West Bengal News Live Updates: হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, পঞ্চবাণের মুখে শাসক থেকে সরকার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, পঞ্চবাণের মুখে শাসক থেকে সরকার। প্রাথমিকে একসঙ্গে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল। ৩ মাসে নতুন প্যানেল করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
'বাংলার পরিস্থিতি খুব উদ্বেগজনক, রসাতলে আইনশৃঙ্খলা', দিল্লির অনুষ্ঠান থেকে তৃণমূলকে তীব্র আক্রমণে জেপি নাড্ডা। 'ডায়মন্ড হারবারে যাওয়ার পথে আমার কনভয়ে হামলা হয়েছিল। যদি এটা আমার ক্ষেত্রে হতে পারে, তাহলে সাধারণ মানুষের কী হবে?' নাড্ডার মুখে দমদমে বিজেপি কর্মী খুনের প্রসঙ্গ-ও।
দ্য কেরালা স্টোরি ব্যান, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার। ব্যান বিতর্কে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নোটিস, বুধবার শুনানি। 'অন্যান্য রাজ্যে সিনেমা শান্তিপূর্ণভাবে চললে, বাংলায় কেন হিংসা হবে?' জনস্বার্থ মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। মানুষকে ছবিটি দেখার সুযোগ দেওয়া হোক, মন্তব্য সুপ্রিম কোর্টের। বাংলার মতো একই ধরনের জনবিন্যাস আছে এমন রাজ্যেও ছবিটি শান্তিতে চলছে, মন্তব্য প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের
মহেশতলার জিঞ্জিরাবাজারে ঠাকুমা-নাতি খুন। দোতলা বাড়ি থেকে ঠাকুমা ও নাতির রক্তাক্ত দেহ উদ্ধার। 'নাতিকে পড়াতে এসে ২জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন গৃহশিক্ষক', হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়, জানালেন বিচারপতি অমৃতা সিন্হা। মামলা চলছে, সোমবার শুনানি হবে, জানালেন বিচারপতি। কিছু হলে আদালত ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে, মন্তব্য বিচারপতির
নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীল। অয়নের অফিস থেকে ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি পাওয়ার দাবি ইডির। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বাড়ি থেকে ৪০০ ওএমআর শিট পাওয়ার দাবি। অয়ন শীলের অফিস ডেটা মাইন বা তথ্যের খনি বলে দাবি করে ইডি।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'ঐতিহাসিক রায়। ঐতিহাসিক ঘটনা। পুরো শিক্ষাব্যবস্থাটাকে বাজারে পরিণত করা হয়েছে। হাজার হাজার লোককে অনৈতিক ভাবে চাকরি দিয়েছিল। বোঝা যাচ্ছে কত বড় দুর্নীতি হয়েছে।'
প্রাথমিকে ৩৬ হাজার চাকরি বাতিল, ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত পর্ষদের। ‘হাইকোর্টের নির্দেশকে আমরা চ্যালেঞ্জ জানাব, আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। সবাইকে নিয়ম মেনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩৬ হাজার শিক্ষকের মধ্যে কেউ এখন আর প্রশিক্ষণহীন নন।’ দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালের।
হাইকোর্টের রায়ের পরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, 'হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করব। আইনি পরামর্শ নিচ্ছি, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ।'
২০১৪ সালে প্রাথমিক টেটের ভিত্তিতে, ২০১৬ সালে নিয়োগের ক্ষেত্রে যে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, তাতে বিস্তর দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। হাইকোর্টে মামলা করেন কয়েকজন প্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, অ্যাপটিটিউড টেস্টে চক-ডাস্টার নিয়ে পড়ুয়াদের কীভাবে পড়াবেন, তা দেখাতে হয় চাকরিপ্রার্থীদের। কিন্তু অভিযোগ ওঠে, সেবার আদতে কোনও অ্যাপটিটিউড টেস্টই নেওয়া হয়নি! পুরো নম্বরটাই দেওয়া হয় পক্ষপাতিত্ব করে, অভিযোগ করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।
