West Bengal News Live Updates: কেন্দ্রের টাকা অপব্যবহারের অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 11 Jul 2024 11:27 PM
West Bengal News Live Updates: কেন্দ্রের টাকা অপব্যবহারের অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকার অপব্যবহার করছে রাজ্য। এই অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।

WB News Live Updates: কলকাতা থেকে বাতিল হচ্ছে প্রায় ২ হাজার বেসরকারি বাস, চরম ভোগান্তির আশঙ্কা

কলকাতা থেকে বাতিল হচ্ছে প্রায় ২ হাজার বেসরকারি বাস। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী ২ থেকে তিন মাসের মধ্যে ওই বাসগুলি আর রাস্তায় নামবে। এর ফলে চরম ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।

WB News Live Updates: বাংলায় হিংসা নিয়ে অমিত শাহকে নালিশ শুভেন্দু অধিকারীর

কোচবিহার থেকে চোপড়া, আড়িয়াদহ থেকে মুর্শিদাবাদ। রাজ্যের বিভিন্ন জায়গার হিংসাত্মক ঘটনা ভিডিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী।

West Bengal News Live Updates: কেন্দ্রের টাকা অপব্যবহার রাজ্যের, নির্মলাকে নালিশ শুভেন্দুর

কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে চিঠি দিয়ে এই অভিযোগই জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 
বাংলাকে আরও বঞ্চিত করে উন্নয়ন বন্ধের চক্রান্ত করছে। যত এরকম করবে, তত আসন কমবে বিজেপির। পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের।

WB News Live Updates: 'জামিন নিতে পৌনে ২ লক্ষ টাকা দিতে হয়েছিল পুলিশকে', হাইকোর্টে দাবি ঢোলাঘাটে মৃতের পরিবারের

'জামিন নিতে পৌনে ২ লক্ষ টাকা দিতে হয়েছিল পুলিশকে'। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই অভিযোগই করলেন ঢোলাঘাটে মৃত যুবকের পরিবারের।

WB News Live Updates: 'জামিন নিতে পৌনে ২ লক্ষ টাকা দিতে হয়েছিল পুলিশকে', হাইকোর্টে দাবি ঢোলাঘাটে মৃতের পরিবারের

'জামিন নিতে পৌনে ২ লক্ষ টাকা দিতে হয়েছিল পুলিশকে'। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই অভিযোগই করলেন ঢোলাঘাটে মৃত যুবকের পরিবারের।

WB News Live Updates: 'জামিন নিতে পৌনে ২ লক্ষ টাকা দিতে হয়েছিল পুলিশকে', হাইকোর্টে দাবি ঢোলাঘাটে মৃতের পরিবারের

'জামিন নিতে পৌনে ২ লক্ষ টাকা দিতে হয়েছিল পুলিশকে'। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই অভিযোগই করলেন ঢোলাঘাটে মৃত যুবকের পরিবারের।

West Bengal News Live Updates: টিফিনের সময়ে হঠাৎ বজ্রপাতে অসুস্থ ২৭ জন ছাত্রছাত্রী

স্কুলের টিফিনের সময়ে হঠাৎ বজ্রপাতে অসুস্থ ২৭ জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে।

WB News Live Updates: সৌগত রায়ের পর জয়ন্ত সিংহকে ছাড়ানোর জন্য এবার হুমকি ফোন মদন মিত্রকে

সৌগত রায়ের পর জয়ন্ত সিংহকে জেল থেকে ছাড়ানোর জন্য এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রকে হুমকি ফোন করার অভিযোগ উঠল। গুলি করার হুমকি দিয়ে তাঁকে মাঝরাতে ফোন করা হয় বলে দাবি মদন মিত্রের।
'

West Bengal News Live Updates: রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ, বিক্ষোভ বাম-কংগ্রেসের

রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল।  বৃহস্পতিবার এর প্রতিবাদে সরব হল বাম-কংগ্রেস। রায়গঞ্জের ঘড়ির মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানো হল তাদের তরফে।

WB News Live Updates: জয়ন্ত সিংহের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সাংবাদিক বৈঠক আলাপন বন্দ্যোপাধ্যায়ের

