালদার চাঁচলে দলবদল। কংগ্রেস ও সিপিএম থেকে তৃণমূলে (TMC) যোগ দিল ৭ জয়ী প্রার্থী।ধানগাড়া পঞ্চায়েতে (Panchayat) ২৩ টি আসনের ১১ টিতে জয়ী হয় কংগ্রেস, ২ টিতে সিপিএম, ১ টিতে জেতে কংগ্রেস সমর্থিত নির্দল। ৯ টি আসন যায় তৃণমূলের দখলে। এই যোগদানে বোর্ড গঠনের দৌড়ে এগিয়ে গেল তৃণমূল। 

ট্রেনে উদ্ধার বিপুল অস্ত্র :  এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সাঁইথিয়ায় শিয়ালদাগামী ট্রেনের জেনারেল কামরায় ২টি ব্যাগ উদ্ধার করে জিআরপি। সেই ব্যাগেই মেলে ১২টি আগ্নেয়াস্ত্র। রেল পুলিশের অনুমান, ঝাড়খণ্ড থেকে অস্ত্রগুলি আনা হচ্ছিল। কোথায় পাচারের ছক ছিল, শুরু হয়েছে তদন্ত। 

অস্ত্রের চোরাচালান বানচাল : ঘোজাডাঙা সীমান্তে অস্ত্রের চোরাচালান বানচাল করল বিএসএফ। উদ্ধার হয়েছে ৪ টি এয়ার রাইফেল ও ১ টি দেশীয় পিস্তল। সূত্রের খবর, ৩জনকে সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। জওয়ান তাদের তাড়া করলে । একটি ব্যাগ ফেলে পালায়। অস্ত্রগুলিকে বাংলাদেশে পাচারের ছক ছিল বলে সূত্রের খবর।

এএসআইয়ের রহস্যমৃত্যু : ব্যারাকপুর পুলিশ লাইনে এএসআইয়ের রহস্যমৃত্যু। নিজের কোয়ার্টারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ওই পুলিশ আধিকারিকের দেহ। টিটাগড় থানার এএসআই থাকার সময় ক্লোজ। কীভাবে মৃত্যু শুভেন্দু কুমার ঘোষের? তদন্তে পুলিশ।

তৃণমূলের অফিস ভাঙচুর : তুফানগঞ্জে তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বারোকোদালি ২ নং গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি। এরপরই পার্টি অফিসে ভাঙচুর। অভিযোগ অস্বীকার করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে গেরুয়া শিবির। 

বিজেপির বিক্ষোভ: তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দরন-ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তেজনা। বিজেপির অভিযোগ, তাদের প্রধান নির্বাচন হওয়ার পর শংসাপত্র না দিয়েই বেরিয়ে যাচ্ছিলেন বিডিও। প্রতিবাদে বিডিও অফিসের সামনে বিজেপির বিক্ষোভ। 

তৃণমূলের পেটে সার্টিফিকেট? : হাবড়ায় সিপিএম প্রার্থীর পক্ষে ভোট পড়া ব্য়ালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এবার রায়গঞ্জে, বিজেপির প্রধানের জয়ী সার্টিফিকেট খেয়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। 

ব্যর্থ 'অপারেশন-অপহরণ' :  কাজে এল না 'অপহরণ-শাসানির' দাওয়াই। তৃণমূলকে রুখে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে বোর্ড গড়ল বিরোধীরাই। প্রধানের পদ পেল বিজেপি, উপপ্রধান পদ সিপিএমের। 

বোর্ড গঠনে 'রামধনু' ফর্মুলা :  খোদ শুভেনদু অধিকারীর জেলাতেই বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গড়তে হাত মেলাল তৃণমূল ও বিজেপি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মহম্মদপুর পঞ্চায়েতে বিজেপির সমর্থনে বোর্ড গড়ল তৃণমূল! ঘটনার নেপথ্যে ফের প্রকাশ্যে চলে এল শাসকের কোন্দল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.