West Bengal News Live Updates: ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 11 Jun 2023 11:11 PM
West Bengal News LIVE Updates: ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ

কাল ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতেই হাইকোর্টের দ্বারস্থ ডিএ আন্দোলনকারারী। শনিবার ভাঙড়ে মেরে সরকারি কর্মীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনর ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে ভোটকর্মীরা মার খাচ্ছেন, এই দাবি তুলে হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হোক পঞ্চায়েত ভোট, দাবি ডিএ আন্দোলনকারীদের।

WB News LIVE Updates: কেষ্টহীন বীরভূমে তৃণমূলের পার্টি অফিস দখল কংগ্রেসের

কেষ্টহীন বীরভূমে তৃণমূলের পার্টি অফিস দখল কংগ্রেসের। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের পার্টি অফিস দখল। ময়ূরেশ্বরের ঝিকোড্ডা পঞ্চায়েতে শাসক দলের পার্টি অফিস দখল কংগ্রেসের। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ৬০০ কর্মী-সমর্থক।

West Bengal News LIVE Updates: 'রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিন্হার নিয়োগ করা ঠিক হয়নি রাজ্যপালের', মন্তব্য শুভেন্দুর

পঞ্চায়েতে মনোনয়নপর্ব থেকেই অশান্তি, কার্যত রাজ্যপালকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। 'রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিন্হার নিয়োগ করা ঠিক হয়নি রাজ্যপালের'। 'রাজীব সিন্হার ব্যাপারে আরও খতিয়ে দেখা উচিত ছিল রাজ্যপালের'। এখন অনেক কিছু বলছেন রাজ্যপাল, কিন্তু তাঁর কথা এরা শুনবে না, মন্তব্য বিরোধী দলনেতার।

WB News LIVE Updates: নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ভিডিও পোস্ট করে উদয়ন গুহ ট্যুইটে দাবি করেন, নিশীথের কানে কানে কথা বলে প্রোটোকল ভেঙেছেন সাহেবগঞ্জ থানার এসআই। ওই পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়ার জন্য সোমবার ডেপুটেশন জমা দেবেন বলে উদয়ন জানিয়েছেন। গুরুত্ব দিতে নারাজ বিজেপি। 

West Bengal News LIVE Updates: পঞ্চায়েতে মনোনয়নপর্বের শুরু থেকেই অশান্তি, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের

রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। পঞ্চায়েতে মনোনয়নপর্বের শুরু থেকেই অশান্তি, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের। মানবাধিকার কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। 'অশান্তির আশঙ্কা রয়েছে এমন স্পর্শকাতর কেন্দ্রগুলিকে চিহ্নিত করা হবে'। 'রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন মানবাধিকার কমিশনের ডিজি'। জানাল জাতীয় মানবাধিকার কমিশন।

WB News LIVE Updates: অশান্তি রুখতে মনোনয়ন কেন্দ্র থেকে ১ কিলোমিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি কমিশনের

মনোনয়নে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি কমিশনের। আগামী কাল থেকে জমায়েত রুখতে কড়া সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। মনোনয়ন কেন্দ্র থেকে ১ কিলোমিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি। মনোনয়ন কেন্দ্রের ভিতর প্রার্থী-সহ ২ জন ঢুকতে পারবেন।

West Bengal News LIVE Updates: 'রাজনীতি করতে গিয়ে ঠাকুরবাড়ির পবিত্রতা ক্ষুণ্ণ করেছে', ট্যুইট অভিষেকের

পাল্টা ট্যুইট করে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, বিজেপির শান্তনু ঠাকুরের সিআইএসএফ জওয়ানরা জুতো পরে মন্দিরে ঢুকে, মন্দিরকে অসম্মান করেছেন। মহিলা ভক্তদেরও লাঞ্ছিত হতে হয়েছে। রাজনীতি করতে গিয়ে ঠাকুরবাড়ির পবিত্রতা ক্ষুন্ন করেছে। এটা ক্ষমতার লজ্জাজনক আস্ফালন। ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

WB News LIVE Updates: হাসপাতালে পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর ধস্তাধস্তি, অমিত শাহকে নালিশ শান্তনু ঠাকুরের