৩ মাসের মধ্যে প্রাথমিকে নতুন করে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। সরকার চাইলে মানিকের কাছ থেকে টাকা নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া, জানাল হাইকোর্ট।
প্রশিক্ষণ নেওয়া সাড়ে ৬ হাজার জনের চাকরি বহাল রাখার নির্দেশ। নতুন করে আবেদন করতে পারবেন ২০১৪-য় টেটে ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থীরা
কাল ইস্টবেঙ্গল ক্লাবে সলমন খান। আগামীকাল লাল হলুদ তাঁবুতে সলমন শো। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী-সলমন সাক্ষাৎ।মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাবেন সলমন খান।
কাল ইস্টবেঙ্গল ক্লাবে সলমন খান। আগামীকাল লাল হলুদ তাঁবুতে সলমন শো। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী-সলমন সাক্ষাৎ।মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাবেন সলমন খান।
প্রাথমিক শিক্ষক নিয়োগে বেনিয়ম, জোর ধাক্কা রাজ্য সরকারের। প্রাথমিকে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের।
শুভেন্দুর সভায় ‘না’ পুলিশের, ‘হ্যাঁ’ আদালতের। বাঁকুড়ার সিমলাপালে বিজেপির সভার অনুমতি দিল হাইকোর্ট। ১৭ মে সিমলাপালে বিজেপির সভার অনুমতি দিল আদালত। দুপুর ৩ থেকে সন্ধে ৭ পর্যন্ত সভার অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার।
বেঞ্চ বদলালেও মিলল না স্বস্তি, পুর-নিয়োগে সিবিআই তদন্তই বহাল। কোর্টে ধাক্কা রাজ্যের, পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায়ই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা।
কেরালা স্টোরি সিনেমা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের। এ নিয়ে শুনানি হবে আগামী বুধবার। 'অন্যান্য রাজ্যে এই সিনেমা শান্তিপূর্ণভাবে চলছে, তাহলে বাংলায় কেন এ নিয়ে হিংসা হবে?' প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। মানুষকে ছবিটি দেখার সুযোগ দেওয়া হোক, মন্তব্য সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গের মতো একই ধরনের জনবিন্যাস আছে এমন রাজ্যেও ছবিটি শান্তিতে চলছে, মন্তব্য প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের।
সিমলাপালের পর এবার পটাশপুর, ফের কোর্টে রাজ্যের ধাক্কা । ১৪ মে পটাশপুরে বিজেপির মিছিলে হাইকোর্টের অনুমতি ।শর্তসাপেক্ষে শান্তিপূর্ণ বিজেপির মিছিলে আদালতের অনুমতি। স্পর্শকাতর, জনবহুল এলাকার যুক্তি দিয়ে অনুমতি দেয়নি পুলিশ।
'স্পর্শকাতর মানে কি ? খুব ধোঁয়াশা, জনবহুল না হয় মেনে নেওয়া গেল'। 'রাজ্য চাইলে নিরাপত্তার জন্য সিআরপিএফকে ডাকতে পারে'। রবিবার পটাশপুরে বিজেপির মিছিলে অনুমতি দিয়ে জানাল হাইকোর্ট।
'চুরির দায়ে পার্টি তাড়িয়ে দিয়েছে। যাদের জন্য চুরি করল তারাই এখন ঘরে ঢুকতে দিচ্ছে না। তাই অভিষেকের প্রশংসা করে কুন্তল ঘোষ আর পার্থ চট্টোপাধ্য়ায় দুজনেই আবার ঘরে ঢোকার চেষ্টা করছে।' প্রতিক্রিয়া বিজেপি নেতা রাহুল সিনহার।
পার্থর পর এবার কুন্তল, নিয়োগ দুর্নীতিতে ধৃতের গলায় ‘নবজোয়ার’-এর প্রশংসা। ফের কুন্তল ঘোষের মুখে অভিষেক প্রসঙ্গ। নাম না করে বললেন, 'ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার'। আদালতে ঢোকার মুখে তৃণমূলের নবজোয়ার নিয়ে মন্তব্য কুন্তল ঘোষের।
