West Bengal News Live: চিকিত্সক অধ্যাপকদের শূন্য পদ নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে
Get the latest West Bengal News and Live Updates: সোশ্যাল মিডিয়ার 'এক ব্যক্তি এক পদ' প্রচার সমর্থন করে না দল, সাংবাদিক বৈঠকে বললেন ফিরহাদ হাকিম।
মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে চিকিত্সক অধ্যাপকদের শূন্য পদ নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি পদোন্নতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। আর তাতেই প্রশ্ন উঠেছে, শূন্য পদ পূরণ না করে যদি পদোন্নতি করে চিকিত্সকদের বদলি করা হয়, তাহলে কাজ চলবে কীভাবে?
ইডি-র বিরুদ্ধে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর দায়ের করা মামলার শুনানি শেষ।
রাত পোহালেই আসানসোল পুরসভায় ভোট। ১০৬টি ওয়ার্ডে মোট ৪২৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কাল। এখানে প্রতিটি বুথই স্পর্শকাতর। নজরদারি বাড়ানো হয়েছে বাংলা-ঝাড়খণ্ড সীমানায়।
‘খুন করার জন্য পরিকল্পনা করা হয়েছে’। অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার। ‘হামলা চালাতে পারে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা’। অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার কো-অর্ডিনেটরের। ‘৬ লক্ষ টাকার বিনিময়ে খুনের পরিকল্পনা’। অভিযোগ তৃণমূল নেতা সওকত মোল্লার। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ। জীবনতলা থানায় অভিযোগ দায়ের। আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েকজন আটক, দাবি সওকতের। ‘পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে হামলার পরিকল্পনা ছিল’। এমনটাই দাবি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখছি, জানালেন পুলিশ সুপার।
খুব তাড়াতাড়ি ঘোষিত হতে চলেছে রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটি। গেরুয়া শিবির সূত্রে এমনই খবর। সাম্প্রতিক সাংগঠনিক রদবদলে দলের বিভিন্ন দায়িত্ব থেকে যাঁদের সরিয়ে দেওয়া হয়েছে, তাঁদের কয়েকজন নতুন কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেতে চলেছেন বলে সূত্রের খবর। তার মধ্যে প্রাক্তন রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠক, বিশ্বপ্রিয় রায়চৌধুরীরা যেমন থাকতে পারেন, তেমনই কমিটিতে জায়গা পেতে পারেন রাজ্য সাধারণ সম্পা দক পদ খোয়ানো সায়ন্তন বসুও।
দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের প্রার্থী জটিলতা নিয়ে বৈঠক। বৈঠকে ছিলেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, সওকত মোল্লা, শুভাশিস চক্রবর্তী। বৈঠকের পরেও ৩টি ওয়ার্ডের প্রার্থী নিয়ে জটিলতা অব্যাহত। ‘কালকের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনায় কমে যাবে প্রার্থী-জটিলতা’। আশা দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের ৪ কো-অর্ডিনেটরের। ১৫, ১৬, ১৭ ফেব্রুয়ারি প্রার্থীদের দিকনির্দেশ নিয়ে বৈঠক করবেন কো-অর্ডিনেটররা।
কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরও আইসোলেশন ওয়ার্ডে রোগীকে রেখে দেওয়ার অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ভোটের আগেই কোচবিহার পুরসভা দখল করেছে তৃণমূল। আর এ নিয়েই শাসক দলের দুই নেতার মধ্যে শুরু হয়েছে বাগ্যুদ্ধ। নাম না করে একে অপরকে আক্রমণ শানিয়েছেন উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষ। যা নিয়ে তৃণমূলকে একযোগে বিঁধেছে বাম ও বিজেপি।
রাত পোহালেই পুরভোট বিধাননগরে। গত পুর নির্বাচনে নজিরবিহীন অশান্তির পুনরাবৃত্তি ঠেকানোই এবার পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে চলছে নাকাতল্লাশি, রুটমার্চ।লেকটাউন থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গ্রেফতার ২।