অভিষেকের সফর ঘিরে মতুয়াগড়ে উত্তেজনা। হাসপাতালে পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর ধস্তাধস্তি। অমিত শাহকে নালিশ শান্তনু ঠাকুরের। 'গাইঘাটা থানার ওসি আমার গায়ে হাত দিয়েছে। পুলিশ দলদাস হয়ে কাজ করছে।' অভিযোগ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের।

West Bengal News LIVE Updates: এক মাসও নেই পঞ্চায়েত ভোটের, তার আগে ময়ূরেশ্বরেও তৃণমূল ছাড়ার হিড়িক

এক মাসও নেই পঞ্চায়েত ভোটের। তার আগে ময়ূরেশ্বরেও তৃণমূল ছাড়ার হিড়িক। ময়ূরেশ্বরের দক্ষিণগ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েকজন কর্মী। তাঁদের মধ্যে একজন প্রাক্তন প্রধানও আছেন।

WB News LIVE Updates: কংগ্রেস কর্মী খুনের ৩দিনের মাথায় মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙন, প্রায় ৭০০ নেতা, কর্মী কংগ্রেসে

কংগ্রেস কর্মী খুনের তিনদিনের মাথায় মুর্শিদাবাদ জেলায় তৃণমূলে ভাঙন। কংগ্রেসের দাবি, খড়গ্রামে শাসকদল ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক। কংগ্রেসের দাবি, যোগ দিয়েছেন তৃণমূলের উপপ্রধান, পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৭০০ নেতা, কর্মী। এদিন অধীর চৌধুরীর উপস্থিতিতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানের ভাইপো আনারুল হক বিপ্লব শাসকদল ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে। জেলা পরিষদের প্রার্থী পদে লড়ছেন তিনি। তৃণমূল সাংসদের ভাইপোর নামে সামশেরগঞ্জে দেওয়াল লিখনও শুরু করেছেন কংগ্রেস কর্মীরা।

West Bengal News LIVE Updates: মতুয়া ঠাকুরবাড়ির আঁচ এবার হাসপাতালে, শান্তনু অনুগামীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মতুয়া ঠাকুরবাড়ির আঁচ এবার হাসপাতালে। হাসপাতালে শান্তনু অনুগামীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ শান্তনু ঠাকুরের। ঘটনাস্থলে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।


 

WB News LIVE Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া ঠাকুরবাড়িতে ঢোকার আগে বিক্ষোভ

অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া ঠাকুরবাড়িতে ঢোকার আগে বিক্ষোভ। বন্ধ করে দেওয়া হয় মূল মন্দির, দেখানো হয় কালো পতাকা। বেরনোর সময় উঠল চোর স্লোগান। 

West Bengal News LIVE Updates: 'শান্তনু ঠাকুর কোনও দিন মানুষের দাবিদাওয়া নিয়ে সরব হয়েছেন', প্রশ্ন অভিষেকের

'ধর্ম ছেড়ে মানুষের স্বার্থে লড়াই করুন'। 'শান্তনু ঠাকুর কোনও দিন মানুষের দাবিদাওয়া নিয়ে সরব হয়েছেন?' প্রশ্ন অভিষেকের।

WB News LIVE Updates: ঠাকুরনগরে অভিষেকের সফর ঘিরে উত্তেজনা

উত্তপ্ত মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠাকুরনগরে অভিষেকের সফর ঘিরে উত্তেজনা। মন্দির বন্ধে ঠাকুরনগরে তুমুল উত্তেজনা। মূল মন্দিরে পৌঁছতে পারলেন না অভিষেক। তৃণমূলকর্মীদের ঢুকতে বাধা, কালো পতাকা । মতুয়া নাটমন্দিরে কেন পুলিশ? প্রশ্ন শান্তনু ঠাকুরের। গোবরজলে শোধন হবে মন্দির, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। মোদি এলে ধুমধাম, অভিষেকে কেন আপত্তি? প্রশ্ন মমতাবালার।

West Bengal News LIVE Updates: কোচবিহারে দলীয় প্রার্থীর ভাইকে গুলির অভিযোগ তৃণমূলেরই আরেক সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে

মুর্শিদাবাদের কংগ্রেস কর্মী খুনের পর ২৪ ঘণ্টাও কাটল না, মনোনয়নপত্র জমার দ্বিতীয় দিন, রক্ত ঝরল কোচবিহারে। এবার তৃণমূল বনাম তৃণমূল! তৃণমূল প্রার্থীর ভাইকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলেরই আরেক সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে। জখম হয়েছেন, ওকড়াবাড়ি হাজিরবাজারের তৃণমূল কর্মী লিপটন হক। ঘটনার কেন্দ্রে ওকরাবাড়ির ২৫৩ নম্বর বুথ। জখম তৃণমূল কর্মীর পরিবারের দাবি, এই বুথে ইতিমধ্য়েই তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন লিপটনের দাদা। অভিযোগ, সেই আক্রোশে শনিবার সন্ধেয়, লিপটন যখন বাজারে যাচ্ছিলেন, তাঁকে লক্ষ্য করে ছাদ থেকে গুলি চালান ২৫৩ নম্বর বুথে তৃণমূলের আরেক দাবিদার রুহুল আমিন। পুলিশ গুলি চলেনি বললেও, হাসপাতাল সূত্রে খবর, লিপটনের ক্ষত গুলি জেরেই হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। 

WB News LIVE Updates: 'টিকিট-বিবাদে' বিক্ষোভ

কোথাও তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। ভেঙে রাস্তায় ফেলে দেওয়া হল একের পর এক চেয়ার। কোথাও আবার রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। তার আগেই টিকিট পাওয়াকে কেন্দ্র করে মালদার একাধিক জায়গায় তৃণমূলের সঙ্গে তৃণমূল সংঘাত। 

West Bengal News LIVE Updates: মনোনয়ন ঘিরে বীরভূমের লাভপুরে দুই বিজেপি প্রার্থীকে মারধর

মনোনয়ন ঘিরে বীরভূমের লাভপুরে দুই বিজেপি প্রার্থীকে মারধর, মণ্ডল সহ সভাপতিকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ। এর প্রেক্ষিতে দলীয় কর্মীদের শান্ত থাকার আবেদন জানিয়ে পথে নামলেন তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। মাইক নিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন লাভপুরের বিধায়ক। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, বিরোধীদের মনোনয়ন জমা দিতে দিন। গন্ডগোল করলে তার দায় দল নেবে না। গতকাল মনোনয়ন জমা দিতে আসার সময়, লাভপুরের জামনা অঞ্চলের বিজেপির মণ্ডল সহ সভাপতি সোমনাথ মণ্ডল-সহ ৩ জনকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 

WB News LIVE Updates: তৃণমূল নেতা বাসির মোল্লার জেল হেফাজত

তৃণমূল নেতা বাসির মোল্লার জেল হেফাজত। পিস্তল-সহ ধৃত তৃণমূল নেতার জেল হেফাজতের নির্দেশ বহরমপুর আদালতের। ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতির থেকে উদ্ধার একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি। ২৫ (১-বি) অস্ত্র আইনে ধৃত তৃণমূল নেতা বাসির মোল্লার বিরুদ্ধে মামলা রুজু । শুনানির সময় ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির ছিলেন না সরকারপক্ষের আইনজীবী। শুনানির সময় পুলিশের পক্ষ থেকে পেশ করা হয়নি কোনও আবেদন, খবর বহরমপুর আদালত সূত্রে

West Bengal News LIVE Updates: বিডিও অফিস থেকে মনোনয়নের জন্য তৃণমূলের অঞ্চল সভাপতিকে গোছা গোছা ডিসিআর দেওয়ার অভিযোগ

বাঁকুড়ার শালতোড়ায় বিডিও অফিস থেকে মনোনয়নের জন্য তৃণমূলের অঞ্চল সভাপতিকে গোছা গোছা ডিসিআর দিচ্ছেন সরকারি কর্মী। ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, প্রবল গরমে, রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তাঁরা ডিসিআর পাচ্ছেন না। ফলে মনোনয়নপত্র নিতে সমস্যায় পড়তে হচ্ছে। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির অভিযোগ, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিরোধীদের আটকাতে প্রশাসনের একাংশ এই কাজ করছে। প্রয়োজনীয় কিছু জানতে বিডিও অফিসে গিয়েছিলেন বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। বিডিও অফিসের ওই কর্মী ও বিডিও-ও দাবি করেছেন, নিয়ম মেনেই সবকিছু হচ্ছে। 

WB News LIVE Updates: 'আজও রক্তপাতহীন নির্বাচন করাতে পারিনি আমরা, এটা লজ্জার', মন্তব্য সুকান্তর

