West Bengal News: আগের থেকে ভাল আছেন মিঠুন চক্রবর্তী, শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

West Bengal News : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর ।

ABP Ananda Last Updated: 11 Feb 2024 11:12 PM
West Bengal Live: মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে গেলেন ঋতুপর্ণা-সোহম

আজ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেতা সোহম।

West Bengal Live: বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যকে রাজ্যসভার প্রার্থী করল দল

রাজ্যসভায় বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যকে রাজ্যসভার প্রার্থী করল দল। দল, সংগঠন, বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ, প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যর।

West Bengal Live: বকেয়ার দাবিতে ধর্নামঞ্চেও শাসক-দ্বন্দ্ব ! রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার পরই উঠল 'গদ্দার' স্লোগান

বকেয়ার দাবিতে ধর্নামঞ্চেও শাসক-দ্বন্দ্ব ! রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার পরই উঠল 'গদ্দার' স্লোগান । রেড রোডে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির সামনেই প্রকাশ্যে দ্বন্দ্ব ! প্রথমে হাওড়া সদর ও পরে হাওড়া গ্রামীণের পক্ষ থেকে ধর্না কর্মসূচি ছিল । তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতেই 'গদ্দার' স্লোগান। কখনও পুলক রায়ের পক্ষে স্লোগান, কখনও অরূপ রায়ের পক্ষে স্লোগান অনুগামীদের। বিক্ষোভের জেরে হাওড়া জেলার ধর্না কর্মসূচিই বন্ধ করে দিলেন সুব্রত বক্সী।

West Bengal Live: আগের থেকে ভাল আছেন মিঠুন চক্রবর্তী, শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আগের থেকে ভাল আছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ফিজিওথেরাপি ও মুভমেন্ট থেরাপি চলছে। কথা বলছেন, স্পিচ থেরাপিস্টও অভিনেতাকে পরীক্ষা করেছেন। ফোন করে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। গতকাল শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা, ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। মৃদু ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুন চক্রবর্তী, জানান চিকিৎসকরা। অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ওষুধেই চিকিৎসা চলছে, হাসপাতাল সূত্রে খবর।

West Bengal Live: কাল সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল

কাল সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল। কেরল সফর কাটছাঁট করে রাজ্যে ফিরছেন রাজ্যপাল। সন্দেশখালিকাণ্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। ভারত সরকারের চিফ ভিজিল্যান্স কমিশনারের সঙ্গেও কথা রাজ্যপালের।

West Bengal Live: সন্দেশখালিকাণ্ডে ধৃত সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের জেল হেফাজত

সন্দেশখালিকাণ্ডে ধৃত সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের জেল হেফাজত। ৩৭ দিন পার, অধরা শেখ শাহজাহান, ঘনিষ্ঠ উত্তম সর্দারের জেল হেফাজত। উত্তম সর্দারকে একদিনের জেল হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের। গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংহেরও একদিনের জেল হেফাজত। আগামীকাল ফের ২ জনকে আদালতে পেশ করা হবে।

West Bengal Live: মমতা-অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরই অপসারিত শঙ্কর দলুই

মমতা-অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরই অপসারিত শঙ্কর দলুই । ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে অপসারিত শঙ্কর দলুই। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার নতুন চেয়ারম্যান রাধাকান্ত মাইতি। কাটমানি অভিযোগে ভাইরাল অডিও নিয়ে বিতর্ক, দেবের পাশে দল, অপসারিত শঙ্কর দলুই। ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে অপসারিত শঙ্কর দলুই।

West Bengal Live: রেড রোডে তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চেও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