পিকে টেগোর স্ট্রিটে জঞ্জালস্তুপে বিস্ফোরণে গুরুতর জখম বছর ১৩-র এক বালক। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে সেখানে ওই বালকটি খেলছিল। বিস্ফোরণে তার হাত ও মুখের অংশ ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় আরজিকরে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সে। ঘটনার পরপরই ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। পাশেই তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা মজুত করা ছিল। এমনই অভিযোগ করেন তিনি। এই মর্মে জোড়াবাগান থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কল্যাণ চৌবে। এ বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
রাত পোহালেই ভোট। তার আগে বহিরাগত অভিযোগে এক যুবককে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াল আসানসোলের ৫৩ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের অভিযোগ, ভগৎ সিং মোড়ের কাছে দুর্গাপুরের বাসিন্দা এক যুবককে বেধড়ক মার
অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইটারে লেখেন, 'অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে শোকগ্রস্ত। বিগত কয়েক দশকে নিজের অভিনয় ক্ষমতার জন্য সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছিলেন এবং তাঁদের মনে জায়গা করে নিয়েছিলেন। ওঁর প্রয়াণে একটি শূন্যতা তৈরি হল। গভীর সমবেদনা জানাই।'
<<করোনা আবহে দিল্লির সদর দফতরে হাজিরা দেননি। কয়লাকাণ্ডে ইডি-র পাঠানো প্রশ্নের উত্তর লিখে দিল্লিতে পাঠালেন মলয় ঘটক। রাজ্যের আইনমন্ত্রীর লিখিত বয়ান খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে ইডি সূত্রে খবর।
রাজ্যপালকে সরাতে রাজ্যসভায় প্রস্তাব আনার জন্য নোটিস দিল তৃণমূল। রাজ্যসভায় এই প্রস্তাব এনেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এ’নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত ৭৬৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২৭ জনের। সংক্রমণের হার ১.৭৩ শতাংশ। ৯৮.২৫ শতাংশ সুস্থতার হার। কলকাতায় মৃত্যু চার জনের। সাত জন মারা গিয়েছেন উত্তর ২৪ পরগনায়।
চার দেওয়ালের গণ্ডি ছাড়িয়ে ভোটের ময়দানে ননদ-বৌদি। কাঁথি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের এই লড়াই এখন আলোচনার কেন্দ্রে। তৃণমূল ও বিজেপির টিকিটে লড়ছেন দুই নারী। দুপক্ষই জয়ের ব্যাপারে আশাবদী। কিন্তু কাকে ভোট দেবেন, তা নিয়ে ধন্দে পড়েছেন পরিবার পরিজন থেকে এলাকার বাসিন্দারা।>
আপাতত স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, সঙ্গীতশিল্পীর ফুসফুস ও হৃদযন্ত্র আগের থেকে ভালমতো কাজ করছে । আজ তাঁর কোমরের হাড়ের অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন তিনি।
রাত পোহালেই শিলিগুড়িতে পুরভোট। বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি। প্রশাসন সূত্রে খবর, পুরভোটের দিন প্রায় ২ হাজার ৩০০ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে শিলিগুড়িতে। মোট বুথের সংখ্যা ৫৯৪।
হাইকোর্টের নির্দেশের পর তৃতীয়বার মনোনয়ন দিতে গিয়েও বাধার মুখে পড়েছিলেন নির্দল প্রার্থী। মনোনয়ন জমা দিতে না পারায় জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ভোট বাতিলের দাবিতে ফের হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। সেই ঘটনায় এবার জলপাইগুড়ি পুরসভার রিটার্নিং অফিসারকে সশরীরে তলব করল হাইকোর্ট। এই মামলাতেই শুক্রবার, বিচারপতি রবি কৃষাণ কপূর বলেন,
রাজ্যে নির্বাচন নিয়ে কী চলছে? হাইকোর্টের নির্দেশের পরেও মনোনয়ন দাখিলে কীভাবে বাধাদেওয়া হচ্ছে? রিটার্নিং অফিসার হাইকোর্টের নির্দেশ মানবেন না? জলপাইগুড়ি ১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর মনোনয়ন দাখিল কেন হল না?
