West Bengal News Live: ফের বিতর্কে নির্মল মাজি, এমার্জেন্সিতে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 12 May 2022 10:56 PM
West Bengal News Live: পাটের দাম নিয়ে ফের দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে অর্জুনের বৈঠক

পাটের দাম নিয়ে ফের দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে অর্জুনের বৈঠক। ৪টি দফতরের সঙ্গে উদ্যোগ ভবনে বৈঠক। মঙ্গলবারের মধ্যে কেন্দ্র পাটের দাম নিয়ে পদক্ষেপ নেবে বলে আশা ব্যারাকপুরের বিজেপি সাংসদের। 

WB News Live Updates: সংঘর্ষের হুঁশিয়ারি শুভেন্দুর

দেউচা পাঁচামির জমি দখল করতে এলে সংঘর্ষের হুঁশিয়ারি শুভেন্দুর। নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে দেউচা পাঁচামিতেও সংঘর্ষের হুঁশিয়ারি।

West Bengal News Live: চিকিৎসকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ নির্মল মাজির

'৬ ঘণ্টা ধরে এমার্জেন্সিতে রেখে দেওয়া হয়েছিল ২জন রোগীকে। এমার্জেন্সিতে ঝিমোচ্ছিলেন চিকিৎসক, বাকিরা অন্য কাজে ব্যস্ত। ভিতরে যারা ছিলেন, তাদের পায়ের পর পা তুলে এমসিকিউ করছিল।' প্রবীণ চিকিৎসকের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি নির্মল মাজির।

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর দফতর-স্বাস্থ্য ভবনে লিখিত অভিযোগ চিকিৎসকের

মুখ্যমন্ত্রীর দফতর-স্বাস্থ্য ভবনে লিখিত অভিযোগ চিকিৎসকের। তৃণমূল বিধায়ক-চিকিৎসক নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ।

West Bengal News Live: ভর্তিতে দেরি হওয়ায় 'ধমক'

জরুরি বিভাগে রোগী ভর্তিতে কেন দেরি? এমার্জেন্সি মেডিক্যাল অফিসারকে নির্মল মাজির ধমক দেওয়ার অভিযোগ। রোগীর ভিড়ের মধ্যেই প্রবীণ চিকিৎসককে কুকথা বলার অভিযোগ।

WB News Live Updates: জলপাইগুড়ির ফুলবাড়ির গ্রামে বিদ্যুৎ বিভ্রাট

জলপাইগুড়িতে টান্সফর্মারে আগুন, ২৫টি বাড়িতে শর্টসার্কিট। শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎহীন গোটা গ্রাম, নষ্ট বৈদ্যুতিন সামগ্রী। বুধবার থেকে বিদ্যুৎহীন জলপাইগুড়ির ফুলবাড়ির পাচকেল গ্রাম। কলা গাছের উপরে সেন্ট্রাল পাওয়ার গ্রিডের তার পড়ে বিপত্তি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ নিগমের তারও, দাবি ডব্লুবিএসইডিসিএলের।

West Bengal News Live: বকেয়া চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

রাজ্যের বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ৪ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ। আবাস যোজনায় নতুন করে বরাদ্দ টাকা না দেওয়ার অভিযোগ। অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।


 

WB News Live Updates: সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, পরবর্তী শুনানি ১৭মে

অভিষেক ও তাঁর স্ত্রীকে কলকাতায় কেন জিজ্ঞাসাবাদ করছেন না ইডি?’ সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেকের আইনজীবী কপিল সিব্বলের। ‘যে মামলায় জিজ্ঞাসাবাদ, তাতে অভিষেক-রুজিরা সন্দেহভাজন অভিযুক্ত  না সাক্ষী? ইডি এখনও বিষয়টি স্পষ্ট করে জানায়নি কেন? কী সমস্যা হচ্ছে ইডি-র?’ ইডি-র কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। জবাব দিতে সময় চাইলেন ইডি-র আইনজীবী।
পরবর্তী শুনানি ১৭ মে।

West Bengal News Live: সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লাপাচার মামলায় কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য ফের সওয়াল। 

WB News Live Updates: স্কুলে বজ্রপাত, জখম ছাত্র-শিক্ষিকা

ক্লাস চলাকালীন বজ্রপাত, ছাত্র-শিক্ষিকা-সহ আহত ১৭। মন্দিরবাজারের বংশীধরপুর হালদারপাড়া অঙ্গনওয়াড়ি স্কুলে বজ্রপাত।

West Bengal News Live: আনিস-মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে সিট

'পুলিশকর্মীরা সিঁড়ি দিয়ে উঠে কী দেখলেন? রিপোর্টে তার উল্লেখ নেই কেন? আনিস যদি পালাতে গিয়ে পড়ে যায়, তা হলে কীভাবে ৩০৪এ ধারা প্রযোজ্য হবে?’ আনিস-শুনানিতে সিটকে প্রশ্ন হাইকোর্টের।

