West Bengal News Live Updates: লোক পাঠিয়ে রাস্তায় সাদা কাগজে সই করিয়েছিলেন, বিস্ফোরক দাবি মন্ত্রীর পরিচারকের

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 11 Nov 2023 10:35 PM
WB News Live : আরও একজোড়া বন্দে-ভারত পাচ্ছে বাংলা

আলোর উৎসবের মাঝে গতির সুখবর। আরও এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের চৌহদ্দি থেকে দ্রুতগতিরও আরও দুটি ট্রেন দ্রতই ছোটা শুরু করবে, জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাওড়ার এক কালীপুজোর উদ্বোধনে গিয়ে যে সুখবর দিলেন বিজেপি নেতা।

West Bengal News LIVE Updates: বনেদি থেকে বারোয়ারি, শেষলগ্নে কালীপুজোর প্রস্তুতি

কাল শক্তির আরাধনা। সেজে উঠেছে তারাপীঠ, দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে কালীঘাট। বনেদি থেকে বারোয়ারি, শেষলগ্নে কালীপুজোর প্রস্তুতি।

WB News Live : কলকাতায় ফের অটোচালকের 'দাদাগিরি', যাদবপুর থানার সামনে সাইকেল আরোহীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল

কলকাতায় ফের অটোচালকের 'দাদাগিরি'। যাদবপুর থানার সামনে সাইকেল আরোহীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে বেপরোয়া অটো সাইকেলে ধাক্কা মারে বলেই অভিযোগ। যে ঘটনার প্রতিবাদ করলে মারধরের অভিযোগও উঠেছে। সঙ্গে পুলিশে অভিযোগ জানাতে যাওয়ার পথে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার গুরুতর অভিযোগও উঠেছে। অভিযুক্ত অটোচালক পলাতক। 

West Bengal News LIVE Updates: কালীপুজো-দীপাবলিতে শব্দবাজি ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য় হেল্পলাইন চালু করল সবুজ মঞ্চ

কালীপুজো-দীপাবলিতে শব্দবাজি ও শব্দ দূষণের (Noise pollution) বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য় হেল্পলাইন চালু করল সবুজ মঞ্চ। শব্দবাজি ও শব্দ দূষণ রোধের আর্জি জানিয়ে রাজ্য় পুলিশের (West Bengal Police) ডিজিকে চিঠিও দিয়েছে সংগঠনটি। এদিকে, নিষিদ্ধ শব্দবাজি ও শব্দ দূষণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সল্টলেকে মাইকে প্রচার করল পুলিশ।

WB News Live : খোদ কলকাতার মেয়রের ওয়ার্ডে ম্যালেরিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডেঙ্গির সঙ্গে আতঙ্ক বাড়িয়ে ফের ম্যালেরিয়ায় মৃত্যু। এবার খোদ কলকাতার মেয়রের ওয়ার্ডে ম্যালেরিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু। বেসরকারি হাসপাতালে মুন্না দেবী গোয়েল নামে চেতলার বাসিন্দার মৃত্যু। গত ২ নভেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি, গতকাল বৃদ্ধার মৃত্যু। তাঁর ডেথ সার্টিফিকেটে মাল্টি অর্গান ফেলিওর, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের উল্লেখ। 

West Bengal News LIVE Updates: সংস্কারের পাশাপাশি করা হচ্ছে কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়ন

সংস্কারের পাশাপাশি করা হচ্ছে কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়ন। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম পর্যায়ের সংস্কারের কাজ। পুণ্য পুকুরকে জুড়ে নেওয়া হয়েছে মূল মন্দিরের সঙ্গে। আমূল বদলে যাচ্ছে কালীঘাট মন্দির।

WB News Live : ৪ তলার ফ্ল্যাটে কাচ পরিষ্কার করে গিয়ে জানালার ভিতর আটকে পড়লেন বৃদ্ধা, দরজা ভেঙে উদ্ধার করলেন দমকলকর্মীরা

৪ তলার ফ্ল্যাটে কাচ পরিষ্কার করে গিয়ে জানালার ভিতর আটকে পড়লেন বৃদ্ধা। দরজা ভেঙে উদ্ধার করলেন দমকলকর্মীরা। হুগলির শ্রীরামপুরে চাঞ্চল্য। আজ সকালে জানালার কাচ পরিষ্কার করতে গিয়ে ভিতরে আটকে পড়েন বৃদ্ধা। বাইরে থেকে লক হয়ে যায় জানালা। প্রতিবেশীরা দমকলে খবর দেন। দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় বৃদ্ধাকে।