‘বিজেপি নেতা মুকুল রায়কে গ্রেফতার করা উচিত সিবিআই-ইডি-র। ‘সারদা-নারদকাণ্ডে মুকুল রায়কে গ্রেফতার করা উচিত’। ‘সিবিআই-ইডি-কে আগেই চিঠি পাঠিয়েছি’। ‘আমার সঙ্গে মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জেরা করা উচিত’। ‘উনি একজন প্রভাবশালী ষড়যন্ত্রী’। বিস্ফোরক ট্যুইট কুণাল ঘোষের। ‘নিজেকে বাঁচাতে উনি দল পরিবর্তন করেছেন’। ‘মুকুল রায়কে যেন কোনওভাবেই ছাড়া না হয়’। ট্যুইট কুণাল ঘোষের।
তৃণমূলের কোনও নেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যান্ডল করে না আইপ্যাক। চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি মিথ্যা বলে পাল্টা বিবৃতি আইপ্যাকের।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল তৃণমূল কংগ্রেসের। ‘যাঁরা সমালোচনা করছেন দলের অন্দরে, তাঁরা পরশ্রীকাতর’। ‘তাঁরা দিনহাটাকে হিংসা করছে’। ‘নাটাবাড়ি বিধানসভায় ৩টি জেলা পরিষদ আসনে দেড় লক্ষ ভোটে জেতে তৃণমূল’। ‘তখন প্রার্থীদের গ্রহণযোগ্যতা, আর বাকি ভোটগুলিতে গ্রহণযোগ্যতা ছিল না ?’ ‘নিজে আগে আয়নার সামনে দাঁড়ান, তারপর বলবেন’। বিস্ফোরক দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। নাম না করে রবীন্দ্রনাথ ঘোষকে আক্রমণ উদয়নের। ‘উনি নিজের চরকায় তেল দিন’। ‘আমরা মমতার মডেলেই চলি’। পাল্টা আক্রমণ কোচবিহার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের। ‘দলের মত নয়, উদয়নবাবুর ব্যক্তিগত মত’।প্রতিক্রিয়া কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির।
কাল তৃণমূলের শীর্ষ নেতৃত্বর বৈঠক কালীঘাটে। বৈঠকে থাকবেন মমতা -অভিষেক-ফিরহাদ-পার্থ-অরূপ বিশ্বাসরা।
সাঁইথিয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিউড়ি পুরসভাও দখল তৃণমূলের। মনোনয়ন প্রত্যাহারের প্রথম দিনেই বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার। বিজেপি, বাম ও কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার। আগেই ১টি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৪টি ওয়ার্ডে বিরোধীদের প্রার্থীপদ প্রত্যাহারে সিউড়ি পুরসভা দখল শাসক দলের। ২১টি ওয়ার্ডের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫টি ওয়ার্ড দখল তৃণমূল কংগ্রেসের।
'এক ব্যক্তি এক পদ’ দাবির সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট। সমর্থনে এবার সোশাল মিডিয়ায় পোস্ট রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। ‘এটা আমার পোস্ট নয়, এই পোস্ট তৈরি করেছে আইপ্যাক’। ‘আমার সম্মতি না নিয়েই এই পোস্ট করেছে আইপ্যাক’। সোশাল মিডিয়ায় পোস্ট নিয়ে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।
‘মুকুল রায় আছেন বিজেপিতেই’। দীর্ঘ শুনানির পর জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ। ‘মুকুল রায়ের বিরুদ্ধে জমা পড়া পিটিশন খারিজ করা হয়েছে’। ‘পিটিশনের পক্ষে যথেষ্ট পরিমাণে প্রমাণ জমা দিতে পারেননি আইনজীবীরা’. ‘সেই কারণেই পিটিশন খারিজ করা হয়েছে’। জানিয়ে দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। ‘অধ্যক্ষের রায়ই চূড়ান্ত’, জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘এক ব্যক্তি এক পদ’ দাবির সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট। অভিষেক অনুগামীদের পাশাপাশি পরিবারের সদস্যদের পোস্ট। আকাশ বন্দ্যোপাধ্যায়, অগ্নিশা বন্দ্যোপাধ্যায় সমর্থন জানিয়ে সোশাল মিডিয়ায় সরব। আকাশ বন্দ্যোপাধ্যায় অভিষেকের খুড়তুতো ভাই। অগ্নিশা বন্দ্যোপাধ্যায় অভিষেকের খুড়তুতো বোন। সোশাল মিডিয়ায় সমর্থন জানিয়ে পোস্ট করেছেন অদিতি গায়েন। অদিতি গায়েন অভিষেকের পিসতুতো বোন। পোস্ট করেছেন অভিষেকের অনুগামী দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা।