আড়িয়াদহের দুষ্কৃতী জয়ন্ত সিংহের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live Updates: সুপ্রিম কোর্টে পিছল নিট-ইজি মামলার শুনানি

মামলাকারীদের আবেদনের জেরে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল নিট-ইউজি মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে আগামী ১৮ জুলাই।

WB News Live Updates: অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই গেলেন মুখ্যমন্ত্রী

মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে মুম্বই গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় অর্জুন সিংহ

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় অর্জুন সিংহ
'২০২১-এর ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছে'
'অথচ সেই সময় ওই এলাকায় সাংসদ ছিলেন অর্জুন সিংহ'
মুম্বই যাওয়ার আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা মুখ্যমন্ত্রীর

West Bengal News Live: দিল্লিতে শাহ-শুভেন্দু বৈঠক

দিল্লিতে শাহ-শুভেন্দু বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের বিরোধী দলনেতার। 'লোকসভা ভোটের বাংলার ফল নিয়ে আলোচনা'। কথা হয়েছে সাংগঠনিক বিষয়েও: সূত্র। 

West Bengal News Live: দিল্লিতে শাহ-শুভেন্দু বৈঠক

দিল্লিতে শাহ-শুভেন্দু বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের বিরোধী দলনেতার। 'লোকসভা ভোটের বাংলার ফল নিয়ে আলোচনা'। কথা হয়েছে সাংগঠনিক বিষয়েও: সূত্র। 

WB News Live Updates: বাংলায় আনা হল ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির মূল পাণ্ডা 'চাচি'কে

বাংলায় আনা হল ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির মূল পাণ্ডা 'চাচি'কে। 'চাচি' সহ ২ জনকে বিহার থেকে বাংলায় নিয়ে এল পুলিশ। 

West Bengal News Live: সুপ্রিম কোর্টে আজ NEET মামলার শুনানি স্থগিত

সুপ্রিম কোর্টে আজ NEET মামলার শুনানি স্থগিত
আগামী বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট
NEET UG-র ভবিষ্যৎ নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে সর্বোচ্চ আদালত

WB News Live Updates: কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন জয়ন্ত? উঠছে প্রশ্ন

জয়ন্তর আয়ের উৎস কী?  কীভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন জয়ন্ত? উঠছে প্রশ্ন

West Bengal News Live: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়লেন রাজ্যপাল মনোনীত উপাচার্য ও রেজিস্ট্রার

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়লেন রাজ্যপাল মনোনীত উপাচার্য ও রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আসেন রেজিস্ট্রার সুজিত চৌধুরী। তাঁকে গাড়ি-বারান্দাতেই আটকে দেওয়া হয়। তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র
পরিষদ, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা ও  
তৃণমূল প্রভাবিত  কর্মচারী সংগঠন। বিক্ষোভের মুখে ফিরে যান রেজিস্ট্রার। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের মেন গেটে তালা লাগিয়ে দেওয়ায় ফিরে যান উপাচার্য গৌতম চন্দ্রও। এর আগেও বাধা দেওয়া হয়েছে বলে উপাচার্যর দাবি। ওয়েবকুপার বক্তব্য, অন্তর্বর্তী উপাচার্য এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে পারেন না, সেই কারণেই বাধা দেওয়া হয়েছে। 

WB News Live Updates: বেহালা বকুলতলায় বহুতল আবাসনে বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে

বেহালা বকুলতলায় বহুতল আবাসনে বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃত শরদিন্দু চক্রবর্তী সাউথ সিটি ওয়েস্ট আবাসনের
টাওয়ার নাইনের ১০ তলায় একাই থাকতেন। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে যান
বছর চুরাশির বৃদ্ধ। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বারান্দা থেকে ঝাঁপ দিয়ে
মৃত্যু, নাকি অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে সরশুনা থানার পুলিশ।

