West Bengal News Live Updates: ঘূর্ণিঝড় মোকার জেরে বৃষ্টি-বিমুখ বাংলা, আগামী কালও চলবে তাপপ্রবাহ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 11 May 2023 11:50 PM
WB LIVE News Updates: পঞ্চায়েত ভোটের আগে ফের সমঝোতায় শান সিপিএম-কংগ্রেসের

দু-হাজার ষোলো-র বিধানসভা নির্বাচনে হাত ধরাধরি করে তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়েছিল বাম ও কংগ্রেস। কিন্তু পুরোপুরি মুখ থুবড়ে পড়ে সেই প্রচেষ্টা। সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে, ফের সমঝোতায় শান দিল সিপিএম ও কংগ্রেস।

West Bengal News LIVE Updates : রানিকুঠির রানিদিঘি থেকে উদ্ধার হল বছর চল্লিশের এক ব্যক্তির দেহ

রানিকুঠির রানিদিঘি থেকে উদ্ধার হল বছর চল্লিশের এক ব্যক্তির দেহ। স্থানীয় সূত্রে খবর, বাজারে প্রচুর টাকা দেনা হয়েছিল ওই ব্যক্তির। সেই থেকে ডিপ্রেশনে কি আত্মহত্যা, না কি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ। 

WB LIVE News Updates: ডাক্তারিতেও এবার ডিপ্লোমা কোর্স আনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, শুরু তরজা

ডাক্তারিতেও এবার ডিপ্লোমা কোর্স আনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটতি মেটাতে প্রয়োজনে ৫ বছরের ডিগ্রি কোর্সের পাশাপাশি ৩ বছরের ডিপ্লোমায় চিকিৎসক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর। এবার কি ডাক্তারিতেও সিভিক ব্যবস্থা? প্রশ্ন বিরোধীদের। সমালোচনায় সরব চিকিৎসক মহলের একাংশ।

West Bengal News LIVE Updates : ঘূর্ণিঝড় মোকার জেরে বৃষ্টি-বিমুখ বাংলা, আগামী কালও চলবে তাপপ্রবাহ

ঘূর্ণিঝড় মোকার জেরে বৃষ্টি-বিমুখ বাংলা, আগামী কালও চলবে তাপপ্রবাহ। শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহের সম্ভাবনা। 

WB LIVE News Updates: শরাফ হাউসের অগ্নিকাণ্ডের পর উদ্ধার দেহ

শরাফ হাউসের অগ্নিকাণ্ডের পর উদ্ধার দেহ। অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ ও দমকল। শ্যামসুন্দর সাহা নামে এক ব্যক্তির খোঁজ না মেলায় হেয়ার স্ট্রিট থানায় খবর। ফোরাম প্রোজেক্ট নামে একটি সংস্থা ইমেল করে হেয়ার স্ট্রিট থানায়। শরাফ হাউসের ভস্মীভূত অংশে তল্লাশি শুরু করে পুলিশ ও দমকল। দুপুর ৩টে নাগাদ উদ্ধার হয় দগ্ধ দেহ। পাশ থেকে উদ্ধার হয় একটি ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স দেখে দেহ শনাক্ত করে পুলিশ। 

West Bengal News LIVE Updates : খয়রাশোলের পর সাঁইথিয়া, নবজোয়ারে তৃণমূলের অস্বস্তি জারি অভিষেকের উপস্থিতিতে পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের ভোট বয়কট

খয়রাশোলের পর সাঁইথিয়া, নবজোয়ারে তৃণমূলের অস্বস্তি জারি। অভিষেকের উপস্থিতিতে পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের ভোট বয়কট। ভোট বয়কটের ডাক খয়রাশোল ব্লকের ৭টি অঞ্চলের নেতৃত্বের। ৩ মহিলা ব্লক সভাপতি, ব্লকের সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতার ভোট বয়কটের ডাক। ব্লক সভাপতির বিরুদ্ধে ইচ্ছে মতো ভোট করানোর অভিযোগ। রাতারাতি অঞ্চল নেতৃত্বে একাধিক পরিবর্তনের অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে। যদিও ব্লক সভাপতির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