‘আমি কোনও অন্যায় করিনি, পাপ করিনি’। ‘দল শোকজ করলে উত্তর দেব’। ‘মানুষ যদি বলে অন্যায় করেছি, তাহলে ক্ষমা চাইব’। ‘বলছে অভিষেক পদত্যাগ করবে, অভিষেকের পাপ কী ?’‘আমার হৃদয়ে অভিষেক, নয়নে মমতা’
‘তাড়ালে তৃণমূল ছাড়ব না, সিনেমায় চলে যাব’। ‘এক ব্যক্তি এক পদ শুনেছি’। ‘এই নীতি সবাই মেনে চলছেন’. ‘আমি অভিষেক অনুগামী নই’। ‘রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করল কটুকথা বলল কল্যাণ’। ‘অভিষেক আমার ছোট ভাইয়ের মতো, কোলে নিয়ে ঘুরতাম’।
‘
সিঁধ কেটে ঢুকে দোকান থেকে ৫০ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে গেল চোর। হুগলির পান্ডুয়ার ঘটনা। দেশ-বিদেশের দামি মোবাইল চুরি গিয়েছে বলে অভিযোগ দোকানের মালিকের।
কালই পুরভোট সল্টলেকে। তার আগে আজ সকাল থেকেই সল্টলেকের বিভিন্ন এন্ট্রি পয়েন্টে চলছে পুলিশের নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। কোথায়, কী উদ্দেশ্যে সল্টলেকে যাচ্ছেন, তা জানাতে হচ্ছে গাড়ির চালককে। এরইমধ্যে সল্টলেকের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুটমার্চ।
সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, 'সভানেত্রী নতুনভাবে নীতি নির্ধারণ করবেন। দলের সিদ্ধান্ত জনসমক্ষে আনা অনুচিত। সবাইকে বলব নিয়ম মেনে চলুন। সোশাল মিডিয়ায় পোস্ট ছড়িয়ে বিভ্রান্ত করবেন না।’
সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, 'সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক পদ প্রচার। এই প্রচার সমর্থন করে না দল। দল এই প্রচার অনুমোদন করে না। সভানেত্রীর অনুমোদন নিয়েই এই কথা বলছি। সভানেত্রী এরপরেও কিছু কথা বলেছিলেন। সেখানে বলা ছিল সবটাই হবে নেত্রীর অনুমোদন সাপেক্ষে। এই পোস্টের ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। দলে কোনও ভুল বোঝাবুঝি নেই।’
বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টকে এখনও কিছু জানায়নি নির্বাচন কমিশন। আদালত সূত্রে খবর, আজ প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে এ বিষয়ে জানতে চান। তখন অ্যাডভোকেট জেনারেল জানান, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠক হয়েছে। তবে সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা তাঁর জানা নেই। রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, বৈঠকের মিনিটস তৈরি হচ্ছে। তা আদালতকে জানিয়ে দেওয়া হবে। এরপর প্রধান বিচারপতি জানান, বিধাননগরে সুষ্ঠু ভোট করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনারের। এটা মনে রেখে যেন সিদ্ধান্ত নেওয়া হয়।
মদন মিত্রের গতকালের বক্তব্যের প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিচ্ছে দল। তাঁকে শো-কজ করা হচ্ছে। শো-কজের উত্তরে সন্তুষ্ট না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। খবর তৃণমূল সূত্রে।
বিধাননগরে ভোটের আগে অশান্তি। ২৭ নম্বর ওয়ার্ডে এক সিপিএম নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে দু’দফায় হামলা হয় বলে অভিযোগ সিপিএম নেতা তাপস মাঝির। বাড়ির জানলার কাচ ভাঙা হয়। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়।