West Bengal News Live: দুধের ব্যবসা থেকে দুধসাদা অট্টালিকা

দুধের ব্যবসা থেকে দুধসাদা অট্টালিকা
চমকে দেওয়া উত্থান আড়িয়াদহর জয়ন্তর

WB News Live Updates: কলকাতায় ফের বেপরোয়া গতির তাণ্ডব

কলকাতায় ফের বেপরোয়া গতির তাণ্ডব। গতকাল রাতে ক্যামাক স্ট্রিট ও মিডলটন স্ট্রিটের সংযোগস্থলে নাকা তল্লাশি চলাকালীন পালাতে গিয়ে ৩ পুলিশকর্মীকে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। কয়েকজন পথচারীও আহত হন। রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। পরে গাড়ি আটক করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ, গ্রেফতার করা হয় চালককে। চালক ছাড়াও গাড়িতে একজন সওয়ারি ছিলেন। গাড়ির ধাক্কায় আহত ৩ জনের মধ্যে ২ জন হোমগার্ড ও একজন সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্ট। পুলিশ সূত্রে খবর, প্রথমে অ্যালেন পার্কের কাছে গাড়ি আটকালে দ্রুত গতিতে চালিয়ে বেরিয়ে যান চালক। পরের সিগন্যালে গাড়ি আটকালে ৩ জনকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন। থিয়েটার রোডের সিগন্যাল লাল করে দিলে ফুটপাতে উঠে যায় গাড়ি। আহত হন কয়েকজন পথচারী। 

West Bengal News Live: OMR-দুর্নীতির শিকড় খুঁজতে আজ ফের সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে CBI অভিযান

পরপর ৩ দিন, OMR-দুর্নীতির শিকড় খুঁজতে আজ ফের সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে CBI অভিযান। ২ দিনে সাড়ে ১৯ ঘণ্টা তল্লাশির পর আজ ফের হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই ২টি সার্ভার বাজেয়াপ্ত করেছে CBI. সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি। OMR ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে CBI-কে 
অল-আউট ঝাঁপানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। 
প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশ দেন তিনি। ৭ সপ্তাহের মধ্যে CBI-কে তদন্ত-রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

WB News Live Updates: আড়িয়াদহে জয়ন্ত বাহিনীর অত্যাচারের ভিডিও পোস্ট করায় সমন

আড়িয়াদহে জয়ন্ত বাহিনীর অত্যাচারের ভিডিও পোস্ট করায় সমন। বেলঘরিয়া থানায় আজই তলব, গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ ২ ব্যক্তি। পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও শুভম মণ্ডলকে আজই তলব করেছে বেলঘরিয়া থানা

West Bengal News Live: গ্রেফতার করা হল জয়ন্ত সিংয়ের আরেক শাগরেদ প্রসেন দাস ওরফে লাল্টুকে

আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে অত্যাচারের সিরিজ। এবার গ্রেফতার করা হল জয়ন্ত সিংয়ের আরেক শাগরেদ প্রসেন দাস ওরফে লাল্টুকে। এক কিশোরের ওপর সাঁড়াশি দিয়ে

WB News Live Updates: সুপ্রিম কোর্টে আজ ফের NEET মামলার শুনানি

সুপ্রিম কোর্টে আজ ফের NEET মামলার শুনানি

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বেশি দামে বিক্রি হচ্ছে আনাজ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও বেশি দামে বিক্রি হচ্ছে আনাজ। আলু-পটলের দামও চড়া। মানিকতলা বাজারে অভিযানে গিয়ে বেনিয়ম চোখে পড়েছে টাস্ক ফোর্সের। ব্যবসায়ীদের সঙ্গে রীতিমতো
তর্ক-বিতর্ক হয় টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের। সবজির
আকাশছোঁয়া দামে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর, গতকাল থেকে বিভিন্ন বাজারে অভিযান চলছে। এদিন মানিকতলা বাজারে যান টাস্ক ফোর্সের সদস্য়রা। নজরদারির জন্য দাম সাময়িক কমলেও, আবার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্রেতারা। 

WB News Live Updates: উত্তরবঙ্গে দুর্যোগ-দুর্ভোগ অব্যাহত, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বর্ষণ?

উত্তরবঙ্গে দুর্যোগ-দুর্ভোগ অব্যাহত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মালদা দুই দিনাজপুরে। সোমবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। অন্যদিকে, আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। একদিকে, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে গেছে। আরেকদিকে, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে পুরুলিয়া, কাঁথি পর্যন্ত বিস্তৃত। তার জেরেই এই বৃষ্টি। 

West Bengal News Live: বিজেপি নেতার অটো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অটো ইউনিয়নের নেতার বিরুদ্ধে

মাসখানেকেরও বেশি সময় ধরে বিজেপি নেতার অটো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অটো ইউনিয়নের নেতার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার শাসনের ফলতি-বেলিয়াঘাটা এলাকার ঘটনা। বিজেপি মণ্ডল সভাপতির অভিযোগ, ৪ জুন ভোটের ফল ঘোষণার পরেই বেলিয়াঘাটা-ছোট জাগুলিয়া রুটে তাঁর অটো চালানো বন্ধ করে দেন তৃণমূলের অটো ইউনিয়নের সম্পাদক। যিনি একইসঙ্গে বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও তৃণমূলের অঞ্চল সভাপতির পদেও রয়েছেন। 
অটো বন্ধের রাজনৈতিক-যোগ অস্বীকার করে অভিযুক্ত শাসক-নেতার দাবি, অটো চালানোয় বেনিয়ম হওয়ায় এই ঘটনা ঘটতে পারে। বিজেপি নেতার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্বও। 

WB News Live Updates: মঙ্গলবারের পর বুধবার ফের এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশি চালাল সিবিআই

মঙ্গলবারের পর বুধবার ফের এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশি চালাল সিবিআই। মঙ্গলবার একটি সার্ভার বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। বুধবার আরও সার্ভারের খোঁজে তল্লাশি চালানো হয়। এই সব সার্ভারে OMR শিটের কোনও ব্যাকআপ ডেটা থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের।

West Bengal News Live: চার কেন্দ্রের উপনির্বাচনেও এড়ানো গেল না অশান্তি

বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে গুলি চালানোর অভিযোগ থেকে তৃণমূল কর্মীদের মারধর, তাড়া করে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। চার কেন্দ্রের উপনির্বাচনেও এড়ানো গেল না অশান্তি। অব্য়াহত রইল, গন্ডগোল থেকে ছাপ্পা ভোটের ট্র্যাডিশন।

WB News Live Updates: মদন মিত্রর সুর এবার সৌগত রায়ের গলায়, জয়ন্ত গ্রেফতার হতেই প্রাণনাশের হুমকি দিয়ে ফোন!

মদন মিত্রর সুর এবার সৌগত রায়ের গলায়। জয়ন্ত গ্রেফতার হতেই প্রাণনাশের হুমকি দিয়ে ফোন! 'জয়ন্তকে না ছাড়ালে গুলি করে মারার হুমকি ফোন'। মাঝরাতে হুমকি-ফোন এসেছে, দাবি দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের। ব্য়ারাকপুরের CP-র কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ। জয়ন্তর বাড়বাড়ন্তর জন্য পুলিশকেই দায়ি করেছেন সৌগত। 

West Bengal News Live: শোভন চট্টোপাধ্য়ায় কি আবার তৃণমূলে ফিরতে চলেছেন?

শোভন চট্টোপাধ্য়ায় কি আবার তৃণমূলে ফিরতে চলেছেন? একুশে জুলাই কি তৃণমূলের মঞ্চে দেখা যাবে তাঁকে? জল্পনা উস্কে দিয়েছেন খোদ কলকাতার প্রাক্তন মেয়রই। সম্প্রতি জন্মদিনে তাঁকে শুভেচ্ছা এবং উপহার পাঠান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পরপর দু'দিন শোভনের ফ্ল্য়াটে যান কুণাল ঘোষ। যদিও, তৃণমূলে ফেরা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন দু'জনই।

WB News Live Updates: নিউটাউনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা

নিউটাউনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা। বুধবার সন্ধে নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানের বিভিন্ন জায়গায় রাস্তা ও ফুটপাথ দখল মুক্ত করতে নিউটাউন থানার পুলিশকে নিয়ে অভিযানে নামে হিডকো ও এনকেডিএ-র আধিকারিকরা। জেসিবি দিয়ে ভাঙা হয় একাধিক দোকান। প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান হকাররা। নিউটাউনের গীতাঞ্জলি চত্বরেও ফুটপাথ দখলমুক্ত  করতে গেলে বাধার সম্মুখীন হয় এনকেডিএ। গত ২৪ জুন নবান্ন থেকে বেআইনি জবরদখল বন্ধ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই কলকাতা থেকে জেলা রাস্তা ও ফুটপাথ দখল মুক্ত করতে পথে নামে প্রশাসন।  