WB LIVE News Updates: 'তৃণমূলে নবজোয়ার নয়, জনজোয়ারে পরিণত হয়েছে', লাভপুরের জনসভায় বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

'তৃণমূলে নবজোয়ার নয়, জনজোয়ারে পরিণত হয়েছে, এতদিন পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই করতেন কিছু রাজ্য নেতা, এবার  মানুষ যাকে মান্যতা দেবে সেই পঞ্চায়েতে প্রার্থী হবে', লাভপুরের জনসভায় বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News LIVE Updates : পুকুরে মোবাইল ছুড়ে ফেলার ঘটনা আদালতে অস্বীকার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর

পুকুরে মোবাইল ছুড়ে ফেলার ঘটনা আদালতে অস্বীকার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর। 'সাজানো অভিযোগ, বদনাম করার জন্য ভুয়ো অভিযোগ করা হচ্ছে, 'নিয়ম অনুযায়ী সিবিআই তল্লাশির শুরুতেই ফোন নিজেদের হেফাজতে নেয়', তাহলে কীভাবে মোবাইল ফোন পুকুরে ফেলবেন জীবনকৃষ্ণ, প্রশ্ন বিধায়কের আইনজীবীর। তল্লাশি অভিযানের কোনও ভিডিও রেকর্ডিং আছে সিবিআইয়ের কাছে? 'যদি অভিযোগ সত্যিও হয়ে থাকে, তবে সিবিআই কি সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করেছে?' আজ পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি, সওয়াল জীবনকৃষ্ণর আইনজীবীর। 'সবাই দেখেছে কীভাবে পুকুর থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে', কেস ডায়েরিতে সবকিছু উল্লেখ আছে, পাল্টা সওয়াল সিবিআইয়ের। রায়দান স্থগিত রেখেছে আদালত। 

WB LIVE News Updates: আদালত থেকে ফেরার পথে বজবজে শ্যুটআউট, গ্রেফতার ২ শ্যুটার

আদালত থেকে ফেরার পথে বজবজে শ্যুটআউট, গ্রেফতার ২ শ্যুটার । হামলার ৮ দিনের মাথায় আসানসোল থেকে পাকড়াও। 'গুলিবিদ্ধ ব্যক্তিও একাধিক অপরাধের সঙ্গে জড়িত', গুলিবিদ্ধ ব্যক্তির গোষ্ঠীর সঙ্গে সংঘাতের জেরেই খুনের চেষ্টা, জানাল পুলিশ। আগে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ৩ মে আলিপুর আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন আলতাব। 

West Bengal News LIVE Updates : কয়লা পাচার মামলায় গ্রেফতার আরও ২

কয়লা পাচার মামলায় গ্রেফতার আরও ২। এই প্রথম সিআইএসএফের একজন ইন্সপেক্টর গ্রেফতার, ধৃতের নাম আনন্দ সিংহ। ইসিএলের প্রাক্তন ডিরেক্টরকে গ্রেফতার করল সিবিআই। ধৃত ইসিএলের প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝা। প্রোটেকশন মানি নিয়ে কয়লা পাচারকারীদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। 

WB LIVE News Updates: সিউড়িতে বাম-কংগ্রেসের যৌথ সভায় একমঞ্চে অধীর-সেলিম

সিউড়িতে বাম-কংগ্রেসের যৌথ সভায় একমঞ্চে অধীর-সেলিম। 'একসময় সিপিএমের সঙ্গে বিরোধিতা ছিল, তাই তৃণমূলকে সমর্থন করেছিলাম', 'আজ মনে করছি তৃণমূলের বিরোধিতা করে বামেদের সমর্থন করা দরকার', এর মধ্যে কোনও চালাকি নেই, মন্তব্য অধীর চৌধুরীর। 


 

West Bengal News LIVE Updates : কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি । হাইকোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মামলায় যুক্ত করার জন্যেও পৃথক আবেদন অভিষেকের তরফে। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও বক্তব্য থাকলে আবেদন করতে পারেন', এই মামলায় বলেছিলেন বিচারপতি অমৃতা সিন্হার। 'তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়? ', তদন্তকারী সংস্থা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে, অসুবিধা কোথায়? প্রশ্ন করেন বিচারপতি। 

WB LIVE News Updates: ডিএ আন্দোলনে যোগ দেওয়ায় খাদ্য ভবনের দুই কর্মীকে বদলির অভিযোগে বিক্ষোভ

ডিএ আন্দোলনে যোগ দেওয়ায় খাদ্য ভবনের দুই কর্মীকে বদলির অভিযোগে বিক্ষোভ। খাদ্য ভবনে কর্মবিরতি ও বিক্ষোভে কর্মচারীদের একাংশ।

West Bengal News LIVE Updates : ‘৩ মাসের মধ্যে পুলিশে সব নিয়োগ শেষ করতে হবে’ নবান্নের বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘৩ মাসের মধ্যে পুলিশে সব নিয়োগ শেষ করতে হবে’, নবান্নের বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ‘৭ দিনের প্রশিক্ষণের পর থানায় কাজে লাগানো হোক, মাসে ৭ দিন প্রশিক্ষণ, ২১ দিন ফিল্ডে কাজ করাতে হবে’, নবান্নের বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

WB LIVE News Updates: ঘূর্ণিঝড় মোকার জেরে বৃষ্টি-বিমুখ বাংলা, কালও চলবে তাপপ্রবাহ

ঘূর্ণিঝড় মোকার জেরে বৃষ্টি-বিমুখ বাংলা, কালও চলবে তাপপ্রবাহ । শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে সামান্য কমতে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে ফের বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। আজ রাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মোকা'। কাল সন্ধেয় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে 'মোকা'। এই মূহূর্তে পোর্টব্লেয়ার থেকে ৫১০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় '। বাংলাদেশের কক্সবাজার থেকে দূরত্ব ১ হাজার ১১০ কিমি। রবিবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিমি। 

West Bengal News LIVE Updates : ৫ বছরের ডিগ্রি কোর্সের বদলে ৩ বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরি করা যায় কিনা, দেখতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

৫ বছরের ডিগ্রি কোর্সের বদলে ৩ বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরি করা যায় কিনা, দেখতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।প্রয়োজনে কমিটি তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর। বেসরকারি সংস্থাগুলি কর্মী নিয়োগ করলে স্কিল ডেভলপমেন্ট দফতরের ট্রেনিং সেন্টার থেকে নিন, অনুরোধ মুখ্যমন্ত্রীর। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যে নাম জমা হয়ে রয়েছে তাঁদেরকে স্কিল ডেভলপমেন্ট ডিপার্টমেন্টে ট্রান্সফার করতে মলয় ঘটককে নির্দেশ মুখ্যমন্ত্রীর। এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেই, সেই জায়গায় রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, মুখ্যমন্ত্রীকে জানালেন মলয় ঘটক। তাহলে সেখান থেকেই নাম স্কিল ডেভেলপমেন্ট দফতরে ট্রান্সফার করতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

WB LIVE News Updates: ১৫ মে-র মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ

১৫ মে-র মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ। পঙ্কজ দত্তর নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্যকে তাদের বক্তব্য জানিয়ে সিঙ্গল বেঞ্চে হলফনামা দেওয়ার নির্দেশ। সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ নয় জানাল ডিভিশন বেঞ্চ । আগে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ অবসরপ্রাপ্ত আইপিএসের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায় ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে রাজ্য। 