West Bengal News LIVE Updates: লোক পাঠিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন জ্যোতিপ্রিয়! বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মা

লোক পাঠিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন জ্যোতিপ্রিয়! 'রাস্তায় দাঁড়িয়ে সাদা কাগজে সই করেছিলাম', বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মা।
'মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে লোন নিয়ে কেষ্টপুরে ফ্ল্যাট', লোনের ৫ লক্ষ টাকা শোধ করেছেন বলে দাবি রামস্বরূপের। জ্যোতিপ্রিয় মল্লিকই কৃষি দফতরে চাকরি পাইয়ে  দিয়েছিলেন রামস্বরূপকে, দাবি ইডির। 'জ্যোতিপ্রিয়র নিয়ন্ত্রণে থাকা ভুয়ো কোম্পানির ডিরেক্টর রামস্বরূপ',রামস্বরূপের অ্যাকাউন্ট থেকে ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে, দাবি ইডির। 

WB News Live : রাজ্যজুড়ে শীতের আমেজ এলেও দাপট কমেনি ডেঙ্গির, আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫০৫

কালীপুজোর ( Kali Pujo 2023 ) আগে রাজ্যজুড়ে শীতের আমেজ এলেও দাপট কমেনি ডেঙ্গির ( Dengue ) ! ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫০৫। বলছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান। যদিও মেয়রের দাবি, ডেঙ্গির সংক্রমণ অনেকটাই কমেছে।

West Bengal News LIVE Updates: লোক পাঠিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন জ্যোতিপ্রিয়! বিস্ফোরক দাবি পরিচারকের

লোক পাঠিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন জ্যোতিপ্রিয়। 'রাস্তায় দাঁড়িয়ে সাদা কাগজে সই করেছিলাম', বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মা। 'মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে লোন নিয়ে কেষ্টপুরে ফ্ল্যাট', লোনের ৫ লক্ষ টাকা শোধ করেছেন বলে দাবি রামস্বরূপের। জ্যোতিপ্রিয় মল্লিকই কৃষি দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন রামস্বরূপকে, দাবি ইডির। 'জ্যোতিপ্রিয়র নিয়ন্ত্রণে থাকা ভুয়ো কোম্পানির ডিরেক্টর রামস্বরূপ', রামস্বরূপের অ্যাকাউন্ট থেকে ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে, দাবি ইডির। 

West Bengal News LIVE Updates: বন দফতরের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

বন দফতরের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। জলপাইগুড়ির আফালচাঁদ রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের অভিযোগ, ধানের জমিতে হাতির তাণ্ডব রুখতে বন দফতররের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু, সাহায্যের পরিবর্তে রেঞ্জার এবং বন দফতরের কর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপরই, প্রতিবাদে ফেটে পড়েন গ্রামবাসীরা। রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে আফালচাঁদ রেঞ্জের অফিসার ফোন ধরেননি।

West Bengal News LIVE Updates: স্কুল চলাকালীন স্কুল চত্তরে মাইক বাজিয়ে বিজয়া সম্মিলনী করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

রামপুরহাটে স্কুল চলাকালীন স্কুল চত্তরে মাইক বাজিয়ে বিজয়া সম্মিলনী করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই সমালোচনার মুখে পড়েছে শাসক দল। সরব হয়েছেন বিরোধীরা। চাপে পড়ে এবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়।  তিনি জানিয়ে দেন স্কুল খোলা আছে তিনি জানতেন না। তাহলে কোন ভাবেই সম্মেলন করতেন না। 

West Bengal News LIVE Updates: 'দুয়ারে সরকারের বেলুন ফাটিয়ে দিয়েছেন ভাইপো', কটাক্ষ শুভেন্দুর