West Bengal News Live: জয়ন্তবাহিনীর আরও কীর্তির নতুন সিরিজ

জয়ন্তবাহিনীর আরও কীর্তির নতুন সিরিজ। তোলা না দেওয়ায় প্রোমোটারের বাড়িতে ভোররাতে চড়াও তরুণী-সহ ৩জন। 

WB News Live Updates: জয়ন্তবাহিনীর আরও কীর্তির নতুন সিরিজ

জয়ন্তবাহিনীর আরও কীর্তির নতুন সিরিজ। তোলা না দেওয়ায় প্রোমোটারের বাড়িতে ভোররাতে চড়াও তরুণী-সহ ৩জন। 

West Bengal News Live: আজ ফের সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি

আজ ফের সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি

প্রেক্ষাপট

কলকাতা থেকে বাতিল হচ্ছে প্রায় ২ হাজার বেসরকারি বাস। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী ২ থেকে তিন মাসের মধ্যে ওই বাসগুলি আর রাস্তায় নামবে। এর ফলে চরম ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।


সৌগত রায়ের পর জয়ন্ত সিংহকে ছাড়ানোর জন্য এবার হুমকি ফোন মদন মিত্রকে। 


রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ, বিক্ষোভ বাম-কংগ্রেসের। হল পথ অবরোধও।


মামলাকারীদের আবেদনের জেরে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল নিট-ইউজি মামলার শুনানি।


আজ ফের সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি। গণহারে অনিয়ম বা নির্দিষ্ট অঞ্চলের পরীক্ষার্থীদের নম্বরে অস্বাভাবিক কিছু পাননি বিশেষজ্ঞরা। বুধবার সর্বোচ্চ আদালতে জানাল কেন্দ্র।


জয়ন্তবাহিনীর আরও কীর্তির নতুন সিরিজ। তোলা না দেওয়ায় প্রোমোটারের বাড়িতে ভোররাতে চড়াও তরুণী-সহ ৩জন। 


তাণ্ডবের পরেও নিষ্ক্রিয় পুলিশ, কিছু না করার অভিযোগ আক্রান্তের। কোর্টে আত্মসমর্পণের পরে অভিযুক্তদের জামিন, দাবি পুলিশের। পাল্টা হামলার অভিযোগ অভিযুক্ত তরুণীর। 


ক্লাবের মধ্যে অমানুষিক অত্যাচার। এখনও নিরুত্তাপ আড়িয়াদহের ত্রাস। ভিডিওর সূত্রে ৮জন চিহ্নিত, গ্রেফতার ৬, জানাল পুলিশ। 


গ্রেফতার জয়ন্ত, না ছাড়ালে গুলি করে খুন! গভীররাতে সৌগতকে হুমকি দিয়ে ফোন! 


জয়ন্ত সিংয়ের সঙ্গে একের পর এক ছবি। অস্বস্তির মুখে দূরত্ব তৈরির চেষ্টা কামারহাটির পুরসভার চেয়ারম্যানের। 


মানিকতলা, বাগদা থেকে রায়গঞ্জ-একের পর এক কেন্দ্রে বিজেপি প্রার্থীদের তৃণমূলের তাড়া। কোথাও ভাঙল গাড়ির কাচ, কোথাও গাড়িতে লাথি। 


৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাও মাত্র ৪ কেন্দ্রের উপনির্বাচনেও অশান্তি! বাগদায় আক্রান্ত বিজেপি প্রার্থী। রানাঘাটে গুলি চলার অভিযোগ। বিজেপি নেতার বাড়ি, ক্যাম্প ভাঙচুর। 


কুণালের সঙ্গে সংঘাতের মধ্যেই মানিকতলায় দফায় দফায় তৃণমূলের হাতে ঘেরাও কল্যাণ চৌবে। এলাকায় ঢুকতেই ইট নিয়ে ধাওয়া, গাড়িতে লাথি। 


ফোনে টোপ নিয়ে দাবি, ভোটের মধ্যেই ফের দাবি, পাল্টা দাবি কল্যাণ-কুণালের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.