পঞ্চায়েত ভোটের সঙ্গে হিংসার সম্পর্ক বাম আমলেও ছিল। আজও রক্তপাতহীন নির্বাচন করাতে পারিনি আমরা। এটা লজ্জার, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

West Bengal News LIVE Updates: ভিডিও ট্যুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

পঞ্চায়েতে মনোনয়নের শুরু থেকেই বিতর্ক। কোথাও বাধা, কোথাও সরাসরি মারধরের অভিযোগ। এর মধ্যেই একটি ভিডিও ট্যুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, এটা বাঁকুড়ার শালতোড়ার ঘটনা। বিরোধী প্রার্থীরা, যারা শাসকের বাধা-হুমকি অতিক্রম করে মনোনয়নপত্র সংগ্রহের জন্য বিডিও অফিসে পৌঁছতে সক্ষম হচ্ছেন, কয়েক ঘণ্টা পরে তাদের মনোনয়নপত্র এবং ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) হস্তান্তর করা হবে অন্যথায় তাদের জানানো হবে যে, বিকেল ৩টে পেরিয়ে গেছে, তাই এখন কোনও অফিসিয়াল কাজ সম্ভব হবে না বা পর্যাপ্ত কাগজপত্র নেই এবং তারা তাদের কাছে কোনও মনোনয়নপত্র হস্তান্তর করতে প্রস্তুত নয় এবং প্রার্থীদের পরের দিন আবার আসতে বলবে। এরা কি সরকারি কর্মী, নাকি তৃণমূলের সেবক? 

WB News LIVE Updates: ঠাকুরনগরে ঠাকুর বাড়ির নাটমন্দিরে রাজ্য পুলিশ

অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে ঠাকুরনগরে ঠাকুর বাড়ির নাটমন্দিরে রাজ্য পুলিশ। বাড়িতে পুলিশ কেন? প্রশ্ন তুলে পুলিশ কর্মীদের সরিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। 

West Bengal News LIVE Updates: ধৃত তৃণমূল নেতা বাসির মোল্লাকে হেফাজতেই চাইল না পুলিশ

কোমরে পিস্তল নিয়ে তৃণমূল নেতার বিডিও অফিস পাহারা! অস্ত্র আইনে গ্রেফতার করলেও হেফাজতেই চাইল না পুলিশ! ধৃত তৃণমূল নেতা বাসির মোল্লাকে হেফাজতেই চাইল না পুলিশ!  বেআইনি অস্ত্র মজুতের একটি মাত্র ধারায় মামলা রুজু 

WB News LIVE Updates: মুর্শিদাবাদের মনোনয়ন-সন্ত্রাসের বলি কংগ্রেস কর্মী,নিহত কর্মীর বাড়িতে গেলেন অধীর

মুর্শিদাবাদের খড়গ্রামে মনোনয়ন-সন্ত্রাসের বলি কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। নিহত কর্মীর বাড়িতে গেলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির সামনে কান্নায় ভাঙল গোটা পরিবার। পাশে থাকা ও ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস বহরমপুরের কংগ্রেস সাংসদের। 

West Bengal News LIVE Updates: মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ

মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম এফআইআরে ছিল। এর আগে এফআইআরে নাম থাকা আরও ২ জনকে গ্রেফতার করে খড়গ্রাম থানার পুলিশ। ধৃত ৩ জনই তৃণমূল কর্মী বলে দাবি করেছে নিহতের পরিবার। শুক্রবার, মনোনয়ন পর্বের প্রথম দিনেই খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। ঘটনার পর ২ দিন কেটে গিয়েছে। এখনও থমথমে গোটা গ্রাম। চলছে পুলিশি টহল

WB News LIVE Updates: কোচবিহারের দিনহাটায় তৃণমূলের মনোনয়ন-কোন্দলে গুলি চলার অভিযোগ

কোচবিহারের দিনহাটায় তৃণমূলের মনোনয়ন-কোন্দলে গুলি চলার অভিযোগ। জখম তৃণমূল কর্মী লিপটন শেখ। ঘটনার কেন্দ্রে সিতাইয়ের ওকরাবাড়ির ২৫৩ নম্বর বুথ। আক্রান্তের পরিবারের দাবি, এই বুথে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন লিপটনের জেঠতুতো দাদা বাদলা হক। অভিযোগ, সেই আক্রোশে গতকাল লিপটনকে লক্ষ্য করে গুলি চালান একই বুথে তৃণমূলের আরেক দাবিদার রুহুল আমিন। রুহুলের পাল্টা দাবি, তাঁর টিকিট পাওয়ার কথা জানতে পেরে বাড়িতে হামলা চালায় বাদলা হকের অনুগামীরা। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি পালিয়ে যান বলে রুহুলের দাবি। 