কাল পুরভোট হুগলির চন্দননগরেও। পুরভোটের প্রস্তুতি সারা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চন্দননগর কমিশনারেট এলাকা। আগামীকাল চন্দননগরের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে ভোট হচ্ছে। ১টি ওয়ার্ডে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত। মোট ভোটগ্রহণকেন্দ্র ১৭৩টি।
দোমোহনিতে রেল দুর্ঘটনা তদন্ত-রিপোর্টে নতুন তথ্য। নির্ধারিত দূরত্বের থেকে ৪ গুণ বেশি দূরত্ব পেরিয়েছিল ইঞ্জিন। পর্যাপ্ত পরীক্ষা ছাড়াই ১৮ হাজার কিমি পেরিয়েছিল ইঞ্জিন। সাড়ে ৪ হাজার কিমি চলার পর পরীক্ষার কথা ইঞ্জিনের।
পুরভোটের আগে কোচবিহারে অশান্তির বিরাম নেই। গতকাল রাতে মাথাভাঙা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দিলীপ মণ্ডলের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ভাঙচুর করা হয়।
আসানসোলেও কাল ভোট। উত্তর আসানসোলের পলিটকনিক কলেজ মাঠে খোলা হয়েছে ডিসিআরসি। ১০৬টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীদের মধ্যে বণ্টন করা হচ্ছে ভোটের সামগ্রী। গোটা মাঠ পুরসভার তরফে স্যানিটাইজ করা হয়।
রাত পোহালেই শিলিগুড়িতে পুরভোট। বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি। প্রশাসন সূত্রে খবর, পুরভোটের দিন ২ হাজার ৩০০ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে শিলিগুড়িতে। মোট বুথের সংখ্যা ৫৯৪। তার মধ্যে ৮৯টি হল স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ।
রাত পোহালেই বিধাননগরে ভোট। তার আগে লেকটাউনের গোলাঘাটায় নাকা তল্লাসির সময় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। গ্রেফতার হয়েছে ২ দুষ্কৃতী। গতকাল রাতে নাকা তল্লাশি চলার সময় দুই বাইক আরোহীকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। ধৃত দুজনেই কাঁকুড়গাছি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি, ওই দু’জনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবব্রত ঘোষের ভোটার তালিকায় ২ জায়গায় নাম রয়েছে, এই অভিযোগ তুলল বিজেপি। প্রার্থীপদ বাতিলের দাবি তুলে ইতিমধ্যে রিটার্নিং অফিসার ও বিষ্ণুপুরের মহকুমা শাসকের কাছে বিজেপি অভিযোগও জানিয়েছে। এই প্রেক্ষিতে ওই তৃণমূল নেতার দাবি, তিনি এ নিয়ে কিছু বলবেন না। যা বলার দল ও প্রশাসন বলবে।
পুরভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদের বহরমপুর। অধীর চৌধুরীর গড়ে বুধবার রাতে কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চলে। আর বৃহস্পতিবার রাতে বহরমপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর বাড়িতে ঘটল দুষ্কৃতী হামলা। গতকাল রাতে কংগ্রেস প্রার্থী স্বপন কর্মকারের বাড়িত হানা দেয় কয়েকজন দুষ্কৃতী। ভাঙা হয় বাড়ির দরজা। বাইরে থেকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। রাতেই বহরমপুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে।
পুরভোটের মুখে ফের অশান্তি বীরভূমে। রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বাড়িতে গতকাল রাতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল। অভিযোগ, বিজেপি প্রার্থী দীনেশ মণ্ডল ও তাঁর ভাইয়ের বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। ইট ছুড়ে বাড়ির জানলার কাচ ভেঙে দেওয়া হয়। রাতেই রামপুরহাট থানার পুলিশ যায় ঘটনাস্থলে। তবে তৃণমূলের পাল্টা দাবি, নিজেরাই এ সব করে এখন তাদের দিকে আঙুল তুলছে বিজেপি।
আগামীকাল বিধাননগর পুরসভার ভোট। তার আগে চলছে পুলিশের নাকা চেকিং। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চলছে চেকিং