ডায়মন্ড হারবারের ৭০ হাজার মহিলাকে বার্ধক্য ভাতা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি অভিষেকের। ডায়মন্ড হারবারের সাংসদকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর। 'ভাইপোর ডায়মন্ড হারবার মডেল, পিসির দুয়ারের সররকারের প্রতারণা ফাঁস করল। বার্ধক্য ভাতার জন্য মানুষকে দুয়ারে সরকারের লাইনে দাঁড় করানো হলেও তাঁরা কিছু পাননি। কারণ পিসি বুঝতে পেরেছিলেন, তাঁর জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। দুয়ারে সরকারের বেলুন ফাটিয়ে দিয়েছেন ভাইপো। পিসির ঘোষিত প্রকল্পে ঝাঁপিয়ে পড়ে নিজে বার্ধক্য ভাতা পাইয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন'। 

West Bengal News LIVE Updates: কলকাতা থেকে খড়গপুরগামী যাত্রীবাহী বাসে বিধ্বংসী আগুন

কলকাতা থেকে খড়গপুরগামী যাত্রীবাহী বাসে বিধ্বংসী আগুন। পুড়ে মৃত ১, আহত অন্তত ৩০ জন। গতকাল রাতে খড়গপুর লোকাল থানার মাদপুরের কাছে বাসটিতে আগুন লাগে। 

West Bengal News LIVE Updates: জমি বিবাদকে কেন্দ্র করে ক্যানিংয়ে ধুন্ধুমার

জমি বিবাদকে কেন্দ্র করে ক্যানিংয়ে ধুন্ধুমার। দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত। পরিস্থিতি সামাল দিতে তাড়া পুলিশের 

West Bengal News LIVE Updates: দুর্নীতির অভিযোগে জেলে নেতা-মন্ত্রী, আত্মশুদ্ধির ডাক অর্জুনের?

দুর্নীতির অভিযোগে জেলে নেতা-মন্ত্রী, আত্মশুদ্ধির ডাক অর্জুনের? 'এজেন্সির সঙ্গে লড়তে হলে নিজেকেও ঠিক থাকতে হবে। যদি কেউ মানুষের উপর অত্যাচার করে, তাকে বুথে বসানো চলবে না। মানুষ কিন্তু তাহলে মুখ ফিরিয়ে নেবে। কোনও গালকাটা, নাককাটাকে বুথে বসতে দেওয়া যাবে না। এখন আমরা পানের দোকান, চায়ের দোকানে বসি না। আমরা ভেবে নিয়েছি, সবাই আমাদের কথা শুনবে। ৯০ শতাংশ পার্টি অফিস আমাদের খোলে না', শ্যামনগরে দলীয় কর্মসূচিতে মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহর

West Bengal News LIVE Updates: "শিকলে বাঁধা কালী" কেন মাকে শিকলে বাঁধা হয় দেখুন তার পৌরাণিক ইতিহাস

কালী কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পৌরশহর সোনামুখী। আজ থেকে প্রায় ৪০০ বছর আগে এই শহর ছিল জঙ্গলে ঘেরা। শহরের অলিগলিতে সেভাবে গড়ে ওঠেনি জনমানবের বসবাস।  সোনামুখী শহরের বহু প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম ক্ষ্যাপা কালী। প্রাচীন প্রথা মেনে আনুমানিক ৪০০ বছর ধরে এই জনপদ সৃষ্টির বহু আগে থেকে এই ক্ষ্যাপা কালিমা পূজিত হয়ে আসছে। কথিত আছে একদিন এই জনপদের কুমোর পাড়াতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। গরিব কুমোররা মায়ের কাছে কাতর আর্জি জানায় তাদের এই পাড়াকে রক্ষা করার জন্য। সেইসময় হঠাৎই কোনো এক দৈব শক্তিতে সেই আগুন আয়ত্তে এসে যায়। তারপরেই এই অঞ্চলের বাসিন্দারা দেখেন মায়ের ৪ হস্তের উপরের দুই হস্ত কালো হয়ে গেছে। ফলে মনে করা হয় ক্ষ্যাপামা স্বহস্তে এই আগুনকে নিয়ন্ত্রণ করে ধ্বংসের হাত থেকে পাড়াকে রক্ষা করেছেন। এই পুজো নিয়ে আরেক ইতিহাস লুকিয়ে আছে যেহেতু ক্ষ্যাপা মা নামে পরিচিত তাই এই মা যেমন তার সন্তানদের জন্য দয়াময়ী। কিন্তু মায়ের পুজোর কোনরূপ কোন বিঘ্ন হলে মা নাকি রুষ্ট হয়ে মন্দির ছেড়ে পলায়ন করেন। তাই পূজার দিন থেকে মায়ের পিছনের পা শিকল দিয়ে বাঁধা থাকে এবং মায়ের প্রতিমা নিরঞ্জনের দিন সেই শিকল থেকে মায়ের পা খুলে নিরঞ্জন করা হয়।