West Bengal News LIVE Updates: পিস্তল নিয়ে তৃণমূল অঞ্চল সভাপতির দাপাদাপি

মুর্শিদাবাদের ডোমকলে বিডিও অফিসের সামনে পিস্তল নিয়ে তৃণমূল অঞ্চল সভাপতির দাপাদাপি। অভিযুক্ত বাসির মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। গতকাল মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে ডোমকলে ধুন্ধুমার বাধে। তৃণমূল নেতার বিরুদ্ধে ডোমকল বিডিও অফিসের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপির অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে লালবাগের অতিরিক্ত পুলিশ সুুপার অসীম খানের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তৃণমূলের সারাংপুরের ৫ নম্বর অঞ্চলের সভাপতি বাসির মোল্লার কাছ থেকে উদ্ধার হয় পিস্তল। 

WB News LIVE Updates: মেরে সরকারি কর্মীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আইএসএফ প্রার্থীকে মনোননয়ন জমা দিতে দেওয়ার ফল ভুগতে হল বিডিও অফিসের কর্মীকে। মেরে সরকারি কর্মীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসক চাইছে ভোটে আর কেউ না লড়ুক, প্রতিক্রিয়া আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

West Bengal News LIVE Updates: মালদার গাজোলে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের বিরোধ

মালদার গাজোলে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে যুব তৃণমূলের বিরোধ। গতকাল রাতে তৃণমূলের ব্লক অফিস ভাঙচুর করা হয়। টিকিট দেওয়া হচ্ছে না বলে বিক্ষোভ দেখান যুব তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, যুব তৃণমূল কর্মীদের পঞ্চায়েত ভোটের টিকিট দিচ্ছেন না তৃণমূলের ব্লক সভাপতি দীনেশ টুডু। এই অভিযোগ তুলেই গতকাল রাতে ব্লক সভাপতির অফিসে তাণ্ডব চালান যুব তৃণমূল কর্মীরা। ব্লক সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News LIVE Updates: পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনার হাবড়া, অশোকনগরে তৃণমূলে বড়সড় ভাঙন

পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনার হাবড়া, অশোকনগরে তৃণমূলে বড়সড় ভাঙন। শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, প্রাক্তন প্রধান-সহ শতাধিক নেতা, কর্মী। তৃণমূলত্যাগীদের মধ্যে রয়েছেন হাবড়া ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বাঁশপোল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও যুব তৃণমূলের একাধিক নেতা, কর্মী। শাসকের দুর্নীতি-যোগের প্রতিবাদেই কংগ্রেসে যোগদান, দাবি তৃণমূলত্যাগীদের। অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আটকানোর চেষ্টা করছে তৃণমূল। শাসক শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News LIVE Updates: একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমাঞ্চলের জেলা বাদে প্রায় সর্বত্র মেঘলা বা আংশিক মেঘলা আকাশ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া আজও পুড়তে পারে দাবদাহে। 

WB News LIVE Updates: পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই

কোচবিহারে খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিধানসভা কেন্দ্র দিনহাটায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই। তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর ভাইকে গুলি করার অভিযোগ উঠল অপর গোষ্ঠীর বিরুদ্ধে। জখম তৃণমূল কর্মী লিপটন হককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে

West Bengal News LIVE Updates: সাতসকালে নিউটাউনের বড়সড় দুর্ঘটনা

সাতসকালে নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা। ৩টি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। আহত হন বাইক চালক-সহ ২। এদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সোয়া ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ৩টি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মিনিডোর ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। ২টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে। সেই কারণেই দুর্ঘটনা।

WB News LIVE Updates:অভিষেকের কড়া বার্তাই সার, মনোনয়নের শুরুতেই সন্ত্রাস!