West Bengal News LIVE Updates : নবজোয়ারে বীরভূমে অভিষেক, ভাঙন তৃণমূলে

নবজোয়ারে বীরভূমে অভিষেক, ভাঙন তৃণমূলে। রামপুরহাটে তৃণমূল ছাড়লেন পঞ্চায়েত সদস্যা, বুথ সভাপতি, অঞ্চল কমিটির সদস্য। দল গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ দলত্যাগী নেতৃত্বের। তৃণমূল নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

WB LIVE News Updates: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় সিট গঠন হাইকোর্টের

কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় সিট গঠন হাইকোর্টের । প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, কলকাতা পুলিশের স্পেশাল সিপি (১) দময়ন্তী সেনকে নিয়ে সিট গঠন। হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিট। প্রয়োজন মনে করলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করাতে পারবে সিট, নির্দেশ হাইকোর্টের। নাবালিকার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের। সত্য সামনে আসা দরকার, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 

West Bengal News LIVE Updates: রানিকুঠির রানিদিঘি থেকে উদ্ধার হল বছর চল্লিশের এক ব্যক্তির দেহ

রানিকুঠির রানিদিঘি থেকে উদ্ধার হল বছর চল্লিশের এক ব্যক্তির দেহ। স্থানীয় সূত্রে খবর, বাজারে প্রচুর টাকা দেনা হয়েছিল ওই ব্যক্তির। সেই থেকে ডিপ্রেশনে কি আত্মহত্যা, না কি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ। 

WB LIVE News Updates: রাইস মিলের অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করার নির্দেশ দিতে আবেদন অনুব্রতর

রাইস মিলের অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করার নির্দেশ দিতে আবেদন অনুব্রতর। '২০০ শ্রমিক মজুরি পাচ্ছেন না, ভোলেব্যোম রাইস মিলের ২টি অ্যাকাউন্ট খুলে দিন'। আসানসোলের বিচারকের কাছে আবেদন অনুব্রত মণ্ডলের। 'আপনার মুখের কথায় অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করার নির্দেশ দিতে পারি না'। 'আইনজীবীর মাধ্যমে আবেদন করুন, দুপক্ষের কথা শুনে সিদ্ধান্ত'। অনুব্রতকে জানালেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। মামলার পরবর্তী ভার্চুয়াল শুনানি ৭ জুন। তিহাড় জেল সুপারকে অনুব্রতর সবরকম চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ বিচারকের। 

West Bengal News LIVE Updates: বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে গুলি চলার ঘটনায় গ্রেফতার আরও  ৫

বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে গুলি চলার ঘটনায় গ্রেফতার আরও  ৫। গ্রেফতারির সংখ্যা বেড়ে ২৭। ধৃতদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ যোগ, দাবি পুলিশের। 

WB LIVE News Updates: শহিদ মিনার থেকে কালীঘাট মন্দির পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে চাকরিপ্রার্থীরা

শহিদ মিনার থেকে কালীঘাট মন্দির পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে চাকরিপ্রার্থীরা। ১৭ মে মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ

West Bengal News LIVE Updates: শুভেন্দু অধিকারীকে মানহানি মামলার হুঁশিয়ারি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

শুভেন্দু অধিকারীকে মানহানি মামলার হুঁশিয়ারি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। 'আয়কর হানায় এক বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ৩ কোটি নগদ, ৬ কোটির গয়না'। কোন্নগরের সভা থেকে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষমতা থাকলে নাম ধরে বলুন, মানহানির মামলা করব, পাল্টা হুঁশিয়ারি কৃষ্ণ কল্যাণীর। 

WB LIVE News Updates: গিরিশ পার্ক থানার সামনে বিজেপির বিক্ষোভ

গিরিশ পার্ক থানার সামনে বিজেপির বিক্ষোভ। গতকাল গিরিশ পার্কে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ । তার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির

West Bengal News LIVE Updates: বিয়ের আসর থেকে অভিনব প্রতিবাদ কনের

বিয়ের আসর থেকে অভিনব প্রতিবাদ কনের। নিয়োগের দাবিতে উঠল স্লোগান। পাত্রীর সঙ্গে গলা মেলালেন অন্য চাকরিপ্রার্থীরাও। পূর্ব বর্ধমানের ভাতারের এই ছবি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। 

WB LIVE News Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার পর ফের তৃণমূলে ভাঙন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার পর ফের তৃণমূলে ভাঙন। এবার খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়িতে বিজেপিতে নাম লেখালেন তৃণমূলের নেতা, কর্মীরা। দলত্যাগীদের মধ্যে রয়েছেন ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ৩ জন পঞ্চায়েত সদস্য ও দিনহাটা ১-এর বি ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতি। তৃণমূলের দাবি, ভয় দেখিয়ে দলত্যাগ করানো হয়েছে। ২৫ এপ্রিল, কোচবিহারের দিনহাটা থেকে নবজোয়ার যাত্রা শুরু করেন অভিষেক। যেখানে যেখানে অভিষেক সভা করেছেন, সেখানেই তৃণমূলে ভাঙন ধরানোর চ্যালেঞ্জ ছোড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই অনুযায়ী, এই নিয়ে তিনবার নিশীথের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের নেতা, কর্মীরা। ৩০ এপ্রিল, ভেটাগুড়িতে তৃণমূলত্যাগ। ৩ মে, গোসানিমারিতে তৃণমূলে ভাঙন। ১০ মে, ভেটাগুড়িতে ফের দলত্যাগ তৃণমূল শিবিরে।


 

West Bengal News LIVE Updates: সাতসকালে রানিকুঠির রানিদিঘি থেকে উদ্ধার হল স্থানীয় বাসিন্দার দেহ

সাতসকালে রানিকুঠির রানিদিঘি থেকে উদ্ধার হল স্থানীয় বাসিন্দার দেহ। মৃতের নাম জয়দীপ নন্দ। আজ সকালে বছর চল্লিশের ওই ব্যক্তির দেহ রানিদিঘিতে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে নেতাজিনগর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে খবর, বাজারে প্রচুর টাকা দেনা হয়েছিল ওই ব্যক্তির। তিনি সাঁতার জানতেন না। আত্মহত্যা নাকি, অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ। 

WB LIVE News Updates: ফের আক্রান্ত পুলিশ, এবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরে

ফের আক্রান্ত পুলিশ, এবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। অটো রাখা নিয়ে বচসার জেরে পুলিশকে মারধরের অভিযোগ। শ্যামনগর স্টেশন সংলগ্ন রাস্তায় অটো পার্কিং নিষিদ্ধ। নিষেধাজ্ঞা উড়িয়ে অটো রাখতে গেলে বাধা দেয় পুলিশ। ১ এএসআই, ২ সিভিক ভলান্টিয়ার সহ ৪ জনকে বেধড়ক মারধরের অভিযোগ । কয়েকজন অটোচালককে আটক করেছে পুলিশ। 

West Bengal News LIVE Updates: হুগলির আরামবাগ-তারকেশ্বর শাখাতেও ট্রেন চলাচল ব্যাহত

হুগলির আরামবাগ-তারকেশ্বর শাখাতেও ট্রেন চলাচল ব্যাহত। রেল সূত্রে খবর, সকাল ৭টা ২৫-এ তোকিপুর স্টেশন ও তালপুরের মাঝামাঝি বিদ্যুতের তার ঝুলে যায়। এর জেরে সকাল ৭টা ৪০ থেকে আরামবাগ-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ। মেরামতির পর, পৌনে ১০টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। ২ ঘণ্টারও বেশি ট্রেন বন্ধ থাকায়, সমস্যায় পড়েন যাত্রীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

WB LIVE News Updates: তৃণমূলে নবজোয়ার যাত্রার ১৭ তম দিনে আজও অনুব্রতর জেলাতেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যা

তৃণমূলে নবজোয়ার যাত্রার ১৭ তম দিনে আজও অনুব্রতর জেলাতেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে বোলপুর বিধানসভার ইলামবাজারে রোড শো, এরপর রামনগর ও বোলপুরে জনসংযোগ কর্মসূচি রয়েছে। কঙ্কালিতলা মন্দিরে পুজো দেওয়ার পর, লাভপুরে সভা করবেন অভিষেক। নানুরে জনসংযোগের পর অধিবেশন রয়েছে। আজ নানুরেই রাত্রিবাস করবেন অভিষেক। কাল পূর্ব বর্ধমানে তৃণমূলের নবজোয়ার যাত্রা। 

West Bengal News LIVE Updates: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিবজ্ঞানম

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিবজ্ঞানম।  প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর, টি এস শিবজ্ঞানম কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার সামলান। এদিন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 

WB LIVE News Updates: দাড়িভিটকাণ্ডের পাঁচ বছর পর এই ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

দাড়িভিটকাণ্ডের পাঁচ বছর পর এই ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই পাঁচটা বছর ধরে বিচারের দাবিতে নিরন্তর লড়াই চালিয়েছে স্বজনহারা পরিবার। ছুটে গেছেন দিল্লি অবধি। আর শুরু থেকেই, বারবার সেই লড়াই তুলে ধরেছে এবিপি আনন্দ।

West Bengal News LIVE Updates: ১৬ দিন পর, খড়গপুরের হিরাডিহিতে পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের তালা খুলল

১৬ দিন পর, খড়গপুরের হিরাডিহিতে পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের তালা খুলল। খড়গপুর পুরসভার কাছ থেকে দাবি পূরণের আশ্বাস মেলায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আন্দোলনকারী ভারত জাকাত মাঝি পারগনা মহল। পুরসভার বিরুদ্ধে আদিবাসীদের বসতি এলাকায় স্বাস্থ্য বিধি না মেনেই গত কয়েকবছর ধরে আবর্জনা ফেলার অভিযোগ ওঠে। প্রতিবাদে গত ২৪ এপ্রিল,  
হিরাডিহির ওই ডাম্পিং গ্রাউন্ডে তালা ঝুলিয়ে দেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। খড়গপুরে মহকুমা শাসকের অফিসের গেটেও তালা লাগিয়ে প্রায় ১১ ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। অবশেষে গতকাল আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন খড়গপুর পুরসভার পুরপ্রধান। দাবি পূরণের আশ্বাস পেয়ে, ডাম্পিং গ্রাউন্ডের তালা খুলে দেওয়া হয়। 

WB LIVE News Updates: এর আগেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি নিয়ে টানাপোড়েন

এর আগেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি নিয়ে টানাপোড়েন। তৈরি হয়েছে। ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভায় পুলিশের। অনুমতি না মেলার অভিযোগে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। ২ এপ্রিল, মাঠ ব্যবহারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র নেই বলে দাবি করে চন্দ্রকোণার ঝাকরায় শুভেন্দু অধিকারীর কৃষক। সমাবেশের অনুমতি বাতিল করে পুলিশ। ৭ মে, পুলিশের তরফে ত্রুটিপূর্ণ আবেদনের কথা জানিয়ে পটাশপুরে শুভেন্দু অধিকারীর সভা ও মিছিলের অনুমতি বাতিল করা হয়। 

West Bengal News LIVE Updates: অপমানজনক শর্তে অপসারণের অভিযোগ

অপমানজনক শর্তে অপসারণের অভিযোগে অধ্যক্ষার ঘরে অবস্থানে দমদমের সরোজিনী নাইডু কলেজের মনস্তত্ব বিভাগের ৫ শিক্ষক। অভিযোগ তাদের বেতন ভার বহন করা হবে না জানিয়ে ৫ শিক্ষককে কলেজের তরফে চিঠি দেওয়া হয়। চিঠির সঙ্গে একটি চুক্তিপত্র ধরানো হয়, যাতে বলা হয়েছে ক্লাস প্রতি সাম্মানিক নিতে রাজি হতে হবে। শিক্ষকদের অভিযোগ বিকাশ ভবনে জানিয়েও কোনও লাভ হয়নি। কলেজ কর্তৃপক্ষের তরফেও জানিয়ে দেওয়া হয় তারা সিদ্ধান্তে অনড়। এরপরেই অবস্থান শুরু করেছেন ৫ শিক্ষক। 

WB LIVE News Updates: ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইনের ডাউন লাইনে ট্রেন চলাচল

শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইনের ডাউন লাইনে ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা
গতকাল রাতে শক্তিগড় স্টেশনের ঠিক আগে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, লোকাল ও মালগাড়ি ডাইভারশনের সময় একই লাইনে চলে আসে। সংঘর্ষের অভিঘাতে লোকাল ট্রেনের চালকের কামরা এবং  মালগাড়ির চাকা ভেঙে ২টি বগি লাইনচ্যুত হয়.। অল্পের জন্য় রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা, লাইন মেরামতির কাজ চলছে। সিগনাল সমস্যার জেরে দুর্ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News LIVE Updates: পিছিয়ে গল অর্মত্য সেনের জমি-মামলার শুনানি

অনুপস্থিত বিশ্বভারতীর আইনজীবী। অমর্ত্য সেনের আইনজীবীর প্রশ্ন, হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর নিম্ন আদালত এই মামলা শুনতে পারে কি? সব মিলিয়ে সিউড়ি জেলা আদালতে পিছিয়ে গল অর্মত্য সেনের জমি-মামলার শুনানি। পরবর্তী শুনানি ৩০ মে।

WB LIVE News Updates: মালদার চাঁচলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে গোপন ভোটের ব্যালট

মালদার চাঁচলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে গোপন ভোটের ব্যালট। মালদার চাঁচল স্টেডিয়ামে এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক। গোপন ভোটের ব্যালট এভাবে যদি বাইরে গড়াগড়ি খায়, তাহলে ভোটের কী প্রয়োজন ছিল? প্রশ্ন তুলেছে তৃণমূলেরই একাংশ। ভোট লুঠের ট্রেনিং চলছে, তৃণমূলকে খোঁচা দিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কীভাবে এই ঘটনা, খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা নেতৃত্ব।

West Bengal News LIVE Updates: বুধবার কার্যত বোমা ফাটালেন শুভাপ্রসন্ন

মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু মমতাকে দিয়ে নয়। মঙ্গলবার বাংলায় 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করা নিয়ে সমালোচনা করেছিলেন। আর বুধবার কার্যত বোমা ফাটালেন শুভাপ্রসন্ন। চিত্রশিল্পীর দাবি, সরকার শোষকের ভূমিকা নিলে পাল্টে দেব।

প্রেক্ষাপট

কলকাতা: ফের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা নিয়ে জটিলতা। বাঁকুড়ার সিমলাপালে পুলিশের অনুমতি না মেলার অভিযোগ। হাইকোর্টে (Calcutta High Court) যাচ্ছে বিজেপি (BJP)। জনবিচ্ছিন্ন হয়ে শুধুই মামলা, কটাক্ষ তৃণমূলের (TMC)। 


কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে পঞ্চায়েতে বিরোধীশূন্য করার হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সর্বগ্রাসী মনোভাব থেকেই ভোট সন্ত্রাস, পাল্টা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।


কেন্দ্রীয় বাহিনী (Central Force) থাকলেও আটকাতে পারবে না, পঞ্চায়েতে (Panchayat Election) জিতবে তৃণমূলই। সাঁইথিয়ার সভা থেকে হুঙ্কার অভিষেকের। 


নবজোয়ারের ফান্ডিং নিয়ে বিস্ফোরক শুভেনদু। আয়কর রিটার্নে উল্লেখ থাকলে ক্ষতি কি? পাল্টা তৃণমূল। 