West Bengal News LIVE Updates: লক্ষ কন্ঠে গীতাপাঠে আসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলা লক্ষ কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রমের উদ্যোগে, ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

West Bengal News LIVE Updates: ফের শহরে অটোচালকের দাদাগিরি

ফের শহরে অটোচালকের দাদাগিরি। গতকাল দুপুরে মেয়েকে স্কুল থেকে নিয়ে সাইকেল করে ফিরছিলেন সেলিমপুরের বাসিন্দা সুব্রত বেরা। অভিযোগ, যাদবপুর থানার সামনে, রবীন্দ্র সরোবরের দিক থেকে আসা একটি বেপরোয়া আটো তাঁদের ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন সুব্রত। অভিযোগ, এরপরই ওই অটোচালক তাঁকে মারধর করে। শুধু তাই নয়, পুলিশে অভিযোগ জানাতে গেলে থানার বাইরে ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত অটোচালক পলাতক। তাঁর খোঁজ করছে লেক থানার পুলিশ।

West Bengal News LIVE Updates: বাকিবুর রহমানকে আজ দুপুরে তোলা হবে আদালতে

জেল হেফাজতের মেয়াদ শেষ। রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানকে আজ দুপুরে তোলা হবে আদালতে। ইতিমধ্যেই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হয়েছে। সূত্রের দাবি, ED-র তরফে ফের তাঁর জেল হেফাজতের আবেদন জানানো হবে।

West Bengal News LIVE Updates: নদিয়ার তাহেরপুরে রেশনের আটার 'কালোবাজারি'র পর্দাফাঁস

নদিয়ার তাহেরপুরে রেশনের আটার 'কালোবাজারি'র পর্দাফাঁস। সরকারি আটার প্যাকেট কেটে বস্তাবন্দি করার সময় হাতেনাতে পাকড়াও। স্থানীয়দের হাতে পাকড়াও প্রশান্ত পাল নামে এক ব্যবসায়ী। ঘটনাস্থলে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। অভিযুক্তকে আটক করেছে পুলিশ

Chadni Chowk Market Fire: চাঁদনি চকের বহুতলে আগুন

চাঁদনি চকের বহুতলে আগুন। ঘটনাস্থলে দমকলের ২টো ইঞ্জিন। কোথায় আগুন এখনও চিহ্নিত করা যায়নি। বহুতল খালি করার জন্য মাইকে প্রচার পুলিশের। বহুতলের নীচে দোকান, উপরে বসবাসের জায়গা

West Bengal News LIVE Updates:মালদায় সারের কালোবাজারির অভিযোগ

সামনেই আলু চাষের সময়। তার আগে, মালদায় সারের কালোবাজারির অভিযোগ। সরকার নির্ধারিত দামের থেকে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের একাংশের। 

West Bengal News LIVE Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। সব বড় মাথাকে কি আপনারা গ্রেফতার করেছেন? প্রশ্ন তুললেন বিচারপতি। 

Weather Updates: উত্তুরে হাওয়ার হাত ধরে নামছে পারদ

উত্তুরে হাওয়ার হাত ধরে নামল পারদ। হেমন্তেই বাংলাজুড়ে শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহেই কলকাতায় পারদ নামবে ২০ ডিগ্রিতে।

West Bengal News LIVE Updates: তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ

একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি-সহ তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এলাকায় কোনও অপরাধ সংগঠিত করার জন্য এই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। তার আগেই তাদের গ্রেফতার করা হয়।

WB News LIVE Updates: নদিয়ার চাপড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ঠাকুমা ও নাতির

নদিয়ার চাপড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ঠাকুমা ও নাতির। আহত হয়েছেন গাড়ির চালক-সহ পরিবারের আরও ৩ সদস্য। গতকাল রাতে কলকাতা থেকে তেহট্টের হাসপুকুরিয়ার বাড়ি ফিরছিলেন তাঁরা। ভোররাতে চাপড়ার চারাতলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গাছে ধাক্কা মারে। 