বেঞ্চ বদলালেও মিলল না স্বস্তি, পুর-নিয়োগে সিবিআই তদন্তই বহাল। কোর্টে ধাক্কা রাজ্যের, পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায়ই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা। 'প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত অয়ন শীলের কাছ থেকে পুর-নিয়োগ দুর্নীতির নথিও মিলেছে'। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করে ইডি। তার প্রেক্ষিতে সিবিআই কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই-এর পাশাপাশি তদন্ত শুরু করে ইডিও। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে মামলা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা বিচারপতি অমৃতা সিন্হার আদালতে স্থানান্তরিত হয়। রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেই মামলায় রায়দান করলেন বিচারপতি সিন্হা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়, জানালেন বিচারপতি অমৃতা সিন্হা। মামলা চলছে, সোমবার শুনানি হবে, জানালেন বিচারপতি। কিছু হলে আদালত ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে, মন্তব্য বিচারপতির। 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে'। আদালতে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। হাইকোর্টের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক ।
দুর্নীতিগ্রস্তদের, কোনওভাবেই রেয়াত নয়। দলের মহাসচিবকেও গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির অভিযোগ এলে, ৭২ ঘণ্টার মধ্য়ে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। দলের কর্মীসভায়, কর্মীদের উদ্দেশে এমনই হুঁশিয়ারি দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।
CBSE ক্লাস টুয়েলভ-এর ফল প্রকাশিত হল। এবছর কোনও ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিম্বা মেরিট লিস্ট প্রকাশ করেনি বোর্ড। পড়ুয়াদের পাসের হার ৮৭.৩৩ শতাংশ।
বাঁকুড়ার সিমলিপালে বিজেপির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ তারিখের কর্মসূচিতে অনুমতি আদালতের। বিকাল ৩টে থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠানে অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখ মান্থা। সভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।
প্রয়াত কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজি অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজি। তাঁর মৃত্য়ুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্য়মন্ত্রী।
কয়লাপাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে আদালত কক্ষ থেকেই হেফাজতে নিল সিবিআই। জামিনে মুক্ত বিকাশকে ৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ২০২১-এর ডিসেম্বরে কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু, গ্রেফতারির পর, বেশিরভাগ সময় তিনি হাসপাতালেই ছিলেন। পুলিশ হেফাজতে পেলেও বিকাশকে হেফাজতে পায়নি সিবিআই। CBI অভিযোগ করে, জেরা এড়াতেই হাসপাতালে ভর্তি হন বিকাশ। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে জামিনে ছাড়া পান বিকাশ।
কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ CISF-এর ইন্সপেক্টর আনন্দ সিংহ এবং কেন্দ্রীয় কয়লামন্ত্রকের ECL-এর প্রাক্তন ডিরেক্টর সুনীলকুমার ঝা-কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আজ তাঁদের তোলা হয় আসানসোল কোর্টে। কয়লামন্ত্রকের অধীনস্থ ECL’এর খনির নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা CISF এবং ECL’এর নিজস্ব নিরাপত্তারক্ষী। অভিযোগ উঠেছে, খনি থেকে, কয়লা মাফিয়া, ECL আধিকারিকদের একাংশ এবং রাজনীতিবিদদের যোগসাজশে বেআইনিভাবে বেশি পরিমাণ কয়লা তোলা হত।
কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ CISF-এর ইন্সপেক্টর আনন্দ সিংহ এবং কেন্দ্রীয় কয়লামন্ত্রকের ECL-এর প্রাক্তন ডিরেক্টর সুনীলকুমার ঝা-কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আজ তাঁদের তোলা হয় আসানসোল কোর্টে। কয়লামন্ত্রকের অধীনস্থ ECL’এর খনির নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা CISF এবং ECL’এর নিজস্ব নিরাপত্তারক্ষী। অভিযোগ উঠেছে, খনি থেকে, কয়লা মাফিয়া, ECL আধিকারিকদের একাংশ এবং রাজনীতিবিদদের যোগসাজশে বেআইনিভাবে বেশি পরিমাণ কয়লা তোলা হত।
মালদার কালিয়াচকে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের অভিযোগের ঘটনায়, আজ নির্যাতিতার বাড়িতে যাওয়ার কথা কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের। তার আগেই সেখানে পৌঁছে গেল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।
আজ পূর্ব বর্ধমানে শুরু হচ্ছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নব জোয়ার যাত্রা। কেতু্গ্রামে জনসভা, কুর্চি মোড়ে রোড শো ছাড়াও, রাধাগোবিন্দ মন্দির দর্শন ও কাশীরামদাসের জন্মস্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে অভিষেকের। রাতে শ্রীরামপুর ইউনাইটেড স্কুল গ্রাউন়্ডে কর্মীদের সঙ্গে বৈঠক।
পঞ্চায়েতের নর্দমা তৈরির প্রকল্পের উদ্বোধন! তা ঘিরেও তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্য়ে বিবাদ। হাতে ঝাঁটা নিয়ে তেড়ে এলেন গ্রামের মহিলারা। ঘটনা ঘিরে অশান্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েত এলাকা। গ্রামবাসীদের দাবি, ৪ দিন আগেই তৃণমূলের অঞ্চল সভাপতি ফিরোজ হাসান মোল্লা প্রকল্পের উদ্বোধন করেন। গতকাল সেখানে ফের প্রকল্পের উদ্বোধনের তোরজোর করেন, পঞ্চায়েতের তৃণমূল সদস্য়া মন্দিরা মণ্ডলের স্বামী তৃণমূল নেতা শঙ্কর মণ্ডল। এতেই ক্ষুব্ধ হয়ে চেয়ার-টেবিল মাইক ভাঙচুর করেন গ্রামবাসীরা। উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঝাঁটা নিয়ে তেড়ে যান মহিলারা। ঘটনায় আহত হয় ২ পক্ষের ৫জন।
চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্য়ুর অভিযোগ। ঘটনা ঘিরে গতকাল রাতে অশান্ত হয়ে ওঠে ক্য়ানিং মহকুমা হাসপাতাল। মৃতার নাম অনিমা বিশ্বাস। তিনি ক্য়ানিং-এর বাসিন্দা। প্রসূতির পরিজনদের দাবি, গতকাল রাতেই এক কন্য়া সন্তানের জন্ম দেন তিনি। এরপরই অসুস্থ হয়ে পড়েন। মৃতার পরিবারের অভিযোগ, সেই সময় বারবার চিকিৎসক ও নার্সদের ডাকলেও, কেউ আসেনি। কিছুক্ষণের মধ্য়েই মৃত্য়ু হয় প্রসূতির। এরপরই হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি বেধে যায়। ক্য়ানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাফিলতির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও উত্তর মেলেনি।
অতি গভীর নিম্নচাপ গতকাল সকালেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা-য়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ঘূর্ণিঝড়ের সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনার এসে পৌঁছেছে NDRF-এর ২৫ জনের একটি দল। জলোচ্ছ্বাসে, কোথাও নদী বাঁধ ভেঙে গেলে, গ্রামে জল ঢুকতে শুরু করলে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তৈরি থাকবে এই টিম। পাশাপাশি, দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম ভাবে তৈরি স্থানীয় প্রশাসন, জানিয়েছেন গোসাবার বিডিও।
তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সোনালি গুহ। দুর্নীতি থেকে ডিএ, বিভিন্ন ইস্য়ুতে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে, একুশের বিধানসভা ভোটের পর, আবার তৃণমূলে ফিরতে চেয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই একদা ছায়াসঙ্গী। কিন্তু, তা আর হয়নি। এবার ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব তিনি।
ডাক্তারিতেও এবার ডিপ্লোমা কোর্স আনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটতি মেটাতে প্রয়োজনে ৫ বছরের ডিগ্রি কোর্সের পাশাপাশি ৩ বছরের ডিপ্লোমায় চিকিৎসক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর। এবার কি ডাক্তারিতেও সিভিক ব্যবস্থা? প্রশ্ন বিরোধীদের। সমালোচনায় সরব চিকিৎসক মহলের একাংশ।
প্রেক্ষাপট
কলকাতা: ফের প্রমাণিত সর্ষের মধ্যেই ভূত। কয়লাপাচারকাণ্ডে (Coal Smuggling Case) সিআইএসএফ ইন্সপেক্টর ও প্রাক্তন ইসিএল কর্তার গ্রেফতারিতে সুর চড়াল তৃণমূল (TMC)। সিবিআইয়ের (CBI) নিরপেক্ষতার এটাই প্রমাণ, পাল্টা বিজেপি (BJP)।
কালিয়াগঞ্জে (Kaliaganj) নাবালিকার মৃত্যুতে সিট গঠন হাইকোর্টের (Calcutta High Court)। থাকবেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত ও কলকাতা পুলিশের স্পেশাল সিপি (১) দময়ন্তী সেন।
পুলিশি তদন্তে ফের অনাস্থা। প্রচণ্ড চাপের মুখে কাজ করতে পারছে না পুলিশ, তাই সিট গঠন। সত্য সামনে আসা প্রয়োজন। সিটকে তদন্তে সাহায্য করবে রাজ্য, নির্দেশ হাইকোর্টের।
ধামাচাপা দিতে চাইছিল পুলিশ, এবার সঠিক তদন্ত হবে, রায়কে স্বাগত জানিয়ে মন্তব্য বিরোধীদের। রাজ্যে আইপিএস কি কম পড়েছে? সিটের সদস্য নির্বাচন নিয়ে প্রশ্ন কুণালের।
হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদন খারিজ। ১৫ মে-র মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
ঘাটতি মেটাতে ৫ বছরের ডিগ্রি কোর্সের পাশাপাশি ৩ বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর। এবার কি ডাক্তারিতেও সিভিক ব্যবস্থা ? প্রশ্ন চিকিৎসকদের একাংশের।
রামনবমী অশান্তিতে তদন্ত শুরু এনআইএ-র (NIA)। শিবপুর-শ্রীরামপুর-ডালখোলায় অশান্তিতে ৬টি মামলা রুজু। প্রতিটি মামলায় যুক্ত বিস্ফোরক আইন।
সমাজবিরোধীদের হাতে বিস্ফোরক, উদাসীন রাজ্য, তাই এনআইএ, মন্তব্য বিজেপির (BJP)। রুট কারা ভেঙেছিল, মুঙ্গের থেকে অস্ত্র কারা এনেছিল, তার তদন্ত হবে তো? প্রশ্ন তৃণমূলের।
কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। মামলায় যুক্ত করার জন্যেও পৃথক আবেদন।
প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে বোর্ড। কীসের ভিত্তিতে ২৭০ জনকে অতিরিক্ত ১ নম্বর? 'বোর্ড ভুল করেছে, জবাব দিতেই হবে, মন্তূব্য আদালতের।
গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই (CBI) তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তুষ্ট আদালত। যাঁদের নামে চার্জশিট তাঁদের নিয়ে আসছেন না কেন? কতদিন এভাবে চালাবেন? প্রশ্ন বিচারকের।
তল্লাশির শুরুতেই ফোন হেফাজতে নেয় সিবিআই। বদনাম করতেই ভুয়ো অভিযোগ। পুকুরকাণ্ডে আদালতে বিস্ফোরক দাবি জীবনকৃষ্ণর। কী হয়েছে, সবাই দেখেছে, পাল্টা সিবিআই।
২০০ শ্রমিক মজুরি পাচ্ছেন না, রাইস মিলের ২ অ্যাকাউন্ট খুলে দিন। আদালতে আর্জি অনুব্রতর। আইনজীবীর মাধ্যমে আবেদনের পরামর্শ বিচারকের।
বড় স্বস্তি ইমরান খানের। গ্রেফতারি বেআইনি, বলল সুপ্রিম কোর্ট। অবিলম্বে মুক্তির নির্দেশ। আজ হাইকোর্টে শুনানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -