West Bengal News Live :বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড, হুড়মুড়িয়ে ভেড়ে পড়ল জলের ট্যাঙ্ক,মৃত ৩

Bengal News Live Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , এক ঝলকে।

ABP Ananda Last Updated: 13 Dec 2023 03:30 PM
WB News Live: বর্ধমান স্টেশনে হুড়মুড়িয়ে ভেড়ে পড়ল জলের ট্যাঙ্ক

ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড। হুড়মুড়িয়ে ভেড়ে পড়ল জলের ট্যাঙ্ক। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুর্ঘটনা। মৃত ৩, আহত ২৮। 

Burdwan Rail Accident : নিরাপদ নয় প্ল্যাটফর্মও, বেঘোরে প্রাণ গেল ৩ জনের

একের পর এক রেল দুর্ঘটনা, নিরাপদ নয় প্ল্যাটফর্মও, বেঘোরে প্রাণ গেল ৩ জনের। ২০২০-তেও বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে ১ জনের মৃত্যু। ফের প্রশ্নের মুখে রেলের ভূমিকা। 

WB News Live : বাকিবুরকে ঢাল করে দুর্নীতির ব্লু-প্রিন্ট, চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির

বাকিবুরকে ঢাল করে দুর্নীতির ব্লু-প্রিন্ট। ধৃত ব্যবসায়ীর শ্যালককে দিয়ে কালো টাকা সাদা। মুখ বন্ধে বন দফতরে চাকরি! চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির।

WB News Live : খাদ্য দফতরে দুর্নীতির র‍্যাকেট চালাতেন বালু! বিস্ফোরক দাবি ইডির

মন্ত্রী পদের অপব্যবহার করে খাদ্য দফতরে দুর্নীতির র‍্যাকেট চালাতেন বালু! ভুয়ো কোম্পানির কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্টে টাকা সাইফন। চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির।

East Burdwan News : স্টেশনে ভেড়ে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত ৩, আহত ২৭

ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড। হুড়মুড়িয়ে ভেড়ে পড়ল জলের ট্যাঙ্ক। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুর্ঘটনা। মৃত ৩, আহত ২৭। 

WB News Live : বর্ধমান স্টেশনে ভাঙল জলের ট্যাঙ্ক, জখম বেশ কয়েকজন

বর্ধমান স্টেশনে ভাঙল জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক ভেঙে জখম বেশ কয়েকজন । বর্ধমান স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে মাঝে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক

WB News Live : ইটাহারে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের জামাই

শ্যালিকার বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে, উত্তর দিনাজপুরের ইটাহারে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের জামাই। মৃত তৃণমূল কর্মীর নাম তন্ময় সরকার। তন্ময়ের শ্বশুর দেবকুমার সরকার ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। 

WB News Live : বাকিবুর রহমানের প্রায় ১০০টি সম্পত্তির হদিশ :  চার্জশিটে দাবি EDর

বাকিবুর রহমানের প্রায় ১০০টি সম্পত্তির হদিশ মিলেছে বলে  চার্জশিটে দাবি করল ED। এই সম্পত্তি কিনতে যে বিপুল অঙ্কের টাকা লেগেছে, তা রেশন দুর্নীতির টাকা বলেই মনে করছে কেন্দ্রীয় এজেন্সি।

WB News Live : ধরমপুরে লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের অফিসে তল্লাশি

হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগ। নজরে দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের লোহা কারবারিরা। ধরমপুরে লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের অফিসে তল্লাশি। নজরে শপিং মলও।

WB News Live : ঝাড়খণ্ডের পর এবার এ রাজ্যেও আয়কর অভিযান

ঝাড়খণ্ডের পর এবার এ রাজ্যেও আয়কর অভিযান। রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে তল্লাশি। আসানসোল, দুর্গাপুরে আরও একাধিক জায়গায় হানা। 

WB News Live : লরির ধাক্কায় মৃত্যু হল কনস্টেবলের

খাস কলকাতায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। ভোর ৫টা নাগাদ মানিকতলা মোড়ের কাছে এই ঘটনা ঘটে।ডিউটি সেরে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিৎ চক্রবর্তী।

WB News Live : কেবিনে ফিরলেন কালীঘাটের কাকু

SSKM-এ পাঁচদিন ধরে শিশুদের জন্য সংরক্ষিত কার্ডিওলজি ICCU দখল করে রাখার পরে ফের কেবিনে ফিরলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তিনতলায় কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু। ওই বিভাগেই ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। সুজয়কৃষ্ণ আর জ্যোতিপ্রিয়র মধ্যে মাত্র একটি কেবিনের ব্যবধান। গত বৃহস্পতিবার রাতে আচমকাই কালীঘাটের কাকুকে কেবিন থেকে শিশুদের জন্য সংরক্ষিত কার্ডিওলজি ICCU-তে নিয়ে যাওয়া হয়। তিন সদস্যের মেডিক্যাল টিমের রিপোর্ট দেওয়ার পরেই গতকাল রাতে ফের কেবিনে ফেরানো হয় সুজয়কৃষ্ণকে।

WB News Live : .বেলডাঙা বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিট দিল এনআইএ

.বেলডাঙা বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিট দিল এনআইএ। ২০২২-এর জানুয়ারিতে বেলডাঙায় বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। ঘটনায় তৃণমূল নেতা-সহ ৭ জনের বিরুদ্ধে ৩৩ পাতার চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

BJP News Live : দিনহাটায় বিজেপির পথসভা চলাকালীন বোমাবাজি

দিনহাটায় বিজেপির পথসভা চলাকালীন বোমাবাজি। ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। নিজেরাই পরিকল্পনা করে বোমাবাজি করিয়েছে, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে শাসক দল। 

West Bengal News : বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। দীর্ঘক্ষণ আটকে রাখা হল প্রধান-সহ বিজেপি সদস্যদের। এর জেরে অসুস্থও হয়ে পড়েন বিজেপির এক পঞ্চায়েত সদস্যা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। গতকাল উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বিজেপি পরিচালিত কাশীনগর গ্রাম পঞ্চায়েত অফিসে। 

West Bengal News : বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে হুঙ্কার তৃণমূলনেত্রীর

বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে। 'বাংলা যা করে, গোটা দেশের কেউ কেউ তা ভাবছে' । ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে হুঙ্কার তৃণমূলনেত্রীর। 

West Bengal News : পৌষ মেলার বৈঠকের মাঝেই আচমকা বেরিয়ে গেলেন কাজল শেখ

পৌষ মেলার বৈঠকের মাঝেই আচমকা বেরিয়ে গেলেন কাজল শেখ। বোলপুর এসডিও অফিসে বৈঠক শুরুর ২০ মিনিটের মধ্যেই বেরিয়ে যান বীরভূম জেলা পরিষদের সভাপতি।কেন বৈঠক থেকে বেরিয়ে গেলেন? জেলাশাসককে জিজ্ঞাসা করুন, বললেন তৃণমূল নেতা কাজল শেখ। হয়তো কোনও মিটিং ছিল, তাই বেরিয়ে গেছেন, মন্তব্য জেলাশাসকের। 

Suvendu Adhikari : বিজেপি বিধায়কদের নিয়ে উত্তরকন্য়া অভিযান শুভেন্দুর, তুঙ্গে অশান্তি

 মুখ্য়মন্ত্রী উত্তরবঙ্গ ছাড়তেই, বিজেপি বিধায়কদের নিয়ে উত্তরকন্য়া অভিযানে বিরোধী দলনেতার। প্রথমে তাঁকে ব্য়ারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। শুরু হয় উত্তপ্ত বাক্য় বিনিময়। পরে, ডিভিশনাল কমিশনারের অনুরোধেও চিঁড়ে ভেজেনি। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে পারমিশন এনে উত্তরকন্য়ায় ঢোকার পাল্টা চ্য়ালেঞ্জ করলেন শুভেন্দু। 

Suvendu Adhikari News : হোয়াট নর্থবেঙ্গল থিঙ্কস ইয়েসটারডে, হোল বেঙ্গল থিঙ্কস টুমরো : শুভেন্দু

উত্তরবঙ্গে দুই যুযুধানের টক্কর। শিলিগুড়িতে মুখ্য়মন্ত্রী বলেন, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। এর পাল্টা, শিলিগুড়িতে দাঁড়িয়েই বিরোধী দলনেতা বললেন, হোয়াট নর্থবেঙ্গল থিঙ্কস ইয়েসটারডে, হোল বেঙ্গল থিঙ্কস টুমরো।

Kalighater Kaku News : কার্ডিওলজি আইসিসিইউ থেকে কেবিনে ফিরলেন 'কালীঘাটের কাকু'

কার্ডিওলজি আইসিসিইউ থেকে কেবিনে ফিরলেন 'কালীঘাটের কাকু'
৩ সদস্যের মেডিক্যাল টিমের রিপোর্টের পরেই কেবিনে 'কালীঘাটের কাকু'
এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের কেবিনের পাহারায় কেন্দ্রীয় বাহিনী 
কষ্ঠস্বর পরীক্ষার জন্য এবার কি জোকা ইএসআইতে কালীঘাটের কাকু? 
৫ দিন ধরে শিশুদের জন্য সংরক্ষিত আইসিসিইউ দখলের পরে কেবিনে 'কাকু'

প্রেক্ষাপট


  •  ৫ দিন ধরে শিশুদের জন্য সংরক্ষিত আইসিসিইউ দখলের পরে কেবিনে ফিরলেন কালীঘাটের কাকু ( Kalighater Kaku ) । মেডিক্যাল টিমের রিপোর্টের পরেই স্থানান্তর। পাহারায় কেন্দ্রীয় বাহিনী। 

  • রেশন বণ্টনে ( Ration Scam ) কয়েকশো কোটির দুর্নীতি। এখনও পর্যন্ত মিলেছে ১০০ কোটি টাকা কেলেঙ্কারির প্রমাণ, ৩৬ কোটি গেছে খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে। প্রথম চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির ( ED ) । 

  • বালুর কথাতেই ধান কেনার জন্য ভুয়ো কৃষকের নামে খোলা অ্যাকাউন্টে ৪৫০ কোটির বেশি, বাকিবুরের সংস্থার অডিটরের বয়ানের উল্লেখ করে চার্জশিটে দাবি ইডির। 

  • জ্যোতিপ্রিয় ( Jyotipriyo Mullik )  খাদ্যমন্ত্রী না থাকার সময়েও রেশনে দুর্নীতি! স্ত্রী-মেয়ের অ্যাকাউন্ট থেকে ২ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত। ১৬৮ পাতার চার্জশিটে বালু-বাকিবুর ও তাঁদের ১০টি সংস্থার উল্লেখ। 

  • নিয়োগ দুর্নীতির সময়ের মধ্যেই বিপুল সম্পত্তি! নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক-রুজিরার সম্পত্তি নিয়ে মন্তব্য বিচারপতির। আয়ের উৎস নিয়ে ইডিকে প্রশ্ন। 

  • ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের আলমারি ভর্তি বান্ডিল বান্ডিল নোট। সারি সারি গাড়ি। প্রাসাদোপম বাড়ির মাটির নীচেও কি যকের ধন? জিও সার্ভিল্যান্স সিস্টেম নিয়ে খোঁজে আয়কর দফতর। 

  • কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়িতে ৩৫৪ কোটির হদিশ। সারি সারি গাড়ি, ৪০ ঘরের বাংলোয় আরও কিছু? দিল্লি থেকে রাঁচিতে আরও আয়কর অফিসার। 

  • ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিনই মোদি-মমতা সাক্ষাৎ। ফের সেটিং তত্ত্বে আক্রমণ বাম-কংগ্রেসের। আলোচ্যবিষয় প্রকাশ্যে আনার দাবি শুভেন্দুর। 

  • উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ, উত্তরকন্যা অভিযানে শুভেন্দু। ব্যারিকেডে মিছিল আটকাতেই পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 'তৃণমূলের পা-চাটা পুলিশ। ছাড়ব না।'

  • বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে, শিলিগুড়ির সভা থেকে হুঙ্কার মমতার, 'হাম লিড করেঙ্গে। বেঙ্গল লিড করেঙ্গে। দিলীপ- দুর্নীতিতে লিড করছে, হিংসা-রাহাজানিতে লিড করছে।'

  • বিপদের সময় কেউ পাশে ছিল না। নেতাদের নাম করে বি২০২২-এ বেলডাঙা বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র প্রথম চার্জশিট। ৩৩ পাতার চার্জশিটে তৃণমূল নেতা-সহ ৭ জনের নাম। দেওয়া হয়েছে ইউএপিএ ধারা। 


    আরও পড়ুন :


    রহস্যময় এই শিব মন্দিরে প্রতিটি ইচ্ছা পূরণ হয় ভক্তদের! স্ট্যাম্প পেপারে মহাদেবের কাছে জমা পড়ে আবেদন 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.