রেড রোডে তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চেও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির সামনেই গোষ্ঠীদ্বন্দ্ব। একে অপরের বিরুদ্ধে স্লোগান, পাল্টা স্লোগান। আজ রেড রোডে হাওড়া জেলার তরফে ধর্না কর্মসূচি ছিল। প্রথমে হাওড়া সদর ও পরে হাওড়া গ্রামীণের পক্ষ থেকে ধর্না কর্মসূচি ছিল। দুপুর তিনটেয় ধর্না কর্মসূচি থাকলেও মঞ্চের দখল নিয়ে নেয় হাওড়া গ্রামীণ নেতৃত্ব। কখনও পুলক রায়ের পক্ষে স্লোগান, কখনও অরূপ রায়ের পক্ষে স্লোগান অনুগামীদের। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতেই গদ্দার স্লোগান। বিক্ষোভের জেরে হাওড়া জেলার ধর্না কর্মসূচি বন্ধ করে দিলেন সুব্রত বক্সী।

West Bengal Live: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক

সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক। প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল পুলিশ।বেপাত্তা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। সিপিএমের প্রাক্তন বিধায়ককে গ্রেফতারের প্রতিবাদে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ সিপিএমের। নোটিসেই বাড়ি থেকে তুলে এনেছে বাঁশদ্রোণী থানার পুলিশ, অভিযোগ নিরাপদর।

West Bengal Live:সন্দেশখালির ঘটনায় পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার উত্তম সর্দার

সন্দেশখালির ঘটনায় পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার উত্তম সর্দার। বুধবার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় উত্তম সর্দার গ্রেফতার

West Bengal Live:সন্দেশখালিতে অশান্তি, গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংহ

সন্দেশখালিতে অশান্তি, গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংহ, অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। 

West Bengal Live:সন্দেশখালির প্রতিবাদে যুব মোর্চার আসানসোলের উষাগ্রামে জি টি রোড অবরোধ

সন্দেশখালির প্রতিবাদে যুব মোর্চার আসানসোলের উষাগ্রামে জি টি রোড অবরোধ । পুলিশকে ঘিরে বিক্ষোভ ।

West Bengal Live: সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। কলকাতা সহ জেলায় জেলায় থানা ঘেরাও বিজেপির। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে আমহার্স্ট স্ট্রিট থানা ঘেরাও, পরে ডি সি নর্থের অফিসের সামনে বিক্ষোভ

West Bengal Live:তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে আটক নিরাপদ সর্দার

সন্দেশখালিকাণ্ডে আটক প্রাক্তন সিপিএম বিধায়ক, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করল পুলিশ। তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে আটক।

West Bengal Live: তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ফের তলব করল ED.এই নিয়ে তাঁকে তৃতীয়বার তাঁকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ফের তলব করল ED.এই নিয়ে তাঁকে তৃতীয়বার তাঁকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। প্রসঙ্গত, এদিনই ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল নেতার আগাম জামিনের মামলার শুনানি রয়েছে। ইডি সূত্রে খবর, এদিনও হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

West Bengal Live:বিজেপির পর এবার সিপিএমের সন্দেশখালি অভিযানেও বাধা পুলিশের

বিজেপির পর এবার সিপিএমের সন্দেশখালি অভিযানেও বাধা পুলিশের। ন্যাজাট ফেরিঘাটেই আটকে দেওয়া হল মীনাক্ষী মুখোপাধ্যায়দের। ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা সিপিএম নেতা-কর্মীদের

West Bengal Live: সন্দেশখালিকাণ্ডে আটক প্রাক্তন সিপিএম বিধায়ক, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করল পুলিশ

সন্দেশখালিকাণ্ডে আটক প্রাক্তন সিপিএম বিধায়ক, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করল পুলিশ। তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে আটক, বেপাত্তা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই আটক সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।

West Bengal Live:সাতসকালে মা উড়ালপুলের ওপরে উঠে পড়লেন এক যুবক

সাতসকালে মা উড়ালপুলের ওপরে উঠে পড়লেন এক যুবক। উড়ালপুলের লোহার বিমের ওপর চড়ে কখনও গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার হুমকি দিতে শুরু করেন তিনি। আবার কখনও ঝাঁপ দেওয়ার কথা বলেন। খবর পেয়ে ছুটে আসে দমকল ও পুলিশ। যুবককে বুঝিয়ে নীচে নামিয়ে আনা হয়। কীভাবে পুলিশের নজরদারি এড়িয়ে ওই যুবক মা উড়ালপুলের ওপরে উঠলেন, খতিয়ে দেখা হচ্ছে।  

West Bengal Live: শেখ শাহজাহানকে আগামী সোমবার ফের তলব করল ED

গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার। অন্যদিকে শেখ শাহজাহানকে আগামী সোমবার ফের তলব করল ED। তবে তাঁদেরকে নিয়ে আতঙ্ক কাটছে না সন্দেশখালির বাসিন্দাদের। পুলিশের কাছে অভিযোগও জানালেন মহিলা গ্রামবাসীদের একাংশ।

West Bengal Live:সন্দেশখালিতে অশান্তি, গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংহ

সন্দেশখালিতে অশান্তি, গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংহ। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। 

West Bengal Live: শনিবারের বারবেলায় চোর তরজায় সরগরম হয়ে উঠল বিধানসভা

শনিবারের বারবেলায় চোর তরজায় সরগরম হয়ে উঠল বিধানসভা। শুভেন্দু অধিকারীকে বড় চোর বলে তোপ দাগলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেনদু সিংহরায়। পাল্টা তৃণমূল বিধায়কের পরিবার তুলে আক্রমণ করার অভিযোগ শুভেনদু অধিকারীর বিরুদ্ধে। এই ধরণের মন্তব্য অনুচিত বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ।

West Bengal Live: সাতসকালে মা উড়ালপুলের ওপরে উঠে পড়লেন এক যুবক

সাতসকালে মা উড়ালপুলের ওপরে উঠে পড়লেন এক যুবক। উড়ালপুলের লোহার বিমের ওপর চড়ে কখনও গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার হুমকি দিতে শুরু করেন তিনি। আবার কখনও ঝাঁপ দেওয়ার কথা বলেন। খবর নেয়ে ছুটে আসে দমকল ও পুলিশ। যুবককে বুঝিয়ে নীচে নামিয়ে আনা হয়। কীভাবে পুলিশের নজরদারি এড়িয়ে ওই যুবক মা উড়ালপুলের ওপরে উঠলেন, খতিয়ে দেখা হচ্ছে।  

West Bengal Live: সাতসকালে মা উড়ালপুলের ওপরে উঠে পড়লেন এক যুবক

সাতসকালে মা উড়ালপুলের ওপরে উঠে পড়লেন এক যুবক। উড়ালপুলের লোহার বিমের ওপর চড়ে কখনও গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার হুমকি দিতে শুরু করেন তিনি। আবার কখনও ঝাঁপ দেওয়ার কথা বলেন। খবর নেয়ে ছুটে আসে দমকল ও পুলিশ। যুবককে বুঝিয়ে নীচে নামিয়ে আনা হয়। কীভাবে পুলিশের নজরদারি এড়িয়ে ওই যুবক মা উড়ালপুলের ওপরে উঠলেন, খতিয়ে দেখা হচ্ছে।  

WB News: মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পর ভোটে দাঁড়াতে রাজি দেব?

মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পর ভোটে দাঁড়াতে রাজি দেব? 'আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না', ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদ দেবের

West Bengal Live: সন্দেশখালিতে অশান্তি, গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংহ

সন্দেশখালিতে অশান্তি, গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংহ, অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

WB News: বার্ধক্য ভাতা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ায়

বয়স ৬০-এর নীচে, কিন্তু খাতায়-কলমে তিনি বৃদ্ধ। তাই মিলছে ভাতা। আর যাঁরা সত্যিই বৃদ্ধ, তাঁরা আজও 'তরুণ'। তাই ভাতার কোনও প্রশ্নই নেই। অনিয়মের এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নদিয়ায়। ব্লক প্রশাসন সূত্রে খবর, তদন্ত করে বাতিল করা হয়েছে অভিযোগ ওঠা ভাতা প্রাপকদের নাম। কিন্তু নামগুলি তালিকায় উঠল কী করে? প্রশ্ন উঠছে।

West Bengal Live: নিয়ন্ত্রণ হারানো দুধের ট্যাঙ্কারের চাকায় পিষ্ট বহু, সিকিমে মৃত ৩

মেলায় ঢুকে পড়ল দুধের ট্যাঙ্কার! নিয়ন্ত্রণ হারানো গাড়ির চাকায় পিষ্ট বহু, সিকিমে মৃত ৩, আহত বহু। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সিকিমের রানিপুলের কাছে একটি মাঠে মেলা চলছিল। আচমকা সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি দুধের ট্যাঙ্কার।

WB News:১৫ দফা দাবিতে রবিবার প্রতিবাদ মিছিলের ডাক এসবিআই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশনের বেঙ্গল সার্কলের

অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্ক বেসরকারিকরণের পথ প্রশস্ত করার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগ তুলে ফের সরব হল ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। অন্য়দিকে, ১৫ দফা দাবিতে রবিবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে এসবিআই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশনের বেঙ্গল সার্কল।   

West Bengal Live:১৪৪ ধারা জারি করার পর, সন্দেশখালি থানা এলাকায় বন্ধ হল ইন্টারনেট পরিষেবা

১৪৪ ধারা জারি করার পর, সন্দেশখালি থানা এলাকায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। এখনও পর্যন্ত ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে পুলিশের উপস্থিতিতেই বিজেপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। সবার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জানালেন সিদ্ধিনাথ গুপ্ত।

WB News:শনিবার দুপুরে দল থেকে সাসপেন্ড, রাতেই গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দার

শনিবার দুপুরে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড। আর রাতেই গ্রেফতার হলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালির তৃণমূল নেতা উত্তম সর্দার। জোর করে জমি দখল, গ্রামবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ। কেন ব্যবস্থা নেওয়া হল না শেখ শাহজাহান বা শিবু হাজরার বিরুদ্ধে? উঠছে প্রশ্ন। পার্থ ভৌমিক জানিয়েছেন, শেখ শাহজাহানের নাম তো কেউ বলেনি। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে। 

প্রেক্ষাপট

দুপুরে দল থেকে সাসপেন্ড (Sandeshkhali Incident), রাতে গ্রেফতার উত্তম সর্দার (Uttam Sardar Arrest)। আজ পেশ করা হবে বসিরহাট আদালতে। এখনও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান (Sheikh Shahjahan), শিবু হাজরা।

শেখ শাহজাহানকে হাজির করাতে তৃতীয় নোটিস ইডি-র (ED Notice) । সোমবার হাজিরার নির্দেশ। আপাতত ব্যবস্থা নেবে না দল, বোঝাল তৃণমূল। 

গ্রেফতারি বেড়ে ১৪। তবু ফুঁসছে সন্দেশখালি।

সন্দেশখালিকাণ্ডে প্ররোচনার অভিযোগে এবার গ্রেফতার স্থানীয় বিজেপি নেতা। আজ রাজ্যপাল ঘটনাস্থলে না গেলে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর।

গুন্ডারাজ চলতে দেওয়া যায় না। সন্দেশখালিকাণ্ডে রাজ্যকে দায়িত্ব মনে করিয়ে বার্তা রাজ্যপালের। 

মতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জট কাটার ইঙ্গিত। ঘাটাল থেকেই লড়তে রাজি বলে খবর।

লোকসভা ভোটের আগেই সিএএ বিজ্ঞপ্তি জারি। নাগরিকত্ব যাবে না কারও, প্রতিশ্রুতি অমিত শাহের। উন্নয়নে পিছিয়ে পড়ে নজর ঘোরাতে চলছে এসব, পাল্টা কুণাল।

লোকসভা ভোটের আগে বাড়ছে পিএফ-এর সুদ। ৮ দশমিক এক পাঁচ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৮ দশমিক দুই পাঁচ শতাংশ। ৩ বছরে সর্বোচ্চ।


বাজেটে আরও ৪ শতাংশ ডিএ-র ঘোষণা হলেও কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। ২২ ফ্রেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক। মার্চেও একগুচ্ছ কর্মসূচি।


আরও পড়ুন:সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে দুধের ট্যাঙ্কারের ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত বহু

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.