অভিষেকের কড়া বার্তাই সার, মনোনয়নের শুরুতেই সন্ত্রাস! জেলায় জেলায় বিরোধীদের মনোনয়ন পেশে বাধা, অস্ত্র নিয়ে তাণ্ডব! বিরোধীদের বাধা, বিডিও অফিস পাহারায় বন্দুকবাজ তৃণমূল নেতা! 'মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না, ব্যবস্থা নেবে প্রশাসন',কেউ মনোনয়ন দিতে না পারলে জানান, ফের বার্তা অভিষেকের 

West Bengal News LIVE Updates: মনোনয়ন দিতে দেওয়ার 'মাশুল'

আইএসএফ প্রার্থীকে মনোননয়ন জমা দিতে দেওয়ার ফল ভুগতে হল বিডিও অফিসের কর্মীকে। মেরে সরকারি কর্মীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসক চাইছে ভোটে আর কেউ না লড়ুক, প্রতিক্রিয়া আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

WB News LIVE Updates: বাহিনী চায় বিরোধীরা

মনোনয়নের দ্বিতীয় দিনেও সন্ত্রাস। কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। বিক্ষোভ কংগ্রেসের। বাহিনী নিয়েও তো ভোটে ভরাডুবি, খোঁচা তৃণমূলের।

West Bengal News LIVE Updates: 'ভোট যেন হয় শান্তিতে'

ভোট যেন হয় অবাধ, শান্তিপূর্ণ। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পরেই কড়া বার্তা রাজ্যপালের।

প্রেক্ষাপট

কলকাতা: ভোট (Panchayat Vote) ঘোষণার পরে সর্বদলীয় বৈঠক (All party Meeting)! রাজ্যপালের (Governor) সঙ্গে সাক্ষাতের পরেই ১৩জুন বৈঠকের ডাক কমিশনের (Commissioner)। মনোনয়ন প্রক্রিয়া ভিডিওগ্রাফি (Videography) করার সিদ্ধান্ত। ভোট যেন হয় অবাধ, শান্তিপূর্ণ। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পরেই কড়া বার্তা রাজ্যপালের।      


এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন- 


মুর্শিদাবাদের পর এবার রক্তাক্ত কোচবিহার। মনোনয়ন নিয়ে সংঘাতে গুলিতে আহত তৃণমূলকর্মী, দাবি পরিবারের। কোনও গুলি চলেনি, দাবি পুলিশের। 


অভিষেকের বার্তাই সার, মনোনয়নের শুরুতেই সন্ত্রাস! ডোমকলে কোমরে অস্ত্র গুঁজে তৃণমূল নেতার দাপাদাপি।


ডোমকলে মার খেয়েও প্রতিরোধ। প্রথমে হামলা। তাও জমি ছাড়লেন না সিপিএম প্রার্থী। বামেদের প্রতিরোধের মুখে পিছু হঠল তৃণমূল। 


ভাঙড়ে মনোনয়নের সময় বিডিও অফিসেই আক্রান্ত সরকারি কর্মী! ডোমকলে আক্রান্ত প্রৌঢ় সিপিএম প্রার্থী। বারাবনিতে বিজেপিকে মার। হামলা লাভপুরেও। 


মনোনয়নের দ্বিতীয় দিনেও সন্ত্রাস। কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। বিক্ষোভ কংগ্রেসের। বাহিনী নিয়েও তো ভোটে ভরাডুবি, খোঁচা তৃণমূলের।


অশান্তিতে জড়াবেন না, মনোনয়ন দিতে না পারলে জানান। পঞ্চায়েতে সন্ত্রাস নিয়ে ফের বার্তা অভিষেকের। দলে নিয়ন্ত্রণই নেই, কে শুনবে, কটাক্ষ বিরোধীদের।


মুর্শিদাবাদ থেকে পূর্ব বর্ধমান। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরেও আইনশৃঙ্খলা তদারকিতে সিভিক! জল দিচ্ছিল, বাঁচতে হাতে লাঠি, আজব সাফাই তৃণমূলের। 


রাস্তা খোলা রেখেও মুর্শিদাবাদ জেলা পরিষদে একতরফা প্রার্থী ঘোষণা সিপিএমের। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের সঙ্গে জোট। 


বালেশ্বরকাণ্ডের রেশ কাটার আগেই খড়গপুর স্টেশনে বেলাইন মেদিনীপুর-হাওড়া লোকাল। লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি কামরা। এবার লাইনচ্যুত লোকাল! 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.