WB News Live Updates: বিজেপি নেতাদের আসার আগেই শুরু বিক্ষোভ

 সুকান্ত-শুভেন্দুর নেতৃত্বে রাইপুর বাসস্ট্যান্ড থেকে স্কুল মাঠ পর্যন্ত মিছিল। বিজেপি নেতারা আসার আগেই। পাঁচামির মথুরাপাহাড়িতে বীরভূম জমি-জীবন-জীবিকা-প্রকৃতি-বাঁচাও মহাসভার বিক্ষোভ।

West Bengal News Live: বিজেপির দেউচা-পাঁচামি অভিযান

আদিবাসীদের উচ্ছেদ করে শিল্প করা যাবে না। স্লোগান তুলে আজ বিজেপির দেউচা পাঁচামি অভিযান। 

WB News Live Updates: ২০১৬ সালের এসএলএসটি-র নম্বর প্রকাশের নির্দেশ আদালতের

২০১৬ সালের এসএলএসটি-র নম্বর প্রকাশের নির্দেশ। নবম-দশমে শিক্ষক নিয়োগের নম্বর বিভাজন প্রকাশ করার নির্দেশ। ‘প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর সহ প্রকাশ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করতে হবে। এসএসসি-কে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্যানেলে অস্বচ্ছতার অভিযোগে মামলা করেন এক চাকরিপ্রার্থী। সেই মামলাতেই নির্দেশ হাইকোর্টের।

West Bengal News Live: নবম-দশমের সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

নবম-দশমের সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। ১৭ জুন পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ, জানাল আদালত।

WB News Live Updates: অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির মামলা, এনআইএ-র হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে

অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করল এনআইএ। চলতি বছরের মার্চে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। উদ্ধার হয় প্রায় ৪৫টি বোমা। তদন্ত যায় এনআইএ-এর কাছে। সেই মামলায় বৃহস্পতিবার সকালে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংকে এনআইএ গ্রেফতার করেছে।

West Bengal News Live: কল্যাণী এইমসে সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ

কল্যাণী এইমসে সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। স্থানীয়দের এইমসে চাকরি দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। এইমসে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ। 

WB News Live Updates: মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসকের নির্দেশিকা ঘিরে বিতর্ক

নির্দেশিকা জারির ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসকের নির্দেশিকা ঘিরে বিতর্ক। ‘জেলার সব হাসপাতালে নিয়মিত পরিদর্শন করতে এসডিও, বিডিও-দের নির্দেশ,’ পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার নির্দেশ মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসকের। 

West Bengal News Live: ‘রাজ্যের সমস্ত লোকাল বডি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে', বিচারপতি রাজশেখর মান্থা

‘রাজ্যের সমস্ত লোকাল বডি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে। স্কুল-কলেজ-সমবায়-সহ সর্বত্র এই হস্তক্ষেপ হচ্ছে। আদালত এই হস্তক্ষেপ চায় না।' মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। রাজারহাটের একটি অ্যাপার্টমেন্টের নির্বাচন সংক্রান্ত শুনানিতে মন্তব্য বিচারপতি মান্থার। 

WB News Live Updates: সাড়ে ৪ ঘণ্টা ধরে থাকার পর হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল

সাড়ে ৪ ঘণ্টা ধরে থাকার পর অ্যাপোলো হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। সাড়ে ৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর অনুব্রতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের। 

West Bengal News Live: কয়লা পাচারে ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের

কয়লা পাচারে ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের। সাংসদ ও তাঁর স্ত্রী অভিযুক্ত না সাক্ষী? কলকাতায় জিজ্ঞাসাবাদে কী সমস্যা? জানতে চাইল সর্বোচ্চ আদালত। সময় চাইল ইডি।

WB News Live Updates: আনিস-শুনানিতে সিটকে প্রশ্ন হাইকোর্টের

আনিস-শুনানিতে সিটকে প্রশ্ন হাইকোর্টের। ‘পুলিশকর্মীরা সিঁড়ি দিয়ে উঠে কী দেখলেন? রিপোর্টে তার উল্লেখ নেই কেন? আনিস যদি পালাতে গিয়ে পড়ে যায়, তা হলে কীভাবে ৩০৪এ ধারা প্রযোজ্য হবে? পালাতে গিয়ে পড়ে গেলে পুলিশ কেন দায়ী হবে? আনিসের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, তাঁকে ৪১এ নোটিস পাঠানো প্রয়োজন ছিল। সেই নোটিস পাঠানো হয়েছে কী? আনিসের বাড়িতে কোনও সমস্যা ছিল কি না, তদন্ত করে দেখা হয়েছে?’ সিটকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। 

West Bengal News Live: কলকাতা টাউন হলে আজ মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচি

কলকাতা টাউন হলে আজ মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচি। প্রথমে নবরূপে সজ্জিত টাউন হলের দ্বারোদ্ঘাটন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যোগ দেবেন ডব্লিউবিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায়। সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। ডব্লিউবিসিএস অফিসারদের সমস্যা, অভাব-অভিযোগ শোনার পাশাপাশি, কোন ক্ষেত্রে কীভাবে কাজ করতে হবে, তার দিকনির্দেশও দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: ঘূর্ণিঝড় অশনি ইতিমধ্যেই শক্তি খুইয়ে পরিণত হয়েছে নিম্নচাপে

ঘূর্ণিঝড় অশনি ইতিমধ্যেই শক্তি খুইয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এই মুহূর্তে তার অবস্থান অন্ধ্র উপকূলে। তবে অশনির প্রভাব পড়েছে বঙ্গেও। কলকাতার কোনও কোনও জায়গায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আগামী কয়েকঘণ্টা কলকাতা ছাড়াও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

West Bengal News Live: গৃহ পরিচারিকার সন্ধান দেওয়ার টোপ দিয়ে অপহরণ

গৃহ পরিচারিকার সন্ধান দেওয়ার টোপ দিয়ে ডেকে পাঠিয়ে এক ব্যক্তি ও তাঁর গাড়ি চালককে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। হুগলির পোলবার ঘটনা। দুই মহিলা-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার দুই অপহৃত। ধৃতদের মধ্যে রয়েছে ওই ব্যক্তির গৃহ পরিচারিকাও।

WB News Live Updates: শান্তিনিকেতনে কলেজপড়ুয়ার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

শান্তিনিকেতনে কলেজপড়ুয়ার রহস্যমৃত্যু। মেসবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে উল্লেখ, প্রেমিকার আত্মঘাতী হওয়ার খবর পেয়ে চরম পরিণতি বেছে নেওয়ার সিদ্ধান্ত। মৃতের বাড়ি বাঁকুড়ার তাজপুর এলাকায়। শান্তিনিকেতনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের তৃতীয় বর্ষের ওই পড়ুয়া থাকত মেসবাড়িতে। পুলিশ সূত্রে খবর, গতকাল হুগলির কামারপুকুরের বাসিন্দা প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। সম্পর্কে টানাপোড়েনের জেরে এই সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ। 

West Bengal News Live: কোচবিহারের শীতলকুচিতে বাজারের মধ্যে শ্যুটআউট

স্থানীয়দের অভিযোগ, রাত ১১টা নাগাদ বাইকে চড়ে আসে তিন দুষ্কৃতী। মুদিখানা ব্যবসায়ী প্রণয় দেবনাথকে গুলি করে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। বাজারের মধ্যে গুলি চলায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ব্যক্তিগত আক্রোশ নাকি ব্যবসায়িক শত্রুতা? হামলার কারণ খতিয়ে দেখছে শীতলকুচি থানার পুলিশ।

WB News Live Updates: কোচবিহারের শীতলকুচিতে বাজারের মধ্যে শ্যুটআউট

কোচবিহারের শীতলকুচিতে বাজারের মধ্যে শ্যুটআউট। গতকাল রাতে দোকান বন্ধ করার সময় গোঁসাইয়ের হাট এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলে। গুলিবিদ্ধ ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন।

West Bengal News Live: ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল

গতকাল রাতে অনুব্রত বুকে ব্যথা অনুভব করেন, খবর সূত্রের। রাতে চিকিৎসকদের সঙ্গে কথা হয় তাঁর। চিকিৎসকদের পরামর্শ মতোই তাঁকে আনা হয়েছে হাসপাতালে।

WB News Live Updates: ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল

ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে। হুইল চেয়ার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

West Bengal News Live: গভীর রাতে খড়গপুর শহরে বাংলো সাইড এলাকায় শ্যুটআউট

গভীর রাতে খড়গপুর শহরে বাংলো সাইড এলাকায় শ্যুটআউট। বাড়ির জানলা ভেঙে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে ভর্তি। 

WB News Live Updates: সাতসকালে রেলগেট পার হওয়ার সময় পণ্যবোঝাই লরির ইঞ্জিন বিকল হওয়ায় বিপত্তি

সাতসকালে শিয়ালদা-বনগাঁ শাখায় হাবড়া ও অশোকনগর রোড স্টেশনের মধ্যে রেলগেট পার হওয়ার সময় পণ্যবোঝাই লরির ইঞ্জিন বিকল হওয়ায় বিপত্তি। জিআরপি সূত্রে খবর, সকাল ৬টা ২০ মিনিটে বারাসাত থেকে হাবড়াগামী বালিবোঝাই লরির ইঞ্জিন বিকল হয়ে সেটি রেললাইনের ওপর দাঁড়িয়ে পড়ে। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল প্রায় একঘণ্টা বন্ধ থাকে। পাশাপাশি, যশোর রোডে দেখা দেয় তীব্র যানজট। পরে পরিষেবা শুরু হলেও ধীর গতিতে ট্রেন চলাচল করায় সকালের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। 

West Bengal News Live: অর্জুন সিংহকে নিয়ে জল্পনার মাঝেই নতুন বিতর্ক

অর্জুন সিংহকে নিয়ে জল্পনার মাঝেই একই অনুষ্ঠানে একসঙ্গে হাঁটলেন বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক। গঙ্গার ঘাটে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করলেন অর্জুনপুত্র পবন ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও তাঁদের কেউই এর মধ্যে রাজনীতি দেখতে নারাজ। প্রকাশ্যে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপিও।

WB News Live Updates: রাতের কলকাতায় এবার ট্রাফিক সার্জেন্টের হাতেও থাকবে আগ্নেয়াস্ত্র

রাতের কলকাতায় এবার ট্রাফিক সার্জেন্টের হাতেও থাকবে আগ্নেয়াস্ত্র। অস্ত্র-গুলি নিতে হবে স্থানীয় থানা থেকে। জানিয়ে দিল লালবাজার। 

West Bengal News Live: তৃণমূলে উত্তরাধিকার ইস্যুতে প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

'বর্তমানে প্রধান লক্ষ্য ভিনরাজ্যে তৃণমূলের সংগঠনকে মজবুত করা।' তৃণমূলে উত্তরাধিকার ইস্যুতে প্রথমবার মুখ খুলে জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 'মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের সর্বোচ্চ নেত্রী', মন্তব্য অভিষেকের। 

WB News Live Updates: রেলের জমিতে অনুমোদনহীন স্কুল চালানোর অভিযোগ

রেলের জমিতে অনুমোদনহীন স্কুল চালানোর অভিযোগ। বুলডোজার এনে আসানসোলে বাড়ি গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে দাবি, যে বাড়ি ভাঙা হয় সেখানে চলছিল স্কুল। যদিও রেলের দাবি, স্কুল নয় ভাঙা হয় কোয়ার্টার। প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল।

West Bengal News Live: প্রায় আড়াই বছর পরে বউবাজারে ফিরল 'ফাটল-আতঙ্ক'

প্রায় আড়াই বছর পরে বউবাজারে ফিরল ফাটল-আতঙ্ক। মেট্রোর কাজ চলাকালীন বউবাজারে ফের পরপর বাড়িতে ফাটল। সন্ধে থেকে বউবাজারের বেশ কয়েকটি বাড়িতে ফাটল। বাড়িতে ফাটল, আতঙ্কে বাইরে বেরিয়ে এলেন বাসিন্দারা। 

প্রেক্ষাপট

আড়াই বছর পরে বউবাজারে (Bowbazar) ফিরল সেই আতঙ্ক। মেট্রোর (Metro) কাজ চলাকালীন একের পর এক বাড়িতে ফাটল। পরপর বাড়িতে ফাটল। আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। মাইকে প্রচার পুলিশের। স্থানীয়দের অন্য জায়গায় সরানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষ।


২০১৯-এ বিপত্তি, কেন সতর্ক হয়নি মেট্রো? ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। কেন ফাটল? কারণ খুঁজছেন ইঞ্জিনিয়াররা (Engineers), জানাল কেএমআরসিল। হাতের কাছে যা পাওয়া যায়, তা নিয়ে মধ্যরাতে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বহু অসহায় পরিবার। কয়েকজনকে হোটেলে নিয়ে গেল কেএমআরসিএল। 


রাতের কলকাতায় এবার ট্রাফিক সার্জেন্টের হাতেও থাকবে আগ্নেয়াস্ত্র। অস্ত্র-গুলি নিতে হবে স্থানীয় থানা থেকে। জানিয়ে দিল লালবাজার। 


গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে ফের পথে বিজেপি। দুর্গাপুরে সুকান্ত-দিলীপ, হাওড়ায় শুভেন্দু। একসঙ্গে নামা মানেই ঐক্যবদ্ধ নয়, খোঁচা তৃণমূলের। 


কেন্দ্রের সংঘাতের মধ্যে ফের জল্পনা বাড়ালেন অর্জুন। জগদ্দলে পা মেলালেন তৃণমূল বিধায়কের সঙ্গে। 


তৃণমূলের উত্তরাধিকার বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 'ওরা যা বলছে, তাকে সম্মান করি। কিন্তু আমার কাজ তৃণমূলকে আরও শক্তিশালী করা।'


ফের মোহনবাগান ক্লাবের সভাপতি টুটু বসু। নবনির্বাচিত এগজিকিউটিভ কমিটির বৈঠকে টুটু বসুর নামেই সিলমোহর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.