পঞ্চায়েতের আগেই বহরমপুরে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে ভোটে পুনর্নির্বাচন। এবার স্টেডিয়ামে নয়, ভোট হল পার্টি অফিসে। অতি উৎসাহের ফল, সাফাই নেতৃত্বের।


প্রার্থী বাছাইয়ে তৃণমূলের গোপন ব্যালট আর নয় গোপন! প্রকাশ্যে চাঁচল স্টেডিয়ামে ব্যালট পড়ে থাকার ছবি। চলছে ভোট লুঠের ট্রেনিং, কটাক্ষ বিজেপির। 


পঞ্চায়েতে ভোট-লুঠ, বেলাগাম দুর্নীতির জন্যেই সাগরদিঘিতে হার। দায়িত্ব পেয়েই বিস্ফোরক তৃণমূলের ব্লক সভাপতি। শুভেন্দুর সঙ্গে আক্রমণ প্রয়াত বিধায়ককেও। 


রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা। ৩ কোটি টাকা, ৬ কোটির গয়না বাজেয়াপ্ত, দাবি শুভেন্দুর। নারদে অভিযুক্ত, তাও কেন বাইরে, ফের খোঁচা তৃণমূলের। 


সুকন্যার সম্পত্তি দেড়শো গুণ বাড়ায় গ্রেফতার, ৮০ হাজার গুণ বৃদ্ধিতে কেন অধরা অমিত-পুত্র? ফের আক্রমণে অভিষেক। পারলে কোর্টে যান, চ্যালেঞ্জ বিজেপির। 


তৃণমূল সিপিএম বা কংগ্রেস নয়, যে এজেন্সি লাগিয়ে ঘরে ঢুকিয়ে দেবে। বিজেপি-কে নিশানা করতে গিয়ে বাম-কংগ্রেসকেও খোঁচা অভিষেকের। তৃণমূলে যত বড় নেতা, তত বড় চোর, পাল্টা সুজন।


দাড়িভিটকাণ্ডেও জোর ধাক্কা রাজ্যের। সিআইডিতে অনাস্থা, এনআইএ (NIA) তদন্তের নির্দেশ হাইকোর্টের। পুত্রহারা দুই পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্যের নির্দেশ।


সিবিআই চেয়ে মিলল এনআইএ। খুশি দাড়িভিটের দুই পড়ুয়ার পরিবার। 


কার গুলিতে ২ ছাত্র খুন? ৫ বছর পরেও জানাতে পারল না পুলিশ (Police)। এবার মিলবে পুলিশের গুলিতে খুনের বিচার, ট্যুইট শুভেনদুর। মৃত্যু নিয়ে রাজনীতি, পাল্টা কুণাল।


হাইকোর্টের ভর্ৎসনার পরে অবশেষে ময়নার নিহত বিজেপি নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী। ৪ সপ্তাহের জন্য মোতায়েন সিআইএসএফ। সুরক্ষা আরেক বিজেপি নেতাকেও। 


তৃণমূলের জীবনকৃষ্ণের মোবাইলে উদ্ধার নিয়োগ দুর্নীতির তথ্য। হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়াও কয়েকশো অডিও ক্লিপ। বড়ঞার বিধায়ককে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই। 


বাংলায় ব্যান 'দ্য কেরালা স্টোরি'। প্রতিবাদে সরব বিরোধীরা। কলকাতা থেকে জেলা। বিজেপির বিক্ষোভ-অবরোধ। হাইকোর্টে ৪টি জনস্বার্থ মামলা দায়ের।


বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় 'মোকা' (Mocha Cyclone), প্রভাবে পুড়ছে বাংলা। আজও ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। শনি-রবি দুই ২৪ পরগনা-পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। 


অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। শক্তিগড়ে ট্র্যাক চেঞ্জের সময় মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। ভাঙল চাকা। 


উনিশ মে সকাল ১০টায় মাধ্যমিকের ফল। ট্যুইট করে জানালেন শিক্ষামন্ত্রী। রোল নম্বর ও জন্মতারিখ দিলে বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.