West Bengal News LIVE Updates:অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগ

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগ। শুধুমাত্র রাজ্যপালকে ইমেল করে পদত্যাগপত্র পাঠালেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। জল্পনা চলছে, এই পদে আবার ফিরতে পারেন কিশোর দত্ত। 

WB News LIVE Updates: কুণাল ঘোষের পাড়া সুকিয়া স্ট্রিটের উদ্যোগী সঙ্ঘের কালী পুজো

কুণাল ঘোষের পাড়া সুকিয়া স্ট্রিটের উদ্যোগী সঙ্ঘের কালী পুজো। এবছর এই পুজো ৩৪ বছরে পা দিল। গতকাল পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News LIVE Updates: ধনতেরসে স্বর্ণ-সন্ধান

দাম বাড়ুক বা কমুক, তার টান কখনও কমে না। সোনার সেই অমোঘ টানেই ক্রেতারা হাজির দোকানে৷ শুক্রবার ধনতেরস উপলক্ষ্য়ে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং এমপিপি জুয়েলার্সের শোরুমে ক্রেতাদের ভিড় ছিল নজরকাড়া।

WB News LIVE Updates: অধীরের চ্যালেঞ্জ

বহরমপুরে যাকে খুশি দাঁড় করান! হেরে গেলে রাজনীতি করাই ছেড়ে দেব! তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শখ থাকলে ডায়মন্ড হারবারে এসে লড়ুন না! বহরমপুরে তৃণমূল যাকে দাঁড় করাবে, তার কাছেই হারবেন! কংগ্রেসের লোকসভার দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

West Bengal News LIVE Updates: অভিষেকের 'ডায়মন্ড' চ্যালেঞ্জ

হাজার চেষ্টা করলেও, বাংলার মানুষকে ভাতে মারতে পারবে না কেন্দ্র। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে ফের মোদি সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, শীঘ্রই তিনি ১০০ দিনের  প্রকল্প থেকে বঞ্চিতদের সুরাহা করবেন। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। 

প্রেক্ষাপট

কলকাতা: বিজেপি (BJP) থেকে তৃণমূলে (TMC) ফেরা বিষ্ণপুরের বিধায়কের রাইস মিলে প্রায় ৫৩ ঘণ্টা টানা তল্লাশি আয়কর দফতরের (Income Tax)। বিধায়ক তন্ময় ঘোষ ও তাঁর হিসাবরক্ষককে মিলে ডেকে জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে হেনস্থার অভিযোগ তুললেন তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। যদিও বিষ্ণুপুরের অভিযোগ মানতে চায়নি বিজেপি (BJP)।


রাজ্যের অন্যান্য খবরগুলি- 


দাম বাড়ুক বা কমুক, তার টান কখনও কমে না। সোনার সেই অমোঘ টানেই ক্রেতারা হাজির দোকানে৷ শুক্রবার ধনতেরস উপলক্ষ্য়ে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং এমপিপি জুয়েলার্সের শোরুমে ক্রেতাদের ভিড় ছিল নজরকাড়া।


লক্ষ কন্ঠে গীতাপাঠ। অভিনব এই উদ্যোগ নিয়েছে, অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংসকৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। ২৪ ডিসেম্বর সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হবে ২০ হাজার ৮টি শঙ্খধ্বনিতে।


রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগ। শুধুমাত্র রাজ্যপালকে ইমেল করে পদত্যাগপত্র পাঠালেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। জল্পনা চলছে, এই পদে আবার ফিরতে পারেন কিশোর দত্ত। 


বহরমপুরে যাকে খুশি দাঁড় করান! হেরে গেলে রাজনীতি করাই ছেড়ে দেব! তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শখ থাকলে ডায়মন্ড হারবারে এসে লড়ুন না! বহরমপুরে তৃণমূল যাকে দাঁড় করাবে, তার কাছেই হারবেন! কংগ্রেসের লোকসভার দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।


হাজার চেষ্টা করলেও, বাংলার মানুষকে ভাতে মারতে পারবে না কেন্দ্র। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে ফের মোদি সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, শীঘ্রই তিনি ১০০ দিনের  প্রকল্প থেকে বঞ্চিতদের সুরাহা করবেন। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।                          

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.