জালনোট কাণ্ডে ধৃত তনয় দাসকে নিয়ে দুর্গানগরের রবীন্দ্রপল্লীতে তল্লাশি এসটিএফ আধিকারিকদের। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে, ইএম বাইপাস ক্যাপ্টেন ভেড়ির কাছে প্রায় ৫ লক্ষ ৬৪ হাজার টাকার জাল নোট সহ দুজনকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, কোথা থেকে জালনোট আসত খতিয়ে দেখা হচ্ছে।
বারাসাতের ময়নায় নকল ঘি উদ্ধার করল বারাসাত পুলিশ জেলার এনফোর্স মেন্ট ব্রাঞ্চ। উদ্ধার হওয়া যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ ৬০ হাজার টাকা। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি নদিয়ার ফুলিয়ায়।
বোলপুর পুরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছিল বিজেপি প্রার্থীরা। স্কুটিনিতে নথিপত্রে ভুল থাকার জন্য মনোনয়ন বাতিল করা হল ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শম্পা হাজরা ও ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনি জোয়ারদার ।
এবার সিউড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অপর্ণা দাস যোগদান করলেন তৃণমূলে। সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর হাত থেকে পতাকা নেন তিনি।টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ছিল বলে বিজেপির প্রার্থী হয়েছিলেন বলে দাবি অপর্ণার। ভয় দেখিয়ে দল বদলের অভিযোগ বিজেপির।
প্রেক্ষাপট
কলকাতা: আরেকটা ২০১৮ হলে ২০১৯ সময়ের অপেক্ষা। বাড়ি বাড়ি ঘুরলেও মিলবে না ক্ষমা। পঞ্চায়েত-লোকসভা ভোটের কথা তুলে বিস্ফোরক (TMC Leader Debangshu Bhattacharya) অভিষেক-ঘনিষ্ঠ দেবাংশু (Municipal Election 2022)। ফ্রি হ্যান্ড দিতে হবে পুলিশকে। পুরভোটের আগে বিস্ফোরক দেবাংশু। কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) সওয়াল। তৃণমূলে (TMC) আমরা-ওরা বাড়ছে, খোঁচা বিরোধীদের।
কেন্দ্রীয় বাহিনি নয়, রাজ্য পুলিশ দিয়েই ভোট হতে চলেছে বিধাননগর পুরসভায়। কোর্টের নির্দেশের পরেই বৈঠকে কমিশন। সিপিকে কড়া বার্তা।
বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশনই। প্রয়োজন নেই বলেও গণ্ডগোল হলে দায়ী কমিশনার, জানিয়ে দিল হাইকোর্ট।
সন্ত্রাস করে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে বিজেপির কমিশন অভিযানে ধুন্ধুমার।
বিরোধীশূন্য করে এবার দিনহাটা পুরসভাও তৃণমূলের দখলে।
আইপ্যাকের হয়ে এবিপি আনন্দে মুখ খোলায় সতর্ক করা হল সৌগতকে। সাংসদকে কড়া বার্তা সুদীপের। কোনও মন্তব্য করব না, বললেন সৌগত।
জল্পনা বাড়িয়ে একদিনেই দঃ ২৪ পরগনার সমন্বয়ে কমিটিতে ফিরলেন অরূপ। ক্ষমতার লড়াই, খোঁচা সিপিএমের। সংঘাত নেই, পাল্টা কুণাল।
মহেশতলার পর এবার বর্ধমান। বেশ কয়েকটি ওয়ার্ডে তৃণমূলের জোড়া প্রার্থী! প্রতীক না পেয়ে কান্নায় ভাঙলেন তৃণমূল নেতা। মালবাজারে অনশন।
বিজেপি না এলে বাংলা, কাশ্মীরের মতো হবে উত্তরপ্রদেশ। যোগীর মন্তব্যে তোলপাড়। হারের হতাশায় হুমকি, আক্রমণে বিরোধীরা।
রাজ্যের বকেয়া থেকে করোনা পরিস্থিতি নিয়ে মোদিকে নিশানা মমতার।
দেবের পর এবার গরুপাচারকাণ্ডে অনুব্রতকে সিবিআই তলব। ১৪ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ।
রাজ্যে শিল্প সম্মেলনের আগে নবান্নে আদানি-পুত্র। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক। কথা হয়েছে তাজপুর বন্দর নিয়ে, খবর সূত্রের।
পরিস্থিতি আর উদ্বেগজনক না হলে ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে প্রাথমিক বিভাগ খোলার ভাবনা রাজ্যের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -